16/05/2025
প্রিয়তমা,
আজ তোমার মনটা খারাপ জেনে বুকটা ভার হয়ে গেল।
তুমি জানো তো, এই পৃথিবীর যত অভাবই থাকুক—
আমার ভালোবাসায় কখনও ঘাটতি হবে না।
তুমি হয়তো ক্লান্ত, বিষন্ন, হয়তো চোখের কোণে জমে আছে কয়েক ফোঁটা না বলা কষ্ট,
কিন্তু মনে রেখো, তোমার এই সমস্ত কষ্ট আমি ভাগ করে নিতে চাই।
তোমার একটুখানি হাসিই আমার পৃথিবী বদলে দেয়,
আর যদি সেই হাসিটা হারিয়ে যায়, আমি সারাদিন খুঁজে ফিরি তোমার মুখে।
অভাবের ভেতরেও ভালোবাসা জেগে থাকে,
আর বিষন্ন সময় পেরিয়ে গেলে—
আসবে আলো, ঠিক যেমন করে তোমার নাম মনে পড়লে আমার মুখে আলো ফুটে ওঠে।
তুমি শুধু জানো না, তুমি কতটা সুন্দর, এমনকি তোমার দুঃখের মাঝেও।
তাই বলছি, একটু হেসে দেখো না আমাকে...
আমার মনটা তোমার হাসিতে আজ একটু আশ্রয় খুঁজছে।
সব সময় তোমার,