11/11/2025
#সৈনিকের গ্রেড ১৭, বেসিক বেতন ৯০০০/-
প্রাইমারী শিক্ষকের গ্রেড ১৩, বেসিক ১১০০০/-
শিক্ষকের ডিউটি সপ্তাহে ৫ দিন, দিনে ৭ ঘন্টা। এছাড়া বিভিন্ন সরকারি ছুটির দিনে তো বন্ধ আছেই।ঈদ, পুজা বিভিন্ন দিবস,সব সময়ই ছুটি থাকে।
সৈনিকের ডিউটি সপ্তাহে ৭দিনই, দিন রাত মিলিয়ে ৮-১২ ঘন্টা, সেই সাথে পিটি,প্যারেড,ওয়ার্কিং,গেইম তো আছেই।
আর সরকারি ছুটির দিনগুলোতে ডিউটির চাপ আরো বেশি বেড়ে যায়। এছাড়া শত্রুর বুলেটের ভয় তো সর্বক্ষন আছেই। দুই মাসের আগে ছুটিও নাই।
অথচ আগে শিক্ষক এবং সৈনিক একি গ্রেডে বেতন পেতো। এখন বলবেন সৈনিকে ঢুকতে তো ssc পাসই যথেষ্ট, কিন্তু এখন ৯০% সৈনিকই অর্নাস/ডিগ্রি কমপ্লিট করা,কেউ অধ্যয়নরত।
শিক্ষকরা ১৩তম গ্রেড পেয়েও এখন ১০ম গ্রেড চাচ্ছে! আর সৈনিকরা ১৭তম গ্রেডেই সারাজীবন সেবা দিয়ে গেলো!!
আমরা শিক্ষকদের ১০গ্রেড পাওয়ার বিপক্ষে না।
আমরা যাস্ট ইনসাফ চাই,কেউ দিন দিন উপরে উঠেও আরো উপরে উঠতে চাইবে,আর কেউ একি জায়গায় সারাজীবন সার্ভিস দিয়ে যাবে অধিক পরিশ্রম করেও,এটা হয় না।
শিক্ষক যদি হয় মানুষ গড়ার কারিগর, সৈনিক তাহলে দেশ রক্ষার কারিগর।