Imteyaz Farhad

Imteyaz Farhad Content creator youtube

28/12/2023

এতো মন খারাপ করে কী লাভ?🙂
খারাপ সময়ের মধ্যে আটকে গেছি
সেখানে ভালো কিছুর আশা কীভাবে করি😅🤘

আজ আমার আম্মুর প্রথম মৃত্যু বার্ষিকী..... আজ থেকে এক বছর পূর্বে ২০২১ সালের ২৩ শে আগষ্ট বিকাল ৪.৩০ মিনিটের সময় ঢাকা স্যোস...
23/08/2022

আজ আমার আম্মুর প্রথম মৃত্যু বার্ষিকী.....

আজ থেকে এক বছর পূর্বে ২০২১ সালের ২৩ শে আগষ্ট বিকাল ৪.৩০ মিনিটের সময় ঢাকা স্যোসাল ইসলামীয়া হাসপাতালে ICU তে থাকা অবস্থায় আমাদের সবাইকে এবং আমরা দুই ভাই কে চির এতিম করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছায় না ফেরার দেশে চলে যায় আম্মু। এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপন হচ্ছে মা। মা মারা গেলে মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয় না। আজকে আমার আম্মুর প্রথম মৃত্যুবার্ষিকী
১ বছর হয়ে গেলো আমি আমার মা'কে কাছে পাই না। মুখ ভরা হাসি নিয়ে আম্মু বলে ডাকতে পারি না। মা ছাড়া জীবনটা খুব অসহায় লাগে। খুব বেশি ইচ্ছা হয় আমার মা'কে আম্মু বলে ডাক দিতে কিন্তু আমি আমার আম্মুকে খুঁজে পাই না। আমার এখনো মনে পড়ে আমি আমার আম্মুকে যে সময় কবরে একা রেখে আসি আমার বিশ্বাস হচ্ছিলো না আমি আমার আম্মুকে অন্ধকার কবরে রেখে আসছি। আমার খুব কষ্ট হয় এই যে আমার মা আমার কাছে নেই। মা কে ছাড়া বেঁচে থাকতে আমার ও অনেক কষ্ট হয়। খুব বেশি মিস করি আমার আম্মুকে। আমার মায়ের অভাব পুরো পৃথিবী দিয়ে শেষ করা যাবে না। যাদের মা নেই তারা বুজবে কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়।
১ বছর হয়ে গেলো আম্মুকে দেখিনা। আম্মু তোমায় জীবনের চলার প্রতিটি পদে পদে মিস করি

আল্লাহ যেনো আমার আম্মুকে জান্নাতুল ফেরদৌস দান করে সবাই দোয়া কইরেন।

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা

আলহামদুলিল্লাহ্ দীর্ঘ ১০ দিন পর ভাইয়ার জ্ঞান ফিরেছে। বর্তমানে  ICU  তে আছে। দোয়া করবেন মহান আল্লাহ যেন ভাইয়াকে খুব দ্রু...
02/08/2022

আলহামদুলিল্লাহ্ দীর্ঘ ১০ দিন পর ভাইয়ার জ্ঞান ফিরেছে। বর্তমানে ICU তে আছে।
দোয়া করবেন মহান আল্লাহ যেন ভাইয়াকে খুব দ্রুত সুস্থতা দান করেন। আমিন।

01/08/2022

Alhamdulillah

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imteyaz Farhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share