বাংলা নিউজ.২৪

বাংলা নিউজ.২৪ বাংলা নিউজ.২৪

হ্যাঁ ওনি সেই শহিদুল আলম।যাকে ফ্যা*সিস্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারের অভিযো...
02/10/2025

হ্যাঁ ওনি সেই শহিদুল আলম।

যাকে ফ্যা*সিস্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারের অভিযোগ তুলে ICT আইনে সাত (৭) দিনের রি'মা'ন্ডে দেয়। সেই মা*ম'লায় ১০৭ দিন কা'রাভোগের পর ২০১৮ এর ২০ নভেম্বর তিনি জা'মিনে মুক্তি পান।

আজ সেই শহিদুল আলম আবারও দাঁড়িয়ে আছেন সত্য ও ন্যায়ের পক্ষে। আজ তিনি সুমুদ ফ্লোটিলায় পুরো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে, নিপীড়িত ফি*লি'স্তি:নিদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিত্ব করছেন।

মন থেকে সেলুট হে বীর শহিদুল আলম আপনাকে।
—আপনি আমাদের গর্ব, আমাদের প্রেরণা।

🌍 বাংলা নিউজ ২৪-এ আপনার জেলার প্রতিনিধি হোন!আপনার কি সংবাদ সংগ্রহ ও লেখালেখির প্রতি আগ্রহ আছে❓তাহলে সুযোগ আপনার হাতেই!বা...
25/09/2025

🌍 বাংলা নিউজ ২৪-এ আপনার জেলার প্রতিনিধি হোন!

আপনার কি সংবাদ সংগ্রহ ও লেখালেখির প্রতি আগ্রহ আছে❓
তাহলে সুযোগ আপনার হাতেই!

বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নেওয়া হবে কিছু উদ্যমী ও কর্মঠ প্রতিনিধি। ✍️
আপনি যদি নিজের জেলার খবর পুরো দেশবাসীর কাছে পৌঁছে দিতে চান—এটাই আপনার সময়!

🔹 যোগ্যতা:
✔️ জেলার গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহে আগ্রহী
✔️ সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল
✔️ অনলাইনে কাজ করার সক্ষমতা

📩 এখনই যোগাযোগ করুন এবং বাংলা নিউজ ২৪-এর অফিসিয়াল প্রতিনিধি হওয়ার সুযোগ নিন!

✨ আসুন, একসাথে দেশের প্রতিটি প্রান্তের খবর পৌঁছে দিই সবার কাছে।

সত্যি কথা হলো, এটা কোনো বাদ পড়া নয় 💔 এর পিছনে একটি ইমোশনাল বিষয় আছে।২০২৫ সালের ১৫ এপ্রিল এক দুঃখজনক ঘটনা ঘটে ব্যাচেলার প...
25/09/2025

সত্যি কথা হলো, এটা কোনো বাদ পড়া নয় 💔 এর পিছনে একটি ইমোশনাল বিষয় আছে।
২০২৫ সালের ১৫ এপ্রিল এক দুঃখজনক ঘটনা ঘটে ব্যাচেলার পয়েন্টে। কাবিলার মা পলি চেয়ারম্যান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী গুলশান আরা চিরন্তন বিদায় নেন পরকালে 😢। ভোর ৬:৪০ মিনিটে হার্ট অ্যাটাকের কারণে তিনি আমাদের ছেড়ে চলে যান।

সিজন ৫ এর পর্ব ৩০-এ কাবিলার মা অসুস্থ—এই কথাটি বলা হয়েছিল, কারণ বাস্তব ঘটনাকে সম্মান জানিয়ে সেটি তুলে ধরা হয়। এর ফলে ব্যাচেলার বাসার সবাই নোয়াখালী যাবে। এটি কোনো ছুটি নয়, বরং একটি ইমোশনাল জার্নি 🕊️।

তবে শিমুলের অদৃশ্যতা সাময়িকভাবে থাকবে ⏳। সামনের পর্ব ৩৩-৪৯ এবং তার পর থেকে ব্যাচেলার গ্যাং নোয়াখালীতে ইমোশনাল ড্রামা সিকোয়েন্স দেখাবে। মায়ের মৃত্যু পর সবাই আবার ঢাকার উদ্দেশ্যে ফিরবে 🏙️, সাথে শিমুলও ফিরে আসবে। ❤

আসলে শিমুলই হলো এই সিজনের হিডেন বিনোদন দাতা 🎭।

23/09/2025
এটা কোন মঞ্চ হলো? সভাপতি নাই, সহ-সভাপতি নাই, এলাকার গণ্যমান্য চাঁদাবাজ নাই, নেতা নাই খেতা নাই, একদম ফাঁকা স্টেজ।ওয়াজের ...
22/09/2025

এটা কোন মঞ্চ হলো? সভাপতি নাই, সহ-সভাপতি নাই, এলাকার গণ্যমান্য চাঁদাবাজ নাই, নেতা নাই খেতা নাই, একদম ফাঁকা স্টেজ।

ওয়াজের ময়দানগুলো এমনই হওয়া উচিত ❤
প্রিয় মিজানুর রহমান আজহারী ▫️

14/09/2025
14/09/2025
সর্বমিত্র চাকমা।যাকে ছাত্রদলের ভাইয়েরা জগন্নাথ হলে টিটকারি করে বলেছিলো ভাইয়া, আপনি ত ইসকন সদস্য। পাশ করলে জগন্নাথ হলে এক...
11/09/2025

সর্বমিত্র চাকমা।
যাকে ছাত্রদলের ভাইয়েরা জগন্নাথ হলে টিটকারি করে বলেছিলো ভাইয়া, আপনি ত ইসকন সদস্য। পাশ করলে জগন্নাথ হলে একটা মসজিদ কি বানিয়ে দিবেন?
অর্থাৎ তারা জানে জগন্নাথ হলে কোনো মুসলিম থাকেনা।
তারপরও তাকে ক্ষেপাতে বা টিটকারি করতে এগুলো বলেছিলো।
তখন সেও তাদের কাছে গিয়ে বলেছিলো ভাইয়া, আমি কিন্ত হিন্দু না, আমি বুড্ডিশ ( বৌদ্ধ)।
সে যে ইসকন না এটা বুঝাতে তার ধর্ম পরিচয় দিয়ে দেয়।
এই ছেলেটাকেই বলা হয়েছিলো তাকে নাকি ৫০ হাজারে শিবির কিনেছে।
সে বলেছিলো ভাই আমি এতো সস্তা না যে আপনাদের মতো এতো সস্তায় বিক্রি হয়ে যাই।কম করে হলেও বলবেন ৮/১০ লাখে কিনেছে।
এই ছেলেটাও সবচেয়ে বেশি ভোট পেয়ে (সদস্য) পাশ করেছে।
তার ভোট সংখ্যা ৮৯৮৮

পূর্ব ঘোষিত ১০০ টি ল্যাপটপ দিচ্ছে সাদিক কায়েমের মাধ্যমে
10/09/2025

পূর্ব ঘোষিত ১০০ টি ল্যাপটপ দিচ্ছে সাদিক
কায়েমের মাধ্যমে

09/09/2025

আলহামদুলিল্লাহ
প্রাপ্ত ফলাফল।সাদিক = ৮৯২৯
আবিদ =৬৯৮৯

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা নিউজ.২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share