30/08/2022
⚽WCG eFootball Club ⚽
Club Rules ::
✅Pro Evolution Soccer থেকে শুরু করে eFootball পর্যন্ত লম্বা একটি সময় একসাথে পাড়ি দেয়ার জন্য WCG eFootball Club এর সকল খেলোয়াড় এবং শুভানুধ্যায়ীকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। এই গ্রুপের প্রত্যেকটি মেম্বার ক্লাবের এক একটি গুরুত্বপূর্ণ অংশীদার যাদের কারণেই আজ আমরা এত বড় একটি পরিবার হয়ে উঠতে পেরেছি।
আপনাদের মনে করিয়ে দিতে চাই, সকল ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য এবং ক্লাবকে সুসংগঠিত রাখার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকেকে কিছু নিয়মনীতি অনুসরণ করতে হয়। চলুন একনজরে দেখে নিন নিয়মগুলো:-
**সিনিয়র - জুনিয়র বা সমবয়সী কাউকে কোনো প্রকার ব্যাক্তিগত আক্রমণ করা যাবেনা। কাউকে ঈশারা-ইঙ্গিতে বা প্রকাশ্যে শাব্দিক আক্রমণ করলে তাকে ক্লাব থেকে "সাসপেন্ড" করা হবে, এমনকি ক্লাবের সাথে তার চুক্তি বাতিল করা হবে।
**প্রতি প্লেয়ারকে ক্লাবের সাথে কমপক্ষে "১৮০ দিনের" চুক্তিপত্রে সম্মত হয়ে ক্লাবে অন্তর্ভুক্ত হতে হবে। ১৮০ দিন সম্পন্ন হওয়ার পর কমপক্ষে ৭ দিনের নোটিশ দিয়ে ক্লাব ছাড়া যাবে।
**ক্লাব থেকে উপহার হিসেবে ক্লাব জার্সি পেতে প্রত্যেককে ১৮০ দিনের চুক্তি সম্পন্ন করতে হবে।
**ক্লাব সদস্যগণ SOLO, DUO এবং Co Op টূর্নামেন্ট খেলতে পারবে (যদি না কোনো টুর্নামেন্টে ক্লাবের নিষেধাজ্ঞা থাকে) কিন্তু খেলোয়াড় হিসেবে অন্য ক্লাবের সাথে/হয়ে কোনো প্রকার টিমআপ টূর্নামেন্ট খেলা যাবে না (❌) কেউ এই নিয়ম ভাঙলে তাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হবে।
**ক্লাব ফাউন্ডার বা অন্ততপক্ষে ক্লাব ম্যানেজারকে না জানিয়ে স্বেচ্ছায় ক্লাবের কোনো গ্রুপ ত্যাগ করলে তাকে কমপক্ষে ২ সপ্তাহ থেকে সর্বোচ্চ আজীবন বহিষ্কার করা হবে। পরবর্তীতে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।
**সবাইকে নামের আগে "WCG_" ট্যাগ এবং Team Name এ "WCG" বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। কোনো প্রকার এডিটিং গ্রহণযোগ্য হবে না।
** অভ্যন্তরীণ কিংবা বাইরের টুর্নামেন্ট চলাকালীন সময়ে প্রতিপক্ষ দলের কাউকে কোনো ধরনের কটুক্তি বা অসম্মানজনক কথা বলা যাবে না। ক্লাবের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা বলা যাবে না অন্যথায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
**ক্লাবের দায়িত্বরত রিপ্রেজেন্টেটিভদের সম্পর্কে জেনে রাখবেন। অর্থাৎ ক্লাবের ম্যানেজার,ক্যাপ্টেন,ভাইস ক্যাপ্টেনদের সম্পর্কে ধারণা রাখবেন। এতে জরুরী প্রয়োজনে তাদের শরণাপন্ন হতে পারবেন।
** যেকোনো টূর্নামেন্টে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে ক্লাব অ্যাডমিনকে জানাবেন এবং তারা আপনাকে কোন নির্দেশনা প্রদান করলে তা অনুসরণ করবেন।
**ক্লাব এডমিন আপনার নিকট কোনো তথ্য চাইলে তা সঠিকভাবে প্রদান করা বাধ্যতামূলক।
**ক্লাব কর্তৃক আয়োজিত ট্যুরে অংশগ্রহণ করা প্রতিটি প্লেয়ারের জন্য বাধ্যতামূলক। না করলে এবং ৩ সপ্তাহের বেশি ইনঅ্যাক্টিভ পাওয়া গেলে কারণ দর্শাতে হবে। এতে ব্যর্থ হলে ক্লাব ম্যানেজার তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।
যেকোনো সমস্যায়-আডমিন প্যানেল👇
Mahbubur Rahmn
Yasin Mahmud
RiFaT UL IsLaM RiDoY
Naz Mul
Bandhan Das
MD Omor