দুররানি - Durrani

দুররানি - Durrani বই অর্ডার করুন বিশ্বস্ততার সাথে।

২৫% ছাড়ের ওপর আরও ২০% ছাড়। শুধুমাত্র আজ রাত বারোটা অবধি।
13/04/2025

২৫% ছাড়ের ওপর আরও ২০% ছাড়।

শুধুমাত্র আজ রাত বারোটা অবধি।

09/01/2025

দুররানি প্রকাশনের সমস্ত বই, কুষ্টিয়া বইমেলাতে তারুণ্য প্রকাশনে পেয়ে যাবেন।
দেরি না করে ঘুরে
আসুন একবার।

 #এটাই_প্রথম_বিগ_অফার৩৫% নিশিত ছাড়ে কিনুন অমীমাংসিত রহস্য। সঙ্গে দুররানি প্রকাশনের যেকোনো বইয়ে এই প্রথম থাকবে ৩০% নিশ্চি...
19/11/2024

#এটাই_প্রথম_বিগ_অফার

৩৫% নিশিত ছাড়ে কিনুন অমীমাংসিত রহস্য। সঙ্গে দুররানি প্রকাশনের যেকোনো বইয়ে এই প্রথম থাকবে ৩০% নিশ্চিত ছাড়। তাই এখনই অর্ডার করুন।

"নারীর সৌন্দর্য তার দ্বীনে" বইটি নারী-জীবনে দ্বীনের গুরুত্ব এবং পারিবারিক জীবনে ইসলামের অনুপ্রেরণামূলক শিক্ষা নিয়ে বিস্ত...
13/11/2024

"নারীর সৌন্দর্য তার দ্বীনে" বইটি নারী-জীবনে দ্বীনের গুরুত্ব এবং পারিবারিক জীবনে ইসলামের অনুপ্রেরণামূলক শিক্ষা নিয়ে বিস্তার আলোচনা করা হয়েছে। বইটির মূল অংশ জুড়ে থাকবে সাংসারিক জীবনে—ক্লান্তিকালীন সময়ে স্বামী-স্ত্রীর কী করণীয়; যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাজি. তাদের স্ত্রী কিংবা স্ত্রীগণ তাদের সঙ্গে কী রূপ আচরণ করেছেন এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের কী করণীয়, তারই বর্ণনা।

আরও তুলে ধরা হয়েছে, কীভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পত্নীগণের সঙ্গে কেমন আচরণ করেছেন এবং পত্নীগণ প্রিয় নবীজিকে কেমন মোহাব্বত করে; একে অপরকে সমর্থন করেছেন। কীভাবে দ্বীনের পথে থেকে; পারস্পরিক ভালোবাসা ও সম্মান বজায় রেখে একটি জগৎ-সংসারে আগলে রেখেছেন, তারই পূর্ণাঙ্গ রূপরেখা।

পাশাপাশি, বর্তমান সমাজের প্রেক্ষাপটে এই শিক্ষা কতটা কার্যকর এবং আমাদের সাংসারিক জীবনে এগুলো কেমন প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিস্তৃত বিশ্লেষণ থাকবে।

বইটি পাঠকদের সামনে এমন একটি দিক উন্মোচন করে দেবে বলে আমার ধারণা, প্রতিটি দম্পতি দ্বীনের আলোয়—নিজের চরিত্র ও মনোভাবকে সৌন্দর্যময় করে তুলতে পারবেন এবং সংসারে প্রশান্তির আবহ তৈরি করতে সক্ষম হবেন বলেই আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। যেমনটা আমরা অনুভব করি—সোনালি যুগের কল্পনায়।

বই : নারীর সৌন্দর্য তার দ্বীনে
লেখিকা : সুরাইয়া ইয়াসমিন
বিষয় : ইসলামি গবেষণামূলক প্রবন্ধ
পৃষ্ঠা : ১৯২ (আনুমানিক)
বাঁধাই : পেপারব্যাক
প্রকাশনা : দুররানি প্রকাশন
প্রচ্ছদ : মানজুর আশরাফী

12/11/2024

ইনশাআল্লাহ, চমক থাকছে। দুররানি প্রকাশন থেকে কী কী বিষয়ে বই আসতে পারে বলে ধারণা করছেন?

প্রিয় লেখক, দুররানি প্রকাশন-এ রুচিসম্মত পাণ্ডুলিপি জমা দিতে পারেন। আশা করি, এতদিন আমাদের সঙ্গে থেকে জেনেই গেছেন, কেমন পা...
02/11/2024

প্রিয় লেখক, দুররানি প্রকাশন-এ রুচিসম্মত পাণ্ডুলিপি জমা দিতে পারেন। আশা করি, এতদিন আমাদের সঙ্গে থেকে জেনেই গেছেন, কেমন পাণ্ডুলিপি নিয়ে আমরা কাজ করি। পাণ্ডুলিপি সেন্ড করুন [email protected] মেইলে।

ইসলাম ও কুফুর; বিপরীতমুখী দুটি শক্তি। এদের মধ্যে চলছে আজন্ম দ্বন্দ্ব ও সংঘাত। ইসলাম হলো— শুভশক্তি, কুফুর; অশুভ ও অন্ধকার...
31/10/2024

ইসলাম ও কুফুর; বিপরীতমুখী দুটি শক্তি। এদের মধ্যে চলছে আজন্ম দ্বন্দ্ব ও সংঘাত। ইসলাম হলো— শুভশক্তি, কুফুর; অশুভ ও অন্ধকারাচ্ছন্ন।

আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকেই, ইবলিশ ক্রোধের বশে; আদমের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে। মহান আল্লাহ তায়ালার প্রিয় পাত্র, আদমকে আল্লাহর নিকট অপমানিত-অপদস্ত করার জন্য, নানা কৌশলের আশ্রয় নেয় সেই নীচ-হীন ইবলিশ।

সে তার ঘৃণ্য ষড়যন্ত্রে সফল হলেও; তার উদ্দেশ্য সফল হয়নি। হজরত আদম আলাইহিস সালাম স্বীয় ভুল স্বীকার করে, মহান প্রভুর নিকট সম্মানিত হয়েছেন। বিপরীতে ইবলিশ হয়েছে অপমানিত ও লাঞ্ছিত।

আদম আলাইহিস সালাম ও ইবলিশ শয়তান, উভয়ে ঊর্ধ্বজগত থেকে পৃথিবীতে নেমে আসে। আদম ও তার সন্তানেরা, মহান আল্লাহর ইবাদত করে পুনরায়; বেহেশতে যাওয়ার জন্য নিজেদের যোগ্য করে তুলতে সদা তৎপর রয়েছে। বিপরীতে, ইবলিশ তার দলবল নিয়ে, হজরত আদম-সন্তানকে বিভ্রান্ত করার নানা ফন্দি-ফিকির অব্যাহত রাখে। কিয়ামত অবধি ইবলিশের এই ঘৃণ্য তৎপরতা অব্যাহত থাকবে।

ইবলিশ শয়তানের নানা মুখে তৎপরতা বাস্তবায়ন করতে—জিন জাতি তাকে বিভিন্নভাবে সাহায্য করে, করে আসছে। অনেকেই এর বাস্তবতা না জেনে; তাদের এলিয়েন বা ভিনগ্রহের বাসিন্দা বলে বসে থাকে।

বিগত ১৫ শতাব্দী থেকে ইবলিশ শয়তানের চক্রান্তের এক বিশেষ দিক; ঐতিহাসিক ও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে। সেটি হলো—সরাসরি এ গ্রহের একদল মানুষ ইবলিশের পূজা-অর্চনা শুরু করে।

তারা ইবলিশকে তাদের প্রভু হিসেবে জ্ঞান করতে থাকে। তাদের সহায়ক হিসেবে সেই এলিয়েন নামধারী জিন সম্প্রদায়ও তাদের নানা কর্মকৌশল দেখাতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে সিক্রেট সোসাইটি; ইলু*মিনা*তি, লুসি*ফা*রের উপাসক, ইত্যাদি বিভিন্ন দল আত্মপ্রকাশ করতে থাকে।

তাদের নামের ভিন্নতা থাকলেও, মূলত তাদের লক্ষ্য-উদ্দেশ্য এক—পৃথিবীতে সচল ধর্মীয় কার্যকলাপের বিলোপ-সাধন এবং শয়তানকে প্রভু হিসেবে গ্রহণ করা।

বলা বাহুল্য যে, খোদ ইবলিশ শয়তান এবং তার অদৃশ্য বাহিনী—যাকে আমরা জিন বা এলিয়েন হিসাবেই জানি—সেই সিক্রেট সোসাইটিকে সাহায্য করছে নানাভাবে।

বিশ্বের শক্তিধর সকল রাষ্ট্রের পিছনে কলকাটি নাড়ছে এই দল। তাদের আঙ্গুলি-হেলনে; যুদ্ধ-বিগ্রহ, সরকার পরিবর্তন, সরকার গঠন, জাতি সংঘের কর্মকাণ্ড পরিচালনাসহ, সবই চলছে।

ক্রমেই তারা বিশ্ব ও বিশ্ববাসীকে চেপে ধরছে। বাস্তবায়ন করছে একের পর এক সব—শয়তানি এজেন্ডা।

শয়তানি এই সোসাইটিদের নিয়ে বিশ্বের বেশ কয়েকজন খ্যাতিমান গবেষক, গবেষণা-পত্র প্রকাশ করেছেন। তাদের মধ্যে রালফ এপারসন কর্তৃক রচিত The New World Order (দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার) বইটি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়।

বাংলাভাষাভাষী পাঠকদের কথা চিন্তা করেই, জনপ্রিয় এই গবেষণাধর্মী বইটি দুররানি প্রকাশন অনুবাদ করেছে। শুধুমাত্র প্রকাশের অপেক্ষায়...

মূল : রালফ এপারসন
অনুবাদ : এ. এ. এম. সালমান
বিষয় : ইসলামি গবেষণামূলক প্রবন্ধ
পৃষ্ঠা : ৩০৫ (আনুমানিক)
বাঁধাই : পেপারব্যাক
প্রকাশনা : দুররানি প্রকাশন
প্রচ্ছদ : Manjur Ashrafi

চট করে ইসলামি বইমেলা থেকে ঘুরে আসতে পারেন...
27/10/2024

চট করে ইসলামি বইমেলা থেকে ঘুরে আসতে পারেন...

দুররানি প্রকাশনের বইগুলো যেখানে পাওয়া যাবে এবারের ইসলামি বইমেলাতে।
23/10/2024

দুররানি প্রকাশনের বইগুলো যেখানে পাওয়া যাবে এবারের ইসলামি বইমেলাতে।

ক্ষুদ্র থেকে শুরু, আর সে ক্ষুদ্রতা বিশাল রূপ নিতে কতক্ষণ? এভাবেই অনেক ছোট ছোট উদ্যোক্তা শুরু করেছেন বইয়ের বিজনেস। এম হাব...
16/10/2024

ক্ষুদ্র থেকে শুরু, আর সে ক্ষুদ্রতা বিশাল রূপ নিতে কতক্ষণ? এভাবেই অনেক ছোট ছোট উদ্যোক্তা শুরু করেছেন বইয়ের বিজনেস।

এম হাবিবুর রহমান ভূঁইয়া ভাই বেশ অনেক আগ থেকেই সৃজনশীল বইগুলো নিয়ে কাজ করছেন! আমাদের বইগুলোও উনি সংগ্রহ করেছেন। দুররানি প্রকাশন-এর যেকোনো সদস্য, যেকোনো বই ক্রয় করতে চাইলে, উনার সাথে যোগাযোগ করতে পারেন।

উনি সততা ও বিশ্বস্ততার সঙ্গে আপনার কাঙ্ক্ষিত বইগুলো পৌঁছে দেবেন। আর সীমিত সময়ের জন্য চলছে স্টক আউট অফার।

৩০% নিশ্চিত ছাড় মূল্যে ক্রয় করতে, এখনই আমাদের ইনবক্সে আপনার ঠিকানা দিন।

Address

Banglabajar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দুররানি - Durrani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুররানি - Durrani:

Share

Category