Kifayat's Mom

Kifayat's Mom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kifayat's Mom, Video Creator, Washpur, Dhaka.

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
04/03/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

প্রথম ইফতার আব্বু সবকিছু নিয়ে আসছে। ইফতারের টেবিল গুছাতে যেয়ে খেয়াল করলাম জিলাপি নাই। বলে ফেল্লাম জিলাপি আনেন নাই আব্বু?...
03/03/2025

প্রথম ইফতার আব্বু সবকিছু নিয়ে আসছে। ইফতারের টেবিল গুছাতে যেয়ে খেয়াল করলাম জিলাপি নাই। বলে ফেল্লাম জিলাপি আনেন নাই আব্বু? আব্বু বল্লো ওহ মা ভুলে গেছি। (বয়সটা বেড়ে গেছে অনেক কিছুই এখন ভুলে যায় ) বল্লাম থাক সমস্যা নাই।ইফতারের সময় বাকি ১০মিনিট আব্বু নাকি গেছে জিলাপি আনতে। মনে মনে খারাপ লাগছিলো ভেবে কেন বল্লাম।এটাতো আব্বু অন্য কেউনা যে মুখ দিয়ে বলবো আর না খাওয়াবে সাথে সাথে। ইফতারের সময় বাকি ২মিনিট জানালা দিয়ে তাকিয়ে আছি বসতে ইচ্ছা করছে না কারন আব্বু যে বাহিরে! তার শরীর আজকে ভালো লাগছিলো না। তারপর দেখি আসছে। বল্লাম আব্বু আপনাকে না বল্লাম দরকার নাই কালকে আনলেই হতো। আব্বু মুচকি হেসে উত্তর দিল আমার মা খাইতে চাইসে আমি না আনবো কিভাবে? মইরা গেলে তো আর আনতে পারবো না। এমন অনেক ছোট ছোট আব্দার আছে যা বাবারা পুরন করতে থাকে। কারন মেয়েরা সব সময় ফার্স্ট প্রায়োরিটি বাবাদের কাছে।
আব্বু মানেই শত শত ইচ্ছা পুরনের ভান্দার,,আজ অব্দি যা চাইছি মুখ দিয়া ওইটাই হাজির করছেন। আমি সারাজীবন লুটায়া ফেললেও আপনার ঋণ শোধ করতে পারবো না।🙂
যতদিন বাবা আছে ততদিন ভালবাসা আছে ,যার বাবা নাই তার কিছুই নাই।😅 দুনিয়াটা অনেক নিষ্ঠুর আর কঠিন মেয়েদের জন্য। আল্লাহ সব বাবাদের নেক হায়াত দান করুক আমিন।।💫🤲

রমজান বছরের সবচেয়ে ফযিলতপুর্ণ মাস। এ মাস ইবাদাত বন্দেগির বসন্তকাল। তাই রমাদান কে আমরা কাজে লাগিয়ে  নেক আমলের মাধ্যমে মহ...
01/03/2025

রমজান বছরের সবচেয়ে ফযিলতপুর্ণ মাস। এ মাস ইবাদাত বন্দেগির বসন্তকাল। তাই রমাদান কে আমরা কাজে লাগিয়ে নেক আমলের মাধ্যমে মহান রবের নৈকট্য অর্জন করি।

১. রমাদানে রোজা রাখা সম্পর্কে

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
“بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ الْبَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ”

অনুবাদ:
“ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর স্থাপিত: ১) এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল, ২) সালাত কায়েম করা, ৩) জাকাত প্রদান করা, ৪) হজ করা এবং ৫) রমাদানের রোজা রাখা।”
(বুখারি: ৮, মুসলিম: ১৬)

২. রমাদানে সাওম রাখার ফজিলত

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ:
“مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ”

অনুবাদ:
“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমাদানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।”
(বুখারি: ৩৮, মুসলিম: ৭৬০)

৩. রমাদানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
“إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ”

অনুবাদ:
“যখন রমাদান আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়।”
(বুখারি: ১৮৯৯, মুসলিম: ১০৭৯)

৪. লাইলাতুল কদরের ফজিলত

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
“مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ”

অনুবাদ:
“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।”
(বুখারি: ২০১৪, মুসলিম: ৭৬০)

৫. রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
“لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ”

অনুবাদ:
“রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে: ১) যখন সে ইফতার করে, এবং ২) যখন সে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।”
(বুখারি: ১৯০৪, মুসলিম: ১১৫১)

রমাদানের মুল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। হারাম বর্জন করে যথাযথ ভাবে সিয়াম পালন করতে পারলে আমাদের রমাদান র্সার্থক হবে ইন শা আল্লাহ।

01/03/2025

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
রমাদান মোবারক❤️

28/02/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!

প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।

কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!

রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]

তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]

অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।

বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।

আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।

রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

28/02/2025

রমজানের আগে থেকেই রাসূল সাঃ এই দোয়া টা পড়তেন। “আল্লাহুম্মা বাল্লিগনা ফি রামাদান, ওয়া বারিকলানা ফিহি।”
অর্থঃ আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, এবং সেখানে বরকত দিন।

05/10/2024

তুমি যতই ভালো হও না কেন!
যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন,
যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি, কখনোই ভালো হতে পারবে না।

Address

Washpur
Dhaka
1312

Telephone

+8801850588986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kifayat's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kifayat's Mom:

Share

Category