09/03/2025
চলমান সময়ের অন্যতম প্রাসঙ্গিক বিষয় নিয়ে বইগুলো লিখেছেন হেযবুত তওহীদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। বইগুলো পড়লে আপনারা জানতে পারবেন-
🌿 প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থা :-
আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হলে কেমন হবে রাষ্ট্রব্যবস্থা, কেমন হবে অর্থনৈতিক ব্যবস্থা, কেমন হবে বিচারব্যবস্থা, কেমন হবে সামরিক ব্যবস্থা, কেমন হবে নির্বাচনব্যবস্থা, কেমন হবে প্রশাসনিক ব্যবস্থা, কেমন হবে শিক্ষাব্যবস্থা, কীভাবে পরিচালিত হবে মসজিদগুলো, কীভাবে নির্বাচিত হবে শুরা পরিষদ, কীভাবে গঠিত হবে মন্ত্রিপরিষদ, কীভাবে পরিচালিত হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নারীনীতি কী হবে, সংখ্যালঘু নীতি কী হবে, যুদ্ধনীতি কী হবে, পররাষ্ট্রনীতি কী হবে, বাণিজ্যনীতি কী হবে, শ্রমনীতি কী হবে, কীভাবে কোর’আনের প্রত্যেকটা আদেশ-নিষেধ বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়ন করা হবে ইত্যাদি।
🌿 ধর্মব্যবসার ফাঁদে :-
আজকের বৈশ্বিক ভয়াবহ সঙ্কটে মুসলিম দাবিদার জনগোষ্ঠীটি নিপতিত। এমন কি তাদেরকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য পরাশক্তিধর রাষ্ট্রগুলো টার্গেট করেছে। এমতাস্থায় জাতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঐক ̈বদ্ধ হওয়া। এই ঐক ̈গঠনের পথে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ̄ স্বর্থকেন্দ্রিক ধর্মব্যবসা। এ মহাসংকট থেকে উদ্ধার পেতে হলে ধর্মব্যবসার বিষবৃক্ষকেই উপড়ে ফেলতে হবে। তা না হলে ধর্মের অনাবিল রূপ, প্রকৃত রূপ মানুষ কোনোদিন দেখতে পাবে না, ঐক ̈বদ্ধও হতে পারবে না। তাই ধর্মব্যবসার বিষয়ে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করা প্রত্যেক মানবকল্যণকামী, সত্যনিষ্ঠ মো’মেন, মুসলিমের কর্তব্য। সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
অথবা ঘরে বসে বইটি পেতে অর্ডার করুন এই নাম্বারে: 01686-462175
( আমরা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি )