NFSC - Adabor BookZone Dhaka

NFSC - Adabor BookZone Dhaka বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর'স এডি? বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর'স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের অংশীদার ক্লাব!

31/10/2021
13/10/2021

পারফিউম: একজন খুনীর গল্প!
(পারফিউম্ড কালেক্টর’স এডিশন)
[বাংলাদেশের সর্বপ্রথম সুগন্ধযুক্ত বই, সাথে একটি টুইষ্ট]

মূল: প্যট্রিক সাসকিন্ড
ভাবানুবাদ: ………………

*

ফ্রান্স। অষ্টদশ শতাব্দী। এসময় প্যারিসের মাছ বাজারে জন্মগ্রহণ করে একজন ক্ষুরধার প্রতিভাবান ব্যাক্তি। প্রতিভাবান হলেও তার নৃশংসতা পশুকেও হার মানায়। মানুষটির নাম জ্যাঁ ব্যাতিস্ত গ্রেনোয়ে। গল্পটি তাকে নিয়ে। গ্রেনোয়ের নৃশংসতা, অমানবিকতা ড্য সেডস, সেইন্ট জাস্ট, বুচেস বা বোনাপোর্টকেও হার মানায়। গ্রেনোয় হলো সেই মানুষ যে একটা ভিন্ন অস্ত্র দিয়ে মানবজাতিকে পদানত করতে চেয়েছিল। গ্রেনোয়ের এই অপচেষ্টার গল্প বলা হবে।

সে সময়ের প্যারিস আজকের প্যারিসের মত এত পরিস্কার সাজানো গোছানো ছিলো না। তখন প্যারিসের বাতাস ছিল দূর্গন্ধে ভরা। রাস্তায় যত্রতত্র পড়ে থাকতো ঘোড়ার লাদ। কোর্টইয়ার্ডে মানব বর্জ আর বাসাবাড়ির কোনাকানায় পাওয়া যেত মরা ইঁদুর। প্যারিসের বাসাবাড়ি আর কারখানার চিমনী দিয়ে বের হওয়া সালফারের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হতো শহরবাসীর। অধিকাংশ বাড়ির রান্নাঘরের চুলোর পাশের দেয়াল চাপা পড়ে থাকতো চর্বির পুরু আস্তরের নীচে। গ্রাম থেকে আসা কিষাণ ও জেলেরা যত্রতত্র বসে যেত সব্জি ও মাছ নিয়ে, বিক্রির জন্য। কসাইরা যেখানে খুশি পশু কেটে মাংস বিক্রয় করতো, আসলে সে সময়ের প্যারিস ছিল একটা বড় বস্তি; দুর্গন্ধময় বস্তি!

প্রকাশিত হবে মার্চ/এপ্রিল ২০২২!

25/09/2021

“নট ফর সেল ক্লাব”
৪র্থ কালেক্টর’স এডিশন!

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ)

*
প্রুফ রিডিং, এডিটিং, ভাষা সম্পাদন চলছে; এরসাথে চলছে বাংলাদেশের বড় কয়েকটি প্রতিষ্ঠান কতৃক তথ্য যাচাই করার প্রক্রিয়া!

সবকিছু স্বাভাবিক চললে,
এই প্রকাশনাটির ম্যাপ সংস্করণ ঐতিহাসিক হবে!

Address

বাসা ১৯, রোড ১ ব্লক বি, নবোদয় হাউজিং লিং, আদাবর, মোহাম্মদ পুর, ঢাকা।
Dhaka
1207

Telephone

+8801841655556

Website

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Adabor BookZone Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Adabor BookZone Dhaka:

Share