Zabir planet's

Zabir planet's Zabir planet's from mamma

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
24/06/2023

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যাথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
লেখায় :- ফেরদৌস আহমেদ

#সংগৃহীত_পোস্ট

05/06/2023
BBP-21730চার্জার ফ্যান গুলোর এতো বেশি সাড়া পাবো তা ভাবতেও পারি নাই।আরো নতুন কিছু কালেকশন নিয়ে আসছি।নিতে চাইলে ইনবক্সে মে...
04/06/2023

BBP-21730

চার্জার ফ্যান গুলোর এতো বেশি সাড়া পাবো তা ভাবতেও পারি নাই।আরো নতুন কিছু কালেকশন নিয়ে আসছি।
নিতে চাইলে ইনবক্সে মেসেজ করুন.
এখানে,৬", ৮" আর ১০" ফ্যান আছে।
আমরা সম্পূর্ণ বাংলাদেশ হোম ডেলিভারি করি।

         Fanগরমে অতিষ্ঠ, লোডশেডিং এ আরো বিপর্যয় করে তুলছে। আপনার জন্য নিয়ে আসলাম সেরা সমাধান। 🥰👉 𝗔𝘄𝗲𝗶 𝗙𝟮𝟯 𝗠𝗶𝗻𝗶 𝗣𝗼𝗿𝘁𝗮𝗯𝗹𝗲 ...
04/06/2023

Fan
গরমে অতিষ্ঠ, লোডশেডিং এ আরো বিপর্যয় করে তুলছে। আপনার জন্য নিয়ে আসলাম সেরা সমাধান। 🥰
👉 𝗔𝘄𝗲𝗶 𝗙𝟮𝟯 𝗠𝗶𝗻𝗶 𝗣𝗼𝗿𝘁𝗮𝗯𝗹𝗲 𝗨𝗦𝗕 𝗥𝗲𝗰𝗵𝗮𝗿𝗴𝗲𝗮𝗯𝗹𝗲 𝗗𝗲𝘀𝗸 𝗙𝗮𝗻(𝟰𝟬𝟬𝟬𝗺𝗔𝗵)

👉 𝘼𝙬𝙚𝙞 𝙁21 𝙈𝙞𝙣𝙞 𝙍𝙚𝙘𝙝𝙖𝙧𝙜𝙚𝙖𝙗𝙡𝙚 𝙁𝙖𝙣 (2000𝙢𝘼𝙝)

👉Mini Clip Fan 2-in-1 360 Degree Rotation Rechargeable Fan (WiWu FS03)

এই অসহনীয় গরম সাথে লোড শেডিং এ কিছুটা হলেও স্বস্তি এনে দেবে AWEI এর এই মিনি টেবিল ফ্যান৷

কেন কিনবেন⁉️ কারণ :
🔸কোনোরকম noise নাই।
🔹৪ টা ডিফারেন্ট স্পিড আছে।
🔸4000mAh এর ব্যাটারি আছে।ব্যাকআপ নির্ভর করবে আপনার ইউজের উপর (৬-১৮ ঘন্টা)।
🔹৩৬০ ডিগ্রি ডানে বামে ঘুরাতে পারবেন এবং
৪৫ ডিগ্রি পর্যন্ত উপরে নিচে টিল্ট করতে পারবেন।
🔸যেকোন সময় খুলে পরিষ্কার করতে পারবেন।

তাহলে আর দেরী কেন awei এর F23 Desk Fan ই হয়ে যাক এই গরমে আপনার নিত্যদিনের সঙ্গী।। ❤

❤️ আশা করছি ভালো রেজাল্ট পাবেন।
🔥⭐⭐⭐🔥⭐🔥🔥🔥⭐⭐⭐⭐⭐

📩 ]|I{•------» অর্ডার করতে কমেন্ট করুন «------•}I|[
🛒 সারা বাংলাদেশ হোম ডেলিভারি!!

🔰 FB page - Zabir planet's

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zabir planet's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share