Mother's Cooking and 3 Gultus

Mother's Cooking and 3 Gultus Cooking, Handicrafts and 3 vlogs
(19)

30/07/2025

সূরা আল ইমরান:
ওয়াহ্হাব' অর্থ: মহান দাতা। ওয়াহহাব নামটি এসেছে হিবা (৯) থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া; তবে এমনভাবে দেওয়া যে, তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না। এ কারণেই উপহারকে বলা হয় 'হিবা'। বিনিময় হতে পারে দু-রকমের। ১. টাকা-কড়ি, অর্থবিত্ত ২. সম্মান, ভালোবাসা বা পক্ষপাত। তো, আল্লাহ তাআলা যখন বান্দাকে তাঁর অগণিত নিয়ামাত দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না। শর্তহীন-ভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে, তাঁর হুকুম অমান্যও করে, তবু তিনি দেওয়া থামিয়ে দেন না। তা ছাড়া, আল্লাহকে বিনিময় দেবার মতো সামর্থ্য তো বান্দার নেই-ও। এ-কারণেই তাঁর নাম আল-ওয়াহহাব।

(দেখুন-ঝাজ্জাজ, তাফসীরু আসমায়িল্লাহিল হুসনা, ৩৮)

যদি এমন হতো।
30/07/2025

যদি এমন হতো।

29/07/2025

সবইকে পড়ার অনুরোধ রইল
সূরা আলে ইমরান কিছু শব্দ জানতেই হয়:
আল-হাকীম
আল-ওয়াহহাব
হাকীম' অর্থ: প্রজ্ঞাময়, বিচক্ষণ। হাকীম কথাটি এসেছে 'হিকমাহ' থেকে। ইমাম ঝাজ্জাজ বলেন: ঘোড়ার লাগামকে বলা হয় হিকমাহ। কেননা, ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয়; ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতর রাখে; ঘোড়াকে দিকভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। এর ফলে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিকঠাক পৌঁছুতে পারে। সেখান থেকেই হাকীম শব্দের অর্থ: যিনি হিকমাহ ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন। তার মানে, আমরা বুঝতে পারলাম, আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করেন, তখন এর পেছনে অবশ্যই কোনো-না-কোনো মহৎ উদ্দেশ্য থাকে। আমাদের যখন কোনো 'ক্ষতি' হয়, বা স্বজন হারায়, তখন আমরা কষ্ট পেলেও, এর পেছনে কোনো একটা রহস্য থাকে। কেননা, পথের শেষটা আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন, ঘোড়াকে এদিক-ওদিক ছুটতে দেন না, আল্লাহ তাআলাও তাঁর হিকমাহ ও কৌশল দিয়ে দুনিয়াবি কর্মকাণ্ডের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন।
(দেখুন-ঝাজ্জাজ, তাফসীরু আসমায়িল্লাহিল হুসনা, ৪৩)
_________To be continued_________

29/07/2025

গুল্টুশ বাবুর পছন্দের খাবার পিৎজা।

শুভ দুপুর।
29/07/2025

শুভ দুপুর।

28/07/2025

সূরা আলে ইমরান:
আরেকটি বিষয় দেখুন, মারইয়াম-কে খুব ছোট বয়সে একজন নবির তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারইয়াম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিকভাবেও একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফল-ঈসা-এর জন্মের পর লোকজন অপবাদ দিলে, চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কুরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তানকে ছোটবেলা থেকেই আদব-তরবিয়ত ও বিচক্ষণতা শেখাবার জন্য, জ্ঞানী-গুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে।

(দেখুন-তিরমিযি, ১৯৫২; আবু দাউদ, ৪৯৫; সুয়ূতি, জামিউস সগীর ওয়া যিয়াদাতুহু, ১২৬৪)

গুল্টুশ ছানা কোথায় পালাচ্ছে দেখুন। 🤣🤣🤣
28/07/2025

গুল্টুশ ছানা কোথায় পালাচ্ছে দেখুন। 🤣🤣🤣

27/07/2025

সূরা আলে ইমরানের প্রতিফলন:
এ-সূরায় অনেকগুলো আয়াতে মারইয়াম-এর আলোচনা জায়গা পেয়েছে। মারইয়াম যখন মায়ের-পেটে, তখন তাঁর মা দুআ করেছিলেন: 'রব আমার, আমার পেটে যে-সন্তান আছে, তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো, জানো।' এরপর মারইয়াম যখন জন্ম নিলেন, মায়ের দুআর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন, আর তার দেখভালের দায়িত্ব দিলেন যাকারিয়া-কে। পরবর্তী সময়ে মারইয়ামের গর্ভেই জন্ম নেন নবি ঈসা। এভাবেই মারইয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবির মা। পুরো ঘটনায় শুরুতেই যেটা নজরে পড়ে তা হলো-খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ! দুনিয়ার ক'জন মা মারইয়াম-এর মায়ের মতন চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন-শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন যে-নবির মা বানিয়ে দিলেন। কাজেই, সন্তান জন্ম নেবার আগেই নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই-অর্জন করাবেন, এমন স্বপ্ন দেখবেন না।
___________To be continued_____________

গুল্টুশ ছানা টেডিবিয়ার পিঠে নিয়ে বাইক চালাচ্ছে।
27/07/2025

গুল্টুশ ছানা টেডিবিয়ার পিঠে নিয়ে বাইক চালাচ্ছে।

26/07/2025

সূরা আলে ইমরান
আয়াত: ১২১-১৩৮
উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা।

আয়াত: ১৩৯-১৫৮
যুদ্ধে পরাজয় এলে হতাশা নয়, বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এ ছাড়াও, কাফিরদের কথায় পাত্তা না দেওয়া।

আয়াত: ১৫৯-১৬৪
সামষ্টিক কাজের আগে পরামর্শ করে নিতে হবে। আর ভরসা করতে হবে আল্লাহর ওপর।

আয়াত: ১৬৫-১৮৬
উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। জানমালের পরীক্ষা দিতেই হবে।

আয়াত: ১৮৭-২০০ বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সন্দেহে ভোগে না। তাদের জন্য আছে জান্নাত। আর কাফিরদের জন্য আগুন।
_________To Be Continued_________

আসসালামু আলাইকুম। গুল্টুশ ছানা হাতির পিঠে উঠেছে।
26/07/2025

আসসালামু আলাইকুম। গুল্টুশ ছানা হাতির পিঠে উঠেছে।

25/07/2025

কুরআন-মানব-জাতির জন্য হিদায়াত ও পরীক্ষা। আর এই পরীক্ষায় ব্যর্থদের জন্য আছে ভয়ংকর শাস্তি।

আয়াত: ১-১৮
ইসলাম কেবল কিছু আচার-অনুষ্ঠান নয়। কে নবি হওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত।

আয়াত: ১৯-৪৪
ঈসা-এর জন্ম ছিল বিস্ময়কর। কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না।

আয়াত: ৪৫-৬৩
ইব্রাহীম সম্পর্কে ইহুদি-খ্রিষ্টানদের ধাপ্পাবাজি ফাঁস। তিনি ইহুদি কিংবা খ্রিষ্টান নন, বরং ছিলেন সাচ্চা মুসলমান।

আয়াত: ৬৪-৯৯
অতীত-জাতিগুলোর মতো অবাধ্য হলে, পেতে হবে ভয়ানক শাস্তি। তিনটি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব।

Address

Adabor, Road No:17
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mother's Cooking and 3 Gultus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share