08/08/2025
ফুটবল খেলা কে কেন্দ্র করে ভাঙ্গা থানার সোয়াদি ও সুখনি বিদ্যা নন্দি নোয়াকান্দা পাঁচ গ্রামের মধ্যে মধ্যে উত্তেজনা দেখা যায়।
মাইকিং করে ৪ গ্রামবাসীর সংঘর্ষের মহড়া!!
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুকনী- বিদ্যানন্দী- নোয়াকান্দা তিন গ্রামের লোকজন সম্মিলিত সুয়াদী গ্রামের বিপক্ষে সংঘর্ষের মহড়া দেয়। আজ দুপুরে তিন গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সুয়াদী গ্রাম অভিমুখে রওয়ানা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বিদ্যানন্দী মাঠে সুয়াদী বনাম সুকনীর মধ্যে ফুটবল খেলায় অপ্রীতিকর ঘটনা নিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হন, জানা যায় গতকাল আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার ছেলেরা ফুটবল খেলতে ছিলেন ,এমত অবস্থায় সুয়াদি গ্রামের একটি টিম এসে তাদেরকে উঠিয়ে দেয়ার চেষ্টা করেন ,এবং তারা তাদের টিম নিয়ে মাঠে ফুটবল খেলার চেষ্টা করেন, একপ্রকার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ,এতে সুখনি বিদ্যানন্দি নোয়াকান্দা জড়িত এলাকার বেশ কয়েকজন ছেলেকে মারধর করেন বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার মাইকিং করে সুয়াদির উদ্দেশ্যে এলাকাবাসী রওনা হলে প্রশাসন এসে বাধা দেয় ,এবং বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে।
ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট জানার জন্য পেজটি ফলো করে রাখুন।