Hemayet Khan

Hemayet Khan Simple person.

বড় কোনো পদের জন্য মানুষ যে কত নিচে নামতে পারে তা তামিমকে দেখলে বুঝা যায়। অন্তত তামিমের থেকে এমনটা আশা করি নাই।
21/09/2025

বড় কোনো পদের জন্য মানুষ যে কত নিচে নামতে পারে তা তামিমকে দেখলে বুঝা যায়। অন্তত তামিমের থেকে এমনটা আশা করি নাই।

21/09/2025

Sri Lanka Cricket Baby don’t cry. Good luck against India.

19/09/2025

🙂

19/09/2025

How pathetic!!
শ্রীলঙ্কার বোলার দুনিথের বাবা ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন। দুঃসংবাদটি শুনে আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর রিঅ্যাকশন। নবী তার শেষ ওভারে ৫টি ছক্কা মেরেছিলেন।

18/09/2025

Let’s naaaaagin dance together 🇱🇰❤️‍🔥🇧🇩

07/09/2025

“জলের ওপর ভেসে থাকা শাপলা, আমাকে শেখায়—সব কিছু ধরে রাখা যায় না, কিছু কিছু সৌন্দর্য শুধু ভেসে বেড়ায়।”

#শাপলা #শাপলাবিল #লালশাপলা

১৯৪৫ সাল।যু*দ্ধবিধ্বস্ত জাপান।এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়ট...
30/08/2025

১৯৪৫ সাল।
যু*দ্ধবিধ্বস্ত জাপান।
এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লাশটা পিঠ থেকে ফেলে দাও, ওটা অনেক ভারী।"

কিশোরটি সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, "সে ভারী নয়, সে আমার ভাই!" আর্মি অফিসারের কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ঐক্যের প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান: "সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।" (He’s not a burden, he’s my brother/sister.)

আপনার ভাই বা বোন যদি পড়ে যায়, তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।

বরিশালে সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের চোখ উঠাই ফেলেছিল। সেই ভাইয়ের এখন চোখের অবস্থা। কি একটা অবস্থা হই...
30/08/2025

বরিশালে সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের চোখ উঠাই ফেলেছিল। সেই ভাইয়ের এখন চোখের অবস্থা। কি একটা অবস্থা হইছে। একটু বুকটাও কাঁপলো না। তাও আবার নিজের আপন ভাই😢😢

আমরা আর মানুষ হইতে পারলাম না।

28/08/2025

প্রজ্ঞাপনটা পড়ে আমি যেটা বুঝলাম>>
বিজ্ঞান বিভাগের প্রার্থী ২০% এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রার্থীদের সাথে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের কম্পিটিশন হবে। ৯৩% মেধায় ১০০ জন প্রার্থীর মধ্যে ২০ জন বিজ্ঞান। বাকি ৮০ জন অন্যান্য বিভাগের। এই প্রজ্ঞাপনে বিজ্ঞান বিভাগের সুযোগ কে সীমিত করা হয়েছে।

৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ হলে তো আলাদা করে কোন বিভাগের কথা উল্লেখ থাকার কথা না।

28/08/2025

২০ সেকেন্ডের ভিডিওতে মানুষের জীবনবৃত্তান্ত...
দুনিয়া কাউকে চিরকাল একসাথে থাকতে দেয় না 🙂

17/08/2024

আযান- যা কেয়ামত পর্যন্ত নিঃসন্দেহে পৃথিবীর সেরা সুর হিসেবে আছে এবং থাকবে..❤️💙

Address

Faridpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hemayet Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category