30/07/2025
সূরা আল ইমরান:
ওয়াহ্হাব' অর্থ: মহান দাতা। ওয়াহহাব নামটি এসেছে হিবা (৯) থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া; তবে এমনভাবে দেওয়া যে, তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না। এ কারণেই উপহারকে বলা হয় 'হিবা'। বিনিময় হতে পারে দু-রকমের। ১. টাকা-কড়ি, অর্থবিত্ত ২. সম্মান, ভালোবাসা বা পক্ষপাত। তো, আল্লাহ তাআলা যখন বান্দাকে তাঁর অগণিত নিয়ামাত দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না। শর্তহীন-ভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে, তাঁর হুকুম অমান্যও করে, তবু তিনি দেওয়া থামিয়ে দেন না। তা ছাড়া, আল্লাহকে বিনিময় দেবার মতো সামর্থ্য তো বান্দার নেই-ও। এ-কারণেই তাঁর নাম আল-ওয়াহহাব।
(দেখুন-ঝাজ্জাজ, তাফসীরু আসমায়িল্লাহিল হুসনা, ৩৮)