DC Planet

DC Planet It is all about supremacy..! Know Thyself!

সাইন্সল্যাব এ চলছে টোকাই নিধন কর্মসূচি 🫶🏻
27/10/2025

সাইন্সল্যাব এ চলছে টোকাই নিধন কর্মসূচি 🫶🏻

ঢাকা কলেজ এর বাসে Ideal কলেজ এর শিক্ষার্থীদের হামলা। বাস চুর্ণবিচুর্ণ ও আহত ঢাকা কলেজ এর শিক্ষার্থীরা।
26/10/2025

ঢাকা কলেজ এর বাসে Ideal কলেজ এর শিক্ষার্থীদের হামলা। বাস চুর্ণবিচুর্ণ ও আহত ঢাকা কলেজ এর শিক্ষার্থীরা।

26/10/2025

ধানমন্ডি আইডিয়াল কলেজের সন্ত্রাসীরা ঢাকা কলেজে বাসের উপর আতঙ্কিত হামলা

Sneha Moni has been officially expelled from Viqarunnisa Noon School and College !
25/10/2025

Sneha Moni has been officially expelled from Viqarunnisa Noon School and College !

অ্যাহ্?
24/10/2025

অ্যাহ্?

আজ ভয়েজ অফ ইউথ হিউম্যানিটি বাংলাদেশ উদ্যোগে ঢাকা কলেজে শুরু হলো রক্তদান ক্যাম্প।ঢাকা কলেজের সকল হলে এবং ক্যাম্পাসের বিভি...
24/10/2025

আজ ভয়েজ অফ ইউথ হিউম্যানিটি বাংলাদেশ উদ্যোগে ঢাকা কলেজে শুরু হলো রক্তদান ক্যাম্প।
ঢাকা কলেজের সকল হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় QR কোড লাগানো হয়েছে।
অংশগ্রহণকারীরা QR কোড স্ক্যান করে গ্রুপে যুক্ত হচ্ছেন।
আপনিও অংশ নিন—রক্ত দিন, কারো জীবন বাঁচান।
একটি ছোট পদক্ষেপ, হাজারো জীবনের আশা।

বাবার কিডনি অপারেশনের জন্য ব্যাংক থেকে তোলা ৩১ হাজার টাকা হারিয়ে ফেলেছেন মো. শাহাদাত হোসেন। কিন্তু সেই টাকাসহ মানিব্যাগট...
23/10/2025

বাবার কিডনি অপারেশনের জন্য ব্যাংক থেকে তোলা ৩১ হাজার টাকা হারিয়ে ফেলেছেন মো. শাহাদাত হোসেন। কিন্তু সেই টাকাসহ মানিব্যাগটি ফিরিয়ে দিলেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান।



রাজধানীর নিউমার্কেট এলাকার নায়েমের গলির সামনে রাস্তায় পড়ে থাকা মানিব্যাগটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুড়িয়ে পান মেহেদী। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।



মানিব্যাগ খুলে তিনি দেখেন, এর ভেতরে রয়েছে ৩১ হাজার ১৫৬ টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংক কার্ড। পরে মানিব্যাগে থাকা তথ্যের মাধ্যমে তিনি প্রকৃত মালিক শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে টাকাসহ মানিব্যাগটি তার হাতে ফিরিয়ে দেন। শাহাদাতের পিতার নাম আবুল বাশার।



মেহেদী হাসান বলেন, “আজকে রাত সাড়ে ৯টার দিকে আমি একটি মানিব্যাগ কুড়িয়ে পাই। মানিব্যাগে ৩১ হাজার ১৫৬ টাকা ছিল। আমি উক্ত মানিব্যাগ চেক করি। এরপর যথাযথ প্রমাণ মিলিয়ে মানিব্যাগ তাকে ফিরিয়ে দিতে সক্ষম হই। এই ৩১ হাজার টাকা ছিল তার বাবার কিডনির চিকিৎসার জন্য। তাকে মানিব্যাগ ফিরিয়ে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”



কীভাবে মালিকের সন্ধান পেলেন জানতে চাইলে তিনি বলেন, “তার মানিব্যাগে রড চুরি হওয়ার মামলার কাগজপত্র ছিল এবং তার ভিজিটিং কার্ড ছিল। এছাড়াও তার ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। যার ফলে সেখান থেকে তার নাম্বারটি পাওয়া যায়। পরে কল দিয়ে তাকে আনার পর তিনি তার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি সহ যথাযথ প্রমাণ দিয়ে আমার কাছ থেকে মানিব্যাগটি নেন।”



মানিব্যাগ ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শাহাদাত হোসেন বলেন, “আমি ব্যাংক থেকে টাকাগুলো উঠানোর পর মানিব্যাগে রাখি। কিন্তু ভুলবশত আমার মানিব্যাগটি হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি। এর মধ্যে মেহেদী ভাই আমাকে কল দিয়েছে। মানিব্যাগে থাকা আমার সব টাকা ঠিক আছে। আগামীকাল চাঁদপুরে আমার বাবার অপারেশন আছে। এই মুহূর্তে আমার জন্য টাকাগুলো খুবই উপকারী। মেহেদী ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তার সততায় আমি অভিভূত।”

ডিসিয়ান টু রাবিয়ান ❤️
20/10/2025

ডিসিয়ান টু রাবিয়ান ❤️

19/10/2025

২৭ ব্যাচ থেকে পেইজে কিছু মডারেটর নেওয়া হবে। আগ্রহীরা ইনবক্স করো

Boom💥 Top 3©GSC Planet
16/10/2025

Boom💥 Top 3

©GSC Planet

HSC-2025 result of Dhaka College ❤️‍🔥Congrats Boys!
16/10/2025

HSC-2025 result of Dhaka College ❤️‍🔥
Congrats Boys!

তোমরা যারা ঢাকা কলেজ শিক্ষকেরও ইন্টারমিডিয়েট ছাত্রদের  গায়ে হাত দিয়ে শিক্ষক লাউঞ্জে ভাং'চুর করছেন তাদেরকে বলছি এই কলেজ দ...
13/10/2025

তোমরা যারা ঢাকা কলেজ শিক্ষকেরও ইন্টারমিডিয়েট ছাত্রদের গায়ে হাত দিয়ে শিক্ষক লাউঞ্জে ভাং'চুর করছেন তাদেরকে বলছি এই কলেজ দুইশত বছর ইতিহাসে এমন ঘ'টনা করে করেনি।

Address

Hazaribag

Website

Alerts

Be the first to know and let us send you an email when DC Planet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share