Gen Z Vaipar

Gen Z Vaipar ভাগ্য কারো হাতে লেখা থাকে না,, ভাগ্য তাদেরও থাকে, যাদের হাত থাকে না 🥰 This page is good page

07/09/2025

চন্দ্রগ্রহণের সময় নাগ-নাগিনীরা মিলন করে,, মিলনকালে নাগিনীরা মাথা থেকে মণি খুলে পাশে রেখে দেয়।এখন সেই মণির সন্ধানে বের হচ্ছি তাই পার্টনারের প্রয়োজন।

16/08/2025
13/08/2025

আমি এখন আমার নিজের দুইটা কালা পাথরগুলো নিয়ে টেনশনে আছি!🙂

09/08/2025

মস্তিষ্কের চেয়ে বড়ো কোনো কবরস্থান নেই।কত সপ্ন,কতো আশা, কত কিছু দাফন হলো

সকালে বিয়ে হয়েছেসন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে! #অপরাধ: শ্বশুরের সামনে বিড়ি ধরাইছিলো😬৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশ...
07/08/2025

সকালে বিয়ে হয়েছে
সন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে!

#অপরাধ: শ্বশুরের সামনে বিড়ি ধরাইছিলো😬

৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশেন্টকে রেডি করে দিলাম!!

#রোগীর_ভাষ্য:
শ্বশুর আমার খালু!
আগেও একসাথে বিড়ি খাইছি!!
বিয়ের পরেই খালু শ্বশুর হয়ে গেছে!!!

✒️ ডা. সাব্বির আহমেদ
Courtesy: Doctor's Diary

05/08/2025

অনেকের আজকে বিম্পি করার একবছর পূর্ণ হলো!

অবশেষে পারমিশন দিলো
03/08/2025

অবশেষে পারমিশন দিলো

বন্ধু একটা মুভি ডাউনলোড দিতে বললো। মুভির নাম ছাইয়ারা। প্রথমে ভাবলাম, মোশারফ করিমের ছাইয়া ছাইয়া নাটকের কাহিনীর মতো কিছু হ...
03/08/2025

বন্ধু একটা মুভি ডাউনলোড দিতে বললো। মুভির নাম ছাইয়ারা।

প্রথমে ভাবলাম, মোশারফ করিমের ছাইয়া ছাইয়া নাটকের কাহিনীর মতো কিছু হবে।

বন্ধু বললো, নাহ। এটা হিন্দি মুভি। খুবই নাকি ইমোশনাল।

মুভির শুরুতে নায়িকা বিয়া করার জন্য কোর্টে অপেক্ষা করে। প্রেমিক বলে, তুমি রাস্তা মাপো।

সেই থেকে মাইয়া কান্দে। খাতায় কবিতা লেখে।

নতুন একটা নায়ক আসে। এটাই মেইন হিরো। খুব হ্যানসাম। কাউরে গোনায় ধরে না। গায়ক হতে চায়।

দুজনের সাথে দেখা হয়। প্রেম হয়। সেগস হয়। মাইয়া গান লেখে। পোলা গান গায়।

এর ভিত্রে মাইয়া অজ্ঞান হইয়া যায়। ডাক্তার বলে :

আপনার গাজনি ২.০ রোগ হইছে। আস্তে আস্তে আপনি সবাইকে ভুলে যাবেন। কাউকেই মনে থাকবে না।

কোন সিনেমায় যেন জিত আর শ্রাবন্তীর এরকম কাহিনী ছিলো। মেহজাবিন নিশোরো এমন কী যেন আছে।

এদিকে নায়কের বড় একটা কনসার্টে গান গাওয়ার কথা। নায়িকাও আসে। কিন্তু এই কনসার্টে নায়িকা তার এক্স বফকে দেখে সব ভুলে যায়। এক্স বফকে বলে, লাভ ইউ। এক্স বফ বলে, চলো সেগস করি। ওকে।

ঠিক এই সময়ে নায়ক হাজির হয়। এক্স বফকে মেরে হোতাইয়া ফেলে। নাক মুখ দিয়ে অক্ত বের হয়ে যায়। নায়িকা ছুরি দিয়া নায়ককে কোপ দিয়া বলে, তোর এত বড় সাহস। আমার জানকে মারিস। ভাগ ইহাছে।

এই সিনটা চেনাচেনা লাগছে।

মনে পড়ছে: রিলসে দেখেছিলাম। হল ভর্তি মানুষ টিস্যু হাতে নিয়ে এই দৃশ্য দেখে কানতেছে।

এরপর কী যেন হলো! ওহ। নায়িকা বরফের দেশে চলে যায়। খুঁজে পাওয়া যায় না। নায়ক বড় গায়ক হয়। একদিন নায়িকার সন্ধান পায়। বরফের দেশে গিয়ে নায়িকারে চেষ্টা করে স্মৃতি ফেরানোর। নায়িকা এক সময় চিনতে পারে।

।হ্যাপি এন্ডিং।

এই রোমান্টিক সিনেমা কোটি ভক্তকে কাঁদিয়ে নাকি ২০০ কোটির বেশী কামিয়েছে।

মুভি শেষে, আমি বন্ধু বললাম, এসব মুভি আমাকে কখনও সাজেস্ট করবি না। আমার সময়ের দাম আছে।

শরীর থেকে মেদ,মাথা থেকে জেদ,অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন । দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির
25/07/2025

শরীর থেকে মেদ,মাথা থেকে জেদ,অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন । দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির

23/07/2025

একমাত্র ছাত্রলীগ স্টুডেন্ট সাজার কারণেই ড. ইউনুস ভিক্ষুক সেজেছে।

Address

Sherpur
Dhaka
2100

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z Vaipar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gen Z Vaipar:

Share