Riad Mohammad Suman

Riad Mohammad Suman This page is made for personal blog and to share daily life work to the people. I hope you will enjoy

অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে ম্যাডাম মেহেরীন এখন নিজেই লড়ছেন মৃ'ত্যু'র সঙ্গে: ৮০ শতাংশ দ'গ্ধ শরীর নিয়েও শিশুদের বাঁচানো...
21/07/2025

অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে ম্যাডাম মেহেরীন এখন নিজেই লড়ছেন মৃ'ত্যু'র সঙ্গে: ৮০ শতাংশ দ'গ্ধ শরীর নিয়েও শিশুদের বাঁচানোর চেষ্টা করেন তিনি। মহান সৃষ্টিকর্তা উনাকে সুস্থতা দান করুক আমিন 🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ...
21/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বি/ধ্ব/স্ত হয়েছে।

আসুন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি: 🤲

আল্লাহুম্মা ইশফি মার্দ্বানা ওয়া মার্দ্বাল মুসলিমীন
অর্থ: হে আল্লাহ! আমাদের ও সব মুসলমান রোগীদের তুমি আরোগ্য দান করো।

রব্বানা লা তুআখিজনা ইন্না সিনা আও আখতো'না
বাংলা অনুবাদ: হে আমাদের পালনকর্তা! আমরা যদি ভুলে যাই বা ভুল করি, তাহলে আমাদের তুমি পাকড়াও করো না।
(সুরা আল-বাকারা, আয়াত ২৮৬)

হে আল্লাহ, এই জাতিকে হেফাজতে রাখো, সব বিপদ থেকে নিরাপদ রাখো।
আমিন।

18/07/2025

এই পৃথিবীতে যখন আমরা এসেছি; নিজের শরীর ব্যতীত কিছুই নিয়ে আসিনি। আবার যখন এই পৃথিবী থেকে যাবো তখনও এই শরীর ব্যতীত কিছু নিয়ে যেতে পারবোনা।

আসা যাওয়াটা যেখানে শূন্য হাতে; সেখানে মাঝ পথে এত কী হারানোর ভয়? জীবনকে জীবনের মত উপভোগ করুন। যা হারিয়েছেন তা নিয়ে না ভেবে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।

Writer - Ashraf Ahmed

17/07/2025

আমি অপবাদ অসম্মান নিতে পারিনা। কেউ যদি আমাকে ভুল বুঝে তবে আমি তার ভুল ভাঙানোর যথাযথ চেষ্টা করতে পারি।

কিন্তু সে যদি ভুল বুঝে নিজ ধারণা থেকেই আমাকে অপবাদ দিতে থাকে; অসম্মান করতে থাকে, আমি মেনে নিতে পারিনা।

যেসব স্থানে আমার সম্মান নেই, সেসব জায়গা থেকে আমি যতদ্রুত সম্ভব সরে আসি। আমার কাছে আত্মসম্মান টা খুব বেশি জরুরী।

Book - শেষ অধ্যায়
Writer - Ashraf Ahmed

17/07/2025

একটা নৌকা দেখলাম ভেসে যাচ্ছে, ফিরে আর আসেনি। ঘাটে রোজ অপেক্ষা করি যদি ফিরে আসে আর আমি দেখতে না পাই? ধরেই তো নিবো ফিরে আসেনি!

তাই রোজ নিয়ম করে পানির স্রোতের দিকে তাকিয়ে থাকি। নিজেকে একদিন ঠিক বুঝিয়ে নিবো- অপেক্ষা কেবল বাহানা; আমি তো পানির স্রোত দেখতে ভালোবাসি।

Writer - Ashraf Ahmed
For video credit, kindly DM.

05/07/2025

ক্লান্ত হইয়ো না মন। তোমার অনেক দূর আগাতে হবে।🖤

©️ ছবিওয়ালা

Eid ul Adha 🐂 for Boys 🥴
07/06/2025

Eid ul Adha 🐂 for Boys 🥴

06/06/2025

Eid Mubarak ❤️🌙 ✨

27/05/2025

এই বুঝি ঝুম বৃষ্টি হবে❤️

Long march to Sahbag for GAZA
12/04/2025

Long march to Sahbag for GAZA


গাজা আজকেই শেষ হয়ে যাবে না, যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তান আছে। এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান। কেয়ামতে...
07/04/2025

গাজা আজকেই শেষ হয়ে যাবে না, যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তান আছে। এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।

ইস-রা-য়েল, ইহুদী-মুশরিকরা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর অনেক অন্যায় অত্যাচার জুলুম করবেই কিন্তু আমাদের হারাতে পারবে না। গাজা মুছে যাবেনা।

পবিত্র কোরআনে বলা আছে এই সম্প্রদায়ের মানুষজন একদিন স্বাধীন হবে৷ এরমধ্যেই আমাদের আশার আলো হয়ে ইমাম মাহাদী আসবেন, ঈসা(আঃ) আসবেন। গাজার সন্তানরা ইমাম মাহদীর কাতারে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাজ্জাল ও ই+হুদীদের বিরুদ্ধে লড়াই করবে, পাথর ও গাছের পিছনে লুকিয়ে থাকা প্রতিটা ইহুদিকে ধরে ধরে হ*ত্যা করবে। জ*বাই করবে, টুকরো টুকরো করবে। দিকবিদিক জা"য়দের হাজার হাজার লাশ পড়ে থাকবে! ইনশাআল্লাহ, ☝️

From the river, to the sea
Palestine will be free 🇵🇸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riad Mohammad Suman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category