দাওয়াতুল কুরআন হিফয মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দাওয়াতুল কুরআন হিফয মাদ্রাসা

দাওয়াতুল কুরআন হিফয মাদ্রাসা ভালো ছাত্ররা ইতিহাস পড়ে
খারাপ ছাত্ররা ইতিহাস ঘরে

16/11/2025
14/11/2025

অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো!

❝তুমি আবার কাঁদবে, তবে দোয়া কবুল হওয়ার আনন্দে। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে,
তুমি খুশি হয়ে যাবে। ❞

[সূরা আদ-দোহা:৫]

হোফফাজ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে দ্বিতীয় নাম্বার পুরস্কার অর্জন করেছেন মোঃ সোহান
13/11/2025

হোফফাজ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে দ্বিতীয় নাম্বার পুরস্কার অর্জন করেছেন মোঃ সোহান

12/11/2025

মাদ্রাসার অফিস সাজাবো।
কিছু অফিসের ডিজাইন দেখান।

01/11/2025

তিনটি নেক আমল যা মৃত্যুর পরেও বাকি থাকে,
১/ সদকায়ে জারিয়াহ্।
২/ উপকারী ইলম।
৩/ নেক সন্তান।

মুফতী ত্বকি উসমানী হাফি:  বলেছেন, কোন কোন শিক্ষককে দেখা যায় তালিবুল ইলমকে সি.আই.ডি হিসেবে ব্যবহার করে বলে যে, তুমি দেখবে...
13/09/2025

মুফতী ত্বকি উসমানী হাফি: বলেছেন, কোন কোন শিক্ষককে দেখা যায় তালিবুল ইলমকে সি.আই.ডি হিসেবে ব্যবহার করে বলে যে, তুমি দেখবে, কে কী করে, না করে। কে কোথায় যায় বা না যায়। অতঃপর আমাকে জানাবে। হযরত বললেন, এটা নিয়ম নয়। এতে করে যাকে সি.আই.ডি রাখলাম তার জীবন শেষ হয়ে যাবে। এ ছাত্র সাধারণত মানুষ হবে না। এর বিভিন্ন কারণ আছে।
যেমন:
১. তাকে ছাত্ররা ভালো দৃষ্টিতে দেখে না।
২. তাকে কেউ ভালোবাসে না।
৩. তার উপর অনেকের মনে কষ্ট থাকে।
৪. তাকে অনেকে বদদুয়া দেয়।
৫. পরবর্তীতে তার আলোচনা প্রশংসা সম্বলিত হয় না।
৬. তাকে সি.আই.ডিগিরি করতে গিয়ে নিজের লেখাপড়া নষ্ট করতে হয়।
৭. অনেক সময় সে সুযোগকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
৮. এটা নিয়ে অনেক সময় অন্যদের সাথে ঝগড়া সৃষ্টি হয়।
৯. এ দায়িত্ব পেয়ে সে নিজেকে অনেক বড় মনে করে। যা অহংকারের নামান্তর।
১০. ছাত্রদের চোখে ধোঁকা দেয়ার জন্য অনেক সময় সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে ইত্যাদি।

(মাঝখানে আমি একটা কথা বলি, অনেক সময় দেখা যায় মুহতামিম সাহেবগণ, উস্তাযের পেছনে গোয়েন্দাগিরি করার জন্য ছাত্র নিয়োগ করেন। ফলে হয় কী জানেন? সে হয়ে ওঠে একটা লম্পট, বেয়াদব। একটা সময় সে উস্তাযকে উস্তাযই মনে করে না।)

রাফী উসমানী বলেন, একজন ছাত্রের জীবন শেষ করে দিলাম তাকে সি.আই.ডি রেখে।
তাছাড়া সে আমাকে অন্যান্য ছাত্রদের সংবাদ দেবে। সব ছাত্রদের সাথে তার সম্পর্ক এক রকম হয় না। কারো সাথে ভালো সম্পর্ক, কারো সাথে মন্দ সম্পর্ক, সুতরাং সম্পর্ক যার সাথে খারাপ তার বেলায় এক রকম সংবাদ পৌঁছাবে আর যার সাথে ভালো তার বেলায় আরেক রকম সংবাদ পৌঁছাবে। এর জন্য তাকে মিথ্যা সংবাদও পৌঁছানো লাগবে না। সে সত্য কথায় বলবে, কিন্তু কথায় ধরণ, কথার ভাবভঙ্গিমা এমন অবলম্বন করবে যে আপনি উল্টো বুঝবেন।

পরিশেষে লম্বা বক্তব্যের ইতি টেনে তিনি বলেন, কোনো ছাত্রকে সি.আই.ডি হিসেবে ব্যবহার করা যাবে না; বরং সব খোঁজ-খবর আপনাকে মধ্যস্ততা ছাড়া সরাসরি নিতে হবে।

Address

Dhaka
0868859885

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াতুল কুরআন হিফয মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category