পাঠকের কবিতা

পাঠকের কবিতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাঠকের কবিতা, Media, Dhaka.

খেতাপুরি😋সোয়ারি ঘাট 📸Sajjad Hossain
04/05/2025

খেতাপুরি😋
সোয়ারি ঘাট
📸Sajjad Hossain

🌸🌸
03/04/2025

🌸🌸

23/03/2025

তোমাকে ছাড়া ১ঘন্টা আমার কাছে ৬০ মিনিট মনে হয়!🙄🤣

23/03/2025
দূরত্ব এতো হবে বুঝতে পারিনাই আগে আমি,সামনে বসা উনি আমার কিন্তু মানুষটা আমার না।
14/03/2025

দূরত্ব এতো হবে বুঝতে পারিনাই আগে আমি,
সামনে বসা উনি আমার কিন্তু মানুষটা আমার না।

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই!কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একই ভাবে ভালোবাসবে, তারও কোনো  নিশ...
08/03/2025

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই!
কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একই ভাবে ভালোবাসবে, তারও কোনো নিশ্চয়তা নেই।

মৃত্যু ছাড়া সবই অনিশ্চিত তবুও আমরা ভালোবাসি! বেঁচে থাকার জন্য ভালোবাসি,
একটু সুন্দর স্বপ্ন নিয়ে ভালোবাসি।🖤

নারীরা প্রাক্তনকে খুব সহজে ভুলে যেতে পারেন, কিন্তু পুরুষরা পারেন না—এটি শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং মনোবিজ্ঞানী এবং ...
07/03/2025

নারীরা প্রাক্তনকে খুব সহজে ভুলে যেতে পারেন, কিন্তু পুরুষরা পারেন না

—এটি শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের গবেষণায়ও উঠে এসেছে। এর পেছনে রয়েছে সামাজিক, পারিবারিক, মানসিক গঠন এবং জীবনের বিভিন্ন বাস্তবতা। নারীরা আবেগের প্রকাশে তুলনামূলকভাবে স্বাধীন এবং নতুন জীবনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন, যেখানে পুরুষরা তাদের আবেগ চেপে রাখেন এবং দীর্ঘ সময় ধরে অতীত সম্পর্কের স্মৃতি বহন করেন।

নারী ও পুরুষের মানসিক গঠন
মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ হলেও তারা বিচ্ছেদের পর সহজে নিজেকে সামলে নিতে পারেন, কারণ তারা নিজেদের ব্যস্ততা, পরিবার এবং নতুন লক্ষ্য স্থির করার মাধ্যমে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তোলেন। ইউনিভার্সিটি অব টেক্সাসের ২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে, নারীরা সম্পর্কের মধ্যে থাকাকালীন আবেগগতভাবে বেশি সংযুক্ত থাকেন, কিন্তু বিচ্ছেদের পর দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা তাদের বেশি থাকে। অন্যদিকে, পুরুষরা সম্পর্কের সময় নিজেদের অনুভূতি প্রকাশে কম আগ্রহী থাকলেও বিচ্ছেদের পর সেই স্মৃতি গভীরভাবে ধারণ করেন, যা দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব ফেলে।

সামাজিক ও পারিবারিক বাস্তবতা
নারীদের ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক কাঠামো এমনভাবে গড়ে ওঠে যে, তারা খুব দ্রুতই নিজেদের নতুন পরিবেশ ও বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। বিশেষ করে, বিয়ের পর নারীদের নতুন পরিবার ও দায়িত্বে মনোনিবেশ করতে হয়, যা তাদের প্রাক্তনের স্মৃতি থেকে দূরে সরিয়ে নেয়। সমাজও নারীদের এগিয়ে যেতে প্রেরণা দেয়, কারণ অধিকাংশ ক্ষেত্রে নারীদের কাছে বর্তমানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে সামাজিকভাবে একা থাকার প্রবণতা বেশি এবং তারা অতীত সম্পর্কের কথা কম ভাগাভাগি করেন। তারা সহজে কষ্ট শেয়ার করতে পারেন না, ফলে তাদের মনে বিচ্ছেদের স্মৃতি দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

জীবনযাত্রা ও বাস্তবতা
বিচ্ছেদের পর নারীরা সাধারণত নিজেদের কাজে, নতুন লক্ষ্য স্থির করতে এবং সামাজিক সম্পর্কে জড়িয়ে পড়তে বেশি মনোযোগ দেন, যা তাদের অতীত ভুলতে সাহায্য করে। ক্যারিয়ার, পরিবার এবং সন্তান যদি থেকে থাকে, তাহলে সেগুলো নারীদের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু পুরুষরা বেশিরভাগ সময় একা থাকেন এবং অনেকেই অতীত সম্পর্কের স্মৃতি থেকে বের হতে পারেন না। কিংস কলেজ লন্ডনের ২০২০ সালের এক গবেষণায় বলা হয়েছে, বিচ্ছেদের পর ৭২% পুরুষ তাদের প্রাক্তন প্রেমিকা বা স্ত্রীর কথা মনে করেন এবং ৪০% পুরুষ স্বীকার করেছেন যে, তারা আগের সম্পর্ককে ভুলতে পারেননি, যদিও তারা নতুন সম্পর্কে প্রবেশ করেছেন।

বিচ্ছেদের পর প্রতিক্রিয়া ও মানিয়ে নেওয়ার পার্থক্য
গবেষণা বলছে, বিচ্ছেদের পর নারীরা তাৎক্ষণিকভাবে আবেগপ্রবণ হন, কিন্তু ধীরে ধীরে তারা সামলে নেন এবং নিজেদের জীবনে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যান। অন্যদিকে, পুরুষরা শুরুতে বিচ্ছেদের কষ্ট খুব একটা প্রকাশ করেন না, কিন্তু ধীরে ধীরে তারা একাকীত্বে ভোগেন এবং অনেক সময় পর উপলব্ধি করেন যে তারা সম্পর্কটি হারিয়ে ফেলেছেন।

উপসংহার
সামাজিক, মানসিক ও ব্যক্তিগত গঠনের কারণে নারীরা বিচ্ছেদের পর দ্রুত মানিয়ে নিতে পারেন, যেখানে পুরুষরা দীর্ঘদিন ধরে সেই স্মৃতি বহন করেন। নারীরা নতুন জীবন ও দায়িত্বে নিজেদের ব্যস্ত করে তোলেন, পরিবার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে মানসিক স্থিরতা ফিরে পান। কিন্তু পুরুষরা তাদের আবেগ চেপে রাখেন, একাকীত্ব বেছে নেন এবং অনেক সময় পরে বুঝতে পারেন যে, তারা প্রাক্তনের স্মৃতি থেকে মুক্ত হতে পারেননি। এজন্য অনেক পুরুষ বহু বছর পরেও তার প্রাক্তনকে মনে করেন এবং অনুভব করেন যে, হারিয়ে ফেলা সম্পর্কের মূল্য তারা দেরিতে বুঝেছেন।।🙂🥀

04/03/2025
ব্লক করে দিলেই যদি সব ভুলে যাওয়া যেত। আর ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত...!!তাহলে হয়তো যন্ত্রণা গুলো এত ভারী হতো ন...
25/01/2025

ব্লক করে দিলেই যদি সব ভুলে যাওয়া যেত। আর ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত...!!
তাহলে হয়তো যন্ত্রণা গুলো এত ভারী হতো না। সবার মাঝে বসে থেকেও হঠাৎ করে এতো একা লাগতো না! মাঝরাতে হঠাৎ করে বুকের বাম পাশে এতো ব্যথা হতো না! এক পাশে শুয়ে থেকে নীরবে বালিশ ভিজতো না.!💔

Address

Dhaka
KOBITAHLOVE

Telephone

+8801983451345

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঠকের কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category