দৈনিক শতবর্ষ

দৈনিক শতবর্ষ Dainikshatabarsa is an online news portal in Bangladesh. It is Official page of Dainikshata

06/08/2025
ইট পাথরে শহর ছেড়ে সাগর পানের পথে সাংবাদিক ঐক্য❤️
06/08/2025

ইট পাথরে শহর ছেড়ে সাগর পানের পথে সাংবাদিক ঐক্য❤️

05/08/2025

টুঙ্গিপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
"ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা"—এই শ্লোগানকে ধারণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন-২০২৫।

মঙ্গলবার (৫ আগস্ট) টুঙ্গিপাড়ার পাটগাতী মরিয়ম সুপার মার্কেট প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এইচ.এম. ছালমান ফার্সী।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন টুঙ্গিপাড়া থানা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শাখার কওমী মাদ্রাসা সম্পাদক মোঃ নিয়ামুল ইসলাম।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, ইনসাফ, ন্যায়-নীতি ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শই সর্বাধিক কার্যকর। বর্তমান সমাজে বৈষম্য ও শোষণ দূর করতে ইসলামী শিক্ষার বাস্তব প্রয়োগ অপরিহার্য।

সম্মেলনের শেষাংশে জেলা সহ-সভাপতি এইচ.এম. ছালমান ফার্সী ২০২৪-২০২৫ সেশনের টুঙ্গিপাড়া থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: মোঃ রইসুল ইসলাম
সাধারণ সম্পাদক: মোঃ সাকিব শেখ

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী, যুবসমাজ ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় র‍্যালি টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিততানভীর আহম্মেদ সায়াদ,গোপালগঞ্জ গোপালগঞ্জের টুঙ...
05/08/2025

টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় র‍্যালি টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত

তানভীর আহম্মেদ সায়াদ,গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন টুঙ্গিপাড়া পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এই আগস্ট মাসে আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ র‍্যালির আয়োজন করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর ছবি সম্বলিত ব্যানারে র‍্যালির আহ্বান জানানো হয়। টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন: পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, সাধারন সম্পাদক জিহাদুল ইসলাম বাবু,সিনিয়র সহ-সভাপতি এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, ,সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক ডা:আবু জাফর খান,যুবদলের ইরশাদ হোসেন মনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ সাগর শেখ ,রেজাউল করিম, আজাদ শেখ,ছাত্রদলের মোঃ ইয়েন মুন্সী,তানভীর আহম্মেদ সায়াদ,রাতুল বিশ্বাস,এস এম তামিমসহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পৌর বিএনপি'র সভাপতি ইমদাদ হোসেন মোল্লা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজপথে আছে এবং থাকবে।” তাঁরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

এই বিজয় র‍্যালির মধ্য দিয়ে টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা নতুন উদ্দীপনা ও সাহসের সাথে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

টুঙ্গিপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই প...
26/07/2025

টুঙ্গিপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সমাজকল্যান মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়।

প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা। পরের পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা হয়।

সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস সহ কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা ও শতাধিক নারী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামাতো ভাই ও টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা উত...
24/07/2025

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামাতো ভাই ও টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা উত্তরা পশ্চিম থানায় গ্রেফতার। এতথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোঃ আব্দুর রহিম মোল্লা। তাকে আজ আদালতে তোলা হবে।

ফকিরহাটে অসুস্থ ভারসাম্যহীন সেই বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও সৈয়দ আলী, ফকিরহাট :ফকিরহাটে অসুস্থ ভারসাম্যহীন সেই ...
23/07/2025

ফকিরহাটে অসুস্থ ভারসাম্যহীন সেই বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও
সৈয়দ আলী, ফকিরহাট :

ফকিরহাটে অসুস্থ ভারসাম্যহীন সেই বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

তার চিকিৎসার জন্য তাকে বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এ্যাম্বুলেন্স করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার সাথে সর্বক্ষনিক থাকার জন্য এক নারী উদ্যোক্তাকে পাঠানো হয়েছে। তার এই মহৎ উদ্যোগের জন্য এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয়রা জানান, ৭৫বছর বয়স্ক এই অজ্ঞাত পরিচয়ের ভারসাম্যহীন বৃদ্ধা প্রায় ২০ থেকে ২৫ বছর আগে ফকিরহাটে আসেন। এরপর থেকে তিনি ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা থানার মোড় এলাকায় ঘুরাঘুরি করেন। উপজেলা প্রশাসনসহ যে যখন যা খেতে দেয় তা খেয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। কেউ খেতে না দিলে সেদিন না খেয়ে খাকতে হয় তাকে। তিনি কিছুদিন যাবৎ উপজেলা পরিষদ ভবন এলাকায় টিনের ছাউনি ও একটি খাটের উপর বসবাস করতেন। ঝড়-বৃষ্টি এলে ও রাতে তিনি সেখানেই থাকতেন। কিন্তু সেখানে উপজেলা পরিষদ সম্প্রসারণ কমপ্লেক্স ভবন নির্মাণ করায় সেখান থেকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি খাটের উপর অবস্থান নেন। তাকে কেউ বিরুক্ত করলে তিনি লাঠি নিয়ে তেড়ে আসেন। তবে তার নাম ও ঠিকানা কেউ বলতে পারেন না।

তিনি বর্তমানে ভীষন অসুস্থ হয়ে পড়েছেন। তার একটি পা পচন ধরেছে। যা স্থানীয়দের নজরে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর তিনি নিজ ওই বৃদ্ধাকে দেখতে যান। এরপর তিনি তার চিকিৎসার দায়িত্ব গ্রহন করেন। তার এই উদ্যোগের জন্য স্থানীয়রা তাকে সাধুবাদ জানিয়েছেন।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, স্থানয়িদের মাধ্যমে জানতে পারি ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের অসুস্থ ওই বৃদ্ধাকে বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় এ্যাম্বুলেন্স করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেখাশুনার জন্য সুমি হাওলাদার নামে এক নারী উদ্যোক্ত সাথে পাঠানো হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন চিকিৎসককে বিষয়টি অবগত করা হয়েছে। ওই বৃদ্ধার যাবতঅয় খরচ তিনি বহন করবেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর থেকে সহায়তা করার কথা জানিয়েছেন বলে এ কর্মকর্তা জানান।

23/07/2025

গোপালগঞ্জে আদালতে বিচারপ্রার্থী দের তথ্য সেবা সহজলভ্য করতে উদ্বোধন করা হয়েছে তথ্য ও সেবা কেন্দ্র

23/07/2025

গোপালগঞ্জে গত ১৬ জুলাই এনসিপির সথসভাকে নস্যাৎ করার লক্ষ্যে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনায় ৮২ জন নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে পুলিশের মামলা

Address

Tungipara
Gopalganj
8112

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক শতবর্ষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক শতবর্ষ:

Share