Meherun

Meherun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meherun, Video Creator, Manikgoj, Dhaka.

গত দুইবছরে আমি একটা জিনিস শিখছি। কোনো পুরুষকে কোনোদিন শিখাইতে হবেনা আপনাকে গুরুত্ব দিতে, টাইম দিতে কিংবা আপনার পেছনে এফো...
29/05/2025

গত দুইবছরে আমি একটা জিনিস শিখছি। কোনো পুরুষকে কোনোদিন শিখাইতে হবেনা আপনাকে গুরুত্ব দিতে, টাইম দিতে কিংবা আপনার পেছনে এফোর্ট দিতে। পুরুষ এমন একটা জাত, যে তারা যেই নারীকে পছন্দ করে তার পায়ের নিচে দুনিয়া এনে দিতেও দ্বিধাবোধ করেনা। কোনো পুরুষ যদি আপনাকে ভালোবাসে, আর কখনো জানতে পারে আপনার প্রিয় ফুল গোলাপ ; আর পৃথিবীতে যদি একটাই গোলাপ অবশিষ্ট থাকে সে চেষ্টা করবে সেই একটাই গোলাপ আপনাকে এনে দিতে। আর যে ভালোবাসেনা সে যদি জানে গোলাপ আপনার প্রিয় আর সারা দুনিয়ার আনাচে কানাচে পানির মতোন গোলাপ ছিটিয়েও থাকে সে এনে আপনার হাতে তুলে দেবেনা।

আমি এমন পুরুষ দেখছি যারা বছরের পর বছর সম্পর্ক করেও একজনের পেছনে এফোর্ট দেয়না, আবার ৩মাসের পছন্দে একটা মেয়েকে বিয়ে করে ফেলে এবং সেই সব তার জন্য করে যা তার এক্স তাকে করার জন্য বেগ করতো। আপনি শত চাইলেও সেইসব আপনার জন্য করবেনা কারন আপনি সেই নারী না যার সাথে সে থাকতে চায়। পিপোল চেইঞ্জ ফর হুম দে ওয়ান্ট।

Men Are Born To Pursue. They Make Time And Effort For Something They Want.

(Collected)

আজ  মায়া চেহারা,মিস্টি হাসি নেই বলে শখের বেডার মানসিক শান্তির ডাক্তার হইতে পারলাম না😞😅
25/05/2025

আজ মায়া চেহারা,মিস্টি হাসি নেই বলে শখের বেডার মানসিক শান্তির ডাক্তার হইতে পারলাম না😞😅

অবশেষে বুঝলাম, তোমার জীবনে সবচেয়ে বিড়ম্বনার পাত্র আমি! আমি না থাকলেও তোমার সবকিছুই দেদারসে চলে। কোনো কিছুতে তোমার ক্লান্...
24/05/2025

অবশেষে বুঝলাম, তোমার জীবনে সবচেয়ে বিড়ম্বনার পাত্র আমি! আমি না থাকলেও তোমার সবকিছুই দেদারসে চলে। কোনো কিছুতে তোমার ক্লান্তি নেই, শুধু ক্লান্তি আসে আমার বেলায়! কথা বলতেই যত ক্লান্তি তোমার।

সবকিছুতেই তুমি মনোযোগী, শুধু আমার বেলাতেই যত আগ্রহ ফুরিয়ে আসে তোমার। অবহেলায় ফেলে রাখা অপেক্ষাদের, অনাদরে ফেলে রাখো স্মৃতিদের। তুমি তোমার ভালো বুঝলেও, আমার বেলায় উদাসীন।

তোমার জীবন অযত্নে পড়ে থাকে না।
তুমি অবহেলার যন্ত্রণা বোঝো না। অনুভূতি–আবেগ আর ভালোবাসাকে মূল্যহীন মনে করে, তুমি ভুলে থাকো সব। সবার বেলায় তোমার সময় অফুরন্ত, শুধু আমার বেলাতেই ব্যস্ততা আর বাস্তবতার অজুহাত।

তোমার সব আছে।
শুধু আমি না থাকলে আর এমন কী? তুমি সহজেই ভুলে যাও সম্পর্ক, মানুষের মূল্য, ভালোবাসার কদর। আমি না থাকলেও তোমার সময় অবসরে নেই। তুমি সময় কাটানোর জন্য হাজারটা বিকল্প খুঁজে নাও অনায়াসে।

অবশেষে বুঝলাম, তোমার জীবনে সবচেয়ে অবহেলার শিকার আমি! পৃথিবীর সবকিছুই তোমার কাছে মূল্য পায়, শুধু আমার অনুভূতি আর আমিই পড়ে থাকি অযত্নে, অবহেলায়, অনাদরে, নিঃসঙ্গতায়!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

একজন মায়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো—তার সন্তানের জন্য একজন ভালবাসাপূর্ণ বাবাকে পাওয়া…❤️আর তার সবচেয়ে গভীর সুখ হলো—জানতে প...
20/05/2025

একজন মায়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো—তার সন্তানের জন্য একজন ভালবাসাপূর্ণ বাবাকে পাওয়া…❤️
আর তার সবচেয়ে গভীর সুখ হলো—জানতে পারা যে, সে এই দায়িত্বের জন্য সঠিক মানুষটিকেই বেছে নিয়েছে।❤️

18/05/2025

আমি বাবা মায়ের শত আদরের Loss Project!

17/05/2025

হুটহাট কেউ যত্ন করলে বি'ব্রত হই;
কারন আমি অযত্নে অভ্যস্ত!🙂

13/05/2025

"জীবন কখনো কখনো আমাদের এমন এক পথে নিয়ে যায়, যেখানে আমরা হারিয়ে ফেলি সেই সব কিছু যা এক সময় আমাদের খুব প্রিয় ছিল। সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়, কিন্তু কিছু স্মৃতি মনের কোণে অমলিন হয়ে থাকে, যেগুলো আর কখনো ফিরে আসে না।"

13/05/2025

কিছু স্বামীদের স্ত্রীরা যতই আপন ভাবে, তাদের জন্য যতই সেক্রিফাইস করে তাতে এইসব স্বামীদের কিছু যায় আসেনা।সময় হলে তাদের আসল চেহারা ঠিকই বের হয়ে যায়। তাদের কাছে স্ত্রী সন্তানের কোনো অস্তিত্ব নাই।আর একটা ব্যাপার আছে তো,যেইসব স্বামীর মধ্যে তার স্ত্রীর জন্য মায়া থাকেনা, কেয়ার যত্ন আর ভালোবাসা থাকেনা, তারা তাদের সন্তানদের কেও ভালোবাসে না। তাদের সুন্দর ভবিষ্যতের ও চিন্তা করে না।কথায় আছে না গাছের ফল ভালো আশা করলে আগে গাছের যত্ন করতে হবে,গাছরে আগে ভালোবাসতে হবে।পরে ফলের আশা করতে হবে। কিছু স্ত্রী এই দুনিয়ায় আসলেই ব্যর্থ এইসব স্বামীদের কাছে।কারণ তারা যতই করুক না কেনো তাদের স্বামীর,দিন শেষে তারা তাদের স্বামীর কাছে প্রাপ্য সম্মানটুকু ও পায়না।

আমি আমার মা কে নিয়ে কিছু বলবো বা লিখবো তার ভাষাই খুজে পাই না।মা কি তা বুঝলামই না।আমি মা হয়েছি, একজন সন্তানের জন্য মা যে ...
11/05/2025

আমি আমার মা কে নিয়ে কিছু বলবো বা লিখবো তার ভাষাই খুজে পাই না।মা কি তা বুঝলামই না।
আমি মা হয়েছি, একজন সন্তানের জন্য মা যে কতো প্রয়োজন তা বুঝতে পাড়ি।আমি মা আমি আমার সন্তান কে অনেক ভালোবাসি❤️
পৃথিবীর সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা 🌺

11/05/2025

মনে শান্তি না থাকলে কোন কিছুই ভালো লাগে না, কোন কিছুই নাহ!'🖤

11/05/2025

নিজেকে সব সময় সাধারণ রাখার চেষ্টা করি, তবুও কেন এতো এতো ডি'প্রে'শ'ন!'💔🙄

11/05/2025

হা এটাই আমার দুর্বলতা 🥲
#মেহেরুন

Address

Manikgoj
Dhaka
1831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meherun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category