Umme umayra

Umme umayra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umme umayra, Digital creator, Dhaka.

Permanently closed.
রুই কাসুন্দির রেসিপিউপকরণ: মাছ ৫–৬ টুকরা, হলুদগুঁড়া ১/২  চা–চামচলাল মরিচের গুঁড়া ১ চা–চামচলবণ পরিমাণমতোপেঁয়াজকুচি ২ টেবি...
15/07/2025

রুই কাসুন্দির রেসিপি
উপকরণ:
মাছ ৫–৬ টুকরা,
হলুদগুঁড়া ১/২ চা–চামচ
লাল মরিচের গুঁড়া ১ চা–চামচ
লবণ পরিমাণমতো
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
আদাবাটা ১ চা–চামচ
রসুনবাটা ১ চা–চামচ,
শর্ষের তেল ১/৩ কাপ
কাসুন্দি ৩ টেবিল চামচ,
নারকেলের দুধ টেবিল চামচ
প্রণালি: মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ মাখিয়ে রাখুন। এরপর চুলায় প্যান দিন। গরম হলে তেল দিয়ে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজকুচি দিন। পেঁয়াজকুচি একটু নরম হলে কাসুন্দি, নারকেলের দুধ ও কাঁচা মরিচ ছাড়া অন্য সব উপকরণ দিয়ে একটু কষিয়ে নিন। ভেজে রাখা মাছ দিয়ে নেড়েচেড়ে কাসুন্দি, নারকেলের দুধ ও সামান্য পানি দিন। ঝোলটা একটু টেনে এলে কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে গরম–গরম পরিবেশন করুন

15/07/2025
15/07/2025

💠 এক কাপ চা আর ক্রিসপি চিকেন পাকোড়া আজকে শিখে ফেলুন দোকানের মতো মচমচে চিকেন পাকোড়া বানানোর সহজ রেসিপি👇🥣 উপকরণ:💠➤ মুরগি...
15/07/2025

💠 এক কাপ চা আর ক্রিসপি চিকেন পাকোড়া

আজকে শিখে ফেলুন দোকানের মতো মচমচে চিকেন পাকোড়া বানানোর সহজ রেসিপি👇

🥣 উপকরণ:💠
➤ মুরগির হাড় ছাড়া ছোট ছোট টুকরা – ৫০০ গ্রাম
➤ রসুন বাটা – ১ চা চামচ
➤ আদা বাটা – ১ চা চামচ
➤ লেবুর রস – ১ টেবিল চামচ
➤ কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ
➤ ধনে গুঁড়া – ১ চা চামচ
➤ জিরা গুঁড়া – ½ চা চামচ
➤ শুকনা মরিচ গুঁড়া – ১ চা চামচ
➤ হলুদ – ½ চা চামচ
➤ লবণ – স্বাদমতো
➤ ডিম – ১টি
➤ বেসন – ৪ টেবিল চামচ
➤ চালের গুঁড়া – ২ টেবিল চামচ (ক্রিসপি করার জন্য)
➤ তেল – ভাজার জন্য

👨‍🍳 প্রস্তুত প্রণালী:💠
১. সব মসলা দিয়ে চিকেন ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন।
২. এরপর ডিম, বেসন, চালের গুঁড়া মিশিয়ে দিন।
৩. গরম তেলে মিডিয়াম আঁচে সোনালি করে ভেজে তুলুন।

✨ মচমচে চিকেন পাকোড়া রেডি! এক কাপ চা আর একটা মুভি হলেই জমে যাবে বিকেলটা!

Collected

গরুর মাংসের কালা ভুনা রেসিপি⸻📝 উপকরণ • গরুর মাংস (চর্বিযুক্ত হলে ভালো) – ১ কেজি • পেঁয়াজ – ৫ কাপ (অতিরিক্ত পেঁয়াজই কাল...
15/07/2025

গরুর মাংসের কালা ভুনা রেসিপি



📝 উপকরণ
• গরুর মাংস (চর্বিযুক্ত হলে ভালো) – ১ কেজি
• পেঁয়াজ – ৫ কাপ (অতিরিক্ত পেঁয়াজই কালা ভুনার আসল কৌশল)
• আদা বাটা – ৩ টেবিল চামচ
• রসুন বাটা – ৩ টেবিল চামচ
• শুকনা মরিচ গুঁড়া – ২ টেবিল চামচ
• ধনে গুঁড়া – ২ টেবিল চামচ
• জিরা গুঁড়া – ১ টেবিল চামচ
• হলুদ গুঁড়া – ১ চা চামচ
• গরম মসলা গুঁড়া – ১ চা চামচ (শেষে)
• দারুচিনি – ২ টুকরো
• এলাচ – ৪টি
• লবঙ্গ – ৪টি
• তেজপাতা – ২টি
• কাঁচা মরিচ – ১০-১২টি (চেরা)
• সরিষার তেল – ১ কাপ (অথবা রিফাইনড তেল, তবে সরিষা তেলে আসল স্বাদ)
• লবণ – স্বাদমতো
• পানি – প্রয়োজনমতো
• ধনেপাতা – সাজানোর জন্য
• ভাজা পেঁয়াজ (বারিস্তা) – ১ কাপ (শেষে)



🍳 প্রণালি

✅ ১. মাংস মেরিনেট
মাংস ধুয়ে লবণ, হলুদ, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, ধনে, জিরা দিয়ে মাখিয়ে অন্তত ১ ঘণ্টা মেরিনেট করুন। বেশি সময় থাকলে ফ্রিজে রেখে দিন – এতে মাংসে মশলা ভালোভাবে ঢুকবে।

✅ ২. পেঁয়াজ ভাজা (বারিস্তা)
প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ধৈর্য ধরে ধূসর বাদামি (গোল্ডেন-ব্রাউন) হওয়া পর্যন্ত ভেজে নিন। অর্ধেক বের করে রাখুন – শেষে গার্নিশে দেবেন।

✅ ৩. মাংস কষানো
বাকি ভাজা পেঁয়াজের সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিন। মেরিনেট করা মাংস ঢেলে দিন। মাঝারি-নিম্ন আঁচে ২০-২৫ মিনিট ধরে নাড়তে নাড়তে ভালোভাবে কষিয়ে নিন। পানি বের হবে, কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকুন।

✅ ৪. মাংস সিদ্ধ করা
মাংস শক্তি অনুযায়ী অল্প গরম পানি দিন, ঢেকে রাখুন এবং মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। চাইলে প্রেসার কুকারে ৩-৪ সিটি দিতে পারেন।

✅ ৫. কালা ভুনা করা
মাংস নরম হলে ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে দিন। নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত মাংস কালো-বাদামী রঙে তেল ছেড়ে আসবে। মসলা গাঢ় হয়ে গেলে গরম মসলা গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট আর ভুনুন।

✅ ৬. পরিবেশন
পাত্রে তুলে উপরে ভাজা পেঁয়াজ (বারিস্তা) ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাত, খিচুড়ি, পোলাও বা পরোটার সাথে পরিবেশন করুন।



✅ আসল কালা ভুনার টিপস

✔️ বেশি পেঁয়াজ কুচি দিন – পেঁয়াজই কালা ভুনার আসল বেস তৈরি করে।
✔️ ধৈর্য ধরে কষাবেন – মাংস যতক্ষণ তেল না ছাড়ে, আসল স্বাদ আসবে না।
✔️ চর্বিযুক্ত মাংস ব্যবহার করলে স্বাদ ও টেক্সচার অনেক ভালো হয়।
✔️ সরিষার তেল ব্যবহারে ঘ্রাণ ও ট্রাডিশনাল স্বাদ倍 হয়।

চিকেন ললিপপ রেসিপি উপকরণ : ৫০০ গ্রাম চিকেন উইংস১কাপ ময়দা১/২কাপ কর্ন ফ্লাওয়ার৪চা চামচ সোয়া সস২চা চামচ টমেটো সস১চা চামচ...
13/07/2025

চিকেন ললিপপ রেসিপি
উপকরণ :
৫০০ গ্রাম চিকেন উইংস
১কাপ ময়দা
১/২কাপ কর্ন ফ্লাওয়ার
৪চা চামচ সোয়া সস
২চা চামচ টমেটো সস
১চা চামচ ভিনিগার
১টা মাঝারি পেঁয়াজ
১চা চামচ আদা কুচি
১চা চামচ রসুন কুচি
২চা চামচ পেঁয়াজ পাতা কুচি
১/৪চা চামচ চিনি
১চা চামচ লবন
১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
পরিমাণ মতো সাদা তেল ভাজার জন্য
১চা চামচ লেবুর রস
১/২ চা চামচ আদা বাটা
১/২চা চামচ রসুন বাটা
রান্নার নির্দেশ সমূহ
চিকেন গুলো ললিপপের আকারে কাটিয়ে এনে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে
এবার চিকেন গুলো ২চামচ সোয়া সস্,১চামচ লেবুর রস,১/২চামচ আদা বাটা,১/২চামচ রসুন বাটা আর ১/২ চামচ নুন দিয়ে ম্যারিনেট করতে হবে ৩০ মিনিটের জন্য।
একটা পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার,২চামচ সোয়া সস্ আর ১/২ চামচ নুন দিয়ে একটা ঘনো ব্যাটার বানিয়ে নিতে হবে।
প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে চিকেন ললিপপ গুলো একটা একটা করে ব্যাটার এ ডুবিয়ে সোনালী রঙের করে ভেজে তুলে নিতে হবে।

আর একটা প্যানে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে ভেজে ভিনীগার, টমেটো সস্, সোয়া সস্ চিনি আর একটু পানি দিয়ে ভালো করে মশলা টা কশিয়ে ভেজে রাখা ললিপপ গুলো দিয়ে ভালো করে টস্ করে নিতে হবে।

12/07/2025

পাউন্ড কেকের সহজ রেসিপি

পাউন্ড কেকঃ এটা মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খাই। কেকটাতে অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে(ঘরে বানাতে ১কাপ ময়দা থেকে ২ টেবিল চামচ ময়দা সরিয়ে, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিতে হবে)।
এই কেকে বাটার,ডিম,কেক ফ্লাওয়ার,চিনি এ চারটি উপকরণ প্রায় সমপরিমাণ থাকে। অল্প কমবেশি হলে সমস্যা নেই।
বাটারের পরিবর্তে তেল দিয়েও করা যাবে, সেক্ষেত্রে স্বাদ একটু কম হবে।
এই কেকের ব্যাটার তুলনামূলক অনেক ভারী হয়। মোল্ডের দেওয়ার পর চামচ দিয়ে সমান করে নিতে হবে।
ক্রীম দিয়ে ডেকোরেশন করার দরকার হয়না। এটা এমনিতেই অনেক মজা।
কমপক্ষে ২টা ডিম ছাড়া পাউন্ড কেক সম্ভব না।

২ ডিমের পাউন্ড কেকঃ
ডিম ২ টি
চিনি ১/২ কাপ
বাটার ১০০গ্রাম বা ১/২ কাপ (বাটার না থাকলে ১/২ কাপ তেল)
ময়দা ২/৩ কাপ
কর্নফ্লাওয়ার ১চা.চা
গুড়া দুধ ১টে.চা(অপশনাল)
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চা
এসেন্স ১/২চা.চা
লো আচে চুলায় ৪০ /৪৫ মিনিট রাখলে পারফেক্ট ভাবে কেক তৈরি হয়ে যাবে,.

নিচে ৫ টি সুস্বাদু ও ভিন্নধর্মী পরোটা রেসিপি দিচ্ছি যেগুলো আপনি নাস্তা, দুপুর বা রাতের খাবারে উপভোগ করতে পারেন:১. আলুর প...
11/07/2025

নিচে ৫ টি সুস্বাদু ও ভিন্নধর্মী পরোটা রেসিপি দিচ্ছি যেগুলো আপনি নাস্তা, দুপুর বা রাতের খাবারে উপভোগ করতে পারেন:
১. আলুর পরোটা:

** উপকরণ:
* ময়দা – ২ কাপ
* সেদ্ধ আলু – ২টি
* পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
* কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ
* ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
* লবণ, গরম মসলা – পরিমাণমতো
* তেল – পরোটা ভাজার জন্য

** প্রণালি:
১. ময়দা দিয়ে নরম খামির বানিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন।
২. আলু সেদ্ধ করে, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লবণ ও মসলা দিয়ে মাখিয়ে নিন।
৩. ময়দা ভাগ করে রুটি বানিয়ে মাঝখানে পুর দিয়ে মুড়ে রুটি বানান।
৪. তেলে ভাজুন দুই পাশ সুন্দর করে। গরম গরম পরিবেশন করুন।

২. ডিম পরোটা

** উপকরণ:
* ময়দা – ২ কাপ
* ডিম – ৩টি
* পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি
* লবণ ও মরিচ গুঁড়া
* তেল

** প্রণালি:
১. ময়দা দিয়ে খামির তৈরি করে পাতলা রুটি বানান।
২. ডিম ফাটিয়ে, পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ফেটান।
৩. তাওয়ায় রুটি দিন, অর্ধেক ভাজা হলে ডিম ঢেলে রুটির ওপর ছড়িয়ে দিন।
৪. ভাজুন দুই পাশ ভালভাবে। টমেটো সস বা আচার দিয়ে পরিবেশন করুন।

---
৩. মুগ ডাল পরোটা
** উপকরণ:

* ময়দা – ২ কাপ
* ভাজা মুগ ডাল – আধা কাপ (সেদ্ধ করে বেটে নেওয়া)
* আদা বাটা, কাঁচা মরিচ, লবণ, জিরা গুঁড়া
* তেল

** প্রণালি:
১. ডাল বেটে মসলা মিশিয়ে পুর তৈরি করুন।
২. ময়দা মেখে রুটি বানিয়ে পুর ভরে পরোটা বানান।
৩. দুই পাশে তেল দিয়ে ভাজুন।

---
৪. চিজ স্টাফড পরোটা
** উপকরণ:

* ময়দা – ২ কাপ
* গ্রেট করা চিজ – ১ কাপ
* কাঁচা মরিচ কুচি, ধনেপাতা
* লবণ ও গোল মরিচ
* তেল

** প্রণালি:
১. চিজ, মরিচ, ধনেপাতা ও মসলা মিশিয়ে পুর তৈরি করুন।
২. রুটির মাঝে পুর দিয়ে মুড়িয়ে পরোটা বানান।
৩. হালকা আঁচে ভাজুন যেন চিজ গলে যায়।

৫. ঘি পরোটা (লাচ্ছা পরোটা)
** উপকরণ:

* ময়দা – ২ কাপ
* ঘি – ২ টেবিল চামচ
* লবণ
* পানি

** প্রণালি:
১. ময়দা, ঘি, লবণ মিশিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন।
২. পাতলা রুটি বানিয়ে ঘি মেখে ভাঁজ করে রোল করে আবার বেলে নিন।
৩. তাওয়ায় দুই পাশ ভাজুন ঘি দিয়ে। লাচ্ছা তৈরি হবে।

: চিকেন কাটলেট  উপকরণ: মুরগির মাংসের কিমা ৪০০ গ্রাম,আদা বাটা ২ চা-চামচ,রসুন বাটা ২ চা-চামচ,কাঁচা মরিচ (মিহি কুচি) ৪টি,পে...
14/03/2025

: চিকেন কাটলেট
উপকরণ:
মুরগির মাংসের কিমা ৪০০ গ্রাম
,আদা বাটা ২ চা-চামচ
,রসুন বাটা ২ চা-চামচ
,কাঁচা মরিচ (মিহি কুচি) ৪টি
,পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল চামচ
,তাবাস্কো সস ১ টেবিল চামচ

,সয়াসস ১ টেবিল চামচ
,লবণ সিকি চা-চামচ বা স্বাদ অনুযায়ী

,পুদিনাপাতা কুচি ৪ টেবিল চামচ
,কর্নফ্লাওয়ার ২ চা-চামচ

,ডিমের সাদা অংশ ৪টি
,ময়দা আধা কাপ

,শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
,কালো গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ

,ব্রেড ক্রাম্ব ৪ কাপ
,চিনি আধা চা-চামচ

,লেবুর রস ২ চা-চামচ, তেল ভাজার জন্য।
প্রণালী:
1. তেল, ডিম, ব্রেড ক্রাম্ব, ময়দা ও মরিচ গুঁড়া বাদে কিমার সঙ্গে অন্যান্য সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে ভালো করে মেখে নিন।

2. একটি প্লেটে ময়দার সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে ছড়িয়ে রাখুন। ডিমের সাদা অংশ বাকি গোলমরিচ এবং সামান্য লবণ দিয়ে ফেটে নিন। (ভাজার ঠিক আগে ডিম ফেটবেন)।

3. এবার একটু করে কিমার মিশ্রণ হাতের তালুতে নিয়ে কাটলেটের আকৃতি দিয়ে তৈরি করে মরিচ গুঁড়া মেশানো ময়দায় গড়িয়ে একটি ট্রেতে রাখুন।

4.এভাবে সবগুলো কাটলেট তৈরি করে ট্রেতে সাজিয়ে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। অন্য একটি প্লেটে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে রাখুন। প্রতিটি কাটলেট প্রথমে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে সাজিয়ে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।

5.তবে ট্রের ওপর একটি কাগজ বিছিয়ে নিয়ে তারপর কাটলেটগুলো রেখে ফ্রিজে রাখবেন। কড়াই বা ফ্রাইপ্যানে তেল গরম করে অল্প আঁচে সোনালি করে কাটলেট ভেজে তেল ছেঁকে উঠিয়ে নিন। চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন

মুরগির রোস্ট উপকরণ: মুরগি ৪টি, লবণ ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, খাবারের রং সামান্য, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, রসু...
27/02/2025

মুরগির রোস্ট
উপকরণ:
মুরগি ৪টি, লবণ ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, খাবারের রং সামান্য, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, জয়ত্রী ও জায়ফল মিশ্রণ আধা টেবিল চামচ, পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, টক দই ৩ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ পরিমাণমতো, তেল ও ঘি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ পরিমাণমতো।
প্রণালী:
মুরগি টুকরা করে সিরকা ও লবণ দিয়ে ২০ মিনিট মেখে রাখতে হবে। এরপর তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে তাতে মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নিতে হবে। আরেকটি পাত্রে তেল ও ঘি অল্প আঁচে গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্তদানা, পেস্তাবাদাম বাটা, জায়ফল ও জয়ত্রী মিশ্রণ এবং সামান্য খাবারের রং দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভাজা মুরগির মাংসগুলো এই কষানো মসলার মিশ্রণে ঢেলে দিতে হবে। এ সময় আরেকটু লবণ ও টক দই দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানো হলে শাহি জিরা ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে ভুনা হলে নামিয়ে পরিবেশন করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme umayra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share