Noakhali news

Noakhali news We are committed to serve the people

02/07/2025

এরাই হ’ল সেই সব লোক, যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরীদ করেছে। অতএব তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না’ (বাক্বারাহ

02/07/2025

আমি কোন দল করিনা, তবে সত্য প্রকাশ করি, কারন আমি পরকালের জবাবদিহিতাকে ভয় করি

29/06/2025

রাশিয়া তে মহিলা দক্ষ সুইং অপারেটর নিয়োগ দেয়া হচ্ছে, আগ্রহীগন, invox, or call, 01821-761787

24/06/2025
23/06/2025

জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবেদন করবে, ‘সামান্য পানি আমাদের দিকে ঢেলে দাও অথবা আল্লাহ যা তোমাদের রিজিক হিসেবে দিয়েছেন, তা থেকে কিছু আমাদের দিকে পাঠাও।’ তখন জান্নাতীরা বলবে, ‘আল্লাহ এ দুটো জিনিসই এখন সত্য অস্বীকারকারীদের জন্যে হারাম করেছেন। তোমরা পার্থিব জীবনের মোহে আচ্ছন্ন ছিলে, আর খেল-তামাশা, ফুর্তি ও বিনোদনকেই নিজেদের ধর্মরূপে গ্রহণ করেছিলে।’ (এবং তখন আল্লাহ বলবেন) অতএব আজ আমি ওদের সেভাবেই ভুলে যাব, যেভাবে পার্থিব জীবনে ওরা এ মহাবিচার দিবসকে ভুলে গিয়েছিল, আমার বিধিবিধানকে অস্বীকার করেছিল। ৫২. কারণ আমি ওদের কাছে পবিত্র কিতাব পাঠিয়েছি, যাতে সত্যপথের বিজ্ঞোচিত বয়ান ছিল, আর বিশ্বাসীদের জন্যে এ ছিল সুস্পষ্ট দিক-নির্দেশনা ও রহমত।, ( আল কুরআন, সুরা আরাফ)

13/06/2025

🇩🇪 উন্নত রাষ্ট্রের দুটো সমস্যা যেগুলো হয়তো কখনো সলভ হবে না। ১. চিকিৎসা ২. বাসস্থান।

মানুষ এখানে দোয়া করে অসুস্থ না হওয়ার জন্য। মানুষ ব্যায়াম করে, হেলদি ডায়েট ম্যান্টেইন করে অসুস্থ না হওয়ার জন্য। আপনি অসুস্থ হলে কুইক সেবা কখনো পাবেন না এন্ড দ্রুত সুস্থ ও হবেন না। স্পেশালিষ্ট ডাক্তারের এপোয়েন্ম্যান্ট পেতে ৬ মাস কিংবা ১ বছর সময় লাগে। ততদিনে রোগীর অবস্থা খারাপ। ইমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে চিকিৎসা পেতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে।

এমনটা কেনো? কারন, ওদের কাছে যথেষ্ট ডাক্তার নাই। এবং যত্রতত্র ডাক্তার ওরা নিবেও না। অন্য কারন থাকতে পারে, আমার জানা নাই।

এইটা এক আপুর হাত, সামহাউ কেটে ফেলেছে। উনার হাতে ৯ টা সিলাই দিতে হয়েছে। সেলাই করার পর সেলাই জোড়া লাগার জন্য ডাক্তার কোন এন্টিবায়োটিক দেয় নাই। ফলাফল সেলাই জোড়া লাগে নাই। সেলাই কাটার পর হাত ফাঁক হয়ে ছিলো। পরে আবার সেলাই করে এন্ড এন্টিবায়োটিক দেয়। অবস্থা খুব গুরুতর হয়েগিয়েছিলো।

এটা হচ্ছে জার্মানির চিকিৎসাব্যাবস্থার নমুনা। এরা সহজে এন্টিবায়োটিক দেয় না। যার কারনে রোগী অনেকসময় বিপদে পড়ে যায়। জার্মানির ওষুধপত্রও অতটা পাওয়ারফুল না। সব ভেষজ ওষুধ!!

অপারেশন এর রোগী, হাত পা ভাঙা রোগী খুব কষ্ট করে এখানে। কারন, কোন এন্টিবায়োটিক দেয় না। ন্যাচারালি শুকাবে ক্ষতস্থান। অনেক সময় লাগে। বাংলাদেশে যেখানে ২-৩ মাসে সুস্থ হয়ে যায় জার্মানিতে ৬-৮ মাস লাগে!!

এই হলো অবস্থা!!

বাসস্থান এটা আরেকটা বড় সমস্যা। এই সব দেশে মানুষ কম কিন্তু থাকার জায়গার অভাব!! মানুষের তুলনায় বাসা কম! এন্ড যেখানে সেখানে বাড়িও করার অনুমতি নাই। বাংলাদেশে যেমন যার যেখানে ইচ্ছে বাড়ি করে ফেলে, পাহাড় কেটে, জঙ্গল সাফ করে,রাস্তার পাশে। এখানে ঐ রকম সুযোগ নাই। এদের রুলস রেগুলেশন এর চক্করে লাখ লাখ মানুষ কষ্ট করে৷ সহজে বাসা পাওয়া যায় না।

চাকরি পাওয়ার চেয়ে বাসা পাওয়া কঠিন!! 🇩🇪🇩🇪

12/06/2025

২। সৎ কাজ বলতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঈমানের পরে উক্ত শ্রেণির মানুষগণকে বুঝিয়েছেন যার প্রমান সূরা বাকারার ২৬০ আয়াত হতে ২৭৩ আয়াতগুলিত অর্থ সম্পদ কিভাবে ব্যয় করতে হবে তার বিস্তারিত বিবরণের মধ্যেও উক্ত তালিকার লোকদের কথাই বলা হয়েছে।

৩। কুরআনুল কারিমে ২৭২ বার সৎ কাজ করার তাগিদ দেয়া হয়েছে।

৪। উক্ত তালিকার বাইরে আর যত ভালো কাজ আছে যথা মসজিদ মাদ্রাসা,এতিমখানা, স্কুল, ব্রিজ, রাস্তা, বা মানুষের উপকারে আসে এমন কাজকে ভালো কাজ বলা গেলেও আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এগুলো কে সৎ কাজ বলেন নি।

৫। সৎ কাজগুলো পরীক্ষা করলে দেখবেন যে এ কাজগুলো করতে মানুষের মধ্যে সংশ্লিষ্ট থাকতে হবে এবং সৎ কাজগুলোর মাধ্যমে সরাসরি মানুষের উপকার নিহীত আছে এবং প্রতিটা পরিবারের বা গোষ্ঠীর ধনাঢ্য ব্যক্তি যদি দানের হাত বাড়িয়ে দেন তাহলে আমি মনে করি গোটা পৃথিবীতেই কোন লোক অশিক্ষিত ও দরিদ্র থাকবে না। এ জন্য সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সৎ কাজের গুরুত্ব দিয়ে ক্ষান্ত হননি বরং কুরআনুল কারিমের নিম্নলিখিত সূরা সমূহের আয়াতগুলিতে ঐ সৎ কাজ সম্পাদনকারী ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন বলে ওয়াদা করেছেন। এ সূরা ও আয়াত গুলি পড়ে নিবেন আশা করি।

৬। সূরা বাকারার ২৫, ৬২,৮২ সূরা নিসার ১২২,৫৭,১২৪, সূরা মায়েদার ৯, সূরা ইুনুসের ৯৷ সূরা হুদের ১১,২৩, সূরা কাহাফের ৩০, ১০৭, সূরা হাজ্জের ১৪, ২৩, ৫০, সূরা লোকমানের ৫, সূরা সাবার ৪, সূরা ফাতিরের ৭, সূরা ফুসসিলাতের ৮, সূরা আশুরার ২২, সূরা জাকিয়ার ৩০, সূরা মুহাম্মাদের ২, সূরা তাগাবুনের ৯, সূরা ত্বিনের ৬সূরা বাইয়েন্যাতের ৭, সূরা আনকাবুতের ৫৮ নম্বর আয়াতসমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঈমান এবং সৎ কাজের জন্য জান্নাতের ওয়াদা করেছেন।

৮। সৎ কাজ ও ভালো কাজের মধ্যে পার্থক্য স্পষ্ট। কারণ ঈমানের পরে সৎ কাজগুলো করার জন্য আল্লাহ জান্নাতে দাখিলের ওয়াদা করেছেন কিন্তু ভালো কাজের বিষয়ে ওযাদা করেননি তবে অবশ্যই ভালো কাজের প্রতিদান দিবেন।

৯। পরিশেষে বলবো যে সৎ কাজগুলো দ্বারা সরাসরি ব্যক্তি মানুষ উপকৃত হয় ফলে মানুষের মধ্যে উচু নিচুর ব্যবধান কমে যায়। ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। আর যাকাত দেয়ার মাধ্যমে সমাজের উপকার হয়। আরেকটা যাকাত রয়েছে যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটা হলো মাটির নীচের সম্পদের উত্তোলন ও বিক্রয়ের ফলে যে লাভ হয় সে যাকাতের টাকা সরাসরি সে রাষ্ট্রের মানুষের মধ্যে বিতরণ করা। এর মাধ্যমেও সমাজের মানুষের উপকার হয়। এ দায়িত্ব পৃথিবীর কোন মুসলিম

12/06/2025

তাদাব্বুর’ একটি আরবি শব্দ যার অর্থ ‘গভীর চিন্তা’, ‘গভীর ভাবনা’। কুরআনে সরাসরি এই শব্দটা এসেছে৷ আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা কুরআনের ব্যাপারে ‘তাদাব্বুর’ তথা গভীর চিন্তা-ভাবনা করার কথা বেশ কয়েক জায়গায় বলেছেন।

‘তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনা?’- আল মুমিনুনঃ ৬৮

‘আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করতে পারে, এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করতে পারে’- সূরা ছ্বোয়াদঃ ২৯

‘তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করেনা? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাযিল হতো, তাহলে তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেতো’- আন নিসাঃ ৮২

‘তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করেনা? নাকি তাদের অন্তর তালাবদ্ধ?’- সূরা মুহাম্মাদঃ ২৪

কুরআনকে গভীরভাবে বুঝতে না পারলে, উপলব্ধি করতে না পারলে কুরআনের শিক্ষাগুলোকে জীবনে বাস্তবায়ন করা যায় না। কেমন দেখায় যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা আমার সাথে কথা বলছেন, অথচ তার কথার কিছুই আমি বুঝতে পারছিনা। বোঝার চেষ্টা করছিনা!! খুবই খারাপ লাগার কথা না?

কুরআনের তাদাব্বুর মানেই হলো কুরআন নিয়ে ভাবা। কুরআন নিয়ে চিন্তা করা। আমাদের জীবনে আমরা হয়তো অনেকবার কুরআন পড়েছি এবং ইন শা আল্লাহ ভবিষ্যতেও পড়বো। এখন, কুরআন পড়তে গিয়ে কুরআনের কোন ব্যাপারটা আমাকে একেবারে ভিতর থেকে নাড়া দিয়ে গেছে? কুরআনের কোন আয়াতটা পড়ে মনে হয়েছে- ‘আরেহ! এই আয়াত তো মনে হয় আমার জন্য এক্ষুণি নাযিল হয়েছে। আমি তো এই সমাধানই চাচ্ছিলাম। আমি তো এই কথাগুলোই ভাবছিলাম’।

হয়নি এরকম কখনো? যদি হয়ে থাকে তাহলে সেই সূরা, সেই আয়াত নিয়ে আপনার অভিজ্ঞতা, ভালোবাসা, ভালোলাগা আমাদের সাথে শেয়ার করুন। আপনার সেই অভিজ্ঞতা হয়তো অন্য অনেককেও কুরআন নিয়ে গভীরভাবে ভাবতে সহায়ক হবে, ইন শা আল্লাহ।

সাকিব খানের মত ফালতু লোক গুলো সিনেমার মাধ্যমে সন্ত্রাস,  নেশা খর, কিশোর গাং তৈরি করতেছে, আর অশ্লিন্তা ছড়িয়ে দিচ্ছে
12/06/2025

সাকিব খানের মত ফালতু লোক গুলো সিনেমার মাধ্যমে সন্ত্রাস, নেশা খর, কিশোর গাং তৈরি করতেছে, আর অশ্লিন্তা ছড়িয়ে দিচ্ছে

Address

Dhaka

Telephone

+8801609992515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share