23/10/2025
বাবার কিডনি অপারেশনের জন্য ব্যাংক থেকে তোলা ৩১ হাজার টাকা হারিয়ে ফেলেছেন মো. শাহাদাত হোসেন। কিন্তু সেই টাকাসহ মানিব্যাগটি ফিরিয়ে দিলেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান।
রাজধানীর নিউমার্কেট এলাকার নায়েমের গলির সামনে রাস্তায় পড়ে থাকা মানিব্যাগটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুড়িয়ে পান মেহেদী। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
মানিব্যাগ খুলে তিনি দেখেন, এর ভেতরে রয়েছে ৩১ হাজার ১৫৬ টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংক কার্ড। পরে মানিব্যাগে থাকা তথ্যের মাধ্যমে তিনি প্রকৃত মালিক শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে টাকাসহ মানিব্যাগটি তার হাতে ফিরিয়ে দেন। শাহাদাতের পিতার নাম আবুল বাশার।
মেহেদী হাসান বলেন, “আজকে রাত সাড়ে ৯টার দিকে আমি একটি মানিব্যাগ কুড়িয়ে পাই। মানিব্যাগে ৩১ হাজার ১৫৬ টাকা ছিল। আমি উক্ত মানিব্যাগ চেক করি। এরপর যথাযথ প্রমাণ মিলিয়ে মানিব্যাগ তাকে ফিরিয়ে দিতে সক্ষম হই। এই ৩১ হাজার টাকা ছিল তার বাবার কিডনির চিকিৎসার জন্য। তাকে মানিব্যাগ ফিরিয়ে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”
কীভাবে মালিকের সন্ধান পেলেন জানতে চাইলে তিনি বলেন, “তার মানিব্যাগে রড চুরি হওয়ার মামলার কাগজপত্র ছিল এবং তার ভিজিটিং কার্ড ছিল। এছাড়াও তার ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। যার ফলে সেখান থেকে তার নাম্বারটি পাওয়া যায়। পরে কল দিয়ে তাকে আনার পর তিনি তার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি সহ যথাযথ প্রমাণ দিয়ে আমার কাছ থেকে মানিব্যাগটি নেন।”
মানিব্যাগ ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শাহাদাত হোসেন বলেন, “আমি ব্যাংক থেকে টাকাগুলো উঠানোর পর মানিব্যাগে রাখি। কিন্তু ভুলবশত আমার মানিব্যাগটি হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি। এর মধ্যে মেহেদী ভাই আমাকে কল দিয়েছে। মানিব্যাগে থাকা আমার সব টাকা ঠিক আছে। আগামীকাল চাঁদপুরে আমার বাবার অপারেশন আছে। এই মুহূর্তে আমার জন্য টাকাগুলো খুবই উপকারী। মেহেদী ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তার সততায় আমি অভিভূত।”