
11/07/2025
নাসির ঠিক বলছে ❤️
দলের জয়-পরাজয় নয়, অনেকে খেলেন নিজের জায়গা পাকাপোক্ত করতে!
দলের জয়-পরাজয় কখনো কখনো গৌণ হয়ে পড়ে কিছু ক্রিকেটারের কাছে। নিজেদের ক্যারিয়ার বাঁচাতে কিংবা পরের ম্যাচে একাদশে টিকে থাকার লক্ষ্যেই অনেক সময় দেখা যায় ধীরগতির ও আত্মকেন্দ্রিক ইনিংস খেলতে — এমন মন্তব্য করেছেন সাবেক জাতীয় দলের অলরাউন্ডার নাছির হোসাইন।
নাসির জানায়, আমি যদি এইভাবে স্বার্থপর ব্যাটিং করতাম, তাহলে হয়তো আমার ব্যাটিং গড় ৪০ হতো। কিন্তু আমি দলকে প্রাধান্য দিয়েছি, কখনোই নিজের জন্য খেলিনি।