True message

True message Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from True message, Media/News Company, Dhaka.
(1)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমাদের TRUE MESSAGE ইউটিউব এবং ফেইসবুকের ভিডিও গুলো আপনার কাছে ভালো লাগবে। তাই অনুরোধ থাকবে আমাদের সাথে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

25/07/2025

ড. এনায়েত উল্লা আব্বাসী তত্বাবাধায়ক সরকার'কে করা হুশি"য়ারী দিয়ে যা বললেন।বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্র'তিবাদে।

25/07/2025

একজন ভালো মানুষ ছাড়া দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়।
সেনা প্রধান, ওয়াকার -উজ -জামান।

24/07/2025

বিচারপতি খায়রুল হকের যে সকল কু"ক"র্মের কারনে
গ্রে"ফ"তার করা হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রে"ফ"তার, রাজধানীর ধানমন্ডি থেকে তাকে ডিবি পুলিশ গ্রে"ফ"তার করে।
24/07/2025

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রে"ফ"তার,
রাজধানীর ধানমন্ডি থেকে তাকে ডিবি পুলিশ গ্রে"ফ"তার করে।

23/07/2025

মাইলস্টোন কলেজে আমি যা দেখেছি তা মিডিয়া বা নিউজে সঠিকভাবে তুলে ধরা হয়নি। সাংবাদিক আলি আজগর ইমন।

23/07/2025

মাইজভান্ডার দরবার শরিফের অন্যতম আওলাদ হজরত শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ইন্তে"কাল করেছেন।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে
তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া রাজিউন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

ডা. দিদারুল হক মাইজভান্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাইজভান্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচারে তার অনবদ্য অবদান ছিল, এবং তিনি বিভিন্ন ধর্মীয় আলোচনা ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

23/07/2025

মেয়ের কফিনে চুমু দিয়ে শে"ষ বি"দা"য় দিলেন বাবা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূ"র্ঘ"ট"না।

22/07/2025

আ"হত -নিহ'ত'দের স্মরণে মিলাদ মাহাফিল ও দোয়া।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে' মিলাদ– মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।"
#নিউজ

22/07/2025

৫০ লক্ষ টাকা অনুদান দিচ্ছে জামায়াতে ইসলামী।
বিমান বি"ধ্ব"স্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা

উত্তরা মাইলস্টোন স্কুলে ম*র্মা*ন্তি*ক বিমান বি*ধ্ব*স্তে*র ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

22/07/2025

“ বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আহতদের পাশে জাকের পার্টির "

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আহত কোমলমতি শিক্ষার্থীদের দেখতে " রাজধানীর বার্ন ইন্সটিটিউটে ছুটে যান জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।" এ সময় তার সাথে ছিল, জাকের পার্টি চিকিৎসক ফ্রন্টের বিশেষজ্ঞ চিকিৎসক টিম " জাকের পার্টি ছাত্রফ্রন্টের মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ মেডিকেল টিম। " আপদকালীন ব্লাড ডোনেশন ইউনিট। " এছাড়াও তার সাথে জাকের পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।"

শামীম হায়দার ইমার্জেন্সি ইউনিটসহ অন্যান্য ইউনিটে ঘুরে ঘুরে আহত শিক্ষার্থীদের পাশে যান।" চিকিৎসার খোঁজ–খবর নেন। " কর্তব্যরত চিকিৎসক, নার্স, ভলান্টিয়ার এবং শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের সাথে কথা বলেন। সহমর্মিতা ও সমবেদনা জানান। এবং মনোবল অটুট রাখার জন্য আহ্বান জানান।

ও সকলের দ্রুততম সময়ে সুস্থতা কামনা করেন।"

বিশেষ দোয়া

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে' মিলাদ– মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।"
#নিউজ

21/07/2025

বিশ্ব জাকের মঞ্জীল কর্মী গ্রুপ ছাত্র এর পক্ষ থেকে সেচ্ছায় রক্ত দান এবং বার্ন ইউনিটের সামনে সেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বি*ধ্ব*স্ত হয়।

21/07/2025

প্রত্যক্ষ্যদর্শী বলছেন ১৫০ প্লাস লা /শ দেখেছেন ঘটনা স্থলে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when True message posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share