Umme Safwan's Diary

Umme Safwan's Diary personal vlog.tips videos.cooking.blogging
(3)

"আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ  ✨লাস্ট ২৮ দিনে ৩.৪ মিলিয়ন ভিউস 🥰এ যাবত আমার সর্বোচ্চ ভিউস 💙সবাইকে ধন্যবাদ ভালোবাসা আর সা...
02/09/2025

"আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ✨
লাস্ট ২৮ দিনে ৩.৪ মিলিয়ন ভিউস 🥰
এ যাবত আমার সর্বোচ্চ ভিউস 💙
সবাইকে ধন্যবাদ ভালোবাসা আর সাপোর্টের জন্য 🌸"

#ছবি

ঘটনাটি আমার বিশ্ববিদ্যালয়ের হলের রুমমেটের। আমার রুমমেট প্রথম বর্ষে পড়ার সময় পরিবারকে না জানিয়ে একটি ছেলেকে বিয়ে করে...
01/09/2025

ঘটনাটি আমার বিশ্ববিদ্যালয়ের হলের রুমমেটের। আমার রুমমেট প্রথম বর্ষে পড়ার সময় পরিবারকে না জানিয়ে একটি ছেলেকে বিয়ে করে। ছেলেটির সাথে তার সম্পর্ক ছিল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে থেকেই। পরিবারকে না জানিয়ে এই ছেলের সাথে সে স্বামী-স্ত্রীর সম্পর্ক চালিয়ে গেছে। রুমমেট হিসেবে আমি এবং ওর ডিপার্টমেন্টের দু-একজন বান্ধবী এই ঘটনা জানতাম। বাকিরা জানত এই ছেলে ওর বয়ফ্রেন্ড। ছেলেটা চাকরি পাওয়ার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয়, কিন্তু তারা যে আগেই বিয়ে করেছে, এই কথাটি গোপন রাখে। বিয়ের আলোচনার মধ্যে দুই পক্ষের অভিভাবকদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এমন একটি অবস্থা দাঁড়ায় যে কোনো পক্ষই রাজি ছিল না। এরপর তারা দু'জন সিদ্ধান্ত নেয় যে নিজেদের মধ্যে যে বিয়েটা হয়েছিল, সেটা ডিভোর্স করে ফেলবে। শুধু তারা দু'জন মিলে যে কাজী অফিস থেকে বিয়ে করেছিল, সেখানেই গিয়ে মিউচুয়াল ডিভোর্স রেজিস্ট্রি করে। আমার রুমমেট খুব ভেঙে পড়ে। এমনিতেই বিয়ের কথাটি পরিবারকে জানায়নি, তার উপর এতদিনের সম্পর্ক এভাবে ভেঙে গেল, যা সে মানতে পারছিল না। আসলে ডিভোর্সটা হয়েছিল ছেলেটার জোরাজুরিতেই। এরপর সে একবার সু-ইসাইড অ্যাটেম্পট নেয়। আমি তখন রুমে ব্যাপারটা টের পেয়ে ওর বান্ধবীদের ডেকে হাসপাতালে নিয়ে যাই। এই যাত্রায় সে বেঁচে যায়। সবাই ভাবে যে ওর ব্রেকাপ হয়েছে, তাই এমন করেছে, কিন্তু আমরা কয়েকজন আসল ঘটনাটা জানতাম।

এভাবেই আমাদের পড়াশোনা শেষ হয়, ও আমার জুনিয়র ছিল। এখন সে নিজের পছন্দেই বিয়ে করে সংসার করছে, বাচ্চার মা হয়েছে এবং সরকারি চাকরিও পেয়েছে। ওর বাবা-মাও অনেক খুশি এই বিয়েটা নিয়ে। এখন সে পরিপূর্ণভাবে পর্দা করে কিন্তু আগের বিয়েটা নিয়ে ওর মানসিক সমস্যা হচ্ছে। ওর বর্তমান স্বামী এবং বাবা-মাও এই বিয়ের ব্যাপারে জানেন না। ওর ধারণা, আগের ডিভোর্সটা হয়নি, আর সেই হিসাবে দ্বিতীয় বিয়েটাও শুদ্ধ নয়। কাউকে এই কথা বলতেও পারছে না। দিন দিন ওর মানসিক সমস্যা বাড়ছে। ওর স্বামী ওকে ডাক্তার দেখানোর কথা ভাবছে।
আমি ওকে বারবার বুঝিয়েছি যে কাজী অফিসে গিয়ে ডিভোর্স হয়েছে মানে সেটা নিয়ম মেনেই হয়েছে। এখন এটা নিয়ে বাড়াবাড়ি করলে সবাই সব জানবে। তখন পারিবারিক সম্মান, শান্তি—সবই চলে যাবে। এই বিষয়টার সমাধান কী? ওর মনের ধারণাটাই কি সঠিক?

পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু.
©️

ভাই হিসেবে একটা কথা মাথায় রাখবেন..
01/09/2025

ভাই হিসেবে একটা কথা মাথায় রাখবেন..


 #ছবিরকথা    #ফটো  #ছবি
01/09/2025

#ছবিরকথা #ফটো #ছবি

সময় মানুষকে বদলায়...!   #ফটো  #ছবিরকথা  #ছবি
01/09/2025

সময় মানুষকে বদলায়...!

#ফটো #ছবিরকথা #ছবি

😏 "মুখে এক, মনে আরেক—এমন মানুষদের দেখলেই মনে হয় মেলায় মুখোশের দোকান খুলে দিলে বেশ লাভবান হতো!" #ছবি  #ফটো    #ছবিরকথা ...
31/08/2025

😏 "মুখে এক, মনে আরেক—এমন মানুষদের দেখলেই মনে হয় মেলায় মুখোশের দোকান খুলে দিলে বেশ লাভবান হতো!"

#ছবি #ফটো #ছবিরকথা

স্বামী স্ত্রীর সম্পর্ক টা হলো....,! #ছবি  #ফটো  #ছবিরকথা
31/08/2025

স্বামী স্ত্রীর সম্পর্ক টা হলো....,!

#ছবি #ফটো #ছবিরকথা

টিউশনে যাওয়ার আগে আমি ডিপে একদম ভিতরে ☕ এক মগ কফি বানায়ে লুকায়ে রাইখা গেছিলাম যে ফিরে এসে ঠান্ডা ঠান্ডা খাবো ❄️।বাসায় এস...
31/08/2025

টিউশনে যাওয়ার আগে আমি ডিপে একদম ভিতরে ☕ এক মগ কফি বানায়ে লুকায়ে রাইখা গেছিলাম যে ফিরে এসে ঠান্ডা ঠান্ডা খাবো ❄️।
বাসায় এসে চুপিচুপি 🤫 নামায়ে রান্নাঘরে তাকের উপরে উঠায়ে রেখে ফ্রেশ হইতে গেছি 🚿 যে বরফ টা গলুক 🧊।

কতক্ষণ পরে গিয়ে দেখি 😳 এই অবস্থা—আমার কফি নাই 😭, নাই মানে একটুও নাই।

এখন একজন আমাকে বুঝাচ্ছে যে বরফ নাকি বাষ্প হয়ে উড়ে গেছে 🌬️, সে নিজের চোখে 👀 দেখছে!
আরেকজন বলতেছে—সে নাকি স্বচক্ষে দেখছে যে 🦎 টিকটিকি পিরিচ সরায়ে আমার কফি চুকচুক করে সব খায়া গেছে 🤯!! তারপর যাতে আমি না বুঝি এজন্য নাকি আবার পিরিচ দিয়ে গেছে উপরে 🙄!!

এই বাসায় একটা টিকটিকি ও নিরাপদ না 😔।
আমি, আমার খাবার 🍫☕—তো না ই, এখন একটা নিরপরাধ টিকটিকিকেও দোষী বানায় দিছে এরা 🤦‍♀️।

ড: ইউনুস, আপনি কি কিছু করবেন 🧐 নাকি এগুলো হইতেই থাকবে আমার সাথে 🤷‍♀️।

©
#ছবি #ফটো

স্ত্রী কে বিরক্ত লাগার ফলাফল..!          #ছবিরকথা  #ছবি
31/08/2025

স্ত্রী কে বিরক্ত লাগার ফলাফল..!

#ছবিরকথা #ছবি

নারী এতই কোমল...!  #ছবি  #ছবিরকথা  #ছবিতে  #নারীর
30/08/2025

নারী এতই কোমল...!

#ছবি #ছবিরকথা #ছবিতে #নারীর

সম্প্রতি আমার ছোট বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে দেখা যায়, আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয়। নতুন ব...
30/08/2025

সম্প্রতি আমার ছোট বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে দেখা যায়, আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয়। নতুন বিয়ে হয়েছে তার, আর শ্বশুরবাড়ি ঢাকা থেকে এসে সে বাবাকে সারপ্রাইজ করে। বাবার চোখের আনন্দ, আবেগ, ভালোবাসা—সেই মুহূর্তটুকু দেখে মন ভরে যায়। বাবা শুধু হাসেন না, আবেগে কেঁদে ফেলেনও। তিনি ভিডিওতে বলতে থাকেন-
“মেয়েদের বিয়ে দিলে আর পাওয়া যায় না।”

এই ভিডিও দেখে শুধু অন্যরা নয়, আমিও কেঁদে ফেলেছি। তখন মনে হয়েছে, কতটা ভাগ্যবতী আমি—কারণ এটা আমার নিজের বাবা। আলহামদুলিল্লাহ, আমি আমার বাবার মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব।

বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি হাজার বছর বেঁচে থেকো। তোমার মতো বাবা সত্যিই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত।

আমার বাবা শুধু আমার কাছে সেরা বাবা নন, একজন মানুষ হিসেবেও তিনি সবার কাছে শ্রেষ্ঠ। অদ্ভুত ভালো মনের অধিকারী, সবার প্রতি ভালোবাসা আর যত্নশীলতা তাঁর স্বভাব। বাবাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না।

সবার কাছে অনুরোধ, আমার বাবার জন্য অনেক দোয়া করবেন, আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন। বারাকাল্লাহ—আল্লাহ্‌র রহমতে যেন সবসময় সুরক্ষিত থাকেন, আর কোনো খারাপ দৃষ্টি তাঁর উপর না লাগে।
(ছবিটা আমার মেজো বোনের বিয়ের ছবি)

©Nishat

👉 চরিত্রহীন স্বামীদের আসল রূপঘরে বউ থাকবে, আবার বাইরে মেয়েদের সাথে রংঢংও করবে!কিন্তু যদি বউয়ের কাছে ধরা খেয়ে যায়,তখন এমন...
30/08/2025

👉 চরিত্রহীন স্বামীদের আসল রূপ

ঘরে বউ থাকবে, আবার বাইরে মেয়েদের সাথে রংঢংও করবে!
কিন্তু যদি বউয়ের কাছে ধরা খেয়ে যায়,
তখন এমন আচরণ করবে যেন সে জজ সাহেব, আর ঘরের বউটাই আ /সা/ মি।

👉 কথায় আছে না— চো/রে/র মায়ের গলা সবসময়ই বড়!

#চরিত্রহীনপুরুষ #স্ত্রীরঅপমান #বাস্তবকথা #সামাজিককটাক্ষ #রংঢং
#ফটো

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Safwan's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category