Fahmida Sayka

Fahmida Sayka আসসালামু আলাইকুম Makeup n lifestyle vlogs💟

06/04/2025
21/03/2025

বাবার পরে স্বামী
একমাএ ব্যক্তি যে ৫০০ টাকার শার্ট পড়ে,
স্ত্রী কে ৫০০০ টাকার শাড়ি কিনে
দেওয়ার ক্ষমতা রাখে!

আমিন🤲🏻
19/03/2025

আমিন🤲🏻

19/03/2025

brownie recipe🥰



জগতের কোন কিছুর জন্যই আত্মসম্মানরে বিসর্জন দেওয়া উচিত না। এই জিনিসটুকু নিজের জন্য সঞ্চয় করা লাগে। আর এটুকু সঞ্চয়ের জন্য ...
29/11/2024

জগতের কোন কিছুর জন্যই আত্মসম্মানরে বিসর্জন দেওয়া উচিত না। এই জিনিসটুকু নিজের জন্য সঞ্চয় করা লাগে। আর এটুকু সঞ্চয়ের জন্য যদি বড় কোন কিছু হারাইতেও হয়, তাতেও উৎকন্ঠার কিছু নাই।

মনে রাইখো- স্যাক্রিফাইস, এডজাস্টমেন্ট আর প্রায়োরিটির সাথে আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোন সম্পর্ক নাই। এডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজের নামে যারা তোমার আত্মসম্মানে হাত দেয়ার চেষ্টা করে, তোমার ব্যক্তিত্বরে শেষ করতে চায়, তোমার সেল্ফ স্ট্যান্ডার্ডে প্রভাব ফেলে, তাদের জন্য কম্প্রোমাইজ করা বোকামি।

যারা তোমার স্বতন্ত্রতারে সম্মান জানায়; স্যাক্রিফাইস, এডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ ব্যাপারগুলো কেবল তারাই ডিজার্ভ করে।

নিজেরে হারাইয়া, কোন কিছু পাওয়াকে তুমি অর্জন বলতে পারো না।Be a woman not a puppet

যদি দেখেন যে কোন বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন এবং একে অপরকে খুব ভালোবাসেন, তখন হয়তো  ভাবতে পারেন তারা কত...
28/11/2024

যদি দেখেন যে কোন বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন এবং একে অপরকে খুব ভালোবাসেন, তখন হয়তো ভাবতে পারেন তারা কতটা সৌভাগ্যবান। কিন্তু বাস্তবতা হচ্ছে ,তারা তাদের সংসার জীবনে অনেক আপোষ করেছে, তারা একে অপরের ভুলকে উপেক্ষা করেছে।
তারা একে অপরের অনেক ভুল ক্ষমা করে দিয়েছে ,এবং তারা হাজারো সমস্যা সহ্য করেছে। এবং একে অপরকে বুঝতে শিখতে বছরের পর ব্যয় করেছে ।❤️‍🔥
ভালোবাসা কখনো ভাগ্যের ব্যাপার ছিল না। এটি ছিলো পারস্পরিক প্রতিদান, আপোষ , ভাগ করা স্বপ্ন, যত্ন, সম্মান, দয়া ভালোবাসা এবং অনেক বেশি ধৈর্য। ❤️‍🩹💫

Alhamdulila ✨❤️
07/11/2024

Alhamdulila ✨❤️

শয়তান নিবাস!আমাদের বাড়িঘরের ৫টি স্থানে শয়তান ‘বসত’ গাড়ে। এসব স্থান সম্পর্কে সতর্ক থাকা জরুরী। বিশেষ করে ঘরে ছোট সন্তান থ...
25/10/2024

শয়তান নিবাস!

আমাদের বাড়িঘরের ৫টি স্থানে শয়তান ‘বসত’ গাড়ে। এসব স্থান সম্পর্কে সতর্ক থাকা জরুরী। বিশেষ করে ঘরে ছোট সন্তান থাকলে।

১) দীর্ঘদিন যাবত যে বিছানায় কেউ শোয়নি। শয়তান এমন বিছানা দখল করে বসে। নবীজি (ﷺ) বলেছেন, পুরুষের জন্য একখানা চাদর, তার স্ত্রীর জন্য একখানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য। আর চতুর্থটি শয়তানের জন্য (মুসলিমঃ ২০৮৪)।

বসীরাহঃ এজন্য অব্যবহৃত বিছানা ভাঁজ করে রাখা নিরাপদ। ভাঁজ না করতে পারলে নিয়মিত বিছানা ঝাড়া উচিত। অথবা আয়াতুল কুরসি ও রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেয়া পানি ছিটানো উচিত। দুই বা তিনদিন পরপরই এমনটি করা উচিত।

২) হাম্মাম (বাথরুম)। এটা সবার জানা আছে। হাম্মামে সবচেয়ে দুষ্ট আর খবিস প্রকৃতির শয়তানরাই থাকে। এজন্য হাম্মামে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরী। নবীজি (ﷺ) বলেছেন, এসব পায়খানার স্থান হচ্ছে (জ্বিন ও শয়তানের) উপস্থিতির স্থান। সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এ দোয়া পড়েঃ
أعوذُ باللهِ مِن الخُبُثِ والخبائثِ
অর্থাৎ- আমি নাপাক নর-নারী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই (আবু দাউদঃ ০২)।

৩) দীঘদিন ধরে ঝুলিয়ে রাখা অব্যবহৃত, অধোয়া জামাকাপড়। আলমারি ওয়ার্ডরোবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পোশাকাশাকও এই ঝুঁকির আওতামুক্ত নয়। নবীজি (ﷺ) বলেছেন, তোমাদের জামাকাপড় ভাঁজ করে রাখো। কারণ, এসব জামাকাপড়ের কাছে দুষ্টজ্বিনেরা ফিরে ফিরে আসে। আর শয়তান ভাঁজ করা জামাকাপড় পড়েনা। মেলে দেয়া পোশাক পেলে পড়ে। (সিলসিলাহ যয়ীফাঃ ২৮০১)।

বসীরাহঃ আমরা অনেকেই জামাকাপড় ঝুলিয়ে রাখি। হাতের নাগালে রেখে, যখন ইচ্ছা পরার সবিধার্থে আমরা সাধারণত জামাকাপড় লটকে রাখি। যে কোনো ক্ষতি-অনিষ্ট থেকে বাঁচতে হলে, এসব পোশাকে কুরআন পড়া পানি ছিটিয়ে দেয়া নিরাপদ। মাঝেমধ্যে আলমারি, ওয়ার্ডরোব খুলে জামাকাপড়ে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিতে পারি।

৪) প্রাণী বা মানুষের মূর্তি ও পুতুল। এসব পুতুল-মূর্তি ঘরে থাকলে, ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতার আগমন বন্ধ হয়ে যাওয়ার কারণে, এসব পুতুল-মূর্তির আড়ালে শয়তান (দুষ্ট জ্বিন) আশ্রয় গ্রহণ করে। নবীজি (ﷺ) বলেছেন, যে ঘরে কুকুর ও মূর্তি-ভাস্কর্য থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না (মুসলিমঃ ২১০৬)।

বসীরাহঃ আরেক বর্ণনায় আছে, ঘরে ‘ছবি’ থাকলেও ফেরেশতা প্রবেশ করে না।

৫) আগুন জ্বালানোর স্থান। উনুন-চুলা। এসব স্থান জ্বিন-শয়তানের খুবই প্রিয় জায়গা। কারণ তারা আগুনেরই সৃষ্টি। এজন্য যখনই আগুনের কাছে যাবো, রান্নাবান্নার কাজে চুলার কাছে যাবো, মুখে মনে আল্লাহর যিকির করার অভ্যেস গড়ে তুলব। ইন শা আল্লাহ।

নাউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম। ইয়া আল্লাহ, আমাদেরকে ও আমাদের সন্তান-সন্ততিকে জ্বিন-শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমীন।

লেখাঃ শাইখ Atik Ullah হাফিযাহুল্লাহ

20/10/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahmida Sayka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahmida Sayka:

Share