Student Short Stories

Student Short Stories কী ভাই, ফলো করেন..!

🦅সে চাইলে তার ডানা মেলে দিতে পারত, পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত।কিন্তু সে তা করেনি। এমনকি সে নিজেকে রক্ষা করার...
21/06/2025

🦅সে চাইলে তার ডানা মেলে দিতে পারত, পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত।

কিন্তু সে তা করেনি। এমনকি সে নিজেকে রক্ষা করার চেষ্টাটাও করেনি। নিশ্চিত মৃত্যু জেনেও সে ঠিক সেখানটাতেই থেকে গিয়েছিল — তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর পাশে!

পাখিদের মধ্যে এই প্রবৃত্তি তাদের Gene এর গভীরে প্রোথিত। ইনকিউবেশন বিহেভিয়ার (ডিমে তা দেওয়ার সময় মা পাখির আচরণ) এর জন্য দায়ী প্রোল্যাকটিন হরমোন প্রজনন ঋতুতে মা পাখির মস্তিষ্কে প্রবেশ করে। এই পদার্থটি কেবল তাদের বাসা তৈরি করতে এবং ডিম গরম করতেই চালিত করে না, আসন্ন বিপদের মুখে বাচ্চাদের রক্ষা করতেও ভূমিকা রাখে।

আমরা মানুষেরা যেমনটা বুঝি, তারা তেমন ভালোবাসা অনুভব করে না, বরং তারা জরুরি পরিস্থিতি, কর্তব্য এবং আরও গভীর কিছু অনুভব করে। সেভাবেই তাদের জেনেটিক প্রোগ্রামিং করা। তাদের প্রজাতির ভবিষ্যৎ রক্ষা করার জন্য তারা সবকিছু করতে পারে, এমনকি যদি এর জন্য মৃত্যুর মুখোমুখি হতে হয়, তা-ও।

ছাইয়ের মধ্যে থাকা ওই ছোট্ট শরীরটি কেবল একটি পাখির নয়, এটি একটি মায়ের।

সে প্রকৃতির একজন বেনামি নায়িকা, যে একমাত্র কাজটিই করেছিল যা সে জানত, আর তা হলো তার সবচাইতে মূল্যবান জিনিসগুলোর যত্ন নেওয়া।

একজন মা তার সন্তানকে পৃথিবীর সামনে তুলে ধরতে এবং চারপাশের বিপদ থেকে রক্ষা করতে ঠিক কি পরিস্থিতির মধ্য দিয়ে যায় তা আমরা বুঝতে পারি না — বোঝা সম্ভবও না! সেই সকল মায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা যারা তাদের সন্তানের কথা ভেবে নিজেকে বিসর্জন দিতেও দ্বিধা করেনি।

17/06/2025

কীভাবে তুমি নিজেই তোমার ক্যারিয়ার নষ্ট করবে?
১০টি কার্যকর টিপস!

আমার আজকে উল্টো দিকে যাওয়ার প্ল্যান। কারণ সফল হবার টিপস শুনে শুনে তুমি তো অলরেডি ওভারডোজ হয়ে গেছো।

তাই লিখে ফেললাম "ক্যারিয়ারকে ধ্বংস করার ১০টি পরীক্ষিত ও প্রমাণিত কার্যকর উপায়!" 😎

১. তোমার মূলমন্ত্র হবে "আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু।" কখনো ভুলেও আজকের কাজ আজ করবে না। কাজ করাকে অলিম্পিকের মতো করে প্রতি চার বছর পর একবার করার প্ল্যান রাখো।

২. যেকোনও নতুন স্কিল শিখতে গেলে নিজের ব্রেনে বলো, "দোস্ত, আমি তো অলরেডি সব জানি"। নতুন শেখার দরকার কী? স্কিল শেখা থেকে যতটা নিরাপদ দূরত্বে থাকতে পারো ততই মঙ্গল।

৩. গুরুজনেরা বারবার বলে নেটওয়ার্কিং করতে, তুমি চরম আধুনিক। এই নেটওয়ার্কিং জিনিসটা তুমি কখনই করবা না। আরে ভাই, তুমি তো ইন্ট্রোভার্ট মানুষ, বাসার ওয়াইফাইটাই তোমার যথেষ্ট "নেটওয়ার্ক"।

৪. নিজের সব ভুল আর ব্যর্থতার জন্য বাসায় বসে বসে বস, অফিস কলিগ, সরকার, এমনকি জীবনেও সুযোগ না পাওয়া ভাগ্যকেও নিয়মিত গালি দাও।
তোমার চোখে পৃথিবীর সবাই দোষী। তুমিই কেবল ধোয়া তুলসী পাতা।

৫. সময় পেলে ইউটিউবে বসে বসে মারাত্মক সব 'জীবন বদলানো' ভিডিও দেখো। যেমন— "বিড়াল কেন মিউ মিউ করে?", "রাত ২টায় আসলেই ভূত বাসায় আসে কিনা?" এগুলো নিয়মিত দেখলে একসময় তোমার ব্রেইনে চিন্তার একেবারে জানাযা হয়ে যাবে।

৬. কিছু একটা শেখার জন্য টিউটোরিয়াল দেখবে ঠিকই, কিন্তু নিজে সেটার অনুশীলন করবে না। 'Copy-Paste Hero' হিসেবে টিউটোরিয়াল শেষ করলে ব্রাউজার ক্লোজ করে নিজেকে অলরেডি 'বিশেষজ্ঞ' হিসেবে গন্য করো।

৭. ফেসবুকের রিল আর ইনস্টাগ্রামের স্ক্রলে প্রতিদিন দুই-তিন ঘন্টা ব্যয় করো। সময়টা সস্তা, পয়সা খরচ নেই। বেশি বেশি স্ক্রল করো। তোমার যে এই সময়টা স্কিল শেখার জন্য আল্লাহ দিয়েছে, তা ভুলে যাও!

৮. জীবনে চ্যালেঞ্জ নিবে না। কমফোর্ট জোন থেকে একটা পা-ও বাইরে বের করবে না। জোনের বাইরে পা ফেললে তোমার পায়ের তলার মাটি উল্টে যাবে, আচমকা আকাশ নেমে আসবে কিন্তু।

৯. আশেপাশে তোমার বন্ধু বা আত্মীয়-স্বজনদের ভালো কিছু করতে দেখলে মন দিয়ে তাদের হিংসা করো। সকাল-বিকাল চিন্তা করো, "ও তো সফল হলো মামা-চাচার বা মামার শালার ভাগ্নের কারণে। ও কেন সফল হয় আর আমি ব্যর্থ?"

১০. একটা স্কিল থেকে আরেকটা স্কিলে লাফাতে লাফাতে ক্যারিয়ারের ক্যাঙারু হও। আজ ডেভেলপমেন্ট শিখছো দুই সপ্তাহ, পরে ডিজাইনার হও, তিন মাস পরে ইউটিউবার হও। এভাবে জীবনে যত পারো স্কিল টেস্টিং করো, যেন কোনোদিন কোনো কিছুতেই ভাল না হও।

এই দশটা কাজ যদি আন্তরিকভাবে করতে পারো তাহলে আমি ফুল গ্যারান্টি দিয়ে লিখলাম তোমার ক্যারিয়ার হওয়ার চান্স শূন্য পার্সেন্ট, ধ্বংসের চান্স ১০০%।

ভাই, কথাগুলো মজা করে বললেও জীবনে আমরা প্রায়ই এগুলো করে ফেলি, তাই সিরিয়াসলি তোমাকে বলছি—উপরের ভুলগুলো বন্ধ করো, নিজেকে আপডেট করো।

কমেন্ট করে জানাও, উপরের দশটা জীবাণুর মাঝে তোমার কোনগুলো আছে?

15/06/2025

বি-য়ের দা/বি/তে প্রে-মিকের বাড়িতে ত/রু/ণী/র অ-ন-শ-ন🌼🌼🌼

আসলেই🎷🎷🪗📢
14/06/2025

আসলেই🎷🎷🪗📢

নক দিয়েন ভাই✋✋
12/06/2025

নক দিয়েন ভাই✋✋

11/06/2025

মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে.

নিজের মূল্যায়ন করতে শিখুন-১. প্রিয়জনের কাছে মূল‍্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন, ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনে...
01/06/2025

নিজের মূল্যায়ন করতে শিখুন-
১. প্রিয়জনের কাছে মূল‍্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন, ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের।

২. যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক।

৩. কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন - সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে।

৪. অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালোলাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।

৫. যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না।

৬. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন।

৭. নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না। কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়।

৮. সমালোচনাকারীদের যুদ্ধে করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে।

৯. গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে।

১০. ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।

১১. আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।

১২. মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।

১৩. পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।

১৪. জীবন মানেই GPA 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশুনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ন কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে।

১৫. সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

১৬. পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলতঃ এটা নির্ভর করে, আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন? যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ যদিও অপ্রিয় তবুও সত্য, "প্রয়োজনেই প্রিয়জন"

তাই মানুষ চিনতে শিখুন,প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন।মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের ক*ষ্ট হয়,কিন্তু কেউ মরে যায় না।
- সংগৃহীত
#জীবন_চক্র

21/04/2025

"যারা কম বোঝে,তারাই
পৃথিবীর সবচেয়ে সুখী।"

10/02/2025

কসম খাইয়াও মিথ্যা কথা কয় আর তুমি আইসো মিয়া প্রমিস ডে নিয়া:🙃🌺

10/02/2025

লয়্যাল‌ ডে থাকলে ডাক দিয়েন। এই সব ফালতু, ভন্ডামি ডে আমার জন্য না।🙂

Address

Rajarbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category