03/11/2025
জাকির নায়েক একজন পলাতক আসামি! এবং তিনি ভারতে ওয়ান্টেড!তাই তিনি বাংলাদেশে পৌঁছালে তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয়! ভারত জাকির নায়েকের ইস্যুকে ভারত বিরোধী অবস্থান হিসেবে দেখছে।
বাংলাদেশে আসছেন ইসলামিক ইসলামিক চিন্তাবিদ, গবেষক,লেখক আরো গুনে গুণান্বিত জনপ্রিয় বক্তা ডাক্তার জাকির নায়েক।
আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত, প্রায় একমাস তাকে বাংলাদেশে থাকার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
তিনি ভারতে নিষিদ্ধ হওয়ার পর তিনি ২০১৬ সালে ভারত ত্যাগ করে মালেশিয়ায় আশ্রয় নেন। আর বর্তমানে মালেশিয়ার স্থায়ী নাগরিকত্ব নিয়ে মালেশিয়ায় বসবাস করছেন তিনি। মালেশিয়ার কাছে তাকে ফেরত চেয়ে বারবার ব্যার্থ হয়েছিল ভারত।
বাংলাদেশে থাকাকালীন বিভিন্ন স্থানে বক্তৃতা দিবেন জাকির নায়েক সেই অনুমতি রয়েছে।
কিন্তু ৩০ অক্টোবর বাংলাদেশের অভ্যন্তরীন ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, জায়েসওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড! তাই তারা আশা করেন নায়েক যেখানে যাননা কেনো সেসব দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিবে।
আর তিনি ঢাকায় এলে তাকে যেনো ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটাই আশা করছে ভারত।
বাংলাদেশে ২০১৬ সাল থেকে জাকির নায়েকের চ্যানেল peace tv সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল। যেখা তার বক্তব্য গুলো শুনে মানুষ বিমোহিত হয়ে যেতো বলতে বাধ্য হতো মাশা-আল্লাহ উনি মানুষ তো?
উনি বাংলাদেশে আসা বাংলার মানুষের জন্য সৌভাগ্যের, আর দেশের মানুষ তার বিরুদ্ধে কোনো অন্যায় কখনো হতে দেবে না।
Copy