AMAR DESH TV

AMAR DESH TV AMAR DESH TV ( সত্যের প্রকাশে প্রতিদিন ) নতুন নিউজ পেতে আমাদের পেইজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ।
(1)

একটি মিনিট কার্ড এর সূত্র ধরে ৩টি খু*ন এর আসামি  পোস্তগোলা জুরাইন এর মহিউদ্দিন হাওলাদার  কে গ্রেপ্তার করলো পুলিশবিস্তারি...
29/04/2025

একটি মিনিট কার্ড এর সূত্র ধরে ৩টি খু*ন এর আসামি পোস্তগোলা জুরাইন এর মহিউদ্দিন হাওলাদার কে গ্রেপ্তার করলো পুলিশ

বিস্তারিত:

শুক্রবার রাতে যখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে পুলিশের কন্ট্রোল রুম, ঠিক তখনই ৯৯৯ নাম্বারে একটি কল আসে। সেই কলে জানা যায় দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে পরে থাকা একটা সাদা প্লাস্টিকের বস্তা থেকে রক্ত বের হচ্ছে। দ্রুতই স্থানীয় পুলিশের কাছে খবরটি চলে যায়। পুলিশ সেখানে গিয়ে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে। সেই মরদেহ ছিল খন্ডিত ও ভয়াবহ। পরিচয় শনাক্ত করার কোন অঙ্গই মরদেহটির সঙ্গে ছিল না।

মাত্র একদিন পর।

রবিবার সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ চাপ। ৯৯৯ হেল্প সেন্টারে একের পর এক কল আসছে। কিছু কল আসছে অযথাই। বিকেলের দিকে একটা কল আসার পর পুরো অফিস রুম স্তম্ভিত। বুড়িগঙ্গা নদীর তীরে দ্রুত যায় পুলিশ। সেখানে পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গার তীরে পাওয়া যায় অজ্ঞাতনামা কোন মানুষের খণ্ডিত তিনটি অংশ।

মাত্র একদিনের মাথায় এরকম দুইটি ঘটনায় পুলিশের অপরাধ বিভাগকে নড়েচড়ে বসাতে বাধ্য করে। যেই দুইটি পৃথক স্থানে খণ্ডিত মরদেহ পাওয়া গেছে, তার সবগুলো আলামত আবার পর্যালোচনা করে পুলিশ। প্রথমবার অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করার সময় ঠিক পাশেই পাওয়া গিয়েছিল মুঠোফোনে রিচার্জ করার একটি কার্ড। ভিজে নষ্ট হওয়া এই কার্ডটি কেসটির সূত্র খুলে দেয়।

কার্ড দিয়ে কে রিচার্জ করল, আর কেনই বা রিচার্জ কার্ডটি লাশের পাশে পড়েছিল -এই প্রশ্ন ভাবায় পুলিশকে। তারা দ্রুত খুঁজে বের করে কে রিচার্জ করেছিল কার্ডটি দিয়ে। মোবাইল অপারেটর কোম্পানির সাহায্যে একজন লোককে খুঁজে পায় পুলিশ। বুড়িগঙ্গার অদূরেই কদমতলী থানার অধীনে জুরাইন এলাকা থেকে মহিউদ্দিন হাওলাদার নামের একজনকে আটক করে পুলিশ।

মহিউদ্দিন হাওলাদারের কোন ধারণাই ছিল না, সামান্য রিচার্জ কার্ডের সূত্র ধরে তার অব্দি পৌঁছে যেতে পারে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাতেই সে স্বীকার করে যে, বীথি আক্তার নামক নারীকে হত্যা করেছে সে। তবে পুলিশেরও ধারণা ছিল না, তারা কাকে গ্রেফতার করেছে।

মহিউদ্দিন হাওলাদার আরও দু'টো খুন করেছে!

নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করতে গিয়ে তিনটি খুনের তথ্য পেয়ে যায় পুলিশ। সেই ভয়াবহ ট্রিপল মার্ডার রহস্যের খোলাসা করে পুলিশ। মূলত মহিউদ্দিন হাওলাদারের কারখানার একজন কর্মী ছিলেন বীথি আক্তার।

বাকিটুকু কমেন্ট এ

AMAR DESH TV

Report : Sohag Chaudhary

30/03/2025

শিরোনাম: ঈদে ঢাকার ফাঁকা প্রান্তর: কোটি মানুষের নাড়ির টানে বাড়ি ফেরা

প্রতিবছরের মতো এবারের ঈদুল ফিতর উপলক্ষেও রাজধানী ঢাকা ছাড়ছে বিপুলসংখ্যক মানুষ। কাজের প্রয়োজনে সারা বছর ব্যস্ত এই শহরে ঈদ এলেই সৃষ্টি হয় এক বিপরীত চিত্র। মানুষ দলে দলে ছুটছে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। এবার কত মানুষ ঢাকা ছাড়বে, কীভাবে তারা যাত্রা করছে, এবং যাত্রাপথে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে—এসব নিয়েই এই প্রতিবেদন।
ঢাকা ছাড়ার পরিসংখ্যান:
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের ঈদে প্রায় ১ কোটি ৭২ লাখ মানুষ ঢাকা ছাড়ছে। তাদের মধ্যে প্রায় ৬০% সড়কপথে, ২৫% নৌপথে এবং ১৫% রেলপথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। মোবাইল অপারেটরদের তথ্য বলছে, গত কয়েক দিনে ৫৭ লাখের বেশি মোবাইল সিমধারী ঢাকা ছেড়েছে, যা নির্দেশ করে বাস্তবে সংখ্যা আরও বেশি হতে পারে।
পরিবহন ব্যবস্থার চিত্র:
ঈদের সময়ে মানুষের চাপ সামলাতে বাস, ট্রেন ও লঞ্চ কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি নিয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য বাড়তি ট্রেন ও লঞ্চের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং সড়কপথে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাস, লঞ্চ ও ট্রেনের টিকিটের সংকট ও অতিরিক্ত ভাড়া নিয়ে এবারও ভোগান্তির অভিযোগ এসেছে।
যাত্রাপথের চ্যালেঞ্জ ও মানুষের অভিজ্ঞতা:
বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকেছে। বিশেষ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেরিঘাটগুলোতে ছিল তীব্র চাপ। ট্রেনের টিকিট পেতে অনেকেই হয়রানির শিকার হয়েছে। নৌপথে অতিরিক্ত যাত্রী বহন নিয়ে শঙ্কা ছিল। যাত্রীদের অনেকে জানিয়েছেন, তারা নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০-৫০% বেশি ভাড়া দিয়ে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া, মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রার সময় বেড়ে গেছে।
রাজধানীর চিত্র:
মানুষ ঢাকা ছাড়ার ফলে রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যেখানে সারাবছর তীব্র যানজট লেগে থাকে, সেখানে এখন অনেকটাই স্বস্তি। দোকানপাট, অফিসপাড়া ও ব্যস্ততম এলাকাগুলো তুলনামূলক জনশূন্য। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও সড়কে নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে। যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত থাকলেও কিছু কিছু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
সরকারি উদ্যোগ ও প্রস্তুতি:
বিপুলসংখ্যক মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে

Report : সোহাগ চৌধুরী

29/03/2025

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে পরশুই বাংলাদেশে ঈদ আগামীকাল সৌদির সাথে মিল রেখেই দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করবে

29/03/2025

বেতন বোনাস নিয়ে মার্কেট করতে আসলেই এদের চক্করে পড়তে হয় প্রতিনিয়ত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নিচ্ছে পথিচারী এবং মার্কেট করতে আসা লোকজনদের থেকে টাকা পয়সা মোবাইল মানিবেগ এমনি ঘটনা ঘটেছে জুরাইন কদমতলীতে একজনকে ধরে পথিচারীরা বেধম শায়েস্তা করা হয়।

রিপোর্টার : সোহাগ চৌধুরী

ঈদ উপহার নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৩ ভাই নি'হ'তআহ!! একটা পরিবার এর সমাপ্তিবরগুনার পাথরঘাটা উপজেলায় ঢাকাগামী রাজিব পর...
29/03/2025

ঈদ উপহার নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৩ ভাই নি'হ'ত
আহ!! একটা পরিবার এর সমাপ্তি

বরগুনার পাথরঘাটা উপজেলায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন তিন ভাই নি'হ'ত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, শান্ত এবং নাদিম।

তিন ভাই মোটরসাইকেলে পাথরঘাটার কেরাতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা একটি মোটরসাইকেলে চাচার বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। তিন বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নি'হ'তদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এছাড়া, ছোট দুই ভাই শান্ত এবং নাদিম পড়াশোনা করতেন।

Report: sohag hossain

জুরাইন আলমবাগে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার করে রেব সংবাদ সম্মেলনে জানাই তারা আলমবাগেরই ছেলে মামুন ( ৩৪ ) ও আলাল (৩২) ন...
28/03/2025

জুরাইন আলমবাগে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার করে রেব সংবাদ সম্মেলনে জানাই তারা আলমবাগেরই ছেলে মামুন ( ৩৪ ) ও আলাল (৩২) নামে দুই ব্যক্তি

রিপোর্ট : সোহাগ চৌধুরী

26/03/2025

ঈদ বোনাস ১ হাজার টাকা দেওয়ায় শ্রমিকরা আন্দোলন করায় ফেক্টরি প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত একজন গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল এ ভর্তি করানো হয় পরে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে নেয় আন্দোলনটি।

সত্যের সন্ধানে এক আপসহীন যাত্রা—ক্যামেরা, কলম, আর নির্ভীক মন—একজন সাংবাদিকের অস্ত্র!"
18/03/2025

সত্যের সন্ধানে এক আপসহীন যাত্রা—
ক্যামেরা, কলম, আর নির্ভীক মন—একজন সাংবাদিকের অস্ত্র!"

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শনিবার (১৫ মার্চ) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি...
16/03/2025

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শনিবার (১৫ মার্চ) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশ পরকীয়া করতে গিয়ে আটক হওয়ার একটি ঘটনা সামাজি...
16/03/2025

সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশ পরকীয়া করতে গিয়ে আটক হওয়ার একটি ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ভাইরাল হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি ছাত্রশিবিরের কেউ নয় এমন একটি দাবি প্রচার হতে দেখা গেছে। একই দাবিতে ‘মসজিদের ইমামকে ছাত্রশিবিরের নেতা বানিয়ে অপপ্রচার’ শীর্ষক শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ করেছে।

বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।      **st
16/03/2025

বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

**st

বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আস...
16/03/2025

বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনও বহাল রাখা হয়েছে।

Address

Uttar Mirpur
Dhaka

Telephone

+8801732197937

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMAR DESH TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category