Lazy Doctor

Lazy Doctor Life is short, so live it up. Alhamdulillah

Lazy Doctor খুঁজছে Creative Executive!আমরা অলস নই, শুধু বুদ্ধি দিয়ে কাজ করি! 😉আপনি যদি হন এমন একজন, যিনি—✅ মজার ও ক্রিয...
10/08/2025

Lazy Doctor খুঁজছে Creative Executive!
আমরা অলস নই, শুধু বুদ্ধি দিয়ে কাজ করি! 😉
আপনি যদি হন এমন একজন, যিনি—
✅ মজার ও ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে ওস্তাদ
✅ ডিজাইন ও ভিডিও এডিটিংয়ে কিছুটা বা বেশ দক্ষ
✅ সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বুঝে কন্টেন্ট বানাতে পারেন
✅ নতুন নতুন আইডিয়া নিয়ে মাথা খাটাতে ভালোবাসেন

তাহলে Lazy Doctor টিমে আপনিই যোগ্য প্রার্থী!
📩 Apply Now: [ https://forms.gle/ro9EC9CkzYK5hUr17 ]
🗓 Deadline: [5days from now]

ভাই বাংলায় বলি স্টান্টবাজি বন্ধ করেন।একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকেহ্যাঁ, রোগীর খরচ কমানো অবশ্যই দরকার। তবে সমস্যাটা এত স...
02/08/2025

ভাই বাংলায় বলি স্টান্টবাজি বন্ধ করেন।

একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে

হ্যাঁ, রোগীর খরচ কমানো অবশ্যই দরকার। তবে সমস্যাটা এত সরল নয়।

একজন চিকিৎসককে পড়াশোনার জন্য ৫–৭ বছর মেডিকেল কলেজে কঠোর পরিশ্রম করতে হয়। তারপর ইনটার্নশিপ, পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি, নিয়মিত সেমিনার, আপডেট কোর্স ইত্যাদির মাধ্যমে নিজেকে আপডেট রাখতে হয়। এই পেশার পেছনে রয়েছে দীর্ঘ সময়, অর্থ এবং পরিশ্রমের বিনিয়োগ।

🔍 এখন যদি ২০০ টাকায় একজন ডাক্তার ভিজিট দেন—

তাহলে তার নিজের চলাফেরা, চেম্বার খরচ, সহকারীদের বেতন—এসব কিভাবে চলবে?

উন্নত সময় দেওয়া ও সঠিক রোগ বিশ্লেষণের জন্য উপযুক্ত ফি প্রয়োজন। নয়তো, হয় ডাক্তার সময় কম দেবেন, নয়তো মানসিকভাবে নিরুৎসাহিত হবেন।
💊 কমিশন প্রথা বন্ধ হওয়া উচিত, তবে দেশের স্বাস্থ্যসেবা এখনো সেই জায়গায় যায়নি যেখানে সরকারি বা বীমা কাঠামো রোগীর সব খরচ বহন করে। প্রাইভেট সেক্টরে অনেকে কমিশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন কারণ তাদের চিকিৎসা সেবার জন্য পর্যাপ্ত পারিশ্রমিক দেয়া হয় না।

🎁 ওষুধ কোম্পানির গিফটও বন্ধ হওয়া উচিত, কিন্তু সেই পরিবর্তন একদিনে হয় না। এর জন্য দরকার সিস্টেমিক সংস্কার—সরকার, হাসপাতাল ও চিকিৎসক মিলেই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।

✅ সমাধান কী?

1. স্বচ্ছ ফি স্ট্রাকচার চালু করা উচিত—ভিজিট, পরীক্ষা, ওষুধ সব খরচ যেন আগেই রোগী জানেন।
2. সরকারি স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো দরকার, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ে চিকিৎসা পান।

3. ডাক্তারদের জন্য নিরপেক্ষ আয় নিশ্চয়তা দিতে হবে, যাতে তারা কমিশন বা গিফটের দিকে ঝুঁকতে না হয়।
শেষ কথা:রোগীর খরচ কমানো জরুরি, কিন্তু ডাক্তারদের যথাযথ সম্মান ও ন্যায্য আয় নিশ্চিত না করে তা করা যাবে না।
ভালো স্বাস্থ্যসেবা মানেই সস্তা সেবা নয়, মানসম্মত সেবা যার মূল্য সবার নাগালে।

MD Robiul Islam ভাই আপনার নিজের বাহিনীর ঘুষ নিয়ে যদি কিছু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম ।

01/08/2025

৫ তারকা হোটেলের ভিতর টা কেমন হয়?

হ্যালো গুড পিপলআমি Lazy Doctor চাই আপনাদের উপকারে আসবে এমন ছোট ছোট কন্টেন্ট বানাতে।এজন্য আপনাদের সহযোগিতা খুবই জরুরী। কম...
31/07/2025

হ্যালো গুড পিপল
আমি Lazy Doctor চাই আপনাদের উপকারে আসবে এমন ছোট ছোট কন্টেন্ট বানাতে।এজন্য আপনাদের সহযোগিতা খুবই জরুরী।
কমেন্টে জানাতে পারেন
*কোন কোন বিষয়ে আপনারা কন্টেন্ট চান
*মৌলিক স্বাস্থ্যসেবার এবং স্বাস্থ্য সুরক্ষার কোন কোন টপিকে আপনারা জানতে চান বা জানাটা জরুরী
*ছোট ছোট ভ্রমণ এবং খাবারের ভ্লগ আপনাদের ভালো লাগবে কী না
*স্বাস্থ্য এবং ট্র‍্যাভেলিং ছাড়া অন্য কোন কোন বিষয়ে আলোকপাত করলে আপনারা উপকৃত হবেন
আপনাদের এতটুকু উপকারে আসলে বা ভালো লাগলেই আমার এই ছোট্ট প্রয়াস সার্থক
fans

29/07/2025

আগুনে পুরে গেলে কি করবেন আর কি কখনোই করবেন না? ভুল চিকিৎসায় হতে পারে প্রানহানী

Stay tuned....
17/07/2025

Stay tuned....

16/07/2025

ডেংগু হবার আগে অবশ্যই ভিডিও টি দেখে নিন

Japan motivation আচ্ছা জাপানিরা কেন এত সফল? কেন Toyota, Sony, কিংবা Nintendo-র মতো কোম্পানিগুলো বিশ্বজয় করেছে? এর পেছনে...
12/07/2025

Japan motivation

আচ্ছা জাপানিরা কেন এত সফল? কেন Toyota, Sony, কিংবা Nintendo-র মতো কোম্পানিগুলো বিশ্বজয় করেছে? এর পেছনে আছে কাইজেন (Kaizen)।

কাইজেন কী?

Kaizen মানে "Continuous Improvement"।
ছোট ছোট পরিবর্তন এনে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা।
জাপানের এই কনসেপ্ট শুধু কোম্পানি নয়, ব্যক্তিগত জীবনেও সফলতা এনে দেয়।

কাইজেনের ৩টি main rules:

Small Steps, Big Impact:
প্রতিদিন ছোট ছোট উন্নতি করুন। আজ এক পৃষ্ঠা পড়া, কাল দুই পৃষ্ঠা। এক সময় আপনি পুরো বই শেষ করবেন।

Mistakes = Growth:
ভুল করলেই নিজেকে দোষারোপ করবেন না। বরং শেখার সুযোগ হিসেবে নিন।

Never Stop Improving:
উন্নতির কোনো শেষ নেই। আজ যা ভালো, কাল সেটা আরও ভালো হতে পারে।

কাইজেন কীভাবে শুরু করবেন?

১% নিয়ম ফলো করুন।
প্রতিদিন নিজের জীবনের যেকোনো একটা দিক ১% উন্নত করুন।

Daily Routine Analyze করুন।
কী কী সময় নষ্ট করছেন? সেই সময়গুলো ছোট ছোট কাজে ব্যয় করুন।

5-Minute Rule:
কোনো কাজ শুরু করতে ইচ্ছা না হলে বলুন, "শুধু ৫ মিনিট করব।" দেখা যাবে, কাজ শেষ করে ফেলেছেন।

Track করুন।
প্রতিদিন আপনার উন্নতি কোথায় হচ্ছে, সেটা লিখে রাখুন। এটা আপনাকে মোটিভেট করবে।

কাইজেনের impact কী?

Stress কমাবে।

Discipline বাড়াবে।

Self-Confidence বাড়াবে।

Life-এ Progress আনবে।

08/07/2025

প্রিয় মানুষকে নিয়ে টিএসসি যেতে চান? মেনশন করুন আপনার টি এস সি Date কে।

01/07/2025

ছোটবেলার "Herbie" 🚗 মুভির কথা মনে আছে? ভক্সওয়াগন বিটেল ছিলো সেই মুভির আসল নায়ক! এই classic গাড়িটা দেখতে যেমন সুন্দর, তেমনি এর গল্পটাও দারুণ। একটা সময়ে রাস্তায় এই গাড়ির রাজত্ব ছিলো, আর এখন কালেভদ্রে দেখা যায়! এখনো যাদের কাছে আছে, তারা যে কত যত্ন করে বুঝতেই পারি। মাঝে মাঝে মনে হয়, "ইশ, যদি একটা বিটেল আমারও থাকত!" 🥰 #ভক্সওয়াগনবিটেল #ক্লাসিকগাড়ি #হার্বি #পুরোনোদিনেরস্মৃতি

মাদক দ্রব্য কি? কিভাবে ক্ষতি করে? প্রতিকারের উপায় কী? 🔹মাদক (Drugs) হলো এমন সব রাসায়নিক পদার্থ যা সেবনের ফলে মানুষের মস...
01/07/2025

মাদক দ্রব্য কি? কিভাবে ক্ষতি করে? প্রতিকারের উপায় কী?

🔹
মাদক (Drugs) হলো এমন সব রাসায়নিক পদার্থ যা সেবনের ফলে মানুষের মস্তিষ্ক ও শরীরে অস্বাভাবিক প্রভাব ফেলে এবং মানসিক ও শারীরিকভাবে নির্ভরশীল করে তোলে।

📌 সাধারণ কিছু মাদক দ্রব্যের উদাহরণ:

গাঁজা
ফেনসিডিল
হেরোইন
ইয়াবা
আফিম
মরফিন
এলএসডি
অ্যালকোহল (মদ)
প্যাথেডিন, ইনহেলেন্ট জাতীয় কেমিক্যাল (যেমন: গাম, thinner)

🔻 মাদক কিভাবে আমাদের ক্ষতি করে?

🧠 মানসিক ক্ষতি:

মানসিক ভারসাম্য নষ্ট হয়
স্মরণশক্তি দুর্বল হয়ে যায়
আত্মঘাতী প্রবণতা বাড়ে
মেজাজ খিটখিটে হয়

🏥 শারীরিক ক্ষতি:

লিভার, কিডনি ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়
রক্তচাপ অনিয়মিত হয়ে পড়ে
ওজন হ্রাস পায়
যৌন শক্তি নষ্ট হয়
মারাত্মক রোগ যেমন: এইডস, হেপাটাইটিস ছড়ায় (একই সিরিঞ্জ ব্যবহারে)

👪 পারিবারিক ও সামাজিক ক্ষতি:

পরিবারে অশান্তি সৃষ্টি হয়
পড়াশোনা বা চাকরি নষ্ট হয়
সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে (চুরি, ছিনতাই ইত্যাদি)

✅ মাদক থেকে প্রতিকারের উপায় কী?

🧠 ব্যক্তিগত প্রতিরোধ:

দৃঢ় মানসিকতা গঠন
ভালো বন্ধু নির্বাচন
নিজের লক্ষ্য ও জীবন উদ্দেশ্য নির্ধারণ
খেলাধুলা ও ইতিবাচক কাজে সময় ব্যয় করা
"না’ বলতে শিখুন

👪 পারিবারিক ভূমিকা:

সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা
তাদের সময় দেওয়া ও মনোযোগ দেওয়া
সন্দেহজনক আচরণ নজরে রাখা
ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহ দেওয়া
🏫 শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভূমিকা:
স্কুল/কলেজে সচেতনতামূলক সেমিনার
সামাজিক ও ধর্মীয় সংগঠনের ক্যাম্পেইন
নাটক, গান, শর্টফিল্ম ইত্যাদির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি

🏥 চিকিৎসা ও পুনর্বাসন:

মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া (রিহ্যাব সেন্টার)
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও থেরাপি
কাউন্সেলিং ও পরিবারিক সহায়তা

📢 উপসংহার:

মাদক একটি নীরব ঘাতক। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই সচেতনতা, শিক্ষা ও নৈতিকতা দিয়ে মাদক প্রতিরোধ করতে হবে। মনে রাখতে হবে —

> "না বলুন মাদককে, বাঁচান জীবন ও ভবিষ্যৎ।"

26/08/2024

মাটি কোথায়?

জানাজা দিয়ে লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে।
কিসের এত অহংকার??

📍 ফেনি ২০২৪🇧🇩

Address

Dhaka

Telephone

+8801780141827

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazy Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share