Daily Arabat

Daily Arabat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Arabat, Newspaper, Brahmanbaria, Dhaka.

রাসেলস ভাইপার ইন্ডিয়ান সাপ না। এইটা ভারতীয় উপমহাদেশের সাপ, সেই অনাদিকাল থেকে আছে। এই হালকা লাল অঞ্চল রাসেলস ভাইপারের বিচ...
21/06/2024

রাসেলস ভাইপার ইন্ডিয়ান সাপ না। এইটা ভারতীয় উপমহাদেশের সাপ, সেই অনাদিকাল থেকে আছে। এই হালকা লাল অঞ্চল রাসেলস ভাইপারের বিচরণের এলাকা। এটার আসল নাম চন্দ্রবোড়া। দেশের পত্রিকায় বিদেশি নাম ব্যবহার মারাত্মক ভীতি ছড়িয়েছে এবং মনে করা হচ্ছে এটা দেশের সাপ নয়।

চন্দ্রবোড়া বিষধর, তবে চন্দ্রবোড়া আক্রমনাত্মক না। কোন সাপই সিনেমার মতো আগ বাড়ায়ে আক্রমণ করে না। বিরক্ত হলে সে হিসহিস শব্দ করে তাড়ায়ে দিতে চায় মানুষকে।

চন্দ্রবোড়ার বিষ ম্যানেজ করার জন্য আলাদা স্কিল লাগে। কোন সাপে আক্রান্ত হয়েছেন সেটা বর্নণা করতে পারলে চিকিৎসা সহজ হবে। চন্দ্রবোড়া বিলুপ্ত প্রজাতির সাপ। একে মারবেন না। প্রকৃতির কোন কিছুই আজাইরা না। বেজি গুইসাপ মেরে ফেলাতে সাপ বেড়েছে।

চন্দ্রবোড়ার বিষ থেকে ওষুধ তৈরি হয়। এই সাপ নিশ্চিহ্ন হয়ে গেলে এই ওষুধগুলো বানানো যাবেনা।

দুনিয়াতে মানুষ শুধু থাকেনা, সাপ খোপ, বাঘ ভাল্লুক, মাকড়সা, আরশোলা সব থাকবে। দুনিয়াতে সব প্রাণেরই দরকার আছে। কোন প্রাণ সৃষ্টিকর্তা আজাইরা বানান নাই।

চন্দ্রবোড়া মুলত ক্ষেতে থাকে। কচুরিপানার মধ্যে থাকে। খালি পায়ে ক্ষেতে যাওয়ার অভ্যাস আমাদের বদলাতে হবে। কৃষকদের ক্ষেতে কাজ করার সময়ে গামবুট পরতে উৎসাহিত করতে হবে।

সাপের আওয়াজ পেলে সরে আসুন। আমাদের পুর্বপুরুষেরা চন্দ্রবোড়া, গোখড়া, বাঘ কুমিরের সাথে লড়াই করে জঙ্গল কেটে এই ফসলি জমি তৈরি করেছিলো। এক চন্দ্রবোড়া দেখে পুরা জাতি আতংকিত হলে চলবে?

সাপে কাটলে ওই অংশটায় কোন বাধন দেবেন না কাটবেন না, মুখ লাগিয়ে বেহুলার মতো বিষ চুষে নেয়ার চেষ্টা করবেন না। ওই অংশটা যেন নড়াচড়া না করে সেই ব্যবস্থা করবেন। আমরা বলি ইমমোবিলাইজ করতে। শান্ত থাকতে বলবেন। কামড়ের জায়গায় প্যান্ট পরা থাকলে কেটে দেবেন প্যান্ট। কামড়ের জায়গার কাছে কোন অলংকার থাকলে খুলে ফেলবেন। পরিষ্কার পানি দিয়ে হালকা করে আক্রান্ত জায়গা ধুয়ে ফেলবেন। আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাবেন দ্রুত।

অধ্যাপক এম এ ফয়েজের নেতৃত্বে একটা টাস্কফোর্স তৈরি করে চন্দ্রবোড়ার চিকিৎসা, ট্রেনিং এবং জনসচেতনতা তৈরির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহবান জানাচ্ছি।

19/06/2024
19/06/2024

আসসালামু আলাইকুম!
“ডেইলি আরাবাত” “Daily Arabat” পরিবারে আপনাকে স্বাগতম সম্মানিত পাঠক।
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে “ডেইলি আরাবাত” আপনাদের পাশে আছে সবসময়।
যেকোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
এডমিন
Daily Arabat

Jamil Akkas Muhammad
Editor (An Intern)
Daily Arabat
846, Master Bari, North West Para, Chapartala-3441, Nasirnagar, Brahmanbaria
Mobile: +88 01711 360 475
WhatsApp. https://wa.me/8801711360475

1) ফেইসবুক পেইজঃ Daily Arabat (ডেইলি আরাবাত)- https://www.facebook.com/arabatdaily
2) ইউটিউব চ্যানেলঃ Daily Arabat : https://www.youtube.com/arabatdaily
3) ব্লগঃ এভিনিউ কনসালটেন্ট ইন্টারন্যাশনাল- https://arabatdaily.blogspot.com/
4) ফেইসবুক গ্রুপঃ Daily Arabat : https://www.facebook.com/groups/arabatdaily
৫) গুগল সাইটঃ Daily Arabat - https://sites.google.com/view/arabatdaily
৬) হোয়াটসঅ্যাপ গ্রুপঃ Daily Arabat : https://chat.whatsapp.com/IABLdwnBeVu2PAMFoiJFLD
৭) ইমেইলঃ [email protected]

19/06/2024

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসুন প্লিজ।

লুটেপুটে খাওয়ার কি এখনই সময়?
01/06/2024

লুটেপুটে খাওয়ার কি এখনই সময়?

সোসাল মিডিয়ার প্রভাবে এভাবেই একটু একটু করে গড়ে উঠবে "অখন্ড সোনার বাংলাদেশ"
13/05/2024

সোসাল মিডিয়ার প্রভাবে এভাবেই একটু একটু করে গড়ে উঠবে "অখন্ড সোনার বাংলাদেশ"

হরিলুট অনেকেই কাজে লাগাচ্ছে
26/04/2024

হরিলুট অনেকেই কাজে লাগাচ্ছে

24/04/2024

বউ অথবা নিজের ইয়াং মেয়ের ছবি ফেসবুকে পোস্ট করা অর্থ হলো নিজেকে ‘দাইয়ূস' বলে ঘোষণা দেওয়া।

আর হাদিসের পরিভাষায় ‘দাইয়ূস' ব্যক্তি জান্নাত প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণটুকুও পাবেনা।

23/04/2024
পাবলিক ইচ্ছে করলে কি করতে পারে একটি খালি বোতলও কোকাকোলার নেই
22/04/2024

পাবলিক ইচ্ছে করলে কি করতে পারে একটি খালি বোতলও কোকাকোলার নেই

অলিপুর শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ চাকরির বিজ্ঞপ্তি
21/04/2024

অলিপুর শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ
চাকরির বিজ্ঞপ্তি

29/03/2024

বিষয়টি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ুন।
জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।

রমাদান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের দেশে সবাই মুসল্লি। মসজিদ মুসল্লিতে ভরপুর। কিন্তু ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল।বর্তমানে মসজিদ পাকা আর ঈমান হল কাঁচা।

এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার। তাহলে আমাদের মধ্যে ঈমানী শক্তি বেড়ে যাবে। তাহলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার পরেও যদি কারোর দ্বারা যদি খারাপ কাজ সংগঠিত হয় তাহলে বুঝতে হবে তার সালাত সঠিক ভাবে কায়েম হচ্ছে না।

আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না। মহান, দয়ালু ও সর্বশক্তিমান আল্লাহ সবাইকে এই বিষয়টি উপলব্ধির সুযোগ দিন।
জাযাকাল্লাহ খাইর!
-সংগৃহিত।

বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন...
28/03/2024

বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি
বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে।

মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন
কড়াই,গরম তেল, আগুন আছে..! যাতে করে তাকে ফ্রাই করা হবে।🔥
তখন মাছ কখনো বিশ্বাস করতেন না..🚫
করলে এই বড়শির ধারের কাছেও আসতো না।

_তেমনি আমাদেরকেও বার বার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম আছে..☝🏻
আমরা বিশ্বাস করি না,যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ।
-আমরা ঘুষ,সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া,শিরক ও বিদআত থেকে দূরে থাকতাম।
__এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রাখুন..! __আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন.🤲🏻🤲🏻আমিন🤲

21/03/2024

অল্প জ্ঞানী লাফায় বেশি,
মধ্য জ্ঞানী চুপ
পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি,
শান্ত তাহার রুপ!

ওহে সিংগাপুরবাসী, আপনাদের ভবিষ্যৎ  আপনাদের বর্তমান নিদর্শন!!
20/03/2024

ওহে সিংগাপুরবাসী, আপনাদের ভবিষ্যৎ আপনাদের বর্তমান নিদর্শন!!

Address

Brahmanbaria
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Daily Arabat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category