
21/06/2024
রাসেলস ভাইপার ইন্ডিয়ান সাপ না। এইটা ভারতীয় উপমহাদেশের সাপ, সেই অনাদিকাল থেকে আছে। এই হালকা লাল অঞ্চল রাসেলস ভাইপারের বিচরণের এলাকা। এটার আসল নাম চন্দ্রবোড়া। দেশের পত্রিকায় বিদেশি নাম ব্যবহার মারাত্মক ভীতি ছড়িয়েছে এবং মনে করা হচ্ছে এটা দেশের সাপ নয়।
চন্দ্রবোড়া বিষধর, তবে চন্দ্রবোড়া আক্রমনাত্মক না। কোন সাপই সিনেমার মতো আগ বাড়ায়ে আক্রমণ করে না। বিরক্ত হলে সে হিসহিস শব্দ করে তাড়ায়ে দিতে চায় মানুষকে।
চন্দ্রবোড়ার বিষ ম্যানেজ করার জন্য আলাদা স্কিল লাগে। কোন সাপে আক্রান্ত হয়েছেন সেটা বর্নণা করতে পারলে চিকিৎসা সহজ হবে। চন্দ্রবোড়া বিলুপ্ত প্রজাতির সাপ। একে মারবেন না। প্রকৃতির কোন কিছুই আজাইরা না। বেজি গুইসাপ মেরে ফেলাতে সাপ বেড়েছে।
চন্দ্রবোড়ার বিষ থেকে ওষুধ তৈরি হয়। এই সাপ নিশ্চিহ্ন হয়ে গেলে এই ওষুধগুলো বানানো যাবেনা।
দুনিয়াতে মানুষ শুধু থাকেনা, সাপ খোপ, বাঘ ভাল্লুক, মাকড়সা, আরশোলা সব থাকবে। দুনিয়াতে সব প্রাণেরই দরকার আছে। কোন প্রাণ সৃষ্টিকর্তা আজাইরা বানান নাই।
চন্দ্রবোড়া মুলত ক্ষেতে থাকে। কচুরিপানার মধ্যে থাকে। খালি পায়ে ক্ষেতে যাওয়ার অভ্যাস আমাদের বদলাতে হবে। কৃষকদের ক্ষেতে কাজ করার সময়ে গামবুট পরতে উৎসাহিত করতে হবে।
সাপের আওয়াজ পেলে সরে আসুন। আমাদের পুর্বপুরুষেরা চন্দ্রবোড়া, গোখড়া, বাঘ কুমিরের সাথে লড়াই করে জঙ্গল কেটে এই ফসলি জমি তৈরি করেছিলো। এক চন্দ্রবোড়া দেখে পুরা জাতি আতংকিত হলে চলবে?
সাপে কাটলে ওই অংশটায় কোন বাধন দেবেন না কাটবেন না, মুখ লাগিয়ে বেহুলার মতো বিষ চুষে নেয়ার চেষ্টা করবেন না। ওই অংশটা যেন নড়াচড়া না করে সেই ব্যবস্থা করবেন। আমরা বলি ইমমোবিলাইজ করতে। শান্ত থাকতে বলবেন। কামড়ের জায়গায় প্যান্ট পরা থাকলে কেটে দেবেন প্যান্ট। কামড়ের জায়গার কাছে কোন অলংকার থাকলে খুলে ফেলবেন। পরিষ্কার পানি দিয়ে হালকা করে আক্রান্ত জায়গা ধুয়ে ফেলবেন। আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাবেন দ্রুত।
অধ্যাপক এম এ ফয়েজের নেতৃত্বে একটা টাস্কফোর্স তৈরি করে চন্দ্রবোড়ার চিকিৎসা, ট্রেনিং এবং জনসচেতনতা তৈরির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহবান জানাচ্ছি।