BD Prime News

BD Prime News সত্যের সন্ধানে সবসময় সবখানে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১৫৩৬৬৮১১
(4)

04/08/2025
২০২৫-২৬ করবর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব...
03/08/2025

২০২৫-২৬ করবর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩ আগস্ট) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর।

আদেশে বলা হয়, করদাতাদের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd এর মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে চার শ্রেণির করদাতা এতে ছাড় পাবেন।

তারা হলেন-৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা। শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে)। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। এই চার শ্রেণির করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল

২০২৫-২৬ করবর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাত...

আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসি...
03/08/2025

আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে ১৫৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৫.৪

আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুর, রাজশাহী,...

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ – রাজধানীর ব্যস্ততম সড়ক মিরপুর রোডে অনুরাগ শো-রুমের পাশে ডিসি অফিসের মিটার সংলগ্ন এলাকায় গত রাত আনুম...
03/08/2025

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ – রাজধানীর ব্যস্ততম সড়ক মিরপুর রোডে অনুরাগ শো-রুমের পাশে ডিসি অফিসের মিটার সংলগ্ন এলাকায় গত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে স্টেইনলেস স্টিল (এসএস) ব্যারিকেড চুরির একটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি মাঝরাতে একটি যানবাহন নিয়ে এসে রাস্তার মাঝখানে স্থাপিত এসএস ব্যারিকেড খুলতে থাকে। সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে গেলে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে চোর সন্দেহে দুইজনকে আটক করা হলেও, তারা নিজেদের নির্দোষ দাবি করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় এ সময়টায় কোনো টহল পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের অপরাধ প্রতিরোধে সড়কে নিয়মিত টহল থাকা জরুরি।
একজন বাসিন্দা বলেন,
“এসএস ব্যারিকেড চুরি হলে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এটা শুধু চুরি নয়, জননিরাপত্তার জন্য বড় হুমকি। অথচ পুলিশ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছিল না।”
এলাকাবাসীর অভিযোগ, ডিসি অফিসের

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ – রাজধানীর ব্যস্ততম সড়ক মিরপুর রোডে অনুরাগ শো-রুমের পাশে ডিসি অফিসের মিটার সংলগ্ন এলাকায় গত রা...

রাজধানীর স্বনামধন্য প্রাইম হাসপাতাল–এর আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আজ থেকে নতুন রূপে সুসজ্জিত হয়ে পূর্ণাঙ্গ সেবা চালু ...
03/08/2025

রাজধানীর স্বনামধন্য প্রাইম হাসপাতাল–এর আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আজ থেকে নতুন রূপে সুসজ্জিত হয়ে পূর্ণাঙ্গ সেবা চালু করেছে। আধুনিকায়নের কাজ সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউনিটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

নতুন রূপে সাজানো আইসিইউ ইউনিটটিতে যুক্ত করা হয়েছে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সার্বক্ষণিক প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সিং টিম। এতে করে সংকটাপন্ন রোগীদের আরও দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রাইম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: আরমান চৌধুরী বলেন,

> “রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। নতুন আইসিইউ ইউনিটে আন্তর্জাতিক মানের সুবিধা সংযোজন করে আমরা সেই লক্ষ্য পূরণের পথে আরেক ধাপ এগিয়ে গেছি।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রাইম হাসপাতাল আরও বলেন,

> “আধুনিক চিকিৎসা সেবায় প্রাইম হাসপাতাল প্রতিনিয়ত উন্নয়ন করে যাচ্ছে। নতুন আইসিইউ ইউনিট চালুর মাধ্যমে গুরুতর রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”

নতুন আইসিইউ ইউনিটে যা রয়েছে:

-> উন্নতমানের লাইফ সাপোর্ট সিস্টেম
->

রাজধানীর স্বনামধন্য প্রাইম হাসপাতাল–এর আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আজ থেকে নতুন রূপে সুসজ্জিত হয়ে পূর্ণাঙ্গ স....

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান এবার সোশ্যাল মিডিয়ায় নিজের এক আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন। পোস্টে উঠে এসেছে অনু...
03/08/2025

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান এবার সোশ্যাল মিডিয়ায় নিজের এক আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন। পোস্টে উঠে এসেছে অনুশোচনা, উপলব্ধি আর জীবনের ভুল থেকে শেখার খোলা স্বীকারোক্তি। জানিয়েছেন, যদি বাবার উপদেশগুলো আরও আগেই মন দিয়ে শুনতেন, তাহলে জীবন হয়তো অন্যরকম হতে পারত।

শনিবার (২৭ জুলাই) নিজের একটি ছবি শেয়ার করে সালমান লেখেন,'বর্তমান কখনও অতীত হয়ে ওঠে, আর অতীত কখনও ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায়।

বর্তমানটাই আসল উপহার তাকে ঠিকভাবে ব্যবহার করো। ভুল করো না। বারবার করা ভুল এক সময় অভ্যাসে পরিণত হয়। কাউকে দোষ দিও না।

কেউ কখনও তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি নিজে থেকে করতে চাও না। '

পোস্টে আরও যোগ করেন, 'আমার বাবা (সেলিম খান) আমাকে এই কথাগুলো বলেছিলেন। এগুলো খুবই সত্যি কথা। যদি আমি আগেই শুনতাম, তাহলে জীবনটা অনেকটাই আলাদা হতো।তবে এখনও খুব দেরি হয়ে যায়নি। '

সালমানের এই মন্তব্য ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন ঠিক কী নিয়ে এত অনুশোচনা তার?

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান এবার সোশ্যাল মিডিয়ায় নিজের এক আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন। পোস্টে উঠে ....

চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুল মারা গেছেন। তিনি পেশায় একজন সংগীতশিল্পী ছিলেন। ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও...
03/08/2025

চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুল মারা গেছেন। তিনি পেশায় একজন সংগীতশিল্পী ছিলেন। ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাতুল গতকাল উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

রাতুলের এমন আকস্মিক প্রয়াণ মানতে পারছেন এদেশের সংগীতপ্রেমীরা। দেশের সংগীতাঙ্গনে যেন হঠাৎ করেই শোকস্তব্ধ হয়ে গেছে।

শোক প্রকাশ করছেন সংগীতশ্লিষ্টরা। গায়ক রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণবসঃ অনেকেই শোক প্রকাশ করছেন। শোক জানিয়েছে ব্যাণ্ড দল আর্ক, চিরকুটসহ দেশের সংগীতাঙ্গনের অনেক তারকা।

আজ সোমবার (২৮

চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুল মারা গেছেন। তিনি পেশায় একজন সংগীতশিল্পী ছিলেন। ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, ....

একই দেশের পতাকা নিয়ে মাঠে নামে দুই দল। ঘাম ঝরায়, জয়ের জন্য লড়াই করে। কিন্তু তারপরও দুই দলের পথ পুরোপুরি আলাদা। একদল ...
03/08/2025

একই দেশের পতাকা নিয়ে মাঠে নামে দুই দল। ঘাম ঝরায়, জয়ের জন্য লড়াই করে। কিন্তু তারপরও দুই দলের পথ পুরোপুরি আলাদা। একদল হাঁটে লাল কার্পেট বিছানো রাস্তায়, অন্য দল কাঁটা বিছানো পথে। বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দল যেন বিপরীত মেরুতে দাঁড়িয়ে। যেখানে পুরুষদের জন্য সুবিধা ও সমর্থনের ছড়াছড়ি। তুলনায় নারীরা পান না বলার মতো তেমন কিছু। নারীদের পথচলা বৈষম্য আর অবহেলার বিরুদ্ধে।

বাংলাদেশ পুরুষদের জাতীয় দল যেখানে ১৯৭৩ সালে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করেছিল, সেখানে নারী দল অপেক্ষা করেছে আরও ৩৭ বছর। ২০১০ সালের জানুয়ারিতে ঢাকায় সাফ নারী ফুটবলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছে বাংলাদেশ। কিন্তু ছেলেদের চেয়ে অনেক দেরিতে সূচনার পরও নারীরা যা করেছেন, তা সোনালি অক্ষরে লেখার মতো। পুরুষ ফুটবলের অর্জনের খাতা যদি হয় বিবর্ণ, নারীদের খাতা অনেক উজ্জ্বল।

সাফল্যে অনেকটা এগিয়ে মেয়েরা

অল্প সময় আর সীমিত সুযোগের পরও বাংলাদেশের নারী ফুটবল দল পুরুষদের চেয়ে কতটা এগিয়ে গেছে, তা পরিসংখ্যানই বলে দেয়।

২০১০ সালে শুরুর পর ২০২৫ সালের এই জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী দল খেলেছে ফিফা–স্বীকৃত ৭০টি ম্যাচ। এর

একই দেশের পতাকা নিয়ে মাঠে নামে দুই দল। ঘাম ঝরায়, জয়ের জন্য লড়াই করে। কিন্তু তারপরও দুই দলের পথ পুরোপুরি আলাদা।...

ছোট্ট আরিয়ান, ওমাইর আর বাপ্পির কবর পাশাপাশি। পাশ দিয়ে যাওয়ার সময় এই তিন শিশুর এক নারী আত্মীয় আরেকজনের কাছে জানতে চা...
26/07/2025

ছোট্ট আরিয়ান, ওমাইর আর বাপ্পির কবর পাশাপাশি। পাশ দিয়ে যাওয়ার সময় এই তিন শিশুর এক নারী আত্মীয় আরেকজনের কাছে জানতে চাইলেন, মাঝেরটা কি বাপ্পির কবর?

আরিয়ানের দাদি রাবেয়া খাতুন লাঠিতে ভর দিয়ে এসে কবরগুলোর কাছে দাঁড়ালেন। চোখ মুছলেন। একা একাই বললেন, ‘আল্লাহ আমারে না নিয়া এই তিন অবুঝ শিশুরে কেন নিল? ওদের তো যাওয়ার বয়স হয় নাই।’

আরিয়ান, ওমাইর আর বাপ্পি নিকটাত্মীয়। একসঙ্গে হেসেখেলে বড় হচ্ছিল তারা। পড়ত মাইলস্টোন স্কুলে। গত সোমবার স্কুলটিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর বিভিন্ন সময়েহাসপাতালে মারা যায় তারা। গভীর রাত পর্যন্ত একজনের পর একজনের লাশ এলাকায় আসতে থাকে, আর হাহাকার বাড়তে থাকে।

বুধবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছেই তারারটেক মসজিদ এলাকায় বিকেলে গিয়ে দেখা যায়, পারিবারিক কবরস্থানে দাফন করা কবরগুলোর পাশেই এই তিন শিশুর বাসা। আত্মীয় নন—এমন মানুষও কবরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলছেন।

আরিয়ান, ওমাইর আর বাপ্পি নিকটাত্মীয়। একসঙ্গে হেসেখেলে বড় হচ্ছিল তারা। পড়ত মাইলস্টোন স্কুলে। গত সোমবার স্কুলটিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর বিভিন্ন

ছোট্ট আরিয়ান, ওমাইর আর বাপ্পির কবর পাশাপাশি। পাশ দিয়ে যাওয়ার সময় এই তিন শিশুর এক নারী আত্মীয় আরেকজনের কাছে জ....

আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য রাজ...
26/07/2025

আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী-মন্ত্রীরা কোথায় থাকবেন, সে বিষয়ে সুপারিশ করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৭ জুলাই উচ্চপর্যায়ের একটি কমিটি করেছিল। ছয় সদস্যের এই কমিটির প্রধান ছিলেন একজন অতিরিক্ত সচিব। এই কমিটি রাজধানীর বেশ কিছু এলাকা সরেজমিন পরিদর্শন শেষে ২০ জুলাই মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে।

নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসনের জন্য কী করণীয়, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

ফারুক আহম্মেদ, অতিরিক্ত সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কোথায় থাকবেন, সেটি নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। এর কারণ

আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদ....

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার কাগজি লেবুর বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ লেবুর গাছে থোকায় থোকায় হলুদ আর সবুজ লেবু। কিন...
26/07/2025

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার কাগজি লেবুর বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ লেবুর গাছে থোকায় থোকায় হলুদ আর সবুজ লেবু। কিন্তু উৎপাদনের এই প্রাচুর্য কৃষকদের মুখে হাসি ফোটানোর বদলে এনেছে চরম হতাশা। বর্তমানে এক টাকায় দুটি কাগজি লেবু বিক্রি হচ্ছে। এতে কৃষকদের মাথায় হাত পড়েছে। লাভ তো দূরের কথা, আসল পুঁজি নিয়েও টানাটানি শুরু হয়েছে তাদের। উপজেলার চাঁদপুর গ্রামের লেবু চাষি বলেন, ‘দুই বিঘা জমিতে লেবুর বাগান করেছি। যে পরিমাণ শ্রম, সময় আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান দামে তা পুষিয়ে নেওয়া অসম্ভব। গাছের লেবু পেকে ঝরে পড়ছে। আমরা কী করব বুঝতে পারছি না। অনেকেই লেবু নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। কেউ কেউ পাকার আগেই গাছ থেকে লেবু সংগ্রহ করছেন। কারণ পাকলে পরিবহন ও সংরক্ষণ খরচ আরও বাড়বে।’ উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, লেবুর বহুমুখী ব্যবহার সচেতনতা বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতের মাধ্যমে নতুন বাজার তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে। যা কৃষকদের এই বিরাট ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে। এ মুহূর্তে সরকারি ও বেসরকারি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যাতে পরিশ্রমী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার কাগজি লেবুর বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ লেবুর গাছে থোকায় থোকায় হলুদ আর সবুজ ল.....

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়...
26/07/2025

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-র্পূব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন...

Address

1/1 Muktijoddha Tower-1, Collagegate, Gojnobi Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when BD Prime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Prime News:

Share