শখের-𝗣𝗮𝗴𝗲

শখের-𝗣𝗮𝗴𝗲 🌸 আসসালামু আলাইকুম 🌸

💠আমার এই ছোট্ট পেজটিতে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন💠
(2)

13/05/2025

Gorilla🦍 on Zoo 🎶🎵

Free Palestine 🇵🇸We stand for Palestine 🇵🇸
13/05/2025

Free Palestine 🇵🇸
We stand for Palestine 🇵🇸

🌻🌼সবাইকে শুভ সকাল🌼🌻
13/05/2025

🌻🌼সবাইকে শুভ সকাল🌼🌻

02/03/2025

একদিন রোজা রাখলে
জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব তৈরি হয়
"আলহামদুলিল্লাহ"
সহীহ মুসলিম -- ১২৬৯

01/03/2025

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
রমাদান মোবারক❤️

28/02/2025

আলহামদুলিল্লাহ রবিবার প্রথম রোজা।🤍

Big shout out to my newest top fans! 💎 Ononna Sd, Roman Ahamed Rup, Sheikh Shohag Nasir, Zara Akter, Imran KhanDrop a co...
24/02/2025

Big shout out to my newest top fans! 💎 Ononna Sd, Roman Ahamed Rup, Sheikh Shohag Nasir, Zara Akter, Imran Khan

Drop a comment to welcome them to our community,

12/02/2025

বিষয়টা হইলো,
এইবার আইয়্যেমে বীজের রোজা ফেব্রুয়ারী মাসের ১৩,১৪,১৫ তারিখ।

১৫ তারিখেই শবে বরাত ও।

ওই সময় ঘিরে কম বেশি সবাই আমল করে।
আইয়েমে বীজের রোজা ৩ দিন রাখলে সে সারা মাসের রোজার সউয়াব পায়। শাবান মাসে আপনি অন্যান্য দিন না রাখলেও এই ৩ দিন অবশ্যই রাখবেন।

এখন এটা যারা সিদ্ধান্ত নিলেন রাখবেন তারা কি একাই রাখবেন? বাসার সবাইকে জানাবেন না?।বন্ধু ভাই ব্রাদারদের ও জানান।

আর সুরা মুলক আর বাকারার শেষ ২ আয়াতের আমল তো করবেন ই। ইনশাআল্লাহ।

ফেসবুকে একটা রিমাইন্ডার দিতে ১ মিনিট।

04/02/2025

উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দুআ

اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুআটি সকালবেলা পড়তেন।

ইবন মাজাহ, নং ৯২৫; ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল লায়লাহ, নং ৫৪।

শিক্ষনীয় গল্পএকটি হরিন যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময়ে উপনীত হল, তখন সে জঙ্গলের একপ্রান্তে অবস্হান নিল।হঠাৎ, যখন সে বাচ...
01/02/2025

শিক্ষনীয় গল্প

একটি হরিন যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময়ে উপনীত হল, তখন সে জঙ্গলের একপ্রান্তে অবস্হান নিল।

হঠাৎ, যখন সে বাচ্চা জন্ম দিচ্ছিল, আকাশ বজ্রপাত ও ঝলকানি শুরু করল,বনে আগুন লাগল,হরিনটি উত্তর দিকে তাকিয়ে দেখে শিকারি তীর নিয়ে তার দিকে তাকিয়ে আছে।

সে ডানদিকে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে।

হরিন বিভ্রান্ত:
একদিকে সিংহ,অপরদিকে শিকারি,
আরেক দিকে আগুনের লেলিহান শিখা,
বাকি যে দিকটা ছিল সেখান দিয়ে বয়ে গেছে উত্তাল নদী।
ঝুঁকিগুলো সব দিকেই রয়েছে এবং তার কোনো উদ্ধারকারীও নেই।
এমতাবস্হায় হরিনটি কোন উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিকেই নজর দিলো।

এরপরেই বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল।
শিকারীর লক্ষ্যভ্রষ্ঠ তীর এসে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগল।ভারী বৃষ্টিপাত আগুনকে নিভিয়ে দিল।হরিনটি শান্তিমতো তার সন্তান জন্ম দিলো।
এর থেকে শিক্ষা:
আপনার জীবনের এমন কিছু মূহুর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাঁধার সম্মুখীন হন।
তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকী একজনকে ছেড়ে দিন যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন।
তিনিই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা।

আরও একটি গুরুত্তপূর্ন কথা----
---এমনটি কখনো বলবেন না : হে প্রভু, আমি অনেক বিপদে আছি........
---বরং, বলুন: হে বিপদ, আমার একজন মহান রব আছেন।

আরবি গল্প অবলম্বনে।

31/01/2025

আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে❤️

31/01/2025

Power of Quran.

সূরা ইয়াসিনঃ সকল ইচ্ছা পূর্ণ করে!
সূরা আর রাহমানঃ মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে"
সূরা মুলকঃ কবরের আযাব থেকে রক্ষা করে'
সূরা ওয়াক্বিয়াহ্ঃ ক্ষুধা নিবারন করে'

সুবহানআল্লাহ ❤️‍🩹

Address

Dhaka

Telephone

+8801778254179

Website

Alerts

Be the first to know and let us send you an email when শখের-𝗣𝗮𝗴𝗲 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শখের-𝗣𝗮𝗴𝗲:

Share