Sagor Vai

Sagor Vai আসুন কিছু জানি ও শিখি 🥀

01/06/2025

Prank 😁

30/05/2025

জন্মদিনর ট্রিট আদায় করার নিঞ্জা টেকনিক 🤣

13/05/2025

লেবেল কত প্রকার?

সফলতা হুট করে আসেনা! ধৈর্য্য ধারণ করতে হবে  প্রিয়❤️
12/05/2025

সফলতা হুট করে আসেনা! ধৈর্য্য ধারণ করতে হবে প্রিয়❤️

চিন্তা করা যায়!
11/05/2025

চিন্তা করা যায়!

ওভেন ফেব্রিক (Woven Fabric) হলো এমন এক ধরনের টেক্সটাইল ফেব্রিক যা লুমে সুতা (Yarn) দ্বারা ওয়ার্প (Warp) ও ওয়েফ্ট (Weft) ...
11/05/2025

ওভেন ফেব্রিক (Woven Fabric) হলো এমন এক ধরনের টেক্সটাইল ফেব্রিক যা লুমে সুতা (Yarn) দ্বারা ওয়ার্প (Warp) ও ওয়েফ্ট (Weft) এর মাধ্যমে পরস্পরকে কোণা (Angle) করে বুনে তৈরি করা হয়। এটি সাধারণত শক্ত, স্থায়ী এবং কম প্রসারণশীল হয়।

---

ওভেন ফেব্রিক কত প্রকার ও কী কী?

ওভেন ফেব্রিক প্রধানত ৩ প্রকার:

1. প্লেইন উইভ (Plain Weave)

2. টুইল উইভ (Twill Weave)

3. স্যাটিন উইভ (Satin Weave)

---

১. Plain Weave (সাধারণ বুনন)

সবচেয়ে সাধারণ ও প্রাচীন বুনন পদ্ধতি।

ওয়ার্প ও ওয়েফ্ট সুতা একটির উপর দিয়ে ও একটির নিচ দিয়ে চলে।

উদাহরণ: Poplin, Voile, Muslin
বৈশিষ্ট্য: শক্তিশালী, সমান পৃষ্ঠ।

---

২. Twill Weave (ত্রিকোণ বুনন)

সুতাগুলো কোণাকুণিভাবে চলে।

ফেব্রিকের উপর ডায়াগোনাল (তির্যক) রেখা দেখা যায়।

উদাহরণ: Denim, Gabardine
বৈশিষ্ট্য: টেকসই, মোটা, ফ্যাশনেবল।

---

৩. Satin Weave (স্যাটিন বুনন)

সুতা সাধারণত অনেক সুতো এড়িয়ে একটির নিচে বা উপরে চলে।

মসৃণ, চকচকে ও নরম অনুভূতি দেয়।

উদাহরণ: Satin, Sateen
বৈশিষ্ট্য: মসৃণতা, সৌন্দর্য্য, স্লিপারি।

করেছেন কেউ?
10/05/2025

করেছেন কেউ?

গার্মেন্টসের চাকরি করতে হলে যে বিষয়গুলো জানা থাকা প্রয়োজনঃকোয়ালিটি কাকে বলে?উত্তরঃ কোয়ালিটি অর্থ মান। আর গার্মেন্টসে...
09/05/2025

গার্মেন্টসের চাকরি করতে হলে যে বিষয়গুলো জানা থাকা প্রয়োজনঃ

কোয়ালিটি কাকে বলে?
উত্তরঃ কোয়ালিটি অর্থ মান। আর গার্মেন্টসে কোয়ালিটি বলতে পণ্যের মানকে বোঝানো হয় বায়ারের প্রয়োজনের তুলনায় পণ্যের মান কতখানি ভালো তার সমষ্টিকেই কোয়ালিটি বলে।

ডিফেক্ট কি?
উত্তরঃ ডিফেক্ট অর্থ ত্রুটি। যার কারণে পণ্যটির গুণগত মান কমে যায় বা পণ্যটি রিজেক্ট হয়ে যায়। গার্মেন্টস এর ক্ষেত্রে ডিফেক্ট হচ্ছে সেই সকল ত্রুটি যার কারণে গার্মেন্টসটি বায়ারের চাহিদা অনুযায়ী কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হয়।

ডিফেক্ট কত প্রকার?
উত্তরঃ ডিফেক্ট সাধারণত তিন প্রকার। ১) মেজর ২) মাইনর ৩) ক্রিটিক্যাল।

Trims ট্রিমস কি?
উত্তরঃ ট্রিমস হল ফেব্রিক্স ব্যতীত গার্মেন্টসের সেই সকল উপাদান যা গার্মেন্টস ব্যবহারের সময় ফেব্রিকের সাথে সর্বদা লেগে থাকে। যেমনঃ
Thread, Button, Zipper, Fusing, Loop, Elastic ইত্যাদি।

Accessories এক্সেসরিজ কি?
উত্তরঃ এক্সেসরিজ হলো ফেব্রিক ব্যতীত গার্মেন্টসের সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না কিন্তু এগুলো গার্মেন্টসের তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতার আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। যেমনঃ Hanger, Carton, Poly Bag, Sticker, Tag, Handtag ইত্যাদি।

4 Point System কি?
উত্তরঃ এই পদ্ধতিতে ফেব্রিক্সের ডিফেক্টের সাইজ ও ধরন অনুযায়ী ১-২-৩ অথবা ৪ পয়েন্ট সিস্টেম মার্কিং করা হয়। ডিফেক্টের ধরনঃ

৩ ইঞ্চি বা তার কম হলে ১ পয়েন্ট।
৩ ইঞ্চির উপরে কিন্তু ৬ ইঞ্চির কম হলে ২ পয়েন্ট।
৬ ইঞ্চির উপরে কিন্তু ৯ ইঞ্চির কম হলে ৩ পয়েন্ট।
৯ ইঞ্চির বড় হলে ৪ পয়েন্ট।

Fabric Shade ফেব্রিক শেড কি?
উত্তরঃ শেড বলতে ফেব্রিক্সের কালার বা রঙের ঘনত্বের মধ্যে তারতম্যকে বুঝায়। রং যদি কাপড়ে খুব গভীর বা ঘন ভাবে থাকে তাহলে তাকে Dark Shade বলে আর যদি রং হালকা ভাবে থাকে তাহলে তাকে Light Shade বলে।

শেডিং কেন হয়?
উত্তরঃ ১) নাম্বার না মিলালে ২) বান্ডিল মিস্টেক হলে ৩) ফেব্রিক্সে রানিং শেড থাকলে ৪) ওভার কিউরিং করলে।

D-65 Artificial Light কি?
উত্তরঃ D-65 আলো বলতে কৃত্রিমভাবে তৈরি দুপুরের উজ্জ্বল আলোকে বুঝায়। দিনের বেলায় ফেব্রিকের শেড কিরকম দেখাবে তা এই লাইটের সাহায্যে বুঝা যায়।

TL-84 Store Light কি?
উত্তরঃ ফেব্রিকের শেড নীল আর সবুজের পরিমাণ কম বেশি আসে কিনা তা এই লাইটের সাহায্যে চেক করে দেখা হয়।

Ultra Violet Light কি?
উত্তরঃ স্পেশালি হোয়াইট কাপড় চেক করতে এই লাইট ব্যবহার করা হয় যার মাধ্যমে কাপড়ের ব্রাইটনার দেখা হয়।

SOP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Standard Operating Procedure বা আদর্শ কাজের পদ্ধতি।

GSM এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Gram per Square Metre.

DHU এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Defect 100 per Unit

AQL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Acceptable Quality Level

HPS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ High Point Shoulder

একটি মেজারমেন্ট টেপে কত CM থাকে?
উত্তরঃ 150 CM

একটি মেজারমেন্ট টেপে কত MM থাকে?
উত্তরঃ 1500 MM

একটি মেজারমেন্ট টেপে কত ইঞ্চি থাকে?
উত্তরঃ ৬০ ইঞ্চি।

১ CM কত মিলিমিটার?
উত্তরঃ ১০ মিলিমিটার।

১ ইঞ্চি কত সুতা?
উত্তরঃ ৮ সুতা।

Stitch স্টিচ কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। ১) লক স্টিচ ২) চেইন স্টিচ।

RFT এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Right First Time

TPI এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Twist Per Inch

একটি জিপার এর কয়টি অংশ থাকে?
উত্তরঃ ১টি জিপারের পাঁচটি অংশ থাকে। যেমনঃ‌ ১) ফেসিং ২) পোলার ৩) রানার ৪) স্টপার ৫) ট্রিথ বা দাঁত।

সুইং এবং সেলাই এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ সুইং হচ্ছে অদৃশ্যমান এবং সেলাই হচ্ছে দৃশ্যমান।

Needle Cut নিডেল কাট কেন হয়?
উত্তরঃ দীর্ঘ সময় একই নিডেল দিয়ে সেলাই হওয়ায় নিডেলের মাথা ক্ষয় হয়ে যাওয়ার ফলে নিডেল কাট হতে পারে। এছাড়াও ১) ফেব্রিক্স এর ধরন অনুযায়ী নিডেল মেচিং না হলে। ২) নিডেলের মাথা ক্ষয় বা ভেঙ্গে গেলে। ৩) অপারেটর হ্যান্ডেলিং প্রবলেম থাকলে। ৪) মেশিন সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না হলে ইত্যাদি কারণে নিডেল কাট হতে পারে।

Bad Tension ব্যাড টেনশন কেন হয়?
উত্তরঃ
নিম্নমানের সুতা হলে।
মেশিনে সঠিকভাবে সুতা না পড়ালে।
টেনশন পোস্টে কোন ময়লা জমলে।
মেশিন সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না হলে।

ব্যাড টেনশন কত প্রকার?
উত্তরঃ ব্যাড টেনশন দুই প্রকার। ১) লুজ টেনশন। ২) টাইট টেনশন।

আদর্শ সুতা কাকে বলে?
উত্তরঃ ১ ইঞ্চিতে ১৮টি Twist থাকলে তাকে আদর্শ সুতা বলে।

ফোল্ডিং কত প্রকার?
উত্তরঃ পোশাকের ধরন অনুযায়ী ফোল্ডিং বিভিন্ন প্রকার হতে পারে। তবে শার্টের ফোল্ডিং চার প্রকার। ১) স্টান্ড আপ ফোল্ডিং ২) স্টান্ড আপ ফোল্ডিং ৩) হ্যাঙ্গার ফোল্ডিং ৪) ফ্লাট ফোল্ডিং।

আশা করি যারা গার্মেন্টস সেকশনে কাজ করেন তাদের এই টিউটোরিয়াল এর মাধ্যমে অনেকটা উপকৃত হবেন। আমাদের ব্লগটিতে গার্মেন্টস কোয়ালিটি বিষয়েও বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে যেগুলো পড়ে গার্মেন্টস জীবনে আপনার মেধাকে আরো বিকশিত করতে পারেন।

08/05/2025
08/05/2025

FIFO ফুল মিনিং
First In First Out

Address

Dhaka

Telephone

+8801727544097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share