Mehedi Hasan 2.0

Mehedi Hasan 2.0 Mehedi Academy 02 পেইজে এখন থেকে টেক রিলেটেড ভিডিওর পাশাপাশি বিভিন্ন দেশের তথ্য দেয়া হবে ইনশাল্লাহ।
(2)

✅ জেসিকা ও ডলফিন (অর্কা) এর ঘটনা মিথ্যা।“জেসিকা” নামে কোনো ট্রেইনারকে ডলফিন বা অর্কা মেরে ফেলার কোনো প্রমাণ বা সংবাদ নেই...
12/08/2025

✅ জেসিকা ও ডলফিন (অর্কা) এর ঘটনা মিথ্যা।
“জেসিকা” নামে কোনো ট্রেইনারকে ডলফিন বা অর্কা মেরে ফেলার কোনো প্রমাণ বা সংবাদ নেই। এই ধরনের ভিডিও টিকটকসহ সোশ্যাল মিডিয়ায় AI-জেনারেটেড ক্লিপ ও বানানো গল্প হিসেবে ছড়ানো হচ্ছে।

যা আসল ঘটনা:
২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের SeaWorld-এ Dawn Brancheau নামে এক অভিজ্ঞ ট্রেইনারকে Tilikum নামে একটি অর্কা (killer whale) আক্রমণ করে হত্যা করেছিল। সেটি বহু সংবাদমাধ্যমে প্রকাশিত ও “Blackfish” ডকুমেন্টারিতে আলোচিত হয়েছে। কিন্তু এই ঘটনার সাথে “জেসিকা” বা ভাইরাল ভিডিওর কোনো সম্পর্ক নেই।

প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশের যুবারা
10/08/2025

প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

এএফসি উইমেস অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে তিমুর লেস্তেকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।
08/08/2025

এএফসি উইমেস অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে তিমুর লেস্তেকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

08/08/2025
সাগরিকার দুই, মুনকির এক গোলে স্বাগতিক লাওসকে হারিয়ে অ-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দারুণ সূচনা!অভিনন্দন তোমাদের।
06/08/2025

সাগরিকার দুই, মুনকির এক গোলে স্বাগতিক লাওসকে হারিয়ে অ-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দারুণ সূচনা!
অভিনন্দন তোমাদের।

মানুষ এই দুইজনের ছবি দিয়ে Compare করছে কারন তারা দুইজনেই সম বয়সি...একজনকে দেখতে বয়সের তুলনায় বেশি বয়স মনে হচ্ছে আর একজনক...
02/08/2025

মানুষ এই দুইজনের ছবি দিয়ে Compare করছে কারন তারা দুইজনেই সম বয়সি...
একজনকে দেখতে বয়সের তুলনায় বেশি বয়স মনে হচ্ছে আর একজনকে বয়সের তুলনায় কম বয়স মনে হচ্ছে। কেউ বিপাশাকে পছন্দ করছে কেউ আবার জয়া কে বাহ বাহ দিচ্ছে। আসলে মানুষের দেখার চোখ সবার সেইম হয় না..

তবে আমার চোখে বিপাশা সুন্দরী, সে একজন ভালো মা, একজন ভালো বউ, একজন সফল অভিনেত্রী, এই জীবনে তার কোন স্ক্যা-ন্ডা-ল এর কথা শুনি নায়, ভালোবেসেছেন জাকে বিয়েও তাকেই করেছেন, ৯০ দশকের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী বিপাশা তার পোশাকে কোন দিন অশালীন কিছু দেখা যায় নি..
সমাজের চোখে একজন পারফেক্ট নারী বলতে যা বুঝি তার সব গুণে গুণান্নিত বিপাশা..

২ জনেই স্বাবলম্বী নারী তবে তফাৎ অনেক, নারীর সৌন্দর্য ল-জ্জা-য়, কোমলতায়, শালীনতায় 🙂

- রাজীব

🤣
24/07/2025

🤣

24/07/2025

উত্তরার আগুন দেখে পরিমণি প্যানিক এটাক খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই নিউজে ট্রলের বন্যা বইতে দেখেছিলাম।

আমি নিজেও কিছুটা বিরক্তই হয়েছিলাম সত্যি বলতে।

আজ কোথায় জানি পড়লাম, পরিমণির মা আগুনে পুড়ে মারা গেছিলেন।

তারপর থেকে উনি আর আগুন সহ্য করতে পারেন না।

এইটা জানার পর কি আর উনার এই প্যানিক এটাক বাড়াবাড়ি মনে হচ্ছে?

হচ্ছে না। বরং মায়াই কাজ করছে।

মানুষ চেনা যায় তার দু:খ থেকে। কত মানুষের মনে যে কত ক্ষত লুকাইয়া আছে, আমরা জানিও না।

ঐ যে একটা গান আছে না? মেয়ে, তুমি কি দু:খ চেনো? চেনো না। তবে চিনবে কেমন করে এই আমাকে?

আসলেই কাউকে চেনার প্রথম শর্ত, তার দু:খ চেনা।

হজরত আলীর একটা কথা আছে, যে আমাদের ঘৃণা আসেই মূলত আমাদের না জানা থেকে।

একটা মানুষকে চিনতে হলে তাঁর দু:খ আর ক্ষতের জায়গাগুলো চিনে নিতে হয় আগে।

দু:খ না জেনে, আঘাত না জেনে কাউকে জাজ করা যায় না। কারন তাজমহলের জাকজমক দেখে যেমন বোঝা যায় না, এর ভেতরে কবর আছে।

মানুষও তাই।

সব মানুষই উপরে সুখের তাজমহল সাজিয়ে বুকের ভেতরে তাদের নিজস্ব কবর নিয়ে ঘুরে বেড়ায়।

তাজমহল সবাইই দেখে, সবাইই ছোয়, কিন্তু তাজমহলের ভেতরের ওই কবরটা ছুঁতে পারে কজন?
©️ Sadiqur Rahman Khan

24/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

© মূল লেখকের নাম পাওয়া যায়নি

22/07/2025

হারতে হারতে জিতে যাওয়া এই প্রথম।

সাগরিকার ৪ গোলে নেপালকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন!!!"'...
21/07/2025

সাগরিকার ৪ গোলে নেপালকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন!!!"'...

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় বাংলাদেশের। এই জয়ের ধারা কন্টিনিউ থাকুক 👍
20/07/2025

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় বাংলাদেশের। এই জয়ের ধারা কন্টিনিউ থাকুক 👍

Address

Tejkunipara

Telephone

+8801684157243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan 2.0:

Share

Category