02/11/2023
গল্প(কে প্রথম এসেছিলো )
লেখক: মোঃআসিফ হাসান
পর্ব ০১
সানজানা আমি তো চেষ্টা করতেছি নাকি।সব কিছু বলার সাথেই তো আর হয় না।আমাকে কয়েকটি দিন সময় দাও দেখো কিছু একটা হয়ে যাবে।আমি তো আর বসে নাই চাকরি তো খুজতেছি।
(আপনারা ভাবতেছেন আমি এসব কাকে বলতেছি, আসলে আমার গার্লফ্রেন্ড সানজানা)
সানজানা:আইএম সরি আসিফ.....
গতকাল রাতে আমার এনগেজমেন্ট হয়ে গেছে।ছেলে বিদেশের এক কোম্পানিতে চাকরি করে।মাস শেষে ভালো সেলারি পায়।
দিন শেষে প্রত্যেক বাবা মায় চায় তাদের সন্তানের নিরাপদ এক ভবিষ্যৎ দেখতে।আমার বাবা মাও তার ব্যতিক্রম নয়।
আইএম রিয়ালি সরি আসিফ।
আমি:না না তোমার সরি হওয়ার তো কোনো দরকার নাই।তুমি সরি বলছো কেনো?
তোমার এনগেজমেন্ট হওয়ার আগে তুমি আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করো নাই।
কি বলতেছো তুমি এসব।
সানজানা: মানুষ রাতের আধারকে তখনে অনুভব করে যখন সে জানে ভোর হবে,সূর্য উঠবে, কিন্তু যে ভবিষ্যতের কখনো ভরি হবে না সব সময় অন্ধকার থাকবে তার জন্য অপেক্ষা করার তো কোনো মানে নেই।
আমি: ভালো।তোমাকে আর অপেক্ষা করতে হবে না।তোমার আগামী ভোর সুন্দর হোক😡 ভালো থেকো।
সানজানা: তোমার জন্য আমি সব সময় দোয়া করি। তুমি আমার চেয়ে ভালো মেয়ে জীবনসঙ্গী হিসেবে পাবে।
(ফোনে কথা বলতে বলতে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি।আমি মোঃআসিফ হাসান।আসলে যার সাথে ফোনে কথা বললাম সে আমার গার্লফ্রেন্ড। গতকাল তার এনগেজমেন্ট হয়েগেছে।আমি বেকার তাই আমার সাথে এনগেজমেন্ট এর ব্যপারে আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করে নি।আসলে বাস্তব জীবনে বেচেঁ থাকতে বেকার এর কোনো মূল্য নাই।থাক এসব কথা গল্পে ফেরা যাক বাকি পরিচয় গল্প পড়লে বুজতে পারবেন)
সানজানা আমার জীবন থেকে যাওয়ার এক বছর হলো।এই এক বছরে আমার জীবন অন্যরকম হয়ে গেছে।
ওইদিকে সকালে সুসমিতা নাস্তা করার জন্য প্রিপারেশন নিচ্ছে তখনে ক্রিংক্রিংক্রিং
হ্যালো আসসালামু আলাইকুম তানভির ভাই।
(আপনারা ভাবতেছেন সুসমিতা আবার কে।তাহলে পরিচয় টা দিয়ে দেই। সুসমিতা হচ্ছে সাংবাদিক। আর তানভির হচ্ছে সুসমিতার বস।সব থেকে বড় কথা এই গল্পের নায়িকা সুসমিতা)
তানভির:আলাইকুম আসসালাম।এই সুসমিতা তুমি কোথায়।
সুসমিতাঃ আ আমি বাসায় স্যার
তানভিরঃদিন দুনিয়ার কোনো খবরে জানো না দেখছি।এই খবরে তুমি বাসায়
সুসমিতাঃকে কেন কি হয়েছে স্যার?
তানভিরঃকি একবার ভাই একবার স্যার বলো যেকোনো একটা ডাকবা মাঝে মাঝে দুলাভাইও ডাকতে পারো😁
সুসমিতাঃআ আ সরি স্যার আই মিন ভাইয়া আ সরি স্যার ভাইয়া।
তানভিরঃ বুঝছি তোমারে ডাবল স্টানে ধরছে।শুনো দিন দুনিয়ার কোনো খবরে তো রাখো না.... তরুণ উদ্যোক্তি হিসাবে যার ইন্টারভিউ নিতে চাইছিলা তার নাম মনে আছে।
সুসমিতাঃহ্যা মোঃআসিফ হাসান।কেন কি হয়েছে তার মা মারা গেছে?
তানভিরঃ না মারা যায় নাই, কিন্তু নতুন করে জন্ম গ্রহন করেছে।
সুসমিতাঃমানে কি
তানভিরঃমানে কিছু না।ভদ্রলোক কিছুক্ষণ আগে এক হাজার কোটি টাকার প্রজেক্ট পেয়েছে।
সুসমিতাঃwhat মানে সত্যি।
তানভিরঃ উনার ইন্টারভিউ টা তারাতারি নাও,আজি।
সুসমিতাঃআচ্ছা ভাইয়া মানে স্যার আমি দেখতেছি (খুশি হয়ে)
ক্রিংক্রিং হ্যালো আ আমি বিজনেস ইন সাইট পত্রিকা থেকে সুসমিতা বলছিলাম।আপনার বস মোঃআসিফ হাসানের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।তার কি একটু সময় হবে।জী,
না না মানে আসলে আমার ইন্টারভিউ টা নেয়া খুবি দরকার
আমার অল্প সময় হলেই চলে যাবে।আপনি একটু দেখুন না ম্যানেজ করা যায় কি না।
জী, হ্যা হ্যা আমি কাল আসতে পারবো নো প্রবলেম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।আ আপনার নাম টা কি! মিঃ রানা thank you Again Thank you so much (খুশি হয়ে)
আজ এই পর্যন্ত থাক
আমি নতুন লেখক। লেখায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ভালো থাকবেন সুস্থ থাকবেন।প্রথম পর্ব তাই ছোটো করে দিলাম আপনাদের সারা পেলে পরের পর্ব বড় করে দিবো ইনশাআল্লাহ্