Md.Hasibul Islam Ramim

Md.Hasibul Islam Ramim Nothing to say anything because we are learning only short summary .

08/03/2025

হুজুরের সিরিয়ার নিতে যোগাযোগ করুন......😁

26/03/2023

ওহ😒

আপনার বাচ্চা তো বান্দর স্বভাবের হয়নি, আপনি হয়েছেন পন্ডিত স্বভাবের 🙂

02/08/2022

"About 51 years ago in 1971, the US threatened India to stop the 1971 war. Concerned India sent an SOS to the Soviet Union. A story that has almost been erased from the Indian history books. When Pakistan's defeat in the 1971 war seemed easy, Kissinger prompted Nixon to send the US 7th Fleet Task Force, led by the nuclear-powered aircraft carrier USS Enterprise, to the Bay of Bengal.

USS Enterprise, 75,000 tons, was the world's largest nuclear-powered aircraft carrier in the 1970s with over 70 fighters. A moving monster on the surface of the sea. The Indian Navy's fleet was led by Vikrant, a 20,000-tonne aircraft carrier, carrying 20 light combat aircraft.Officially the USS Enterprise was sent to the Bay of Bengal to protect American citizens in Bangladesh, while unofficially it was to intimidate the Indian Army and prevent the liberation of East Pakistan. India soon got another bad news. Soviet intelligence reported to India that a powerful British naval fleet led by the aircraft carrier HMS Eagle along with the commando carrier HMS Albion, along with several destroyers and other ships were approaching the the Arabian Sea from the west in Indian waters.

The British and Americans planned a coordinated naval attack to intimidate India: British ships in the Arabian Sea would target India's west coast, while the Americans would attack in Chittagong. The Indian Navy was caught between British and American ships. That was December 1971, and the world's two major democracies were now threatening the world's largest democracy. An SOS from Delhi was sent to Moscow. The Red Navy soon dispatched 16 Soviet naval units and six nuclear submarines from Vladivostok to block the USS Enterprise.

Admiral N Krishnan, the chief of the Eastern Command of the Indian Navy, wrote in his book 'No Way But Surrender' that he feared the Americans would reach Chittagong. He mentioned how he thought of attacking the Enterprise in a do-or-die trick to slow it down.

On 2 December 1971, a task

27/07/2022

📛 দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। (প্রকাশ:২৭ জুলাই ২০২২)
👉দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি😤 (প্রকাশ: ১৯ মে ২০২২| ডাক ও টেলি. মন্ত্রী)

তাহলে আর দেড় কোটি ইন্টারনেট ব্যবহারকারী কারা?🤔

10/07/2022

গরুর কোন অঙ্গ যেমন মাথা হাড় এইসব এর কাটাকাটি ছবি পোস্ট করলে একাউন্ট এ ওয়ার্নিং অথবা ডিজেবল ও হয়ে যেতে পারে তাই সকলে সর্তক থাকুন।

05/07/2022

বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে, কয়লা প্রায় পাওয়া যাচ্ছে না; বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।

23/06/2022

#পরিস্থিতি

ফলো দিয়ে রাখতে পারেন 🔳সত্যের সন্ধানে

10/06/2022

বিয়ে ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো- নুপুর শর্মাদের ইসলামবিদ্বেষ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ৮ বছর।

রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ২২ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।

বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন ১১ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৫ বছর।

দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র ৬ বছর।

শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন ১৩ বছর বয়সে, তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১০ বছর।

রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৯ বছর বয়সে, তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৮ বছর।

সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৭ বছর বসে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৭ বছর।

লিনা মেদিনা! ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে সন্তানের জন্ম দেয়ায় বিশ্বরেকর্ড করা সর্বকনিষ্ঠা মা উল্লেখ করে তার বন্ধনা করা হয়।

দ্বিতীয় কিং রিচার্ড ত্রিশ বছর বয়সে ফরাসি রাজকুমারী ৭বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করেন।

পর্তুগালে রাজা ডেনিস ১২ বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করেছিলেন। নরওয়ের ষষ্ঠ রাজা হাকোন ১০ বছরের রাণী মার্গারেটকে বিবাহ করেছিলেন।

এসেক্সের কাউন্ট আগ্নেসের বিয়ের পাকা কথা হয় মাত্র তিন বছর বয়সে। বারো বছর বয়সে তার বিয়ে হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গীর সাথে।

রোমানোস ইতালির রাজকন্যা চার বছর বয়সী বার্থা ইউডোকিয়াকে বিবাহ করেন।

ইতিহাসের পাতায় এরকম অসংখ্য নজির আছে। এগুলো আমাদের ইতিহাসের অংশ। এসব আমাদের ভুলে যাওয়া সমীচিন নয়।

একসময় সতীদাহ প্রথা ছিল। জীবন্ত নারীকে সহমরণে তার মৃত স্বামীর সঙ্গে চিতায় আত্মহুতি দিতে হতো। কিন্তু সতীদাহ বা সহমরণই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বলার অর্থ হিন্দুর প্রতি ঘৃণা ও বিদ্বেষ চর্চা করা। হিন্দু শাস্ত্রের ধূয়া তুলে হিন্দুর প্রতি ঘৃণা ও সহিংসতা একালে কেউ প্রদর্শন করে না। কারণ, সমাজ-আইন, সংস্কৃতি ও ইতিহাস ইত্যাদি সম্পর্কে আমাদের চেতনা উপলব্ধি ও বিচার ক্ষমতা অনেক বিকশিত হয়েছে। আগের মতো নাই। ইতিহাস ও সমাজ স্থির কিছু নয়, বদলায়। ইতিহাস নিয়ে আলোচনা হবে। কিন্তু দেশ ও কাল বিবেচনায় না নিয়ে রবীন্দ্রনাথকে দোষী করলে সেটা কাণ্ডজ্ঞানের অভাব হবে, তাই না?

তাহলে ইসলামের নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে এত বিতর্ক কেন হবে?

বঙ্গবন্ধু ১৩ বছর বয়সে তিন বছর বয়সি রেণুর সাথে বিয়ে হয়। বিয়ের ৯ বছর পর বঙ্গবন্ধুর ২২ বছর বয়সে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ১২ বছর বয়সে ফুলশয্যা হয়।

আয়শা (রা.) ৯ বছর বয়সে মুহাম্মাদ (সা.)-এর সাথে সংসার শুরু করায় মুহাম্মদ (সা.)-কে নিয়ে এতো বিতর্ক কেন?

মূলত আল্লাহর ( সা.)-কে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হলো- তার অতুলনীয় উত্তম চরিত্র মাধুরী। যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে মানুষ অনবরত ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। রাসূল (সা.)-কে বিতর্কিত করে তারা বিশ্বব্যাপী ইসলাম গ্রহণর অগ্রযাত্রা রুখে দিতে চায়।

নূপুর শর্মারা যা-ই বলুক না কেনো? স্বয়ং আল্লাহ তাআলা তার হাবীবের চরিত্রের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন।

اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ

কিয়ামত পর্যন্ত এই চরিত্র মাধুরী পৃথিবীর সকল মানুষের কাছে প্রধান আকর্ষণ হয়ে থাকবে। দলে দলে মানুষ মুহাম্মদ (সা.)-এর উম্মত হবেই এবং হতেই থাকবে ইনশাআল্লাহ।

তোমাকে ভালোবাসি হে নবী! তোমার জন্য আমার বাবা-মা কোরবান।

(সংগৃহীত ও ঈষৎ পরিবর্তিত)

নোয়াখালির এক ছেলে পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে। বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে -বাবা : তুই কিসে কিসে হেইল কইচ্চস?ছেলে : ই...
06/06/2022

নোয়াখালির এক ছেলে পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে। বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে -
বাবা : তুই কিসে কিসে হেইল কইচ্চস?
ছেলে : ইংরেজি, ইতিহাস আর হিডি (পিটি-শরীরচর্চা)য় হেইল কইচ্চি।
বাবা : ইংরেজিতে হেইল কইচ্চস কিল্লাই?
ছেলে : টিচার আঁরে কয় ট্রানস্লেশন কর- তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়।
আঁই কইছি, আঁর মা কি খারাপনি যে করিম মিয়ার লগে ঘুরতে যাইবো?
বাবা : ইতিহাসে হেইল কইচ্চস কিল্লাই ?
ছেলে : টিচার আঁরে জিগায়, পানি পথের যুদ্ধ কেন হয়েছিল ? আঁই কইছি, স্থল পথে সুবিধা কইরতে হারে নাই ইয়াল্লাই হানি পথে যুদ্ধ কইচ্চে।
বাবা : হিডি তে হেইল কইচ্চস কিল্লাই। হিডিতে তো আত পাও লারি চারি দিলেই ফাশ করন যায়।

ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত তোল, আঁই তুইলছি, হেরপর কয় বাম আত তোল, আঁই তুইলছি। হেরপর কয় বাম পা তোল, আঁই তুইলছি, হেরপর কয় ডাইন পা তোল, আঁই কইছি চাইর আত পাও তুলি আই কি আর মাথার উপর খাড়াইতামনি?
বাবা : হুনলাম অংক আর বাঙলায়ও হেইল কইচ্চস। অংকে হেইল কচ্চস কিল্লাই?
ছেলে - অসৎ ব্যবসার প্রশ্ন কইচ্চে দেহি আই উত্তর দেই নো। প্রশ্ন কইচ্চে ২০ টাকা সেরে ১০ সের দুধ কিনে ৩ সের পানি মিশিয়ে আবার ২০ টাকা করে বিক্রি করলে কত লাভ হবে?
আঁর বাপ দাদা চৌদ্দপুরুষ কোনদিন এই ব্যবসা কইচ্চেনি? আইয়ো কইত্তামনা কোনদিন। হেরলাই উত্তর দেই নো।
বাপের প্রশ্ন, ঠিক আছে, বাংলায় হেইল কল্লিকা?
ছেলে - ডাক্তারি প্রশ্ন কইচ্ছে আই কেমনে হারুম?
প্রশ্ন কইচ্ছে, লিঙ্গ পরিবর্তন কর।
আন্নে হারবেন নি?
এডা কি কোন জামা-কাফড় নি যে পরিবর্তন করি ফালামু?🙂🙂

ভদ্রলোকের নাম বেলায়েত শেখ। বয়স ৫৫। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা- ২০২২ এ পরীক্ষার্থী। এই বয়সে কেন সে ঢাকা বিশ্বব...
20/05/2022

ভদ্রলোকের নাম বেলায়েত শেখ। বয়স ৫৫। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা- ২০২২ এ পরীক্ষার্থী।

এই বয়সে কেন সে ঢাকা বিশ্ববিদ্যালয় এ পড়তে চায়??
বেলায়েত শেখ বলেন - তার স্বপ্ন ছিলো সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, অনেক আশা ছিলো তাদের নিয়ে
কিন্তু তিন সন্তানের কেউ ই তা পূরণ করতে পারে নি।
সেই ক্ষোভ থেকে ২০১৯ সালে এস এস সি আর ২০২১ এ এসে এইচ এচ সি পরীক্ষা দিয়েছেন।
শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বেন আশায়।

বেলায়েত শেখ আপনি ভালো থাকুন।
ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে💖
© – সংগৃহীত।

 #আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান??১. বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক আয় ১৩,০০০ টাকা। তার স্বামী রিক্সা চালিয়ে আয় কর...
29/03/2022

#আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান??

১. বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক আয় ১৩,০০০ টাকা। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮,০০০-২০,০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় প্রায় ৩৯,০০০ টাকা। মা ও ছেলের ২ বেলা খাবার ফ্রি। এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭,০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮,০০০ টাকা। জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের একটা ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকুরি করত। করোনার কারনে চাকুরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮,৫০০ টাকা। ০৩ দিন অফিস যেতে দেরি হলে ০১ দিনের বেতন কাটা। ০১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়।

পাদটিকা: দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য। এই কার্ড কে পাওয়ার যোগ্য---- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম। কোন কোন বিবেচনায় দারিদ্র্যতা সজ্ঞায়িত হয় বাংলাদেশে, আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে?

(সংগৃহীত ও পরিমার্জিত।)

26/01/2022

কারও কাছ থেকে ১ টাকাও বেশি নিলে কিংবা হয়রানি করলে আমাদের জানাবেন

#জন্ম নিবন্ধন করতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দাবীর তথ্য পেলে চেয়ারম্যান,সচিব,মেম্বার ও গ্রাম পুলিশদের কঠোর হুশিয়ারি সুনির্দিষ্ট তথ্য পেলে কারো চাকুরী থাকবে না,
#সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা...

নতুন নিবন্ধন ফি-৫০টাকা জন্ম তারিখ সংশোধন ফি -১০০টাকা নাম, পিতা ও মাতার নাম সংশোধন ফি -৫০টাকা

অকারনে সার্ভার কাজ করছে না এই কথা বলার কোনো সোযোগ নাই সার্ভার আপডেট দেওয়া হইছে এখন থেকে কোনো লোড হবে না কাজ করবে সব সময়।

যদি কেও সার্ভার কাজ করছে না বলে কাওকে ফিরিয়ে দেন তা হলে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে।

#সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

Address

Bajitpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md.Hasibul Islam Ramim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Hasibul Islam Ramim:

Share

Category