Ssc-91 Business CLUB

  • Home
  • Ssc-91 Business CLUB

Ssc-91 Business CLUB A Government -approved registrar club formed by SSC-91 Batch friends, Established in-2023.

শুভ জন্মদিন 💞🥀আজ আমাদের প্রিয় বন্ধু, ৯১ এর প্রিয় মুখ সফল ব্যাবসায়ী SSC-91 BUSINESS CLUB LTD  এর ফাউন্ডার মেম্বার AR Babu...
29/08/2025

শুভ জন্মদিন 💞🥀
আজ আমাদের প্রিয় বন্ধু, ৯১ এর প্রিয় মুখ সফল ব্যাবসায়ী SSC-91 BUSINESS CLUB LTD এর ফাউন্ডার মেম্বার
AR Babu ওরফে AR Sarker Babu এর শুভ জন্মদিন।। শুভকামনা বন্ধু, শুভ হোক তোমার আগামীর পথচলা 💓🥀 ゚viralシviralシfypシ゚viralシalシ

28/08/2025

Big shout out to my newest top fans! 💎 Aminur Rahman

বার্ধক্যে নয় একাকিত্ব, অটুট রাখবো বন্ধুত্ব ----  গত ২৩ অগাস্ট শনিবার বিজনেস ক্লাবের কনফারেন্স রুমে সাপ্তাহিক আড্ডায় বন্ধ...
25/08/2025

বার্ধক্যে নয় একাকিত্ব,
অটুট রাখবো বন্ধুত্ব ---- গত ২৩ অগাস্ট শনিবার বিজনেস ক্লাবের কনফারেন্স রুমে সাপ্তাহিক আড্ডায় বন্ধুদের প্রানবন্ত উপস্থিতি ছিল।। উপস্থিত আড্ডায় আমাদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন রাজধানীর মিরপুরে অবস্থিত #ডিজিল্যাব মেডিকেল সার্ভিস লিমিটেড এর পরিচালক এবং কর্মকর্তাবৃন্দ। তাদের সাথে SSC-91 BUSINESS CLUB LTD এর সাথে কর্পোরেট চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।। বিজনেস ক্লাবের কার্ডধারী বন্ধুগন রাজধানীর বিভিন্ন শাখায় ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা, প্যাথলজিক্যাল টেস্ট সহ নানা ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন।।

ভ্রমণ শেষ হয়,কিন্তু বন্ধুত্বের গল্প চলতে থাকে সারাজীবন...    ゚viralシviralシfypシ゚viralシalシ
22/08/2025

ভ্রমণ শেষ হয়,কিন্তু বন্ধুত্বের গল্প চলতে থাকে সারাজীবন...
゚viralシviralシfypシ゚viralシalシ

22/08/2025
ক্লাবে শনিবার সাপ্তাহিক আড্ডায় বন্ধুরা... এলবাম হতে নেয়া।।
22/08/2025

ক্লাবে শনিবার সাপ্তাহিক আড্ডায় বন্ধুরা...
এলবাম হতে নেয়া।।

প্রিয় বন্ধুরা,আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছো।তোমাদের অবগতির জন্য গতকাল  ১৯/০৮/২০২৩ তাং এ বাংলা মোটরস্থ রূপায়ন ট্...
27/08/2023

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছো।তোমাদের অবগতির জন্য গতকাল ১৯/০৮/২০২৩ তাং এ বাংলা মোটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত গ্রীন লাউঞ্জ রেষ্টুরেন্টে SSC-91 BUSINESS CLUB LTD আয়োজিত Club Opening Celebration অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -91 BUSINESS CLUB LTD এর প্রেসিডেন্ট আমাদেরই প্রিয় বন্ধু, Chuti Group এর ডিরেক্টর Md Shamsul Islam Masud.
প্রথমেই কুরআন থেকে তেলাওয়াত করে শুনান আমাদের ফাউন্ডার মেম্বার Rashid Ahmed. অত:পর মরহুম বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বন্ধু ফাউন্ডার মেম্বার Shafiul Azam Tofi.এরপর অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা এবং স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি(President) এবং ফাউন্ডার মেম্বার বন্ধু Shamsul Islam Masud.

২য় পর্যায়ে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ( Sr. Vice President) Advoket Ln Alamgir Kabir ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ক্লাবের Founder Member এবংLife Member দের পরিচয় করিয়ে দেন
পরবর্তীতে ক্লাবের Secretary General আমি S. A Mamun Reza ( Ripon) সাংগঠনিক বক্তব্য প্রদান শেষে নির্বাচিত Executive Committee (পরিচালনা পর্ষদ) বন্ধুদের পরিচয় করিয়ে দেই।

অনুষ্ঠানের এ পর্যায়ে লাঞ্চ এবং নামাজের বিরতি
( দুপুর ২ টা - ৩ টা)

বিরতির পর ক্লাবের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট,ইসি কমিটি এবং ফাউন্ডার মেম্বারগন ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং
পর্যায়ক্রমে ক্লাবের উন্নয়নকল্পে ক্লাবের মেম্বারগন গঠন মূলক বক্তব্য দেন।

এ পর্যায়ে ক্লাবের ফাউন্ডার মেম্বারদের মধ্য হতে নিযুক্ত সহ কোষাধ্যক্ষ Kabir Uddin Ahmed গতকালের অনুষ্ঠান এর আগ পর্যন্ত ক্লাবের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন।

এছাড়াও অনুষ্ঠানের ফাকেঁ ফাকেঁ ক্লাবের প্রেসিডেন্ট এর নিকট হতে মেম্বার বন্ধুরা আইডি কার্ড গ্রহণ করেন।

শেষ পর্বে মনরোম সাংস্কৃতিক অনুষ্টানে মেম্বার বন্ধুদের গান পরিবেশন এবং ফটোসেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠান প্রানবন্ত হয় উঠে।

পরিশেষে সুন্দর গঠন মূলক আলোচনা পর্যালোচনা এবং বন্ধুদের স্বতঃস্ফূর্ত আনন্দ বিনোদনের মাধ্যমে সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।

সুন্দর এই আয়জনে শরিক হওয়ার জন্য সকল বন্ধুদের প্রতি রইলো অফুরান ভালবাসা এবং কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,
Mamun Reza Ripon
Secretary General
SSC -91 BUSINESS CLUB LTD.

 #মিটআপ_সাংস্কৃতিক_অনুষ্ঠান_এবং_পিঠা_উৎসব_২০২৩  -91 Business Club  #০৪ ফেব্রুয়ারি-২০২৩ খ্রিষ্টাব্দ।🥀🌺💦💟প্রিয় বন্ধুরা,আসস...
20/01/2023

#মিটআপ_সাংস্কৃতিক_অনুষ্ঠান_এবং_পিঠা_উৎসব_২০২৩

-91 Business Club
#০৪ ফেব্রুয়ারি-২০২৩ খ্রিষ্টাব্দ।🥀🌺💦💟

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম ।
অত্যন্ত আন‌ন্দের সা‌থে জানা‌চ্ছি যে,
"শ্রদ্ধা, সম্মানে, সততা ও জবাবদিহিতার প্রত্যয়ে, বন্ধুত্ব সুদৃঢ় হোক ভালোবাসার বন্ধনে" এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে SSC-91 Business Club গ্রু‌পের সকল বন্ধুরা সহ দেশের সকল এসএসসি ৯১ বন্ধু‌দের নিয়ে ১ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে #মিট আপ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসব-২০২৩.

মনোজ্ঞ এই অনুষ্ঠানটি আগা‌মি ০৪ ফেব্রুয়া‌রি ২০২৩ খ্রি. রোজ শনিবার সকাল ১১.০০টা থে‌কে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত উদযাপন কর‌তে যা‌চ্ছি ।

#ভেন্যু:-
মোহাম্মদপুর রিং রোডস্থ "ইউনিক্যাফে রেস্টুরেন্টে"।

সুন্দর মনোরম পরিবেশে সকল বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জমে উঠবে আড্ডা।

#০৪ফেব্রুয়া‌রি ২০২৩ খ্রি. তা‌রিখ সকাল ১১.০০টা থে‌কে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত অনুষ্ঠান চল‌বে।

#রেজি‌স্ট্রেশনকৃত সকল বন্ধু‌র জন্য গ্রুপের লগো সম্বলিত একটি মগ সহ বিশেষ উপহার থাক‌বে।

#রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের মধ্য হতে (এডমিন প্যানেল বাদে) একটি লটারির আয়োজন করা হবে বিজয়ী পাচঁজন বন্ধু পাবেন মুল্যবান শতরঞ্জি স্পন্সর বাই,মোহাম্মাদ নুরুজ্জানান SYLCOM AUTOMOBIlES & শিপলু ওভারসীজ।।

#ই‌তোপূর্বে (SSC-91 Business Club) গ্রু‌পে ঘো‌ষিত #আমার_আমি_৯১_বিজনেস_ক্লাব ইভেন্টের পুরস্কার গু‌লো বিজয়ী দের হাতে তুলে দেওয়া হ‌বে।

#অনুষ্ঠান সূচিঃ-
সকাল ১১.০০ টায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং আমাদের মধ্যে থেকে যে সব বন্ধুরা বিগত দিন গুলোতে হারিয়ে গেছে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।

#১১.৩০ মিনিটে গ্রুপের বন্ধুদের পরিচয় এবং গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য এবং বর্তমান অবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।

#পুরস্কার বিতরণ।।

#দুপুর ১.৩০ ঘটিকায় লাঞ্চ।

#লাঞ্চের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুরা ইচ্ছে মত গান পরিবেশন করবে এবং সবাই আনন্দ উপভোগ করবে।

#বিকেল ৫.০০ টায় যথারীতি পিঠা উৎসব। যেহেতু শীতকাল তাই সকলে পিঠা উৎসবে মেতে উঠবে এবং ইচ্ছে মতো পিঠা খাবে।

#সন্ধ্যা ৬.০০ টায় অনুষ্ঠানের সমাপ্তি।

#রে‌জি‌স্ট্রেশন ফি:-
জ‌নপ্রতি ১০২০/- বিকাশ এ Send Money ক‌র‌তে হ‌বে।

#কা‌রো সা‌থে ড্রাইভার আস‌লে প্র‌তিজ‌নে দুপুরের লাঞ্চ বাবদ ৪০০ টাকা অতিঃ রে‌জি‌স্ট্রেশন ফি লাগবে। অথবা ড্রাইভার নিজ দায়িত্বে রাখবে।।

#নাম রে‌জিস্ট্রেশনের জন্য নি‌ম্নের পার‌সোনাল নম্ব‌রে বিকাশ এ Send Money ক‌রে স্ক্রিনশট রে‌খে দাও, এবং রেফারেন্স তোমার নাম লিখে সেন্ড কর।
Mamun Reza Ripon
Bikash- 01716432012
Tufayal Hossain Bhuiyan
Bikash-01720813250
Monira Islam
01742073896

#রে‌জিঃ ফি বিকাশ করার সময় রেফা‌রেন্স হি‌সে‌বে নি‌জের নাম বা নি‌জের মোবাইল নম্বরটা ব্যবহার কর‌তে পা‌রো।

#রেজিষ্ট্রেশন চলবে:-
আজ ১৯/০১/২৩ ইং হতে ২৪/১/২৩ এর মধ্যে রে‌জিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শুধুমাত্র এসএস সি-৯১ ব্যাচের বন্ধুরা।।

বন্ধু (SSC-91 Business Club) গ্রু‌পের সা‌থে থে‌কে সা‌র্বিক সহ‌যোগিতা ও আ‌য়োজন সার্থক করার ‌প্রত্যয় ব্যক্ত করছি।

ধন্যবাদা‌ন্তে:-
(SSC-91 Business Club ) গ্রু‌পের সকল এড‌মিন এবং ফাউন্ডার মেম্বারের বন্ধুরা।।

17/07/2022

প্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম। SSC -91 Business Club এর সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। "ন্যায়, সততা,স্বচ্ছতা এবং জবাবদিহিতা হোক আমাদের অঙ্গিকার"। ইতিমধ্যেই বন্ধুরা অবগত হয়েছ যে,SSC -91Bussiness Club গতানুগতিক -৯১ প্লাটফর্ম গুলো থেকে একটু আলাদা। আমরা বিনোদনের পাশাপাশি এই SSC -91 Business Club ভার্চুয়াল গ্রুপটিকে একটা পূর্ণাঙ্গ ব্যাবসায়িক,রিক্রিয়েশন এবং কল্যানমুলক প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। সেই প্রত্যাশা কে সামনে রেখে আমরা গত মিট আপ-২ তে সকলের সর্বসম্মতিক্রমে এই SSC Business Club Group টিকে লিমিটেড ক্লাব করার সিদ্ধান্ত গৃহীত হয় যা সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ক্লাব গুলোর আদলে SSC-91 Business Club এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে। এখানে দেশে বিদেশে অবস্থানরত সকল SSC -91ব্যাচের বিভিন্ন পেশা,চাকুরীজিবি ও ব্যবসায়ী বন্ধুরা থাকতে পারবে। ইতিমধ্য এই ক্লাবের গঠনন্ত্র প্রণয়নের জন্য তিনজন বিশিষ্ঠ আইনজীবি বন্ধু সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি কাজ করছে।তবে আমাদের বর্তমান একটা সংক্ষিপ্ত নীতিমালা আছে যা নিম্নরূপ

#পোস্টপলিসি

👉 ১৯৯১ সালে এসএসসি/ও লেভেল/দাখিল পাস করা বন্ধুরাই " SSC-91 Business Club " গ্রুপের সদস্য হতে পারবে।
👉 প্রোফাইলে নিজের পিক ছাড়া আইডি। ছেলেদের প্রোফাইলে মেয়েদের ছবি অথবা মেয়েদের প্রোফাইলে ছেলেদের ছবি থাকা আইডি। নিজের পরিচিতি সম্পর্কে কোন ইনফরমেশন প্রোফাইলে নেই। এরকম আইডি গ্রহন করা হবেনা।বিশেষ কারণে দিতে হইলে তা অবশ্যই পরিচালনা পর্ষদকে জানাতে হবে।

👉 গ্রুপের মডারেটর বা এডমিন কেউ যদি কারো কাছে কোন কারণে এস এস সি -৯১ কিনা তা প্রমানের জন্য তার সার্টিফিকেটের কপি চায় সেটা দিতে অনাগ্রহ প্রকাশ করা। কারো ব্যক্তিগত বিষয়ে অথবা ফ্যামিলি ইনফর্মেশন নিয়ে কথা বলা। গ্রুপের বেসিক প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ প্রকাশ বা এড়িয়ে যাওয়া। এমন ধরনের আইডিকে ব্লক করে রাখা হবে।

👉 ফেক আইডি প্রমাণিত হলে তাকে যেকোনো সময় গ্রুপ থেকে বিনা নোটিশে বের করা হবে।

👉 ব্যক্তি নামে ফেসবুক আইডি ব্যবহার করে ৯১ সালে এসএসসি পাশ বন্ধু গ্রুপের সদস্য হতে পারবে। প্রতিষ্ঠান, ছদ্মনামে অথবা গ্রুপ নাম ব্যবহার করে কেউ "SSC -91 Business Club" গ্রুপের সদস্য হতে পারবে না।

👉 কোন বন্ধুর প্রতি ঘৃণা প্রকাশ করে অসৌজন্যমূলক বা হুমকিমূলক কোন পোষ্ট "SSC -91 Business Club" গ্রুপে দেওয়া যাবেনা।

👉 ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান বা কোন পণ্যের বিজ্ঞাপন বা প্রচারণামূলক পোষ্ট " SSC 91 Business Club " গ্রুপে দেওয়া যাবে।

👉 কোন ব্যক্তির গোপনীয়তা বা সম্মান নষ্ট হয় এমন কোন পোষ্ট "SSC-91BusinessClub" গ্রুপে দেওয়া যাবেনা।

👉 বন্ধুর সম্মান হানিকর অশ্লীল মন্তব্য কিংবা অশালীন ভাষা ব্যবহার করে কোন পোষ্ট "SSC -91 Business Club" গ্রুপে দেওয়া যাবেনা এবং এধরণের পোষ্টে কমেন্টসও করা যাবেনা।

👉 " SSC -91 Business Club " গ্রুপের বন্ধুদের ইনবক্সে প্রবেশ করে বন্ধু অসন্তুষ্ট হয় এমন বাজে মন্তব্য করা যাবেনা।

👉 কোন ধরনের উস্কানিমূলক পোষ্ট বা মন্তব্য যা সরকার, জনসাধারণ ও রাষ্ট্রের জন্য অহিতকর বা ক্ষতিকারক কিংবা মিথ্যা গুজব ছড়ানো পোষ্ট "SSC -91 Business Club " গ্রুপে দেওয়া যাবেনা।

👉 কোন রাজনৈতিক, জাতিগত, ধর্মীয় বিদ্বেষ মূলক ও বিতর্কিত পোষ্ট "SSC -91 Business Club " গ্রুপে দেওয়া যাবেনা।

👉 নিজ নিজ শহরে, স্কুলে, এলাকা বা কোন জায়গায় গেট টুগেদারের ছবি পোষ্ট করা যাবে কিন্তু অন্য কোন গ্রুপে যোগদানের আহ্বান জানিয়ে কোন পোষ্ট "SSC -91 Business Club " গ্রুপে দেওয়া যাবেনা।

👉 বন্ধুরা শেয়ারিং পোষ্ট নিজের টাইমলাইনেরটা এবং শিক্ষা ও গঠনমূলক শেয়ারিং পোষ্ট, নিজস্ব ব্যবসায়িক পোস্ট ''SSC -91 Business Club '' গ্রুপে পোষ্ট করতে পারবে। কিন্তু, অন্য কোন গ্রুপের ফানি ভিডিও, গান, ওয়াচ ভিডিও ধর্মীয় ওয়াজ এই জাতীয় শেয়ার পোষ্ট এপ্রুভাল হবে না।

👉 গ্রুপের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করা "এডমিন প্যানেল" উপরোক্ত বিধিমালা বহির্ভূত পোষ্ট এপ্রুভ না করার একতিয়ার রাখে এবং "SSC -91Business Club " গ্রুপের কল্যাণের জন্য উক্ত পোষ্ট বা কমেন্ট রিমুভ করতে পারবে।

👉 সময় উপযোগী বা ভাইটাল পোষ্ট গুলো "SSC -91 Business Club " গ্রুপের ফ্রন্ট পেইজে Announcement আকারে থাকবে।

➡️নোটঃ অন্যান্য গ্রুপের মতো এই গ্রুপেও সব ধরণের পোষ্ট করা যাবে, যেমন, গান কবিতা,গল্প,প্রবন্ধ, ধাধা, উপদেশমুলক পোষ্ট, নীতিকথা, শিক্ষনীয় পোষ্ট,নিজের ছবি, ফেমিলিগত ছবি, গ্রুপ ছবি ইত্যাদি।।

➡️"SSC -91 Business Club " গ্রুপের সকল বন্ধুদেরকে এই গ্রুপের পলিসি এবং পোষ্ট কার্টেসি অনুসরণ করে গ্রুপে পোষ্ট, কমেন্টস ও ৯১ এর অন্য বন্ধুদের ইনভাইট করার জন্য অনুরোধ করা হইল।

➡️ বন্ধুরা গ্রুপে কোন বন্ধু এডমিন, মডারেটর বা স্বেচ্ছাসেবক হিসেবে সময় দিতে আন্তরিক হলে অবশ্যই তাকে আমাদের সাথে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।

❤️ প্রিয় বন্ধুরা, তোমাদের সিদ্ধান্ত আমাদের কাছে সবসময় মূল্যবান। সহযোগী হয়ে পাশে থেকো সদাসর্বদা আর নীতি ও নৈতিকতার আলোকে আলোকিত করো তোমাদের " SSC -91 Business Club " গ্রুপকে।
সরকার কর্তৃক অনুমোদিত লিমিটেড ক্লাব করার পরে গ্রুপ টিকে আরও কিভাবে সুন্দর এবং গতিশীল করা যায় সেই ব্যাপারে তোমাদের মূল্যবান মন্তব্য আশা করছি।

গ্রুপের সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন! শুভকামনা সবার জন্য।

ধন্যবাদান্তে,
এডমিন, মডারেটর ও প্রেসিডিয়াম প্যানেলের বন্ধুরা।
"SSC-91 Business Club "

23/03/2022

প্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবনের গণ্ডি পেরিয়ে কিছুটা সময় বন্ধুদের সাথে প্রাণখুলে বাঁচার প্রয়াস নিয়ে এবং স্বচ্ছতার সাথে সারাদেশ তথা বিদেশে অবস্থান রত ১৯৯১ সালে SSC ব্যাচের বন্ধুদের নিয়ে একটা স্বচ্ছ প্লাটফর্ম বা বন্ধু সংগঠন গড়ে তোলার লক্ষ্যে SSC-91 Bussiness Club নামে একটা সংগঠন আত্মপ্রকাশ করছে।আশা করছি বন্ধুরা তোমরা পাশে থাকলে গতানুগতিক সমমনা অন্যান্য সংগঠনের চেয়ে ব্যতিক্রম একটা প্লাটফর্ম গড়ে তুলতে সচেষ্ট হব।এখানে পরিচালনা পর্ষদ তথা এডমিন প্যানেল এবং প্রেসিডিয়াম প্যানেলে রয়েছে নিবেদিত প্রাণ স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী, চাকুরিজিবী বন্ধু গন। SSC -91 Business Club এর পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা।

-৯১ বিজিনেস ক্লাবের চার ফাওন্ডার।।
31/12/2021

-৯১ বিজিনেস ক্লাবের চার ফাওন্ডার।।

Address


Opening Hours

09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Ssc-91 Business CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share