31/08/2025
আমরা সবাই Zapier চিনি। এক অ্যাপের সাথে আরেক অ্যাপকে কানেক্ট করে দেয়। জোশ একটা জিনিস, তাই না?
আমরা সবাই ChatGPT-কেও চিনি। ঘণ্টার পর ঘণ্টা ওর সাথে কথা বলা যায়, কাজ করানো যায়। সে-ও জোশ জিনিস।
এখন কল্পনা করুন... যদি এই দুইটা জিনিস একসাথে মিশে যায়?
Zapier + ChatGPT = ?
যেই জিনিসটা হবে, সেটার নাম Lindy AI. :)
মাথা নষ্ট হয়ে গেলো, তাই না? ওয়েট... কাহিনী তো কেবল শুরু।
এটা শুধু automation না। শুধু "এটা হলে ওটা করবে" টাইপের if-then রুলস না।
This is AI that thinks.
This is AI that decides.
This is AI that runs your business operations.
..মানে, আপনার ব্যবসা চালানোর জন্য আর হয়তো জলজ্যান্ত মানুষের দরকারই হবে না!
"Meet your first AI employee" – এটাই Lindy-র ট্যাগলাইন।
ব্যাপারটা বুঝিয়ে বলি।
ধরুন, আপনার একটা পেইজ আছে। ইনবক্সে শ'য়ে শ'য়ে মেসেজ আসে। আপনি রিপ্লাই দিতে দিতে শেষ।
Lindy AI কী করবে? ও শুধু রোবটের মতো একটা অটো-রিপ্লাই দেবে না। ও আপনার আগের সব মেসেজ, আপনার ব্যবসার সব ডকুমেন্ট (knowledge base) থেকে নিজে নিজে শিখবে।
কাস্টমারের মেসেজ পড়ে, তার সমস্যা বুঝে, এমনভাবে রিপ্লাই দেবে, মনে হবে আপনি নিজেই দিয়েছেন!
আরও শুনবেন?
মিটিংয়ে আপনার হয়ে নোট নেবে: আপনি বসের ঝাড়ি খান বা ক্লায়েন্টের লেকচার শোনেন, Lindy আপনার "second brain" হয়ে মিটিংয়ের সব নোট নেবে, সামারি বানাবে, এমনকি মিটিং শেষে ফলো-আপ ইমেইলও ড্রাফট করে রাখবে!
আপনার ইনবক্স খালি রাখবে: কোন ইমেইলটা জরুরি, কোনটা স্প্যাম, কোনটার কী রিপ্লাই দিতে হবে... সব ও সামলাবে। আপনি সকালে উঠে দেখবেন, আপনার সব প্রয়োজনীয় ইমেইলের রিপ্লাই ড্রাফট করা আছে, আপনাকে শুধু সেন্ড বাটনে ক্লিক করতে হবে।
সেলস আর লিড জেনারেট করবে: ইন্টারনেট ঘেঁটে আপনার জন্য কাস্টমার খুঁজে বের করবে, তাদের সাথে নিজে থেকেই কথা বলে লিড কোয়ালিফাই করবে, এমনকি পার্সোনালাইজড আউটরিচ ইমেইলও পাঠাবে!
বিশ্বাস হচ্ছে না, তাই তো? হওয়ার কথাও না। মনে হচ্ছে সায়েন্স ফিকশন মুভি দেখছি।
কিন্তু ভাই, This is the future of workflows.
হা হা হা ......এটাই বাস্তব।
প্রতি মাসে ৪০০ টা ফ্রি ক্রেডিট পাবেন ইউজ করার জন্যে!
আপনার কোম্পানির সেলস, কাস্টমার সাপোর্ট, এইচআর (Recruiting), ইমেইল ম্যানেজমেন্ট... সবকিছু দেখার জন্য আপনি এখন AI এমপ্লয়ি হায়ার করতে পারেন। এমন একজন এমপ্লয়ি, যে দিনে ২৪ ঘণ্টা, বছরে ৩৬৫ দিন কাজ করে। ছুটি নেয় না, বেতন বাড়াতে বলে না, আর বসের সাথে তর্কও করে না! 😜
অবশ্যই, এতে অনেকের চাকরি নিয়ে টানাটানি পড়বে। একটা বিরাট পরিবর্তন আসবে মার্কেটে। But technology waits for no one.
আপনি কি এই ভবিষ্যতের জন্য প্রস্তুত?
মতামত, শেয়ার, কমেন্ট! 🤗
(ভালো লাগলো, তাই দিলাম রিপোস্ট)