Ptv Faridpur পিটিভি ফরিদপুর

Ptv Faridpur পিটিভি ফরিদপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ptv Faridpur পিটিভি ফরিদপুর, Media/News Company, Faridpur, Dhaka.

ইউটিউব এন্ড ফেসবুক পেজে চ্যানেল নাম
Ptv Faridpur _এবং দৈনিক দেশ বুলেটিন এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে কোন বিষয় ভিডিও'র মাধ্যমে
দ্রুত প্রচার করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
শান্ত ভাই মোবাইল- 01771 994 880

08/08/2025

ফুটবল খেলা কে কেন্দ্র করে ভাঙ্গা থানার সোয়াদি ও সুখনি বিদ্যা নন্দি নোয়াকান্দা পাঁচ গ্রামের মধ্যে মধ্যে উত্তেজনা দেখা যায়।
মাইকিং করে ৪ গ্রামবাসীর সংঘর্ষের মহড়া!!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুকনী- বিদ্যানন্দী- নোয়াকান্দা তিন গ্রামের লোকজন সম্মিলিত সুয়াদী গ্রামের বিপক্ষে সংঘর্ষের মহড়া দেয়। আজ দুপুরে তিন গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সুয়াদী গ্রাম অভিমুখে রওয়ানা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বিদ্যানন্দী মাঠে সুয়াদী বনাম সুকনীর মধ্যে ফুটবল খেলায় অপ্রীতিকর ঘটনা নিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হন, জানা যায় গতকাল আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার ছেলেরা ফুটবল খেলতে ছিলেন ,এমত অবস্থায় সুয়াদি গ্রামের একটি টিম এসে তাদেরকে উঠিয়ে দেয়ার চেষ্টা করেন ,এবং তারা তাদের টিম নিয়ে মাঠে ফুটবল খেলার চেষ্টা করেন, একপ্রকার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ,এতে সুখনি বিদ্যানন্দি নোয়াকান্দা জড়িত এলাকার বেশ কয়েকজন ছেলেকে মারধর করেন বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার মাইকিং করে সুয়াদির উদ্দেশ্যে এলাকাবাসী রওনা হলে প্রশাসন এসে বাধা দেয় ,এবং বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে।
ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট জানার জন্য পেজটি ফলো করে রাখুন।

08/08/2025

কে চেরা কালির ভায়রা ভাই 👉😂😂😂😂
হাঁসা যাবেনা শুধু ভিডিও দেখতে হবে।

08/08/2025

ফুটবল খেলা কে কেন্দ্র করে ভাঙ্গা থানার সোয়াদি ও সুখনি বিদ্যা নন্দি নোয়াকান্দা পাঁচ গ্রামের মধ্যে মধ্যে উত্তেজনা দেখা যায়

08/08/2025

প্রতি সপ্তাহে দুই থেকে তিনশ ফলোয়ার দেখে মনের আনন্দে চোখের পানি ধরে রাখতে পারছি না ধন্যবাদ আপনাদের যারা আমাকে সাপোর্ট করতেছেন

07/08/2025

আলগী বানার মাঠ রেললাইন থেকে আপনাদের জানাই শুভ সন্ধ্যা ❤️❤️🇧🇩🇧🇩

06/08/2025

চালকের ঘুম কেড়ে নিলো ৭টি প্রান_পলাতক চালককে ধরিয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন।

ঘটনাস্থল: নোয়াখালী। ওমান ফেরত প্রবাসীর পরিবারের ৩ জন মহিলা ও ৪ জন শিশুকে মৃত উদ্ধার করেন ফায়ার সার্ভিস।

ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওমান প্রবাসীর একই পরিবারের মহিলা ও শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী-লক্ষীপুর সড়কের পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে_ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত এক প্রবাসীর পরিবারকে নিয়ে মাইক্রোবাস ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়।
একই পরিবারের ১১ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে। ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়,পরে ড্রাইভার ও প্রবাসী সহ চারজন বেরিয়ে আসতে পারলেও বাকি ৭ জন গাড়িতে আটকা পড়ে যান।
পরে ফায়ার সার্ভিস এসে ,এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে_একে একে ৭টা ম/*র/**দে*/হ। বের করেন_যার মধ্যে ৩ জন মহিলা ও/ ৪ জন শিশু ছিলেন।
সকলকেই মৃ/**ত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।
আমরা নিহত পরিবারদের ধৈর্য ধারণ করার জন্য আল্লাহতালার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।

04/08/2025

কিছুদিন আগে ট্রেনে কাটা পড়ছিল একটি মহিলা সেই রেল লাইনের উপরে চ্যানেল-পিটিভি ফরিদপুর

03/08/2025

চাঁদহাট বনাম নিখোড়হাটি_খেলার ফলাফল।বালিয়াচরা মরহুম বাদশা চেয়ারম্যান মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫
হাফিজ খেলাঘর একাদশ,চাঁদহাট / ৩
রেজাউল শেখ ফুটবল একাডেমি,নিখোড়হাটি / ২

৭ম ম্যাচ

ভেন্যুঃ বালিয়াচরা দক্ষিন মাঠ প্রাঙ্গন,ভাঙ্গা,ফরিদপুর।

রেফারিঃ ফাহিম আহম্মেদ।
সহকারী: রেফারিঃ নাসির হোসেন।
সহকারী: রেফারিঃ রুবেল আহমেদ।

ভিডিও শেয়ার মোঃ শান্ত ভাই

ইনশাআল্লাহ_আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।

29/07/2025

ফানি ভিডিও করে ভাইরাল হলেন যে ব্যক্তি?? 🤔🤔
সিডি বিসিডি অডিও ফিল্ম থেকে ভাইরাল বরিশালের স্বরূপকাঠি উপজেলার।
শামীম খান ,তার আসল নাম মোঃ মিজানুর রহমান শামীম স্বরূপকাঠি উপজেলার পূর্ব সোহাগ দল গ্রামে ১৯৭৭ সালে তার জন্ম তিন ভাইয়ের মধ্যে ছোট তিনি ছোটবেলা থেকেই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার ও সাংস্কৃতিনি মনা স্কুল এবং কলেজ জীবনে বিভিন্ন ধরনের নাটক সংস্কৃতের সাথে জড়িয়ে ঢাকা ভাস্কর থিয়েটারের সাথে দীর্ঘদিন কাজ করেন তারপর ২০০৯ সালে সুর মেলার পরিবেশনায় শামীমের ফাঁদে দুই বউ একক সিডি বের করেন ২০১০ সালে সামিয়া সিটি সেন্টার এর পরিবেশনায় দ্বিতীয় একক অ্যালবাম বেলকা বের করেন ২০১১ সালে তার প্রথম মুভি চ্যানেল আইতে মুক্তি পায় কারিগর তার নিজস্ব ইউটিউব চ্যানেল ফেসবুক পেইজ actor Shamim Khan! বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম তার নিজের লেখা গান আপলোড করে থাকেন সাম্প্রতিক তার ভাইরাল হওয়া একটি গান স্বরূপকাঠির পোলা শর্ট ফিল্ম মাথা হ্যাং তিন ডলার দানব লারা খাইছে অগণিত শর্ট ফিল্ম গান তার চ্যানেল রয়েছে আশা করি আপনারা দেখবেন ভিডিওটা আপনারা দেখুন আর ভিডিওটি ভাল লাগলে কমেন্ট করে আমাদের চ্যানেলে থাকবেন আমি পিটিভি ফরিদপুর চ্যানেলে প্রকাশিত তার জীবন বৃত্তান্ত, তুলে ধরা হলো।

28/07/2025

নগরকান্দা উপজেলার_গাড়ুয়ারপাড়_৪ পাড়া মামা ভাগ্নে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করেন,।
এসময় উপস্থিত ছিলেন_নগরকান্দা উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ সহ ,এলাকার মুরব্বি ও যুব সমাজ গাড়ুয়ারপাড় চার পাড়া যুব সমাজ এর উদ্যোগে খেলাটির আয়োজন করেন।
নগরকান্দা রেলওয়ে স্টেশন এর নিকট হওয়ায় শত শত দর্শক রেল লাইনের উপরে বসে খেলাটি উপভোগ করেন।
খেলার ফলাফল মামা ভাগ্নে টুর্নামেন্টের শেষ অব্দি
গাড়ুয়ারপাড় মামা একাদশ -১
গাড়ুয়ারপাড় ভাগ্নে একাদশ -৩
তিন এক গোলে ভাগ্নে জয়লাভ করেন।

27/07/2025

গাউরারপার ৪ পাড়া মামা ভাগ্নে ফুটবল টুনামেন্ট ২৭/৭/২০২৫

26/07/2025

মরহুম বাদশা চেয়ারম্যান মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২৬/৭/২০২৫ শনিবার বিকাল ৪ টা অনুষ্ঠিত
পিরেরচর বনাম মালিগ্ৰাম
পিরেরচর-১
মালিগ্ৰাম -০

Address

Faridpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ptv Faridpur পিটিভি ফরিদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share