10/10/2023
সুন্দরবনের/করমজল/ওয়াচ-টাওয়ার /পশুর নদী/মংলা পোর্ট/ ষাট গম্বুজ মসজিদ/ জাদুঘর😎
💥 মাত্র ১৫০০ টাকায় শুক্রবার সরকারী ছুটির দিনে সুন্দরবন, বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার ভ্রমন।
🚌যাত্রা শুরু: ০৫ অক্টোবর, ২০২৩ (বৃহষ্পতিবার) রাত ১১ টায় ঢাকা সায়দাবাদ থেকে।
🚗ফেরার তারিখ: ০৬ অক্টোবর, ২০২৩ (শুক্রবার) রাত ১০ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
💷 ভ্রমণ খরচঃ ১৫০০৳ প্রতি জন। 💷
➡️ যা যা দেখবো / ভ্রমনের স্পট সমূহ
🌴 সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল।
🌴 করমজল।
🌴 ওয়াচ-টাওয়ার ।
🌴 পশুর নদী।
🌴 মংলা পোর্ট।
🌴 ষাট গম্বুজ মসজিদ।
🌴 জাদুঘর।
🌴 হযরত খানজাহান আলী (রঃ) এর মাজার।
📢 প্যাকেজে এর মধ্যে যা যা থাকছেঃ
➡️ ঢাকা থেকে আপডাউন রিজার্ভ বাস, ট্রলার ভাড়া, স্পট এন্ট্রি ফি, লোকাল ট্রান্সপোর্ট।
➡️ সকালের খাবার, ডিম খিচুড়ি।
➡️ দুপুরের খাবার, ভাত, মুরগী,সবজি, ডাল।
বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
বৃহস্পতিবারঃ রাত ১১.৩০ ঘটিকায় ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রিজার্ভ গাড়িতে করে মংলার উদ্দৈশ্যে যাত্রা শুরু করবো।
শুক্রবারঃ খুব সকালে মংলা পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো। তারপর আমরা আমাদের রিজার্ভ করা ইঞ্জিন চালিত বোটে করে পশুর নদী পাড়ি দিয়ে করমজল ওয়াচ টাওয়ার, ম্যানগ্রোভ বন, হরিণ পয়েন্ট এবং কুমির প্রজনন কেন্দ্র ঘুরে দেখবো। এরপর বোটে উঠে মংলা চলে আসবো এবং বাসে করে চলে যাবো বাগেরহাট। খানজাহান আলীর মাজারে জুম্মার নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে নিবো। খাবার শেষে মাজারের আশে পাশে ঘুরে ফটো শুট করে চলে যাবো ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ। এইখানে ঘুরাফিরা শেষ করে সন্ধ্যা ০৬ ঘটিকায় রিজার্ভ গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এবং সব কিছু ঠিক থাকলে রাত ১০ ঘটিকার মধ্যেই আমরা ঢাকা থাকবো
গ্রীন লাইফ হসপিটাল লিঃ