10/05/2021
A different kind of guest house || মেহমানখানায় ইফতার || মেহমান খানা || অন্যরকম মেহমান খানা
করোনায় মানবতার সেবায় একদল তরুণের ‘মেহমান খানা’|গতবছর রোজায় যাত্রা শুরু হয় এই মেহমান খানার।
এখানে আসা বেশিরভাগ মেহমান সমাজের খেটে খাওয়া দরিদ্র মানুষ। এদের মধ্যে কেউ রিকশাচালক, কেউ দিনমজুর, কেউ ফল বিক্রেতা আবার কেউ আশেপাশের কোনো বাসাবাড়ির নিরাপত্তা প্রহরী। তবে এখানে আসার পর তাদের একটাই পরিচয় তারা মেহমান খানার মেহমান। মেহমান খানার অর্থের যোগান কীভাবে হয় জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমরা ব্যক্তি উদ্যোগে টাকা দিয়ে মেহমান খানা চালু করি। তবে বর্তমানে আমাদের অনেক বন্ধু-বান্ধব, এবং সামজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেন। এসব সাহায্য সহযোগিতা দিয়েই আমাদের মেহমান খানার কার্যক্রম চলছে।
A group of young people in the service of humanity in Corona ‘guest house’. This guest house started its journey in Ramadan last year.
Most of the guests who come here are poor people from the society.Some of them are rickshaw pullers, some are day laborers, some are fruit sellers and some are security guards of nearby houses. However, after coming here, their only identity is that they are guests of the guest house. Asked how the guest house is funded, he said,First we start a guest house with money on individual initiative. But now many of our friends, and a number of well-wishers on social media, help us in various ways. With these help and cooperation, the activities of our guest house are going on.
হাজার মানুষের হাজার রকম গল্প, এই গল্প গুলো উপস্থাপন করাই আমার ইছা, আপনাদের মাধ্যমে যদি কারও উপকারে আসে | এই নিয়ে আজানা কথা
একটা নতুন সূর্য এবং একটা নতুন পথচলাই আমার স্বপ্ন ,
হয়তো আমি শুরু করলাম অন্যকেও শেষ করবে
Thousands of stories of thousands of people, I want to present these stories, if anyone can benefit through you. Unknown talk about this
A new sun and a new path is my dream,
Maybe I started to finish the other one too
ানা কথা