LTDEZ TV

LTDEZ TV Speak Up Be Frank

27/07/2025
23/07/2025
🖤 আমরা শোকাহত! মাইলস্টোন কলেজের প্রতি গভীর শোক ও সমবেদনা। LTDEZ পরিবার মর্মাহত হৃদয়ে স্মরণ করছে এই অপূরণীয় ক্ষতিকে। আল্ল...
21/07/2025

🖤 আমরা শোকাহত!
মাইলস্টোন কলেজের প্রতি গভীর শোক ও সমবেদনা।

LTDEZ পরিবার মর্মাহত হৃদয়ে স্মরণ করছে এই অপূরণীয় ক্ষতিকে। আল্লাহ যেন তাঁদের পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের শক্তি দেন।

**إنا لله وإنا إليه راجعون** *(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁর দিকেই প্রত্যাবর্তন করব)*

#শোকাহত

21/07/2025

LIVE DISCUSSION
TOPIC: The tragic accident of Milestone School & College
HOST: SEMANTO

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

In Loving Memory – Milestone School & College Aviation Tragedy Date: July 21, 2025 | Location: Uttara, DhakaDeepest Cond...
21/07/2025

In Loving Memory – Milestone School & College Aviation Tragedy
Date: July 21, 2025 | Location: Uttara, Dhaka

Deepest Condolences & Prayers
With heavy hearts, we mourn the victims of today’s tragic crash at Milestone School & College. An Air Force F‑7 BGI training jet crashed onto the campus around 1:18 pm, claiming at least 16 lives and injuring over 100 students and adults.

In this hour of sorrow, we extend our heartfelt prayers for the departed and invoke Allah’s mercy upon them. May He grant peace to their souls, strength to their loved ones, and healing to the injured.

Ameen.

Isaac Newton: A Giant on Whose Shoulders We StandIn the annals of science, few names resonate with the same profound imp...
04/07/2025

Isaac Newton: A Giant on Whose Shoulders We StandIn the annals of science, few names resonate with the same profound impact as Isaac Newton. Born in 1642 in Woolsthorpe, Lincolnshire, England, Newton was a towering intellect whose groundbreaking work in physics, mathematics, and astronomy laid the very foundations of modern science. His contributions were so revolutionary that they not only reshaped the scientific understanding of his time but continue to be cornerstones of our knowledge today.Newton's most famous work, Philosophiæ Naturalis Principia Mathematica (Mathematical Principles of Natural Philosophy), published in 1687, is arguably one of the most important scientific books ever written. In it, he formulated the three laws of motion and the law of universal gravitation.The *three laws of motion* — the law of inertia, the law of acceleration ($F = ma$), and the law of action-reaction — provided a comprehensive framework for understanding how objects move and interact. These laws, still taught in every physics classroom, allowed for precise predictions of the motion of everything from falling apples to orbiting planets.Even more revolutionary was his *law of universal gravitation*, which stated that every particle of matter in the universe attracts every other particle with a force directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their centers ($F = G \frac{m_1 m_2}{r^2}$). This single elegant equation explained the orbits of planets, the trajectory of projectiles, and the phenomenon of tides, unifying celestial and terrestrial mechanics under a single, universal law. This was a radical departure from the prevailing Aristotelian view that heavenly bodies were governed by different laws than earthly ones.Beyond physics, Newton made immense contributions to mathematics. He is credited, alongside Gottfried Wilhelm Leibniz, with the independent development of *calculus*, a powerful mathematical tool that is indispensable for understanding change and motion. His work on fluxions (his term for calculus) provided the mathematical machinery necessary to solve complex problems in physics and engineering.Newton's ingenuity also extended to the field of optics. Through meticulous experimentation with prisms, he demonstrated that white light is composed of a spectrum of colors, disproving the long-held belief that colors were modifications of white light. His work laid the groundwork for the modern understanding of light and color and led to his invention of the *reflecting telescope*, which circumvented the chromatic aberration problems inherent in refracting telescopes of the time.A complex and often solitary figure, Newton served as Lucasian Professor of Mathematics at Cambridge University and later as Master of the Royal Mint, where he implemented significant reforms to the currency. He was knighted by Queen Anne in 1705, a testament to his immense prestige and influence.Newton's legacy is immeasurable. He not only provided the scientific world with a new understanding of the universe but also established a rigorous methodology for scientific inquiry based on observation, experimentation, and mathematical analysis. His work paved the way for future scientific advancements and inspired generations of researchers. Indeed, Newton himself famously remarked, "If I have seen further than others, it is by standing upon the shoulders of Giants." Today, it is we who stand upon the shoulders of Isaac Newton, continuing to explore the universe with the tools and principles he so profoundly shaped.

🚨 রাইড শেয়ার নয় যেন মৃত্যুর ফাঁদ!শ্যামলির বদলে ঘোড়াশালের কালভার্টে—রাইড শেয়ারে নারীর বিভীষিকাময় যাত্রাস্টাফ রিপোর্ট | রা...
01/06/2025

🚨 রাইড শেয়ার নয় যেন মৃত্যুর ফাঁদ!

শ্যামলির বদলে ঘোড়াশালের কালভার্টে—রাইড শেয়ারে নারীর বিভীষিকাময় যাত্রা

স্টাফ রিপোর্ট |

রাইড শেয়ারিং আমাদের আধুনিক জীবনের একটি সহজ সমাধান—তাড়াতাড়ি যাওয়া, কম খরচ, বাড়তি ঝামেলা ছাড়া। কিন্তু এই সহজ সমাধানই যদি পরিণত হয় ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে? রাজধানীর কর্মজীবী এক নারী সাম্প্রতিক এমনই এক বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হয়েছেন যা কাঁপিয়ে দিচ্ছে বিবেকবান প্রতিটি হৃদয়কে।

💀 হেলমেটেই লুকিয়ে ছিল অচেতনতার ফাঁদ!

মিরপুর-১২ থেকে শ্যামলীর উদ্দেশ্যে রওনা হওয়া সেই নারী যাত্রার শুরুতেই চালকের দেওয়া হেলমেটটি মাথায় পরেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অনুভব করেন যে তাঁর চিন্তা-শক্তি ও শরীরের নিয়ন্ত্রণ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। উদ্দেশ্যহীনভাবে এগোতে থাকে বাইক—শ্যামলির দিকে নয়, বরং রাজধানী ছাড়িয়ে দূরের ঘোড়াশালের নির্জন এক স্থানে।

📍 ধর্ষণ, ভিডিও, সর্বস্ব লুট—সব শেষে ফেলে যাওয়া!

বিকৃত চালক তাকে নিয়ে যায় নরসিংদীর ঘোড়াশাল এলাকার এক পরিত্যক্ত কালভার্টের পাশে। সেখানে নারীটির ওপর চালানো হয় পাশবিক নির্যাতন, ধারণ করা হয় আপত্তিকর ভিডিও, লুট করা হয় তার সঙ্গে থাকা সর্বস্ব। এরপর তাকে ফেলে রেখে চালক অদৃশ্য হয়ে যায় জনসমুদ্রের ভেতরে।

🚔 ৯৯৯ এ ফোন—জীবনরক্ষাকারী ডাকে সাড়া

অসুস্থ অবস্থায় পরে থাকা সেই নারীর তথ্য পেয়ে ৯৯৯-এ কল করে সহৃদয় একজন। দ্রুত পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর শুরু হয় গোয়েন্দা অভিযান। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই বিকৃত মানসিকতার ‘রাইড শেয়ার’ চালককে গ্রেপ্তার করে পুলিশ—যেন সিনেমার মতো দ্রুততা ও নিখুঁত পরিকল্পনায়।

👮‍♂️ নরসিংদী পুলিশের প্রশংসনীয় ভূমিকা

এই অভিযানে বিশেষ ভূমিকা রাখেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, এবং পলাশ থানার উপপরিদর্শক শাহ কামাল, যাদের তৎপরতা এবং দায়িত্ববোধই এই ভয়াবহ অপরাধকে থামাতে সহায়ক হয়।

---

⚠️ সবাইকে সতর্ক হোন!

➡️ অপরিচিত চালকের দেওয়া হেলমেট ব্যবহার করার আগে সাবধান হোন।
➡️ ট্রিপ শুরু করার আগে পরিবারের একজনকে রুট ও চালকের তথ্য জানিয়ে রাখুন।
➡️ সন্দেহজনক কিছু মনে হলে তৎক্ষণাৎ ট্রিপ বাতিল করুন ও ৯৯৯-এ ফোন করুন।
➡️ “সব চালক খারাপ না”, কিন্তু “সব রাইড নিরাপদ না”—এই বাস্তবতা মেনে চলুন।

30/05/2025

আপনি যাকে দেখছেন, সে কেবল একটা কেচো না—
এ হচ্ছে প্রকৃতির সবচেয়ে পরিশ্রমী প্রাণীদের একজন।

কেচো দিনরাত মাটির নিচে কাজ করে—
মাটি ঝুরঝুরে রাখে, উর্বরতা বাড়ায়।

এরা মৃত পাতা ও জৈব পদার্থ খায়,
তারপর সেগুলো হজম করে সার বানায়।

চাষাবাদে কেচোর ভূমিকা অপরিসীম—
তাই তো একে বলা হয় ‘চাষির বন্ধু’।

এক হেক্টর জমিতে লক্ষাধিক কেচো বাস করে,
যারা প্রতিদিন মাটি চালান করে উপকারী করে তোলে।

এদের শরীর লম্বাটে, নরম আর স্লিপারি।
চোখ নেই, কান নেই—তবু এরা অনুভব করে।

আলোক সংবেদনশীল এ প্রাণী অন্ধকার ভালোবাসে।
তাদের জীবন পুরোপুরি নিরব, কিন্তু কর্মময়।

কেচো দিয়ে তৈরি সার, যাকে বলে ভার্মি কম্পোস্ট,
আজ সারা বিশ্বে টেকসই কৃষির মূল হাতিয়ার।

কখনও ভেবেছেন, এত ছোট প্রাণী কিভাবে প্রকৃতিকে বদলে দেয়?

এরা নিঃশব্দ বিপ্লব ঘটায়, মাটির গভীরে।
হ্যাঁ, কেচো—মাটির নিরব কারিগর।

29/05/2025

বেগম খালেদা জিয়া’র বক্তব্য |
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভা।

রমনাস্থ আইইবি মিলনায়তন থেকে সরাসরি
২৯ মে ২০২৫, বৃহস্পতিবার

#জিয়াউররহমান #খালেদাজিয়া #তারেকরহমান #বিএনপি

আশরাফুল ঝলকে জয়রথে রেইনহ্যাম – ব্যাট হাতে যেন এক নিখুঁত চিত্রনাট্য!যেখানে সবাই থেমেছে, সেখানেই দাঁড়িয়ে ইতিহাস লিখলেন ...
27/05/2025

আশরাফুল ঝলকে জয়রথে রেইনহ্যাম – ব্যাট হাতে যেন এক নিখুঁত চিত্রনাট্য!

যেখানে সবাই থেমেছে, সেখানেই দাঁড়িয়ে ইতিহাস লিখলেন মোহাম্মদ আশরাফুল।
এনসিএল সানডে লিগের ম্যাচডে ৬-এ কুমিল্লা ওয়ারিয়র্স সিসির বিপক্ষে রেইনহ্যাম সিসির দুর্দান্ত ৪ উইকেটের জয়, আর তার কেন্দ্রে এক মহাকাব্যিক ইনিংস – আশরাফুলের অপরাজিত ১২০ রানের ইনিংস।

প্রথমে টস হেরে ফিল্ডিংয়ে নামা রেইনহ্যাম দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষকে ২০৭ রানে থামায়। বল হাতে জ্বলে ওঠেন শাহবাজ চৌহান (৮-০-২৮-৪)। সঙ্গ দেন মোহাম্মদ আশরাফুল নিজেও (১/২৩) ও আশিকুর জিয়াদ (১/৩৭)।

এরপর রান তাড়ায় নেমে রেইনহ্যাম কিছুটা চাপে পড়ে যায় শুরুতেই। কিন্তু তখনই দৃঢ় ব্যাট হাতে মাঠে নেমে পড়েন আশরাফুল। খেলা পড়ে যায় তার ছন্দে। একের পর এক নিখুঁত শট, দারুণ টাইমিং, এবং অদম্য মনোযোগে তিনি গড়ে তোলেন এক ক্লাসিক ইনিংস – ১২০ রান, ১১০ বল, ১২ চার, ৩ ছক্কা, এবং একটুও না হেরে মাঠ ছেড়ে আসা।

তাঁর সঙ্গে ছোট ছোট অবদান রাখেন আকবর আলী (১৬), টিপু সামসুদ্দিন (১১) ও আশিকুর জিয়াদ (১০*)। সবমিলিয়ে, রেইনহ্যাম পৌঁছে যায় জয়ের লক্ষ্যে মাত্র ৩৭.৫ ওভারে, ১৩ বল হাতে রেখেই।

এটি ছিল শুধু একটা জয় নয়, এটি ছিল নেতৃত্ব, ধৈর্য আর শৈল্পিক ব্যাটিংয়ের নিখুঁত সংমিশ্রণ। আশরাফুল দেখিয়ে দিলেন, চাপের মধ্যেও কিভাবে মাথা ঠাণ্ডা রেখে দলকে জয় এনে দেওয়া যায়।

রেইনহ্যামের এগিয়ে চলা অব্যাহত। আশরাফুল এখন শুধু নাম নয় – এক অনুপ্রেরণা।

#ক্রিকেটপ্যাশন #রেইনহ্যাম_জয়_চলছেই #আশরাফুল_নামেই_চাপ

Donald Trump's career has been marked by a transition from a prominent businessman and television personality to the 45t...
15/05/2025

Donald Trump's career has been marked by a transition from a prominent businessman and television personality to the 45th and 47th President of the United States. His tenure in office and subsequent political activities have generated significant discussion and debate. Here's an overview:Early Life and Business Career:* Donald Trump built a real estate and business empire, becoming a well-known figure in New York City.* He gained further public recognition through his television show "The Apprentice."Presidency (2017-2021 and 2025-present):* Trump's presidency was characterized by his "America First" agenda, focusing on issues like immigration, trade, and national security.* Key policy initiatives included tax cuts, deregulation, and the appointment of conservative judges to federal courts, including the Supreme Court.* His administration withdrew the United States from the Trans-Pacific Partnership trade agreement and the Paris Agreement on climate change.* His presidency was also marked by several controversies, including investigations into Russian interference in the 2016 election, and two impeachments by the house of representatives.* In the 2020 presidential election, he lost to Joe Biden.* In the 2024 presidential election, he won, and began a second non consecutive term.* In 2024 he was also convicted of 34 felony counts of falsifying buisness records.Key Aspects of His Political Stance:* Populism: Trump's political style is often described as populist, appealing to a base of supporters who feel disenfranchised by traditional political establishments.* Nationalism: His "America First" approach emphasizes national sovereignty and prioritizing American interests.* Economic Policies: He has advocated for protectionist trade policies and tax cuts, aiming to stimulate economic growth.* Immigration: He has taken a hard-line stance on immigration, advocating for stricter border controls and limitations on immigration.Continuing Influence:* Even after leaving office, Trump has remained a significant figure in the Republican Party.* His endorsements and political activities continue to influence Republican politics.* His 2024 election win, shows he still has a very large support base within the united states.It's important to note that Donald Trump's political career and presidency have been highly polarizing, with strong opinions both for and against his actions and policies.

11/05/2025

ভারতীয় ড্রোন ভূপাতিত করে পাকিস্তানিদের উদযাপন!

Address

Ltdez
Dhaka
1000

Telephone

+8801717450133

Alerts

Be the first to know and let us send you an email when LTDEZ TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LTDEZ TV:

Share