দ্যা ডেইলি সেফ ভয়েজ

দ্যা ডেইলি সেফ ভয়েজ "The Daily Safe Voice" is Dedicated to Delivering Accurate, Insightful, and Timely News to our Community.

Our Mission is to Inform and Engage Readers by Providing Comprehensive Coverage of Local, National, and Global Event's...✨🎯

06/09/2025

মুসলিমদের এক অংশ যারা সুন্নিদের সমর্থন করে না, তারা ফরিদপুরের রাজবাড়ীর একটি মাজারের কবর খুঁড়ে মৃ*তদেহ বের করে পু*ড়িয়ে দিয়েছে।


'৪'সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০ঃ৩০ ঘটিকায়, আরিফ ও শহিদুল ইসলাম নামে দুইজন কে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে মিরপু...
05/09/2025

'৪'সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০ঃ৩০ ঘটিকায়, আরিফ ও শহিদুল ইসলাম নামে দুইজন কে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

04/09/2025

সাংবাদিক নুরুল আমিনের মরদেহ উখিয়ার বাড়িতে।
এশার নামাজের পর জানাযা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন এ তরুণ সাংবাদিক। চারিদিকে শোকের ছায়া। সাংবাদিক সমাজ কি পারবে এই মৃত্যু রহস্য উদঘাটন করতে???

29/08/2025

ভিপি নুরের ওপর আর্মি ও পুলিশের বর্বরোচিত আক্রমণের গণমাধ্যমে ধারণকৃত, ভিডিও চিত্র।


#জাতীয়পার্ট #বয়কট

প্রাক্তন স্ত্রীকে বারংবার মামলা তুলে নেওয়ার কথা বললেও মামলা তুলে না নেওয়ায় স্ত্রীকে বুধবার আনুমানিক রাত ১১ ঘটিকার সময...
28/08/2025

প্রাক্তন স্ত্রীকে বারংবার মামলা তুলে নেওয়ার কথা বললেও মামলা তুলে না নেওয়ায় স্ত্রীকে বুধবার আনুমানিক রাত ১১ ঘটিকার সময় ভাষানটেক টিনশেড বস্তিতে (স্ত্রীর নিজ বাসায়) হত্যা চেষ্টায়, রুবেল নামে এক যুবককে এলাকাবাসী আটকে রাখে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

25/08/2025

#তৌহিদ_আফ্রীদি গ্রেফতার।
কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রীদি'কে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডির বিশেষ একটি টীম।
বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় বরিশালে গ্রেপ্তার তৌহিদ আফ্রীদিকে ঢাকায় নেওয়া হচ্ছে।
#তৌহিদআফ্রিদী #মাইটিভি #সিআইডি
#ইউটিউবার #গ্রেফতার #টপনিউজ

22/08/2025

গণঅধিকার পরিষদ(জিওপি) এর উদ্যোগে গণসমাবেশ, যশোর টাউন হল ময়দান এ বক্তব্য রাখছেন দলের সভাপতি #ভিপি_নুর ।

22/08/2025

গণঅধিকার পরিষদ (জিওপি) এর উদ্যোগে গণসমাবেশ, যশোর টাউনহল ময়দান থেকে সরাসরি...

*সচিবের ঘুষ দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাসের হুমকি।*জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকায় সমাজসেবা মন্ত...
21/08/2025

*সচিবের ঘুষ দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাসের হুমকি।*

জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকায় সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানার ঘুষ-দুর্নীতি, অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন দৈনিক আমার বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছ মাহমুদ লিমন।

সাংবাদিক আনিস মাহমুদ জানান,
সহকারী সচিব শিরিন সুলতানার সংবাদ প্রকাশের পরই তাকে কল্লোল আলী বাবু মামা নামে এক ব্যক্তি (+8801622-790769) মোবাইল নাম্বার থেকে ফোন করে তাকে দেখা করতে বল্লে সাংবাদিক তাকে প্রশ্ন করেন কোন বিষয় নিয়ে আপনার সাথে আমি দেখা করবো.! আর আমি আপনাকে চিনি না।

তখন হুমকিদাতা বলে তুই আগে আমার সাথে দেখা কর তারপর আমি তোকে আমাকে চিনাবো আমি কে তখন সাংবাদিক বলেন আমি অপরিচিত লোকের সাথে দেখা করি না কথাও বলি না তখন ওই হুমকিদাতা কল্লোল আলী বাবু সাংবাদিককে বলে তুই কেন আমার ভাবির নামে নিউজ করেছিস? ভাবির পরিচয় জানতে চাইলে সে বলে ভাবী সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানা তুই এখন নিউজ ডিলিট করবি না হলে তোকে ধরে নিয়ে "হাত পা ভেঙে জানে মেরে ফেলবো" তুই যেখানেই থাকবি সেখান থেকে তোকে উঠিয়ে নিয়ে আসবো।

ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের সবাই আমার ছোট ভাই ব্রাদার তাদেরকে আমি একটা ফোন করলে তারা তোকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবে আমার কাছে। তিনি মুঠোফোনে সাংবাদিককে অকথ্য বাসায় গালাগাল করে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক আনিছ মাহমুদ এর ছবি দিয়ে বিভিন্ন অসত্য ও মিথ্যা বানোয়াট কথা লিখে সম্মানহানির প্রচেষ্টা করে।

ভুক্তভোগীর থেকে আইনগত ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি জানান- তিনি বিষয়টি তার কর্মরত প্রতিষ্ঠানকে জানিয়েছেন এবং এ বিষয়ে হুমকিদাতা কল্লোল আলী বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদজনগণের সাথে প্রতারণা করে রাজনীতিতেফিরতে চায়। আকরাম আহমেদ, সাধারণ সম্পাদক,ছাত্রদল- ঢাকা মহানগর পশ্চিম...
17/08/2025

উপদেষ্টা আসিফ মাহমুদ
জনগণের সাথে প্রতারণা করে রাজনীতিতে
ফিরতে চায়।
আকরাম আহমেদ, সাধারণ সম্পাদক,
ছাত্রদল- ঢাকা মহানগর পশ্চিম।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরি...
17/08/2025

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে বুধবার ১৩'ই আগস্ট রাতে  #ফাহমিদা_তাহসিন_কেয়া(২৫) নামে একজন ত...
16/08/2025

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে বুধবার ১৩'ই আগস্ট রাতে #ফাহমিদা_তাহসিন_কেয়া(২৫) নামে একজন তরুণীর রহস্যজনক মৃত্যু হয়।

মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বললেও, ভুক্তভোগীর পরিবার তথ্যটি অস্বীকার করে জানান মিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসামীর বাসায় যেয়ে বসে থাকেন ৭২ ঘন্টা পার হয়ে গেলেও কোন আসামি এ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, থানা পুলিশ থেকে তারা কোন সহযোগিতা পান নাই।
প্রশ্নে: তারা আরো জানান- আসামীর সাথে ওসি তদন্তের "অবশ্যই আর্থিক লেনদেন হয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করলেই তার সত্যতা পাওয়া যাবে।"

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মিরপুর থানা পুলিশের অসহযোগিতার বিরুদ্ধে মৃতদেহ নিয়ে শুক্রবার সন্ধ্যায় থানার (মূল ফটক) এর সামনে অবস্থান করে প্রতিবাদ জানান।

#বিস্তারিত_আসছে...

Address

843/2 Gulshan 2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when দ্যা ডেইলি সেফ ভয়েজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category