Freelancer Tasnim Sajeeb

Freelancer Tasnim Sajeeb Freelancer || Digital Marketer ||
Graphic Designer || Entrepreneur ||

07/07/2025

দোয়া নংঃ ৮৭৭ - দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #১

এই দুআটি পড়লে আমি ক্বলবের মাঝে ভিন্নরকম সুকূন ফিল করি।

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ

হে দয়াময় আল্লাহ! আপনি আমার দ্বীনকে সুন্দর ও শক্তপোক্ত করে দিন, —যা আমার জীবনের নিরাপত্তার মূলভিত্তি।

আমার দুনিয়ার অবস্থাকে আপনি ভালো করে দিন,
—যেখানে আমি জীবিকা নির্বাহ করি।

আমার আখিরাতকেও আপনি সুশোভিত 'সুন্দর' করুন, —যেখানে একদিন আমাকে ফিরে যেতে হবে।

আমার জীবনকে সব রকম ভালো কাজের জন্য সমৃদ্ধ করে দিন। আর মৃত্যুকে করে দিন আমার জন্য সকল অকল্যাণ থেকে মুক্তির উপায়।”

রেফারেন্স: মুসলিমঃ ২৭২০
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

19/06/2025

Will be" is used to indicate actions or states that will occur in the future. It's employed in the simple future tense, often when the specific time is unspecified, and also in the future continuous tense. Additionally, "will be" can be used in the passive voice of the simple future.

Here's a breakdown of its uses:

1. Simple Future Tense (Active Voice):

Used to talk about actions or events that will happen in the future, without specifying a particular time.

Example: "I will be at the meeting tomorrow".

Example: "The game will be exciting".

2. Future Continuous Tense:

Used to describe actions that will be in progress at a specific time in the future.

Example: "This time next week, I will be traveling to London".

Example: "They will be working late tonight".

3. Simple Future Tense (Passive Voice):

Used when the subject of the sentence receives the action in the future.

Example: "The report will be submitted by the team".

Example: "The cake will be eaten by everyone".

4. Other Uses:

"Will be" can also be used to express predictions, make promises, or talk about what someone intends to do in the future.

Example: "I think it will be sunny tomorrow".

Example: "We will be there for you".

Example: "I will be happy to help you".

In summary, "will be" is a versatile verb form that allows you to talk about a wide range of future events and actions, whether they are ongoing, completed in the future, or simply expected to happen.

"Will be" ব্যবহার করা হয় ভবিষ্যতে ঘটবে এমন ক্রিয়া বা অবস্থা নির্দেশ করতে। এটি সরল ভবিষ্যৎ কালে ব্যবহৃত হয়, প্রায়শই যখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট না থাকে, এবং ভবিষ্যতের ধারাবাহিক কালেও ব্যবহৃত হয়। এছাড়াও, "will be" সরল ভবিষ্যতের নিষ্ক্রিয় কণ্ঠে ব্যবহার করা যেতে পারে।

এখানে এর ব্যবহারের একটি বিশদ বিবরণ দেওয়া হল:

১. সরল ভবিষ্যৎ কাল (সক্রিয় কণ্ঠ):

কোন নির্দিষ্ট সময় নির্দিষ্ট না করে ভবিষ্যতে ঘটবে এমন ক্রিয়া বা ঘটনা সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয়।

উদাহরণ: "আমি আগামীকাল সভায় থাকব"।

উদাহরণ: "খেলাটি উত্তেজনাপূর্ণ হবে"।

২. ভবিষ্যৎ ধারাবাহিক কাল:

ভবিষ্যৎ একটি নির্দিষ্ট সময়ে চলমান ক্রিয়া বর্ণনা করতে ব্যবহৃত হয়।

উদাহরণ: "এই সময় পরের সপ্তাহে, আমি লন্ডনে ভ্রমণ করব"।

উদাহরণ: "তারা আজ রাতে দেরিতে কাজ করবে"।

৩. সরল ভবিষ্যৎ কাল (নিষ্ক্রিয় কণ্ঠ):

যখন বাক্যের বিষয় ক্রিয়াটি গ্রহণ করে তখন ব্যবহৃত হয় ভবিষ্যৎ।

উদাহরণ: "প্রতিবেদনটি দল জমা দেবে"।

উদাহরণ: "সবাই কেক খাবে"।

৪. অন্যান্য ব্যবহার:

"Will be" ভবিষ্যদ্বাণী প্রকাশ করতে, প্রতিশ্রুতি দিতে বা ভবিষ্যতে কেউ কী করতে চায় সে সম্পর্কে কথা বলতেও ব্যবহার করা যেতে পারে।

উদাহরণ: "আমি মনে করি আগামীকাল রৌদ্রোজ্জ্বল হবে"।

উদাহরণ: "আমরা আপনার জন্য থাকব"।

উদাহরণ: "আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব"।

সংক্ষেপে, "will be" হল একটি বহুমুখী ক্রিয়াপদের রূপ যা আপনাকে ভবিষ্যতের বিভিন্ন ঘটনা এবং ক্রিয়া সম্পর্কে কথা বলতে দেয়, সেগুলি চলমান হোক, ভবিষ্যতে সম্পন্ন হোক বা কেবল ঘটবে বলে আশা করা হোক।

14/02/2025

আপনার চাকুরি দরকার? ব্যবসার মূলধন নেই?
রিযিকের ব্যাপারে পেরেশানিতে ভুগছেন? বিপদ-আপদ,দুঃখ-দুঃচিন্তা থেকে মুক্তি চাচ্ছেন?বিয়ে হচ্ছেনা?সন্তান দরকার? পার্থিব জীবনে সমৃদ্ধি দরকার? ফসল-ফলাদির ভালো ফলন দরকার?

আপনার সব কিছুর সমাধান একটা আমলের মধ্যে রয়েছে,তা হচ্ছে- ইস্তিগফারের আমল। ইস্তিগফারকে নিজের জীবনে আবশ্যক করে নেন। চলতে,বসতে,ঘুরতে সব সময় ঠোঁটে ইস্তিগফারের আমল জারি রাখুন।

হাদিসে এসেছে যার মূল বক্তব্য মোটামুটি এই রকম," যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নিবে আল্লাহ তায়ালা তার জন্য প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে বের হওয়ার পথ খুলে দিবেন,তার প্রতিটি উদ্বেগ-অস্থিরতা দূর করে দিবেন। এবং তাকে কল্পনাতীত উৎস থেকে রিযিক প্রদান করবেন।"

হাসান আল বসরি রাহিমাহুল্লার বিখ্যাত সেই ঘটনা আমরা অনেকেই জানিঃ

"একবার হাসান বসরী রাহ. এর কাছে এক ব্যক্তি জানালো “ আমার ফসলে খরা লেগেছে। আমাকে আমল দিন” হাসান বসরী তাকে বললেন এস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল “আমি গরীব। আমাকে রিজক এর আমল দিন” হাসান রহ. তাকেও বলেলন এস্তেগফার করো। এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হও্য়ার আমল চাইলে তিনি বললেন, এস্তেগফার করো।” উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল, “সবাইকে এক পরামর্শই দিলেন যে?” বিখ্যাত তাবেয়ী হাসান বসরী রহ. বললেন “আমি নিজের পক্ষ থেকে কিছুই বলি নি। এটা বরং আল্লাহ তায়ালা তার কুরআনে শিখিয়েছেন । তারপর তিনি সুরা নুহ এর আয়াতটি তেলাওয়াত করলেন। (তাফসীরে কুরতুবী ১৮/৩০৩)


فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
নুহ আ. বললেন “তোমরা তোমাদের রবের কাছে এস্তেগফার করো। ( ক্ষমা চাও) নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বারিধারা বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন। তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।” (সুরা নূহ- ১০-১২)"

হাদিসে ইস্তিগফারের বেশ কিছু দু'আ এসেছে আমরা সেখান থেকে ইস্তিগফারের দু'আ উল্লেখ করছিঃ

ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। পাপের জন্য লজ্জিত,অনুতপ্ত হওয়া।

দোয়া-১:
======
মূল আরবীঃ ﺃَﺳﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪَ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ।

অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
প্রতি ওয়াক্তের ফরয সালাতে সালাম ফিরানোর পর রাসুলুল্লাহ (সাঃ) এই দোয়া ৩ বার পড়তেন। [মিশকাত-৯৬১]

দোয়া-২:
======
মূল আরবীঃ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪَ ﻭَﺃَﺗُﻮْﺏُ ﺇِﻟَﻴْﻪِ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি।

রাসুলুল্লাহ (সাঃ) প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ও ইসতিগফার করতেন। [বুখারী-৬৩০৭]

দোয়া-৩:
======
মূল আরবীঃ ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲْ ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻲَّ ﺇِﻧَّﻚَ ‏( ﺃﻧْﺖَ ‏) ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟﺮَّﺣِﻴْﻢُ ‏( ﺍﻟﻐَﻔُﻮْﺭُ )
উচ্চারণঃ রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম। দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: ‘গাফূর’।
অনুবাদঃ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।

রাসুলুল্লাহ (সাঃ) মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন। [আবূ দাঊদ-১৫১৬, ইবনু মাজাহ-৩৮১৪, তিরমিযী-৩৪৩৪, মিশকাত-২৩৫২]

দোয়া-৪:
======
মূল আরবীঃ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻰُّ ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ ﻭَﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻪِ

উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।

অনুবাদঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তাওবাহ্ করি।

এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন-যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। [আবু দাউদ-১৫১৭, তিরমিযী-৩৫৭৭, মিশকাত-২৩৫৩]

দোয়া-৫:
ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দু'আঃসাইয়্যিদুল ইস্তিগফার:

======

মূল আরবীঃ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺭَﺑِّﻲ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ ﺧَﻠَﻘْﺘَﻨِﻲ ﻭَﺃَﻧَﺎ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﺃَﻧَﺎ ﻋَﻠَﻰ ﻋَﻬْﺪِﻙَ ﻭَﻭَﻋْﺪِﻙَ ﻣَﺎ ﺍﺳْﺘَﻄَﻌْﺖُ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺻَﻨَﻌْﺖُ ﺃَﺑُﻮﺀُ ﻟَﻚَ ﺑِﻨِﻌْﻤَﺘِﻚَ ﻋَﻠَﻲَّ ﻭَﺃَﺑُﻮﺀُ ﻟَﻚَ ﺑِﺬَﻧْﺒِﻲ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﺎ ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ

উচ্চারণঃ আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ’উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা

অনুবাদঃ হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

যে বুক্তি সকাল, সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে, সে ঐ দিন কিংবা রাতে মারা গেলে অনবশ্যই জান্নাতে যাবে। [বুখারীঃ৬৩০৬]


06/12/2024

এত অভিমান করছো কেন ছোট 😊
হকার বাবু তুমি থাকলেই চলবে😊

#হকার #সাংবাদিক #ভারত #বাংলাদেশ

যা পাইনি, তা কোন দিন পাওয়ার কথা ছিল না। আর যা পাব, তা কখনও হাতছাড়া হওয়া সম্ভব নয়, এই বিশ্বাসের নামই হল তাকদির। একজন মুমি...
18/10/2024

যা পাইনি, তা কোন দিন পাওয়ার কথা ছিল না। আর যা পাব, তা কখনও হাতছাড়া হওয়া সম্ভব নয়, এই বিশ্বাসের নামই হল তাকদির। একজন মুমিন হিসেবে দৃঢ়ভাবে আমি এই বিশ্বাস বুকে ধারণ করি। এটা আমার যে-কোন আশাভঙ্গের বেদনাকে ধূলিসাৎ করে দেয়, না-পাওয়ার কষ্টকে প্রশমিত করে। তাকদীরের ওপর ঈমান মুমিনের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, মাঝেমাঝে খুব টের পাই।

বান্দা আল্লাহর ব্যাপারে যেমন বিশ্বাস পোষণ করে, তিনি তার সাথে সেরকম আচরণ করেন। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখা মুমিনের অন্যতম কর্তব্য। কোন কিছু হাতছাড়া হওয়ার পর বান্দা যদি সবর করে এবং আল্লাহর ব্যাপারে এই ধারণা রাখে, নিশ্চয়ই এই বিষয়টি প্রাপ্তির মধ্যে আমার অকল্যাণ ছিল; সেজন্যই আল্লাহ আমাকে তা দেননি, তাহলে আশা করা যায় আল্লাহ তাকে তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দান করবেন।

অনেক সময় আল্লাহ বান্দাকে তার কাঙ্ক্ষিত বস্তুটি দান করেন না এই জন্য যে, তিনি এর থেকেও ভাল কিছু তার জন্য আগামীতে বরাদ্দ রেখেছেন। তাই কোন জিনিস না পাওয়া মানে এই নয় যে, তার ভাগ্য খারাপ। মুমিন সবসময় বলবে, হাসবুনাল্লাহ ওয়ানি'মাল ওয়াকীল — আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম ব্যবস্থাপক।

আল্লাহ তাআলা বলেন,
এবং অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। [সুরা আদ্ব-দ্বোহা ৫]

• সুতরাং তুমি সবরকারীদের সুসংবাদ দাও। [সুরা আল-বাকারাহ ১৫৫]

লেখাঃ আবদুল্লাহ আল মাসুদ

29/02/2024

বেশি বেশি পড়ব
(رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ)
এতে আছে তিনটি ইবাদত: দোয়া, মাতাপিতার প্রতি সদাচার ও ইস্তেগফার।
©আতিক উল্লাহ হাফি ঃ

21/02/2024

এয়ারপোর্ট কত? চালক: ৩৫০ টাকা। আমার স্বামী সাথে গেলে? চালক: ৩৫০। দেখলে, সাধে কি বলি, খোদার দুনিয়ায় তোমার একপয়সার দামও নেই?😏

~শায়েখ আতিক উল্লাহ হাফি

Alhamdulillah
11/02/2024

Alhamdulillah




No caption 🤣🤣🤣           ゚viralシ
08/02/2024

No caption 🤣🤣🤣


゚viralシ

31/01/2024

কাচ্চি ভাইয়ের দিন শেষ, কাচ্চি ভাবীর বাংলাদেশ  😏😏        ゚
29/01/2024

কাচ্চি ভাইয়ের দিন শেষ, কাচ্চি ভাবীর বাংলাদেশ 😏😏




21/01/2024

Stay alone
& be happy 😏

Address

Dhaka

Telephone

+8801600011215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Tasnim Sajeeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Tasnim Sajeeb:

Share