Midea Tv

Midea Tv MTV is the most popular Bengali language TV channel in Bangladesh that offers unbiased & comprehensiv

মহেশখালী কলেজ শিক্ষার্থী আরাফাত হত্যা মামলার অন্যতম আসামী ঢাকা থেকে আটক মহেশখালী সংবাদদাতা: গত ৯ নভেম্বর (বুধবার) রাতে ব...
10/11/2022

মহেশখালী কলেজ শিক্ষার্থী আরাফাত হত্যা মামলার অন্যতম আসামী ঢাকা থেকে আটক

মহেশখালী সংবাদদাতা:
গত ৯ নভেম্বর (বুধবার) রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাইমুন ইসলামকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

10/11/2022
09/11/2022

শীতে সুস্থ থাকতে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন
# স্বাস্থ্য বার্তা

09/11/2022

ইএ স্পোর্টসের আগের ভবিষ্যদ্বাণীগুলোও মিলে গিয়েছিল....

বিশ্বকাপের ডামাঢোল বেজে উঠেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে বিভিন্ন ভবিষ্যদ্বাণী উসকে দিচ্ছে বিশ্বকাপের উত্তাপ। সেই উত্তাপে ঘি ঢালল আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। তাদের ভবিষ্যদ্বাণী বলছে—আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

শুধু তাই নয় তারা বলছে—গোল্ডেন বুট ও বল জিতবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। খবর সংবাদমাধ্যম মার্কার।

ইএ স্পোর্টস ভবিষ্যদ্বাণীতে বলেছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এবং ইংল্যান্ডসহ কয়েকটি দেশ দারুণ প্রতিযোগিতা করবে। তাদের মতে, কাতার বিশ্বকাপ-২০২২ এর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাস্পিয়ন ব্রাজিল। সেখানে ১-০ গোলে জয় পাবে লিওনেল মেসির দল।

সেমিফাইনালে ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল দেখছে তারা। এর মধ্যে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে যাবে আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগালকে পেনাল্টিতে হারিয়ে ফাইনাল খেলবে ব্রাজিল। সাত ম্যাচ খেলে লিওনেল মেসি ৮ গোল করবেন এবং জিতবেন আসর সেরার পুরস্কার। একই ম্যাচ খেলে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করবেন ৭ গোল এবং ৫ ম্যাচে ৬ গোল করবেন ডাচ ফুটবলার মেমফিস ডিপাই।

এর আগে ২০১০ সালে ভবিষ্যদ্বাণীতে ইএ স্পোর্টস বলেছিল, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হবে। শুধু তাই নয়, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানি এবং ২০১৮ সালে রাশিয়াতে ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার অনুমানও তারা করেছিল। সে অনুমান হুবহু মিলে যাওয়াতে অনেকে অবাক হয়েছিলেন। এবার দেখা যাক, কাতার বিশ্বকাপ নিয়ে ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী কতটুকু সত্য হয়। যদি সত্যিই হয়েই যায়, তাহলে আর্জেন্টাইন ভক্তদের বহু আরাধ্যের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে। একই সঙ্গে হেক্সা জয়ের স্বপ্নভঙ্গ হবে ব্রাজিলের।

09/11/2022

নওগাঁর রানীনগরে কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রামের রতনডারি খালের ওপর নির্মীয়মাণ সেতুর জন্য গত ছয় বছরে বসানো হয়েছে শুধু দুটি পিলার। ফলে সেতুটির কাজ কবে শেষ হবে—সেদিকে চেয়ে আছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিম-দক্ষিণে কাশিমপুর-গোনা ইউনিয়নের সীমান্ত ঘেঁষে বয়ে গেছে রতনডারি খাল। কৃষিজমিতে সেচব্যবস্থা ও খালে চলাচলকারী নৌযানের স্বাভাবিক গতি ধরে রাখতে এবং খালটির পানিপ্রবাহ সচল রাখার লক্ষ্যে ১৯১৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ রানীনগরের উদ্যোগে কুজাইল স্লুইস গেট থেকে রক্তদহ বিল পর্যন্ত খাল খনন করা হয়।

09/11/2022

৯২-এর স্মৃতি ফিরিয়ে আনলো বাবর-রিজওয়ানরা

৩০ বছর আগের সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনলো পাকিস্তান। চলতি বিশ্বকাপের মত ১৯৯২-এর ওয়ানডে বিশ্বকাপেও ধুঁকে ধুঁকে নকআউট পর্বে উঠেছিল পাকিস্তান। এরপর এবারের মত ১৯৯২ সালেও সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেমিতে কিউইদের হারিয়ে ফাইনালে ইংলিশদের পরাজিত করে সেবার শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা।

১৯৯২ এর পুনরাবৃত্তিই যেন এবার ঘটলো। সুপার টুয়েলভে ভারত, জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পর ভাগ্য সহায়তায় সেমিফাইনালে ওঠে পাকিস্তান। ১৯৯২ সালের মত এবারও পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাবর-রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখে পাকিস্তান।

09/11/2022

‘শাকিব আমাকে জড়িয়ে ধরে কোলে নিয়েছে, আমার তো বাচ্চা হয় নাই’ (ভিডিও)

‘শাকিব-বুবলী-অপু’ ইস্যুতে কিছুদিন ধরে সরগরম ঢালিউড ইন্ডাস্ট্রি। এবার সেই আগুনে ‍ঘি ঢাললেন আরকে অভিনেত্রী ইলোরা গহর।
গত ২৭ সেপ্টেম্বর সোশ্যালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বেবি বাম্পের ছবি পোস্ট করেন। এরপর শুরু হয় হইচই। কয়েকদিন পর আড়াই বছর বয়সী ছেলের ছবি পোস্ট করে সন্তানের পিতৃ পরিচয় তুলে ধরেন নায়িকা। জানান, ছেলে শেহজাদ খান বীরের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। নায়কও সোশ্যালে ছবি পোস্ট করে প্রকাশ্যে আনেন ছেলেকে।
এর আগে অপু বিশ্বাস আর শাকিব খানের ছেলের জন্মদিনের পোস্ট করেন শাকিব খান। আর সেই পোস্টের রেশ কাটতে না কাটতেই বুবলী নিজের বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করলে শুরু হয় সমালোচনার ঝড়।
প্রথমে ঢালিউড ক্যুইন অপু বিশ্বাসকে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে, ছেলে শেহজাদ খান বীরকে আড়ালে রাখা, কবে বিয়ে হয়েছে শাকিব-বুবলীরসহ নানা প্রশ্ন উঠতে থাকে সোশ্যালে। কেউ কেউ অভিনেতার পাশে দাঁড়ালেও সমালোচনাও করেছেন অনেকে। পরপর দুবার দুই সহকর্মীকে গোপনে বিয়ে ও সন্তানের বিষয় আড়ালে রাখায় তীব্র সমালোচনার মুখেও পড়েন শাকিব খান।
এবার শাকিব খানের পাশে দাঁড়ালেন অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি এই অভিনেত্রী শাকিব-বুবলী প্রসঙ্গে জানালেন, শাকিব খানের কোনো দোষ নেই। তিনি বলেন, ‘জায়েদ খানের জন্যও নাকি অনেকে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠায়। এদিকে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নেন নাই? কেন বাচ্চা নিলেন? তাহলে শাকিব খানকে ডুবানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এখানে শাকিব খানের কোনো দোষ নেই। শাকিব তো আমাকেও জড়িয়ে ধরেছিল কোলে নিয়েছিল, কই আমার তো বাচ্চা হয়নি’।
প্রসঙ্গত, বুবলীকে বিয়ের আগে ২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন।
শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।

09/11/2022

প্রথম সেমির লড়াইয়ে কাল মাঠে নামবে পাকিস্তান-নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ফাইনালে ওঠার লড়াই শুরু হচ্ছে আগামীকাল বুধবার । প্রথম সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এবারের আসরে ফর্ম বিচারে নিউজিল্যান্ড ফেভারিট, আর পরিসংখ্যানে পাকিস্তান। দুইবার ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে তারা। অন্যদিকে গত আসরের ফাইনালেও উঠেও হেরেছিল নিউজিল্যান্ড। সিডনিতে কাল খেলা শুরু কাল দুপুর ২টায়।

৩০ বছরের পুরোনো স্মৃতি উঁকি দিচ্ছে আবার। ৯২-এর ওয়ানডে বিশ্বকাপে ভাগ্যের সহায়তা নিয়ে ফাইনালে পাকিস্তান। উড়তে থাকা নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়েছিল ইমরান খানের দল।

বাবর আজম শেষপর্যন্ত ইমরান খান হতে পারবেন কিনা সে প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। লাইফলাইন পেয়ে সেমিতে আসা পাকিস্তান সবসময়ই ভয়ঙ্কর। ফর্মে না থাকলেও শিরোপা থেকে দুই ম্যাচ দূরে থাকা দলটি বাবর-রিজওয়ানের দিকেই থাকবে তাকিয়ে। ব্যাট হাতে নাওয়াজ, ইফতিখার, শান মাসুদ, শাদাবের ফর্ম বাড়তি পাওয়া।

শেষ মূহুর্তে সেমি’র টিকিট নিশ্চিত করা পাকিস্তানও চাইছে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে। তাই ফাইনাল নিশ্চিত করতেই দলটি লড়বে বলে জানিয়েছেন হেড কোচ ম্যাথিউ হেইডেন।

ম্যাথিউ বলেন, নিউজিল্যান্ডের ব্যাটিং ও বোলিং লাইনআপ যথেস্ট গোছানো। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমাদের জন্য শক্ত পরীক্ষা অপেক্ষা করছে, যেখানে ভুলের কোন সুযোগ নেই

তবে প্রথম সেমির আসল লড়াইটা হবে পেস বোলারদের। একদিকে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, অন্যদিকে বোল্ট, সাউদি, ফার্গুসন। সিডনির মরা উইকেটেও ঝড় তুলবেন এরা। আর উইকেটের ফায়দা নিতে সান্টনার-সোধির প্রতিপক্ষ শাদাব-নাওয়াজ স্পিন জুটি।

অন্যদিকে, টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠার লক্ষ্য নিউজিল্যান্ড দলের। সুপার টুয়েলভ পর্বের সাফল্য কিউইরা নকআউট পর্বেও ধরে রাখতে চায় বলে জানিয়েছেন অধিনায়ক কেইন উইলিয়ামস।

উইলিয়ামসন জানান, আমরা প্রতিদ্বন্দীতা করতে চাই। তাদের শক্ত পেইস আক্রমন আছে। তবে আমাদেরও সেরা ব্যাটসম্যাট আছে। চেস্টা করবে জুটি বেধে এগিয়ে যেতে।

ব্যাটিংয়ে নিউজিল্যান্ড এগিয়ে। কনওয়ে, অ্যালেন, ফিলিপসরা ফর্মের তুঙ্গে। উইলিয়ামসের অধিনায়কত্ব নেপথ্যের বড় শক্তি। কিন্তু ব্ল্যাক ক্যাপদের শিরোপাভাগ্য কখনোই ভাল নয়।

পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। দু-দলের ২৮ দেখায় পাকিস্তানের জয় ১৭টি, আর নিউজিল্যান্ড জিতেছে ১১ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ দেখাতেও ৪-২ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

09/11/2022

‘আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কী করেছেন, অন্যের সম্পর্কে নয়’

অনলাইন ডেস্ক:
ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও অভিনয়গুণে শোবিজে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন। কাজে ব্যস্ত থাকলেও পাশাপাশি সোশ্যালেও বেশ সক্রিয় তিনি।

সোমবার (৭ নভেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মুখের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। ছবিতে তার মুখমণ্ডলের অর্ধেক রয়েছে। আর তার সঙ্গেই কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

প্রভা লিখেছেন, “আপনি যদি অন্যের সমালোচনায় মনোনিবেশ করেন তাহলে নিজের ত্রুটি দেখতে ও সংশোধন করতে পারবেন না। মনে রাখবেন, আপনার সব কর্মের জন্য আপনি নিজে দায়ী।”

তিনি আরও লিখেছেন, “আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কী করেছেন? অন্যরা কী করেছে সেই সম্পর্কে নয়। তাই নিজের প্রতি মনোযোগী হয়ে নিজেকে রক্ষা করুন।”

প্রভার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ প্রিয় তারকার ইতিবাচক মতামতে প্রশংসামূলক মন্তব্যও করেছেন।

প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।

08/11/2022

'সিনেমায় নায়িকাদের গায়ের রঙ বেশিরভাগ সময়ই ফর্সা হয়। গায়ের রঙ কালো হলে কি সেই মেয়ে সুন্দর না?' -প্রথাগত সৌন্দর্যের ধারণার বিরুদ্ধে লড়ছেন ভারতীয় মডেল স্যান রেচাল। শুনুন তাঁর কথা

Address

সম্পাদক কর্তৃক ৯২ আরামবাগ (ক্লাব মার্কেট), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ।
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Midea Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share