Tigers Tube

Tigers Tube Best for all Sports News

টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ দল। লিটন দাসের নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সিরিজ জিতে হ্যাটট্রিক সা...
01/09/2025

টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ দল। লিটন দাসের নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সিরিজ জিতে হ্যাটট্রিক সাফল্য উদযাপন করলো টাইগাররা।

প্রথম সাফল্য আসে শ্রীলঙ্কার মাটিতে, ২-১ ব্যবধানে জয় নিয়ে। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিশ্চিত হলো আরও দাপটে। প্রথম ম্যাচে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও একই আধিপত্য—৪১ বল হাতে রেখে ৯ উইকেটে নেদারল্যান্ডসকে হারিয়ে সিরিজ জয়ের আনন্দে মাতে লিটন বাহিনী।

এই হ্যাটট্রিক সাফল্যে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের টি-২০ দল গড়লো আত্মবিশ্বাস ও ধারাবাহিকতার নতুন দৃষ্টান্ত।

দুই ছক্কা ও তিন চারে ৩৯ বলে ফিফটি করলেন তানজিদ হাসান তামিম ❤️
01/09/2025

দুই ছক্কা ও তিন চারে ৩৯ বলে ফিফটি করলেন তানজিদ হাসান তামিম ❤️

দ্বিতীয় টি২০ স্কোয়াড
01/09/2025

দ্বিতীয় টি২০ স্কোয়াড

বিলুপ্তপ্রায় পাখির একমাত্র ডিম রক্ষার জন্য এক মাস বন্ধ থাকবে স্টেডিয়াম..🚨অস্ট্রেলিয়ার একটি শহরের ফুটবল স্টেডিয়ামের মাঝমা...
01/09/2025

বিলুপ্তপ্রায় পাখির একমাত্র ডিম রক্ষার জন্য এক মাস বন্ধ থাকবে স্টেডিয়াম..🚨

অস্ট্রেলিয়ার একটি শহরের ফুটবল স্টেডিয়ামের মাঝমাঠে ডিম পেড়েছে স্থানীয় বিলুপ্তপ্রায় পাখি ‘প্লোভার’। ডিমটি নষ্ট না হয় এবং মা পাখিকে কেউ বিরক্ত না করতে পারে, সেই কারণে স্টেডিয়াম পুরো এক মাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রাণী সংরক্ষণে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খেলোয়াড়রা।

🔹 ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় 💪সিপিএলে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হ...
01/09/2025

🔹 ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় 💪

সিপিএলে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে তিন নম্বরে নেমে দারুণ ঝড় তুলেন সাকিব আল হাসান। মাত্র ২০ বলে ৫ চার ও ৪ ছক্কার সাহায্যে করেছিলেন অর্ধশতক। শেষ পর্যন্ত ২৩৪ স্ট্রাইক রেটে ২৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, যেখানে ছিল ৫ চার ও ৫ ছক্কা।

এই ইনিংসে সিপিএলে ওয়েস্ট ইন্ডিজের বাইরের ক্রিকেটারদের দ্রুততম হাফ–সেঞ্চুরির তালিকায় নাম লিখিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার।

📌 সিপিএলে নন–ওয়েস্ট ইন্ডিয়ানদের দ্রুততম হাফ–সেঞ্চুরি
1️⃣ জেপি ডুমিনি – ১৫ বল
2️⃣ ডেভিড মিলার – ১৭ বল
3️⃣ সোহেল তানভির – ১৮ বল
4️⃣ লুক রনকি – ২০ বল
5️⃣ সাকিব আল হাসান – ২০ বল

🔥 সিপিএল ঝড় তুললেন সাকিব আল হাসান 💥⚡️ ২৬ বলে ঝড়ো ৬১ রান📍 ৫ চার |  ৫ ছক্কা🚀 স্ট্রাইক রেট: ২৩৪.৬২🇧🇩 কিংবদন্তি অলরাউন্ডার ...
31/08/2025

🔥 সিপিএল ঝড় তুললেন সাকিব আল হাসান 💥

⚡️ ২৬ বলে ঝড়ো ৬১ রান
📍 ৫ চার | ৫ ছক্কা
🚀 স্ট্রাইক রেট: ২৩৪.৬২

🇧🇩 কিংবদন্তি অলরাউন্ডার আবারও প্রমাণ করলেন, তিনি এখনও T20 দুনিয়ার রাজা 👑✨

বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের নতুন অধ্যায় শুরু করেছেন কোচ জুলিয়ান উড। 💥২৭ দিনের স্বল্প মেয়াদি চুক্তি শেষ হলেও তাঁকে ...
31/08/2025

বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের নতুন অধ্যায় শুরু করেছেন কোচ জুলিয়ান উড। 💥
২৭ দিনের স্বল্প মেয়াদি চুক্তি শেষ হলেও তাঁকে দীর্ঘমেয়াদে রাখার পরিকল্পনায় এগোচ্ছে বিসিবি। এবার শুধু জাতীয় দল নয়, নারী ক্রিকেটার থেকে শুরু করে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়রাও সুযোগ পাবেন তাঁর কাছ থেকে পাওয়ার হিটিং শেখার।

জুলিয়ান উড জানায়, বাংলাদেশে দারুণ সময় কাটাচ্ছি। বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।

👉 জানা গেছে, আসন্ন বোর্ড মিটিংয়েই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। 🏏🔥

🔥🇧🇩 ২০২৫ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের লাকি চার্ম 👉 মোস্তাফিজুর রহমান ✨২০২৫ সালে যে কয়টি ম্যাচ খেলেছেন তিনি, তার একটিত...
31/08/2025

🔥🇧🇩 ২০২৫ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের লাকি চার্ম 👉 মোস্তাফিজুর রহমান ✨
২০২৫ সালে যে কয়টি ম্যাচ খেলেছেন তিনি, তার একটিতেও হারেনি বাংলাদেশ 🙌💯

🎯 মোস্তাফিজ মানেই ভরসা 💪
🇧🇩 বাংলাদেশ মানেই জয় 🏆✨

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯ বল হাতে রেখে পাওয়া জয়টি বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে বল হাতে রেখে তৃতীয় সেরা জয়।বাংলাদেশের ...
31/08/2025

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯ বল হাতে রেখে পাওয়া জয়টি বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে বল হাতে রেখে তৃতীয় সেরা জয়।

বাংলাদেশের সবচেয়ে বড় জয় এসেছে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে—সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল ৫০ বল হাতে রেখেই।

🏏 ক্রিকেট আসলেই সুন্দর ❤️নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে ২ ছক্কা ও ৬ চারে দুর্দ...
31/08/2025

🏏 ক্রিকেট আসলেই সুন্দর ❤️
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে ২ ছক্কা ও ৬ চারে দুর্দান্ত ফিফটি করেন লিটন দাস 🌟🔥

তবে ফিফটির পর ক্লান্ত হয়ে পড়েন তিনি। ঠিক তখনই অন ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খান নিজের রুমাল দিয়ে লিটনের ঘাম মুছে দেন 😍🫶
এমন দৃশ্য মাঠে খুব কমই দেখা যায়! এটি শুধু এক মুহূর্ত নয়, ক্রিকেটের সৌন্দর্যের এক অনন্য উদাহরণ 💯✨

💚 এই মহানুভবতা ছুঁয়ে গেছে কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়! 💚

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে দুর্দান্তভাবে ফিরলেন সাইফ হাসান। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েই দেখালেন অল...
30/08/2025

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে দুর্দান্তভাবে ফিরলেন সাইফ হাসান। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েই দেখালেন অলরাউন্ড নৈপুণ্য।

ব্যাট হাতে নামেন আক্রমণাত্মক ভঙ্গিতে। মাত্র ১৯ বলে ৩ ছক্কার সাহায্যে করেন অপরাজিত ৩৬ রান। শুধু ব্যাট নয়, বল হাতেও রাখলেন সমান প্রভাব। তার করা ২ ওভারে খরচ করলেন ১৮ রান, তুলে নিলেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।

দলকে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভরসা জোগানো এই পারফরম্যান্সে যেন বাজিমাত করলেন সাইফ হাসান।

বাংলাদেশ দলের পাওয়ার হিটিং উন্নত করতে বিশেষজ্ঞ কোচ হিসেবে জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর প্রভাব যেন দেখা দিচ্ছে ই...
30/08/2025

বাংলাদেশ দলের পাওয়ার হিটিং উন্নত করতে বিশেষজ্ঞ কোচ হিসেবে জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর প্রভাব যেন দেখা দিচ্ছে ইতিমধ্যেই। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ লিটন দাস ও সাইফ হাসান ব্যাট করেছেন প্রায় ১৯০ স্ট্রাইক রেটে। লিটন করেছেন ২৯ বলে দৃষ্টিনন্দন ৫৪ রান, আর সাইফ খেলেছেন মাত্র ১৯ বলে ঝড়ো ৩৬ রানের ইনিংস।

জুলিয়ান উড কি সত্যিই বদলে দিচ্ছেন বাংলাদেশের পাওয়ার হিটিং?

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tigers Tube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share