20/12/2022
কিভাবে করবেন অনলাইন মার্কেটিং?
ধরুন আপনার একটি বিজনেস আছে। শুধু বিজনেস থাকলেই তো আর হবে না। সবাইকে জানাতে হবে যে আপনার বিজনেস রয়েছে এবং আপনার বিজনেসের প্রোডাক্টস সবার জন্য কতটা উপকারী, ব্যবহার করলে কি কি লাভ হবে তা সবাইকে জানাতে হবে। আপনার পণ্যের ভালো দিক সবার সামনে প্রচারের মাধ্যমেই আপনার পণ্যের সেল বাড়বে। আপনি যত আপনার পণ্যের মার্কেটিং করবেন আপনার সেল ততোই বাড়তে থাকবে। এজন্যই বলা হয় প্রচারেই প্রসার। তাই আপনার বিজনেসের প্রোডাক্টগুলো কে সবার সামনে তুলে ধরতে অনলাইন মার্কেটিং এর গুরুত্ব অনেক।
অনেক নতুন ব্যাবসায়ীরা কনফিউশনে পরে যায় তারা কিভাবে তাদের পণ্যের অনলাইন প্ল্যাটফর্ম এ মার্কেটিং করাবে। আপনি শুনে খুশি হবেন যে অনলাইনে এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অনেক সহজে কোম্পানিগুলোর প্রোডাক্টসের মার্কেটিং করা যায়। যার ফলে আগের থেকে বহুগুণ সেল জেনারেট হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর মধ্যে অন্যতম একটি অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার ওয়েবসাইট কে গুগলের ফার্স্ট পেজে র্যাংক করিয়ে অনেক বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন। এরকম আরও কিছু অনলাইন মার্কেটিং এর সেক্টর হলোঃ-
সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
কন্টেন্ট মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
ই-মেইল মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
অনলাইন এডভারটাইজিং