
29/04/2025
একটি মিনিট কার্ড এর সূত্র ধরে ৩টি খু*ন এর আসামি পোস্তগোলা জুরাইন এর মহিউদ্দিন হাওলাদার কে গ্রেপ্তার করলো পুলিশ
বিস্তারিত:
শুক্রবার রাতে যখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে পুলিশের কন্ট্রোল রুম, ঠিক তখনই ৯৯৯ নাম্বারে একটি কল আসে। সেই কলে জানা যায় দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে পরে থাকা একটা সাদা প্লাস্টিকের বস্তা থেকে রক্ত বের হচ্ছে। দ্রুতই স্থানীয় পুলিশের কাছে খবরটি চলে যায়। পুলিশ সেখানে গিয়ে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে। সেই মরদেহ ছিল খন্ডিত ও ভয়াবহ। পরিচয় শনাক্ত করার কোন অঙ্গই মরদেহটির সঙ্গে ছিল না।
মাত্র একদিন পর।
রবিবার সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ চাপ। ৯৯৯ হেল্প সেন্টারে একের পর এক কল আসছে। কিছু কল আসছে অযথাই। বিকেলের দিকে একটা কল আসার পর পুরো অফিস রুম স্তম্ভিত। বুড়িগঙ্গা নদীর তীরে দ্রুত যায় পুলিশ। সেখানে পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গার তীরে পাওয়া যায় অজ্ঞাতনামা কোন মানুষের খণ্ডিত তিনটি অংশ।
মাত্র একদিনের মাথায় এরকম দুইটি ঘটনায় পুলিশের অপরাধ বিভাগকে নড়েচড়ে বসাতে বাধ্য করে। যেই দুইটি পৃথক স্থানে খণ্ডিত মরদেহ পাওয়া গেছে, তার সবগুলো আলামত আবার পর্যালোচনা করে পুলিশ। প্রথমবার অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করার সময় ঠিক পাশেই পাওয়া গিয়েছিল মুঠোফোনে রিচার্জ করার একটি কার্ড। ভিজে নষ্ট হওয়া এই কার্ডটি কেসটির সূত্র খুলে দেয়।
কার্ড দিয়ে কে রিচার্জ করল, আর কেনই বা রিচার্জ কার্ডটি লাশের পাশে পড়েছিল -এই প্রশ্ন ভাবায় পুলিশকে। তারা দ্রুত খুঁজে বের করে কে রিচার্জ করেছিল কার্ডটি দিয়ে। মোবাইল অপারেটর কোম্পানির সাহায্যে একজন লোককে খুঁজে পায় পুলিশ। বুড়িগঙ্গার অদূরেই কদমতলী থানার অধীনে জুরাইন এলাকা থেকে মহিউদ্দিন হাওলাদার নামের একজনকে আটক করে পুলিশ।
মহিউদ্দিন হাওলাদারের কোন ধারণাই ছিল না, সামান্য রিচার্জ কার্ডের সূত্র ধরে তার অব্দি পৌঁছে যেতে পারে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাতেই সে স্বীকার করে যে, বীথি আক্তার নামক নারীকে হত্যা করেছে সে। তবে পুলিশেরও ধারণা ছিল না, তারা কাকে গ্রেফতার করেছে।
মহিউদ্দিন হাওলাদার আরও দু'টো খুন করেছে!
নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করতে গিয়ে তিনটি খুনের তথ্য পেয়ে যায় পুলিশ। সেই ভয়াবহ ট্রিপল মার্ডার রহস্যের খোলাসা করে পুলিশ। মূলত মহিউদ্দিন হাওলাদারের কারখানার একজন কর্মী ছিলেন বীথি আক্তার।
বাকিটুকু কমেন্ট এ
AMAR DESH TV
Report : Sohag Chaudhary