Shahina Akter

Shahina Akter My daily life in USA

Love your parents
24/06/2025

Love your parents

Five times prayer benefits (পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের ফজিলত ।  ゚
22/06/2025

Five times prayer benefits (পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের ফজিলত ।

20/06/2025

1. অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না:
আবেগে ভেসে গিয়ে কারো কান্না বা মিষ্টি কথায় বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। বিশ্বাস তৈরি হয় সময় ও প্রমাণের মাধ্যমে।

2. টাকা লেনদেন থেকে সাবধান থাকুন:
টাকা নেয়া বা দেয়া সহজ, কিন্তু পরে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বন্ধুত্ব বা আত্মীয়তা টিকিয়ে রাখতে আর্থিক দূরত্ব জরুরি।

3. জীবনসঙ্গী বাছাইয়ে সতর্ক থাকুন:
শুধু ভালোবাসা নয়, মানসিক মিল, ভবিষ্যতের লক্ষ্য ও পারিবারিক মূল্যবোধ যাচাই করে সিদ্ধান্ত নিন।

4. সম্পর্ক নিশ্চিত না হলে পরিবারের সাথে পরিচয় নয়:
অস্থির বা অনিশ্চিত সম্পর্কে পরিবারকে জড়ালে জটিলতা বাড়ে। আগে সম্পর্ককে শক্ত ভিত্তিতে দাঁড় করান।

5. একাকিত্বকে গ্রহণ করুন:
একা থাকার অভ্যাস আপনাকে আত্মনির্ভর করে তোলে। এতে আপনি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শক্তি খুঁজে পান।

6. সময় ব্যয় করুন নিজের জন্য:
সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যেসব মানুষ আপনাকে অবহেলা করে, তাদের জন্য সময় নষ্ট না করাই শ্রেয়।

7. বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ নয়:
যারা একবার প্রতারণা করে, তারা স্বভাবতই আবারো করবে। অতএব, নিজেকে সেই যন্ত্রণার থেকে রক্ষা করুন।

8. গোপনীয়তা বজায় রাখুন:
আপনার ব্যক্তিগত জীবন, পরিকল্পনা এবং আর্থিক অবস্থা গোপন রাখলে আপনি নিরাপদ থাকবেন, অপব্যবহারের শিকার হবেন না।

9. অবিশ্বস্তদের হাতে ক্ষমতা দিবেন না:
যাদের নীতিগত সমস্যা আছে, তারা বিশ্বাসভঙ্গ করবে। তাদের পরিবর্তনের চেষ্টা না করে দূরত্ব বজায় রাখুন।

10. অসম্মান সহ্য করবেন না:
যেই হোক, যদি কেউ বারবার অসম্মান করে, তার থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মানের পক্ষে সঠিক সিদ্ধান্ত।

11. পরিকল্পনা গোপন রাখুন:
আপনার স্বপ্ন ও কাজের পরিকল্পনা আগেভাগে প্রকাশ করলে অনেকে হিংসা বা বাধা সৃষ্টি করতে পারে। সাফল্য আসলে কথা বলবে।

12. না বলতে শিখুন:
সবকিছুতে "হ্যাঁ" বললে আপনি নিজের ক্ষতি করবেন। নিজের সীমা নির্ধারণ করা এবং দরকারে না বলা একান্ত প্রয়োজন।

13. অর্থ উপার্জনে মনোযোগ দিন:
টাকা আত্মবিশ্বাস বাড়ায়, সম্মান রক্ষা করে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। স্বাবলম্বিতা জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

এই প্রতিটি শিক্ষা বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি থেকে পাওয়া। এগুলো মেনে চললে আপনি হবেন আরও দৃঢ়, সজাগ ও আত্মবিশ্বাসী একজন মানুষ।

সংগৃহীত

01/06/2025

মন যা চাই ゚

Your mouth is the first enemy of your life,if u want to live long,close it🤐👌
12/05/2025

Your mouth is the first enemy of your life,if u want to live long,close it🤐👌

New York
30/04/2025

New York

Strong words
30/04/2025

Strong words

জীবনে সুখ জিনিসটা খুবই আপেক্ষিক। যা শুধু অনু়ভব করা যায় দেখা যায় না।যা একান্তই আপনান নিজের অনুভুতি। একজন শিক্ষক বলতেন— জ...
27/04/2025

জীবনে সুখ জিনিসটা খুবই আপেক্ষিক। যা শুধু অনু়ভব করা যায় দেখা যায় না।যা একান্তই আপনান নিজের অনুভুতি।

একজন শিক্ষক বলতেন— জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শুনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও, বিকেলের মিষ্টি রোদে আপনমনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে, তবে সেটাই হোক তোমার সঙ্গী।

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ-দুর্বলতা সবার সামনে প্রকাশ করা— এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, প্রার্থনা করো।

পুরোনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো— কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো, যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো।

যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না।

কারণ, মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো, সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে।

নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো।

মাঝেমধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। ঘরের কোণায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন, সেখানে "না" বলতে শেখো।

"আমার বাবা-মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে"— এসব ভাবনাকে প্রশ্রয় দিও না। কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো, যাতে তোমার উপস্থিতিই সম্মানের অনুভূতি সৃষ্টি করে।
রামু দত্ত পেজ থেকে
#সংগৃহীত

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Shahina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahina Akter:

Share