umaiza's tale

umaiza's tale Lifestyle regular daily life vlog,reels

14/04/2025

বড় বোনের দায়িত্ব পালন করে 🤗

25/03/2025

কেমন কাটে আমাদের রমজানের দিনগুলি তা নিয়েই থাকছে আজকের ভ্লগ🫣

23/03/2025

রিলসে মানিটাইজেশন আবার ঠিক হবে কিনা বা এর পিছনে আসল কারণ কি হতে পারে, অথবা
ফেইসবুক এখন কোন ধরণের কন্টেন্টে বেশি ডলার দিচ্ছে এই সংক্রান্ত একটা ভাল আর্টিকেল পড়লাম। আপনাদের সাথে সেটা শেয়ার করে যাচ্ছি, আপনাদের উপকার হতে পারে।

★Reels এ টাকা কমিয়ে দিয়েছে এর কারণ হতে পারে Reels এর জন্য ফেইসবুক একটা এক বিলিয়ন ডলারের ফান্ড তৈরি করেছিল। হতে পারে সেই ফান্ড টা শেষ হয়ে গিয়েছে।

"সারা বিশ্বে যখন TikTok-এর অডিয়েন্স ব্যপক হারে বেড়ে যাচ্ছিল তখন ফেসবুক বেশ চিন্তায় পড়ে যায়, এবং অডিয়েন্স ধরে রাখতে তারা Reels এর প্রতি মনোযোগী হয়। Reels এর এজন্য Meta প্রায় ১ বিলিয়ন US Dollar ফান্ডের ঘোষণা দেয়।
২০২২ সালে ফেব্রুয়ারি থেকে Reels মনিটাইজেশন প্রক্রিয়া শুরু করে Meta। এই মনিটাইজেশনের টাকা বন্টন প্রক্রিয়াকে তারা বোনাস প্রোগ্রাম হিসেবে পরিচালিত করে অর্থ্যাৎ ফেসবুক যাদেরকে Reels মনিটাইজেশন এর যোগ্য মনে করতো তাদের ইনভাইটেশন প্রক্রিয়ার মাধ্যমে মনিটাইজেশন দিতো এবং যারা মনিটাইজেশন পেত তারা আসলে সেই ১ বিলিয়ন ডলারের ফান্ড থেকেই ভাগ পেত।" -Md Salauddin Mia
Head Of Broadcast & IT of SOMOY TV

এখন হতে পারে ফান্ডের টাকা শেষ হয়ে গিয়েছে, আর বর্তমানে বিভিন্ন দেশে টিকটক ব্যান থাকার কারণে ফেইসবুক টিকটককে আর প্রতিযোগী মনে করছেনা, তাই সেটার এগেইন্সটে আর ইনভেস্টও করতে চাইছেনা।
তার মানে বর্তমানে Reels এর মাধ্যমে আপনি যতটুকু ডলার পাচ্ছেন সেটাই আপনার রিলস-এ যে অ্যাড দেখাচ্ছে সেটার আসল টাকা। যে অতিরিক্ত টাকা পেতেন বোনাস ফান্ড থেকে সেটা বন্ধ হয়ে গিয়েছে।

★ রিলসে টাকা কমে যাওয়ার দুই নম্বর কারণ হতে পারে Content Monetization.
অনেকটা সবাইকে চাকরি দিয়ে বেতন কমিয়ে দেওয়ার মত সিস্টেম করেছে ফেইসবুক।

যেহেতু কন্টেন্ট মানিটাইজেশনে পোস্ট, স্টোরি, রিলস, ছবি, স্ট্যাটিক ইমেজ, পোল, ভিডিও সবধরণের কন্টেন্ট থেকে ডলার আসে এই কারণে দেখা যায় যে যারা কন্টেন্ট মানিটাইজেশন পেয়েছে তাদের ইনকাম বেড়ে গেছে বহুগূণ। এটাকে কন্ট্রোলে রাখতে ফেইসবুক সম্ভবত রিলস এ যে বোনাস টাকাটা অ্যাড হত সেটাকে বন্ধ করে দিয়েছে।

★তিন নম্বর কারণ হতে পারে রিলসের কারণে In stream Ad এ মানুষ কম রেসপন্স করছিল, বা লং ভিডিওতে মানুষ সাড়া দিচ্ছিল কম।

"ফেসবুক সাধারণত In-Stream অ্যাডের মাধ্যমে ভিডিও অ্যাড পরিবেশন করে থাকে এবং সেই ইনকামের টাকা কনটেন্ট ক্রিয়েটরদের সাথে শেয়ার করে থাকে। কিন্তু লং-ভিডিও অ্যাড-এর ক্ষেত্রে ফেসবুক কিন্তু ইউটিউবের মতো সফল নয়! এমনকি ফেসবুকে Video-Ad দিয়ে বিজ্ঞাপন দাতারাও হ্যাপী নয়!"
-Md Salauddin Mia
Head Of Broadcast & IT of SOMOY TV

লং ভিডিওর প্রতি মানুষের আগ্রহ বাড়াতে রিলসে আয় কমিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে যেন মানুষ লং ভিডিওতে গিয়ে অ্যাড দেখে।

আর্টিকেলে আরও বলা হয়েছে, "ফেসবুকে Static বা Image অ্যাড এর গ্রহণযোগ্যতা বেশি। এইকারণে ফেসবুক নিজেদের আয় বাড়াতেও Static বা Image অ্যাডকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য লক্ষ্য করা গেছে ‘Content Monetization' পাওয়া যেসব প্ল্যাটফর্ম বিভিন্ন Static বা Image পোস্ট বেশি করেছে তাদের ইনকাম ভিডিও এর চেয়েও অনেক বেশি হচ্ছে।"

★★তাহলে এখন কন্টেন্ট ক্রিয়েটর রা কি করতে পারে?

>> যারা ‘Content Monetization' পেয়ে গেছেন তারা রিলসের চেয়ে অরিজিনাল লং ভিডিওতে বেশি জোর দিবেন। ভিডিও রেশিও হবে ১:১ অথবা ৯:১৬।

>> কোয়ালিটি পোস্ট, নিজের লেখা মানে অরিজিনাল পোস্ট, অরিজিনাল নিজের তোলা ছবি, স্টোরি এগুলো পোস্ট করবেন। যদি এটাতেতে ভাল রেসপন্স পান তবে আয় হবে অনেক বেশি।

>> সমস্ত কন্টেন্ট যেন অরিজিনাল হয় নাহলে যারা কন্টেন্ট মানিটাইজেশন পান নি, তাদের পেতে অসুবিধা হবে, এবং যারা পেয়েছেন তাদের রেস্ট্রিকশন আসতে পারে।

এই সমস্ত তথ্য আমি যে সোর্স থেকে পেয়েছি সেটার লিংক কমেন্টে দিয়ে দিলাম। আর এই তথ্য গুলো যিনি শেয়ার করেছেন তিনি হলেন Md Salauddin Mia. উনি সময় টিভির Head Of Broadcast & IT.
আশা করি তিনি পড়ালেখা জানা মানুষ। ঘাস খেয়ে এসব লিখেন নাই।

দিনশেষে আবারও বলে যাই, ভিডিও মেকিং একটা ক্রিয়েটিভ কাজ। বাসায় বসে ক্যামেরা অন করে ভিডিও করা যায় ঠিকই, কিন্তু এই পৃথিবীতে যারা আসলেই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যাদের সাথে বিল গেটস, এলন মাস্ক পর্যন্ত এসে কথা বলে- তাদের জার্নি, ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, হার্ডওয়ার্ক আর এফোর্ট টা একবার গিয়ে দেখে আসবেন।
বুঝতে পারবেন, এই প্ল্যাটফর্মে শাইন করাও ৯টা-৫টা জব বা একটা ফুল টাইম ব্যবসার মতই কঠিন।
এই মাইন্ডসেট নিয়ে কাজ করতে নামবেন।
সহজে ইনকাম করা যায় এই মাইন্ডসেট থাকলে আর হইসে আপনার ইনকাম!

যাই হোক,
Best of luck everyone!
I hope this would be a new era for genuine talents and hard workers! ❤
©
Meta for Business Facebook Facebook for Creators Facebook Marketplace Community

21/03/2025

লাইলাতুল কদরের দোয়া
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন, তুহিব্বুল আফওয়া, ফা’আফু আন্নি।

অর্থ:হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও।

[তিরমিজি: ৩৫১৩]

রমাদান মোবারক 🌙✨
20/03/2025

রমাদান মোবারক 🌙✨

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when umaiza's tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category