18/10/2025
জাস্ট একটার সময় ফোনের নেটওয়ার্ক অফ করা হয়েছে। ফোন অফ করে নামাজ আদায় করে ভাত খেয়ে ফোন ওপেন করেছি জাস্ট দুইটা ছয় মিনিটে। এর মাঝে এতো গুলো মানুষ আমাকে মেসেজ দিয়েছে। আচ্ছা তারা কি নামাজ কালাম পড়ে না নাকি |
তারা যদি নামাজি হতো তাহলে একটা মেসেজও আশার কথা নয়।
আফসোস এই জাতির জন্য