Tigers Tube

Tigers Tube Best for all Sports News
(1)

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টিতে নতুন মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে ওয়েস্ট ইন্ড...
27/10/2025

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টিতে নতুন মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর লিটন দাসের দল আজ মাঠে নামছে প্রথম টি–টোয়েন্টিতে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ক্যারিবীয়দের মাটিতেও একই প্রতিপক্ষকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সেই স্মৃতি নিয়েই নতুন করে শুরু করতে চায় স্বাগতিকরা।

🇧🇩 বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
1️⃣ তানজিদ হাসান তামিম
2️⃣ সাইফ হাসান
3️⃣ লিটন দাস
4️⃣ তাওহীদ হৃদয়
5️⃣ শামীম পাটোয়ারী
6️⃣ নুরুল হাসান সোহান
7️⃣ নাসুম আহমেদ
8️⃣ রিশাদ হোসেন
9️⃣ তানজিম হাসান সাকিব
🔟 শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ
1️⃣1️⃣ মুস্তাফিজুর রহমান

প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করাই এখন লক্ষ্য টাইগারদের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও হার থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামবে। সব মিলিয়ে চট্টগ্রামে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ছক্কার বন্যায় অবাক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক!২০২৫ সালে এখন পর্যন্ত ২৯ ম্যাচে বাংলাদেশ দল মোট ১৭১টি ছক্কা হাঁকিয়েছে—টেস্ট খেল...
27/10/2025

ছক্কার বন্যায় অবাক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক!

২০২৫ সালে এখন পর্যন্ত ২৯ ম্যাচে বাংলাদেশ দল মোট ১৭১টি ছক্কা হাঁকিয়েছে—টেস্ট খেলুড়ে দেশের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। সাম্প্রতিক সময়ে ব্যাটারদের এমন আগ্রাসী ব্যাটিং দেখে হতবাক ক্যারিবীয় অধিনায়ক।

হ্যান্ডশেক না করে দুই বছর আগের অপমানের জবাব আজ দিলেন জ্যোতি! 😤🔥টসের পর ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাননি বা...
26/10/2025

হ্যান্ডশেক না করে দুই বছর আগের অপমানের জবাব আজ দিলেন জ্যোতি! 😤🔥

টসের পর ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 🤝❌
২০২৩ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি করে পুরো দেশকে অপমান করেছিলেন হারমান 😠🇧🇩
আজ যেন সেই পুরনো ক্ষতেরই প্রতিশোধ নিলেন জ্যোতি শব্দে নয় আচরণেই দিলেন জবাব 💪😎

আপনার মতে, জ্যোতির এই সিদ্ধান্তটা কি সঠিক ছিল? 🤔💭

রিশাদ বাংলাদেশের সম্পদ, সে সম্প্রতি ওয়ানডেতে দারুণ ব্যাট করেছে। সবাই চায় সে টি-২০ তেও  ঐ রকম মারকাটারি ব্যাট করুক ।রিশ...
26/10/2025

রিশাদ বাংলাদেশের সম্পদ, সে সম্প্রতি ওয়ানডেতে দারুণ ব্যাট করেছে। সবাই চায় সে টি-২০ তেও ঐ রকম মারকাটারি ব্যাট করুক ।
রিশাদের ঘূর্ণির পাশাপাশি ব্যাটে ছক্কার ফুলঝুড়ি দেখতে সবাই মুখিয়ে আছে ।

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন এখন শুধুই ক্রিকেটার নন, নিজ এলাকার তরুণদের স্বপ্ন গড়ার কারিগরও। একসময় যেই নীলফামারির ...
26/10/2025

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন এখন শুধুই ক্রিকেটার নন, নিজ এলাকার তরুণদের স্বপ্ন গড়ার কারিগরও। একসময় যেই নীলফামারির নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি থেকে ক্রিকেট জীবন শুরু করেছিলেন, এখন সেই একাডেমির পাশে দাঁড়িয়ে বাচ্চাদের সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

প্রায় এক বছর ধরে নিয়মিতভাবে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা সহায়তা দিচ্ছেন, যাতে একাডেমির ক্রিকেটাররা বল, জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে অনুশীলন চালিয়ে যেতে পারে। সময় পেলেই একাডেমিতে গিয়ে ছোটদের সঙ্গে অনুশীলন করেন, দেন বলিং টিপস ও অনুপ্রেরণা।

বর্তমানে জেলা স্টেডিয়ামের এক কোণে অনুশীলন করছে ৫০-৬০ জন তরুণ ক্রিকেটার। তাদের জন্য রিশাদের উদ্যোগে তিনটি টার্ফ উইকেট ও একটি প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণের পরিকল্পনা চলছে।

নিজ এলাকার বাচ্চাদের প্রতি এই আন্তরিকতা ও দায়িত্ববোধ নীলফামারির ক্রিকেটে জাগাচ্ছে নতুন আশার আলো। 🏏💚

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে আজ । অধিনায়ক লিটন দাস ফেসবুক পোস্ট দিয়ে রাখলেন এই ট্রফি জয়ের ...
26/10/2025

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে আজ । অধিনায়ক লিটন দাস ফেসবুক পোস্ট দিয়ে রাখলেন এই ট্রফি জয়ের হুংকার ।

26/10/2025

সকাল সকাল জমজমাট ক্রিকেট খেলা হচ্ছে

26/10/2025

উরাধুরা ক্রিকেট খেলা হচ্ছে

26/10/2025

সকালের ক্রিকেট খেলা দেখুন

চট্টগ্রামের এক নেট বোলারের জীবনে যেন ঘটল অবিশ্বাস্য এক ঘটনা! 🏏উইন্ডিজ দলের অনুশীলনে বল করতে গিয়ে নিজের গতি ও নিখুঁত লাইন...
25/10/2025

চট্টগ্রামের এক নেট বোলারের জীবনে যেন ঘটল অবিশ্বাস্য এক ঘটনা! 🏏
উইন্ডিজ দলের অনুশীলনে বল করতে গিয়ে নিজের গতি ও নিখুঁত লাইন–লেংথে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। তার বোলিং দেখে এতটাই মুগ্ধ হন ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি যে, সঙ্গে সঙ্গেই দেন এক অবিশ্বাস্য প্রস্তাব — সিপিএলে খেলার অফার! 🔥

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের মতো দেখতে এই নেট বোলারের নাম ও যোগাযোগ নম্বরও লিখে নেন স্যামি। এখন শুধু সময়ের অপেক্ষা— হয়তো খুব শিগগিরই সিপিএলের কোনো দলের জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান চট্টগ্রামবাসীকে! 🌟

চট্টগ্রামের ক্রিকেট পিচ যেন ঘাসের কার্পেট, উইকেট দেখে দারুণ খুশি ড্যারেন  সামি ।মিরপুরের কাল পিচ থেকে মুক্তি পেয়ে চট্টগ...
25/10/2025

চট্টগ্রামের ক্রিকেট পিচ যেন ঘাসের কার্পেট, উইকেট দেখে দারুণ খুশি ড্যারেন সামি ।
মিরপুরের কাল পিচ থেকে মুক্তি পেয়ে চট্টগ্রামের উইকেটকে বাংলাদেশের সেরা উইকেট হিসেবে আখ্যা দিলো চট্টগ্রামের উইকেটকে ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা 🏏বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তু...
24/10/2025

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা 🏏

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে বিসিবি প্রকাশ করেছে পুরো সূচি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

📅 সূচি এক নজরে:

প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর, সোমবার — সন্ধ্যা ৬:০০টা

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর, বুধবার — সন্ধ্যা ৬:০০টা

তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর, শুক্রবার — সন্ধ্যা ৬:০০টা

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tigers Tube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share