27/10/2025
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টিতে নতুন মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর লিটন দাসের দল আজ মাঠে নামছে প্রথম টি–টোয়েন্টিতে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ক্যারিবীয়দের মাটিতেও একই প্রতিপক্ষকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সেই স্মৃতি নিয়েই নতুন করে শুরু করতে চায় স্বাগতিকরা।
🇧🇩 বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
1️⃣ তানজিদ হাসান তামিম
2️⃣ সাইফ হাসান
3️⃣ লিটন দাস
4️⃣ তাওহীদ হৃদয়
5️⃣ শামীম পাটোয়ারী
6️⃣ নুরুল হাসান সোহান
7️⃣ নাসুম আহমেদ
8️⃣ রিশাদ হোসেন
9️⃣ তানজিম হাসান সাকিব
🔟 শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ
1️⃣1️⃣ মুস্তাফিজুর রহমান
প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করাই এখন লক্ষ্য টাইগারদের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও হার থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামবে। সব মিলিয়ে চট্টগ্রামে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।