Bangladeshi Raju

Bangladeshi Raju I love to travel and want to see the world . ভ্রমন করতে ভালবাসি।দেখতে চাই বিশ্বটাকে🇧🇩
(1)

14/07/2025

Canada তে বাসা বাড়ি শিফট করতে হলে,
এই ভ্যান গুলি ভাড়া করা হয়!
কিন্তু, চালিয়ে নিয়ে যেতে হয় নিজেকেই🇨🇦

একশত তম শুভ জন্মদিন!স্যার ডা: মাহাথির মোহাম্মদ।❤️❤️❤️❤️❤️——————————————————-মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ...
10/07/2025

একশত তম শুভ জন্মদিন!
স্যার ডা: মাহাথির মোহাম্মদ।
❤️❤️❤️❤️❤️
——————————————————-
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় মহাথির মোহাম্মদ ২০২৫ সালের ১০ জুলাই তাঁর ১০০তম জন্মদিন উদযাপন করেছেন।

শতবর্ষ পার করেও তিনি আশ্চর্যজনকভাবে সুস্থ ও সক্রিয় রয়েছেন। তিনি একাধারে চিকিৎসক, রাজনীতিবিদ, এবং বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদি নেতা।

জন্ম ও পরিচয়:
• জন্ম: ১০ জুলাই ১৯২৫, আলোর সেতার, মালয়েশিয়া
• পেশা: ডাক্তার, পরে রাজনীতিবিদ
• দল: ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (UMNO), পরে পেজুয়াং পার্টি
• প্রধানমন্ত্রী ছিলেন:
• প্রথম মেয়াদ: ১৯৮১ – ২০০৩ (২২ বছর)
• দ্বিতীয় মেয়াদ: ২০১৮ – ২০২০ (৯৩ বছর বয়সে ফিরে এসে বিশ্বের প্রবীণতম প্রধানমন্ত্রী হন)

১০০ বছরেও সুস্থ থাকার ৬টি অভ্যাস তিনি নিজেই জানিয়েছেন!!

১. মিতাহার (কম খাওয়া): কখনো অতিরিক্ত
খাবার খান না। একেবারে পরিমিত খাবার খান।
২. চিনিমুক্ত খাবার: মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলেন। চিনির ব্যবহার একেবারেই কম।
৩. দীর্ঘ বিরতিতে না খাওয়া: সারাদিনে নিয়ম করে খেয়ে থাকেন।
4. শরীরচর্চা: প্রতিদিন হাঁটাহাঁটি ও
হালকা শরীরচর্চা করেন।
5. মনের প্রশান্তি: মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করেন।
6. অতিরিক্ত ঘুম নয়: প্রতিদিন নিয়মিত ও স্বল্প ঘুম দেন, অতিরিক্ত না।

কানাডার টরন্টো শহরের কিছু নির্দিষ্ট এলাকা, যেমন: • Scarborough • North York • Richmond Hill • Mississaugaএর বিভিন্ন এলাক...
09/07/2025

কানাডার টরন্টো শহরের কিছু নির্দিষ্ট এলাকা, যেমন:
• Scarborough
• North York
• Richmond Hill
• Mississauga
এর বিভিন্ন এলাকা !
“বেগম পাড়া”
নামে পরিচিতি পেয়েছে।

এটি প্রথম আলোচনায় আসে আনুমানিক
২০১৯–২০২০ সালের দিকে!
যখন বাংলাদেশের এক শ্রেণীর দুর্নীতিবাজ,
আমলা, ব্যাবসাই, ঘুষখোর ও রাজনৈতিক
ব্যাক্তির পরিবার কানাডায়, বিলাসবহুল
জীবনযাপন করার খবর প্রকাশ্যে আসে!

এরা দামি দামি বাড়ি গুলি নগদ অর্থ দিয়ে কিনে নেয়!

যা কিনা অন্য কোনো প্রবাসী কানাডিয়ান এর পক্ষে
কোনো ভাবেই সম্ভব নয়!

এবং বিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংক লুট সহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এখানে পাচার করে
নিয়ে আসার এমন তথ্য প্রকাশ্যে আসে।

এরা বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে জনগণের অর্থ
লুণ্ঠন করে, এখানে ও বিভিন্ন দেশে পাচার করে!
বেগম পাড়া গড়ে তুলেছে!

এটি আসলে কোনো সরকারি বা বিশেষ কোনো এলাকার নাম নয়, বরং ব্যাঙ্গ করে বলা হয়!
কারণ, এখানে বেগমরা ছেলেমেয়ে নিয়ে
বিলাসী জীবন যাপন করেন,
আর তাদের স্বামীরা দেশে দুর্নীতি, চুরি ও লুণ্ঠন করে,
বিলিয়ন বিলিয়ন ডলার এই সব দেশে পাচার করেন!

কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, দুবাই,
লন্ডন ও সিঙ্গাপুর সহ ইত্যাদি দেশ গুলির
কিছু এলাকায় থাকা বাংলাদেশি
দুর্নীতিগ্রস্ত দের পরিবারের সদস্যদের,
অভিজাত বসবাসকারী এলাকাকে,
বেগম পাড়া নামে ডাকা হয়!

এবং এটি সত্যিই তাই!
কোনো গল্প নয়!

আবার এইসব লুণ্ঠন কারি চোরগুলিই সমাজে সম্মানিত হয়!

Universal Studio Florida 🇺🇸
06/07/2025

Universal Studio Florida 🇺🇸

06/07/2025

Cherry Blossom 🇨🇦

04/07/2025

Champion হয়ে রাজার মতোই যাচ্ছে🇨🇦

03/07/2025

Universal Studio Florida🇺🇸
রাত দশটার পর অসাধারণ Fireworks
ও Fountain show হয়।
যা অনেকেই মিস করেন। সময় না জানার কারণে।

30/06/2025

“MAGA” Cap মাথায় দেখে American রা
Congratulate করে🇺🇸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category