03/10/2024
চাকুরীজীবী বনাম উদ্যোক্তা
শুনে এসেছি - অনেক চ্যালেঞ্জ, অনেক বৈচিত্র, অনেক অনিশ্চয়তা, আর একটু একটু করে অর্জনের স্বাদে মেশানো আত্মতৃপ্তির সব গল্প! কেউ কেউ অন্যের তরে আওড়ান আশা জাগানিয়ার কোটি টাকার খেল!
ক্লিয়ারলি দেখছি - কেমন চাপা একটা টেনশনের মধ্য দিয়ে যেতে হয়। কাছের একজন প্রায়ই চেহারার দিকে তাকিয়ে আগে বলতো - মামা, কয়টা ট্যাব খোলা মাথায়, বলেন তো?
এখন মনে পড়ে সেকথা। তখনো ট্যাব খোলা থাকতো, এখনো দেখি অনেক ট্যাব খোলা থাকে। তবে, ট্যাবের কন্টেন্ট একটু ভিন্ন। অর্জনের হিসেব ঐ একই, কিন্তু ফলাফলের ঝুড়ির গড়নটা আলাদা।
অজানা শংকা যেমন কাজ করে, তেমনই কাজ করে আরেকটু ভালো করার তাড়ণা। আরেকটা ধাপ এগিয়ে নেয়ার প্রচেষ্টা। পরিবর্তনগুলো দৃশ্যমান না হলে অধৈর্য লাগে, অস্থির লাগে, ট্যাবের সংখ্যাও সমানুপাতিক হারে যেনো বাড়তে থাকে।
এসবই কি তবে উদ্যোক্তা সায়েন্স!
নিজেই ভাবি - এখনো তো কিছুই শুরু করিনি। এসব ভাবনায় কি হবে? কাজ করা লাগবে, উদ্যোক্তাদের অলস হতে নেই! অনেক দেখেছি। এসব আজগুবি ভাবনার ফাঁকে হাসি। এখনো তো কিছুই করা হয়নি, কোনো অর্জন হয়নি, তবুও এমন লেখা লেখার সাহস হয় কেমনে?
আসলে ডায়েরির পাতার মত উপলব্ধিগুলো তুলে ধরলাম এখানে। যাতে কদিন পর দেখে মজা নিতে পারি, সফল হই কিংবা হেরে যাই ব্যাপার না। ছায়াটুকু তো মাড়াচ্ছি! সেল তো করছি... এই অনেক। :D
আলহামদুলিল্লাহ্!
-----
কিজানিকি০০১
অক্টোবর ৩, ২০২৪