12/06/2025
২। সৎ কাজ বলতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঈমানের পরে উক্ত শ্রেণির মানুষগণকে বুঝিয়েছেন যার প্রমান সূরা বাকারার ২৬০ আয়াত হতে ২৭৩ আয়াতগুলিত অর্থ সম্পদ কিভাবে ব্যয় করতে হবে তার বিস্তারিত বিবরণের মধ্যেও উক্ত তালিকার লোকদের কথাই বলা হয়েছে।
৩। কুরআনুল কারিমে ২৭২ বার সৎ কাজ করার তাগিদ দেয়া হয়েছে।
৪। উক্ত তালিকার বাইরে আর যত ভালো কাজ আছে যথা মসজিদ মাদ্রাসা,এতিমখানা, স্কুল, ব্রিজ, রাস্তা, বা মানুষের উপকারে আসে এমন কাজকে ভালো কাজ বলা গেলেও আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এগুলো কে সৎ কাজ বলেন নি।
৫। সৎ কাজগুলো পরীক্ষা করলে দেখবেন যে এ কাজগুলো করতে মানুষের মধ্যে সংশ্লিষ্ট থাকতে হবে এবং সৎ কাজগুলোর মাধ্যমে সরাসরি মানুষের উপকার নিহীত আছে এবং প্রতিটা পরিবারের বা গোষ্ঠীর ধনাঢ্য ব্যক্তি যদি দানের হাত বাড়িয়ে দেন তাহলে আমি মনে করি গোটা পৃথিবীতেই কোন লোক অশিক্ষিত ও দরিদ্র থাকবে না। এ জন্য সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সৎ কাজের গুরুত্ব দিয়ে ক্ষান্ত হননি বরং কুরআনুল কারিমের নিম্নলিখিত সূরা সমূহের আয়াতগুলিতে ঐ সৎ কাজ সম্পাদনকারী ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন বলে ওয়াদা করেছেন। এ সূরা ও আয়াত গুলি পড়ে নিবেন আশা করি।
৬। সূরা বাকারার ২৫, ৬২,৮২ সূরা নিসার ১২২,৫৭,১২৪, সূরা মায়েদার ৯, সূরা ইুনুসের ৯৷ সূরা হুদের ১১,২৩, সূরা কাহাফের ৩০, ১০৭, সূরা হাজ্জের ১৪, ২৩, ৫০, সূরা লোকমানের ৫, সূরা সাবার ৪, সূরা ফাতিরের ৭, সূরা ফুসসিলাতের ৮, সূরা আশুরার ২২, সূরা জাকিয়ার ৩০, সূরা মুহাম্মাদের ২, সূরা তাগাবুনের ৯, সূরা ত্বিনের ৬সূরা বাইয়েন্যাতের ৭, সূরা আনকাবুতের ৫৮ নম্বর আয়াতসমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঈমান এবং সৎ কাজের জন্য জান্নাতের ওয়াদা করেছেন।
৮। সৎ কাজ ও ভালো কাজের মধ্যে পার্থক্য স্পষ্ট। কারণ ঈমানের পরে সৎ কাজগুলো করার জন্য আল্লাহ জান্নাতে দাখিলের ওয়াদা করেছেন কিন্তু ভালো কাজের বিষয়ে ওযাদা করেননি তবে অবশ্যই ভালো কাজের প্রতিদান দিবেন।
৯। পরিশেষে বলবো যে সৎ কাজগুলো দ্বারা সরাসরি ব্যক্তি মানুষ উপকৃত হয় ফলে মানুষের মধ্যে উচু নিচুর ব্যবধান কমে যায়। ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। আর যাকাত দেয়ার মাধ্যমে সমাজের উপকার হয়। আরেকটা যাকাত রয়েছে যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটা হলো মাটির নীচের সম্পদের উত্তোলন ও বিক্রয়ের ফলে যে লাভ হয় সে যাকাতের টাকা সরাসরি সে রাষ্ট্রের মানুষের মধ্যে বিতরণ করা। এর মাধ্যমেও সমাজের মানুষের উপকার হয়। এ দায়িত্ব পৃথিবীর কোন মুসলিম