Mother's Cooking and 3 Gultus

Mother's Cooking and 3 Gultus Cooking, Handicrafts and 3 vlogs
(19)

শুভ দুপুর।
22/09/2025

শুভ দুপুর।

আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল।
22/09/2025

আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল।

সূরা আরাফ এর কেইস স্টাডি(শেষ অংশ): আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে উঠে নোংরা পশুর মতো; এটা সমকামিতার কুফল। তাই, সমকামি...
21/09/2025

সূরা আরাফ এর কেইস স্টাডি(শেষ অংশ): আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে উঠে নোংরা পশুর মতো; এটা সমকামিতার কুফল। তাই, সমকামিতার পক্ষে যেকোনো প্রচারণা, রাষ্ট্রীয় ওকালতি কিংবা আইনি খসড়া দেখলে-সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ, হাদীসে এসেছে, সমকামিতার শাস্তি হলো-দুজনকেই হত্যা করা। সুতরাং স্কুল-মাদরাসার পাঠ্যবইয়ে সমকামিতার ছিটেফোঁটাও যদি থাকে, তা হলে আর রক্ষা নেই। আল্লাহর গযব নেমে আসবে নিশ্চিত। (দেখুন-আবু দাউদ, ৪৪৬২; তিরমিযি, ১৪৫৬; ইবনু মাজাহ, ২৫৬১)
_________To be continued__________

21/09/2025

লাইট্যা শুটকি ভর্তা রেসিপি।

শুভ দুপুর সবাইকে। আমার গুল্টুশ বাবুর কিছু সময় আগের ছবি।
21/09/2025

শুভ দুপুর সবাইকে। আমার গুল্টুশ বাবুর কিছু সময় আগের ছবি।

আলহামদুলিল্লাহ। শুভ সকাল।
21/09/2025

আলহামদুলিল্লাহ। শুভ সকাল।

সূরা আরাফ এর কেইস স্টাডি (অর্ধেক): এ-সূরায় লূত-এর জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে। তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে ল...
20/09/2025

সূরা আরাফ এর কেইস স্টাডি (অর্ধেক): এ-সূরায় লূত-এর জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে। তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল। এই জঘন্য কাজকর্ম দেখে লুত তাদেরকে বললেন: 'তোমরা এমন এক কাজ করছো, যা এর আগে জগতের কেউ করেনি। তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো? এ তো চরম সীমালঙ্ঘন।' তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল: 'লুত ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দাও। এরা বেশি পবিত্র থাকতে চায়।' কোনো জাতি যখন সমকামিতা বরদাশত করে, তখন আল্লাহ ওই জাতির বিবেক-বুদ্ধি উঠিয়ে নেন।
________To be continued_________

গুল্টুশ ছানার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।
20/09/2025

গুল্টুশ ছানার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।

শুভ সকাল।
20/09/2025

শুভ সকাল।

সূরা আরাফ এর গতিপথ: দ্বন্দ্বের ফলাফল: মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে। হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে, অথ...
19/09/2025

সূরা আরাফ এর গতিপথ:
দ্বন্দ্বের ফলাফল: মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে। হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে, অথবা ধ্বংস করা হয়েছে ওদের।
শিক্ষা: এই ফলাফল থেকে হাল-জামানার মানুষকে শিক্ষা নিতে হবে-তারা সত্যকে বেছে নিয়ে জয়ী হবে, নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে?
________To be continued__________

Address

Adabor, Road No:17
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mother's Cooking and 3 Gultus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share