17/07/2022
প্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম। SSC -91 Business Club এর সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। "ন্যায়, সততা,স্বচ্ছতা এবং জবাবদিহিতা হোক আমাদের অঙ্গিকার"। ইতিমধ্যেই বন্ধুরা অবগত হয়েছ যে,SSC -91Bussiness Club গতানুগতিক -৯১ প্লাটফর্ম গুলো থেকে একটু আলাদা। আমরা বিনোদনের পাশাপাশি এই SSC -91 Business Club ভার্চুয়াল গ্রুপটিকে একটা পূর্ণাঙ্গ ব্যাবসায়িক,রিক্রিয়েশন এবং কল্যানমুলক প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। সেই প্রত্যাশা কে সামনে রেখে আমরা গত মিট আপ-২ তে সকলের সর্বসম্মতিক্রমে এই SSC Business Club Group টিকে লিমিটেড ক্লাব করার সিদ্ধান্ত গৃহীত হয় যা সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ক্লাব গুলোর আদলে SSC-91 Business Club এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে। এখানে দেশে বিদেশে অবস্থানরত সকল SSC -91ব্যাচের বিভিন্ন পেশা,চাকুরীজিবি ও ব্যবসায়ী বন্ধুরা থাকতে পারবে। ইতিমধ্য এই ক্লাবের গঠনন্ত্র প্রণয়নের জন্য তিনজন বিশিষ্ঠ আইনজীবি বন্ধু সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি কাজ করছে।তবে আমাদের বর্তমান একটা সংক্ষিপ্ত নীতিমালা আছে যা নিম্নরূপ
#পোস্টপলিসি
👉 ১৯৯১ সালে এসএসসি/ও লেভেল/দাখিল পাস করা বন্ধুরাই " SSC-91 Business Club " গ্রুপের সদস্য হতে পারবে।
👉 প্রোফাইলে নিজের পিক ছাড়া আইডি। ছেলেদের প্রোফাইলে মেয়েদের ছবি অথবা মেয়েদের প্রোফাইলে ছেলেদের ছবি থাকা আইডি। নিজের পরিচিতি সম্পর্কে কোন ইনফরমেশন প্রোফাইলে নেই। এরকম আইডি গ্রহন করা হবেনা।বিশেষ কারণে দিতে হইলে তা অবশ্যই পরিচালনা পর্ষদকে জানাতে হবে।
👉 গ্রুপের মডারেটর বা এডমিন কেউ যদি কারো কাছে কোন কারণে এস এস সি -৯১ কিনা তা প্রমানের জন্য তার সার্টিফিকেটের কপি চায় সেটা দিতে অনাগ্রহ প্রকাশ করা। কারো ব্যক্তিগত বিষয়ে অথবা ফ্যামিলি ইনফর্মেশন নিয়ে কথা বলা। গ্রুপের বেসিক প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ প্রকাশ বা এড়িয়ে যাওয়া। এমন ধরনের আইডিকে ব্লক করে রাখা হবে।
👉 ফেক আইডি প্রমাণিত হলে তাকে যেকোনো সময় গ্রুপ থেকে বিনা নোটিশে বের করা হবে।
👉 ব্যক্তি নামে ফেসবুক আইডি ব্যবহার করে ৯১ সালে এসএসসি পাশ বন্ধু গ্রুপের সদস্য হতে পারবে। প্রতিষ্ঠান, ছদ্মনামে অথবা গ্রুপ নাম ব্যবহার করে কেউ "SSC -91 Business Club" গ্রুপের সদস্য হতে পারবে না।
👉 কোন বন্ধুর প্রতি ঘৃণা প্রকাশ করে অসৌজন্যমূলক বা হুমকিমূলক কোন পোষ্ট "SSC -91 Business Club" গ্রুপে দেওয়া যাবেনা।
👉 ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান বা কোন পণ্যের বিজ্ঞাপন বা প্রচারণামূলক পোষ্ট " SSC 91 Business Club " গ্রুপে দেওয়া যাবে।
👉 কোন ব্যক্তির গোপনীয়তা বা সম্মান নষ্ট হয় এমন কোন পোষ্ট "SSC-91BusinessClub" গ্রুপে দেওয়া যাবেনা।
👉 বন্ধুর সম্মান হানিকর অশ্লীল মন্তব্য কিংবা অশালীন ভাষা ব্যবহার করে কোন পোষ্ট "SSC -91 Business Club" গ্রুপে দেওয়া যাবেনা এবং এধরণের পোষ্টে কমেন্টসও করা যাবেনা।
👉 " SSC -91 Business Club " গ্রুপের বন্ধুদের ইনবক্সে প্রবেশ করে বন্ধু অসন্তুষ্ট হয় এমন বাজে মন্তব্য করা যাবেনা।
👉 কোন ধরনের উস্কানিমূলক পোষ্ট বা মন্তব্য যা সরকার, জনসাধারণ ও রাষ্ট্রের জন্য অহিতকর বা ক্ষতিকারক কিংবা মিথ্যা গুজব ছড়ানো পোষ্ট "SSC -91 Business Club " গ্রুপে দেওয়া যাবেনা।
👉 কোন রাজনৈতিক, জাতিগত, ধর্মীয় বিদ্বেষ মূলক ও বিতর্কিত পোষ্ট "SSC -91 Business Club " গ্রুপে দেওয়া যাবেনা।
👉 নিজ নিজ শহরে, স্কুলে, এলাকা বা কোন জায়গায় গেট টুগেদারের ছবি পোষ্ট করা যাবে কিন্তু অন্য কোন গ্রুপে যোগদানের আহ্বান জানিয়ে কোন পোষ্ট "SSC -91 Business Club " গ্রুপে দেওয়া যাবেনা।
👉 বন্ধুরা শেয়ারিং পোষ্ট নিজের টাইমলাইনেরটা এবং শিক্ষা ও গঠনমূলক শেয়ারিং পোষ্ট, নিজস্ব ব্যবসায়িক পোস্ট ''SSC -91 Business Club '' গ্রুপে পোষ্ট করতে পারবে। কিন্তু, অন্য কোন গ্রুপের ফানি ভিডিও, গান, ওয়াচ ভিডিও ধর্মীয় ওয়াজ এই জাতীয় শেয়ার পোষ্ট এপ্রুভাল হবে না।
👉 গ্রুপের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করা "এডমিন প্যানেল" উপরোক্ত বিধিমালা বহির্ভূত পোষ্ট এপ্রুভ না করার একতিয়ার রাখে এবং "SSC -91Business Club " গ্রুপের কল্যাণের জন্য উক্ত পোষ্ট বা কমেন্ট রিমুভ করতে পারবে।
👉 সময় উপযোগী বা ভাইটাল পোষ্ট গুলো "SSC -91 Business Club " গ্রুপের ফ্রন্ট পেইজে Announcement আকারে থাকবে।
➡️নোটঃ অন্যান্য গ্রুপের মতো এই গ্রুপেও সব ধরণের পোষ্ট করা যাবে, যেমন, গান কবিতা,গল্প,প্রবন্ধ, ধাধা, উপদেশমুলক পোষ্ট, নীতিকথা, শিক্ষনীয় পোষ্ট,নিজের ছবি, ফেমিলিগত ছবি, গ্রুপ ছবি ইত্যাদি।।
➡️"SSC -91 Business Club " গ্রুপের সকল বন্ধুদেরকে এই গ্রুপের পলিসি এবং পোষ্ট কার্টেসি অনুসরণ করে গ্রুপে পোষ্ট, কমেন্টস ও ৯১ এর অন্য বন্ধুদের ইনভাইট করার জন্য অনুরোধ করা হইল।
➡️ বন্ধুরা গ্রুপে কোন বন্ধু এডমিন, মডারেটর বা স্বেচ্ছাসেবক হিসেবে সময় দিতে আন্তরিক হলে অবশ্যই তাকে আমাদের সাথে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।
❤️ প্রিয় বন্ধুরা, তোমাদের সিদ্ধান্ত আমাদের কাছে সবসময় মূল্যবান। সহযোগী হয়ে পাশে থেকো সদাসর্বদা আর নীতি ও নৈতিকতার আলোকে আলোকিত করো তোমাদের " SSC -91 Business Club " গ্রুপকে।
সরকার কর্তৃক অনুমোদিত লিমিটেড ক্লাব করার পরে গ্রুপ টিকে আরও কিভাবে সুন্দর এবং গতিশীল করা যায় সেই ব্যাপারে তোমাদের মূল্যবান মন্তব্য আশা করছি।
গ্রুপের সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন! শুভকামনা সবার জন্য।
ধন্যবাদান্তে,
এডমিন, মডারেটর ও প্রেসিডিয়াম প্যানেলের বন্ধুরা।
"SSC-91 Business Club "